Banner

হিমালয়লঘেঁষা জনপদে জেঁকে বসেছে শীত, দেশের সর্বনিম্ন তাপমাত্রার দিকে তেঁতুলিয়া

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ২০ ১০:০১:৩১
হিমালয়লঘেঁষা জনপদে জেঁকে বসেছে শীত, দেশের সর্বনিম্ন তাপমাত্রার দিকে তেঁতুলিয়া
ছবিঃ সংগৃহীত

হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের আমেজ অনেকটাই বেড়ে গেছে। গত কয়েক দিন ধরেই এই অঞ্চলে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বিশেষ করে সন্ধ্যা নামার পর থেকে ভোর পর্যন্ত বেশ ভালোই শীত অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন, অর্থাৎ বুধবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা সূর্যের দেখা মিললেও সকাল এবং রাতে কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বোঝা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে সন্ধ্যা ও রাতের বেলায় শীতের প্রকোপ বেশি থাকে। তবে ভোরে সূর্য ওঠার পর রোদের তাপে সেই কনকনে ভাব কিছুটা কমে আসে। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক ও সহনীয় থাকে। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই হিমেল হাওয়া বইতে শুরু করে, যার ফলে আবারও ঠান্ডার অনুভূতি ফিরে আসে।

তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বৃহস্পতিবার সকালে তাপমাত্রা ১৩ দশমিক ৯ ডিগ্রিতে নেমে এসেছে। তিনি উল্লেখ করেন, হিমালয় বিধৌত এলাকা হওয়ার কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এই উপজেলায় শীত সবসময় একটু আগেই নামে এবং তীব্রতাও বেশি থাকে। তিনি পূর্বাভাস দিয়ে বলেন, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


তীব্র শীতে চরের জীবনসংগ্রাম: চরভদ্রাসনে অসহায় মানুষের পাশে উপজেলা প্রশাসন

সাজ্জাদ হোসেন সাজু
সাজ্জাদ হোসেন সাজু
ফরিদপুর জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৪ ২১:২৪:০২
তীব্র শীতে চরের জীবনসংগ্রাম: চরভদ্রাসনে অসহায় মানুষের পাশে উপজেলা প্রশাসন
চরভদ্রাসনের চর হরিরামপুর ইউনিয়নে দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন। ছবি- সাজ্জাদ হোসেন।

তীব্র শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা এর চরাঞ্চলের জনজীবন। কনকনে ঠান্ডা আর কুয়াশার ভেতর নিত্যদিনের জীবনযুদ্ধে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অসহায় ও দুস্থ মানুষ। এই বাস্তবতায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (৪ জানুয়ারি) চরভদ্রাসনের চর হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন। একদিনেই মোট ৩০০টি কম্বল বিতরণ করা হয় চরের বিভিন্ন প্রত্যন্ত এলাকায়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার। পাশাপাশি চর হরিরামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিল্লালসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চর হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থানে পরিকল্পিতভাবে এসব কম্বল বিতরণ করা হয়। উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে ৬নং ওয়ার্ড কুলনী (ভাটিশালেপুর), ২নং ওয়ার্ড কুলনী (শালেপুর মধ্য), ১নং ওয়ার্ড বালিরটেক (হাজার বিঘা কুলনী), বাদশার খেয়াঘাটপাড় এবং মাসুদ খানের হাট এলাকার বিভিন্ন অংশ।

শীতবস্ত্র পেয়ে স্বস্তির কথা জানান চরের দরিদ্র ও নিম্নআয়ের মানুষ। তাঁদের ভাষায়, প্রচণ্ড শীতের মধ্যে এই কম্বল তাদের জন্য শুধু আরাম নয়, অনেক ক্ষেত্রে জীবন রক্ষার সহায়তা। মানবিক এই উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই সরকারের মূল লক্ষ্য। তিনি আরও জানান, শীতের প্রকোপ অব্যাহত থাকলে পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে চরাঞ্চলের কেউ শীতে অনাহারে বা কষ্টে না থাকে।

চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। শীতের এই কঠিন সময়ে প্রশাসনের সরাসরি উপস্থিতি ও সহায়তা চরের মানুষের মধ্যে কিছুটা হলেও নিরাপত্তা ও মানবিক আশ্বাস জোগাচ্ছে।


ভাইরাল ভিডিওর পর গ্রেপ্তারের নাটকীয়তা শেষে মাহদী হাসানের জামিন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৪ ১০:৫২:৫৮
ভাইরাল ভিডিওর পর গ্রেপ্তারের নাটকীয়তা শেষে মাহদী হাসানের জামিন
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে জামিন দিয়েছেন আদালত। আজ রবিবার (৪ জানুয়ারি ২০২৬) সকালে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর শুনানি শেষে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে গতকাল শনিবার (৩ জানুয়ারি) গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করেছিল। মাহদী হাসানের জামিনের খবরে আদালত প্রাঙ্গণে উপস্থিত শতাধিক নেতাকর্মীর মধ্যে স্বস্তি ও উল্লাস দেখা যায়।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার (২ জানুয়ারি), যখন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মাহদী হাসানের উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে মাহদী হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা থানা ঘেরাও করেন। পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার দায়ে এনামুলকে আটক করা হয়েছিল। তবে মাহদী হাসান তাঁকে ‘সম্মুখ সারির জুলাই যোদ্ধা’ দাবি করে মুক্তির জন্য ওসির কক্ষে অবস্থান নিয়েছিলেন।

আদালতের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান যে শায়েস্তাগঞ্জ থানার দায়ের করা একটি মামলায় মাহদী হাসানকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে তোলা হয়েছিল। তাঁর বিরুদ্ধে পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং সরকারি কাজে বাধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তবে বিবাদী পক্ষের আইনজীবীরা দাবি করেন যে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ হিসেবেই মাহদী থানায় গিয়েছিলেন এবং কোনো ফৌজদারি অপরাধের সঙ্গে তিনি জড়িত নন। আদালত উভয় পক্ষের যুক্তি শুনে মাহদী হাসানের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য যে এনামুল হাসানকে আটকের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় ইউনিটের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। মাহদী হাসানের ভাইরাল ভিডিওতে তাঁকে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে ওসির সঙ্গে কথা বলতে দেখা গেলেও ছাত্র সমাজ এটিকে ‘বিপ্লবী চেতনা’ হিসেবে অভিহিত করেছে। মাহদী হাসানের জামিন পাওয়ার পর আন্দোলনের স্থানীয় নেতারা জানিয়েছেন যে রাজপথের কণ্ঠস্বর দমনে মিথ্যা মামলা দিয়ে কাউকে আটকিয়ে রাখা যাবে না।


বেগম জিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ: আসাদুজ্জামান

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৪ ০৯:৪৪:১৩
বেগম জিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ: আসাদুজ্জামান
ছবি : কালবেলা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকাতুর পরিবেশে নির্বাচনী প্রচারণার পাশাপাশি তাঁর আজীবনের সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) শৈলকুপায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক বিশাল শোকসভা ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। আসাদুজ্জামান বলেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না বরং তিনি বাংলাদেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের স্বপ্নের ধারক ও বাহক ছিলেন। তাঁর সেই স্বপ্নের লাল-সবুজের পতাকা হাতে নিয়েই এখন বিএনপির কর্মীরা মাঠ থেকে প্রান্তরে চষে বেড়াচ্ছেন।

অ্যাডভোকেট আসাদুজ্জামান নেতাকর্মীদের সামনে বেগম জিয়ার শেষ ইচ্ছাগুলো তুলে ধরে বলেন, দেশনেত্রীর প্রবল ইচ্ছা ছিল আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে এবং তিনি সেই বিজয়ের মুকুট পরবেন। তিনি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বিশেষ নির্দেশ দিয়ে গিয়েছিলেন; যার মধ্যে অন্যতম ছিল নারীদের জন্য 'ফ্যামিলি কার্ড' এবং কৃষকদের জন্য বিশেষ 'কৃষি কার্ড' প্রবর্তন করা। আসাদুজ্জামান প্রতিশ্রুতি দেন যে, ধানের শীষের বিজয় নিশ্চিত করার মাধ্যমেই কেবল এই মহান নেত্রীর অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।

বক্তব্যের এক পর্যায়ে ওয়ান-ইলেভেনের সেনা সমর্থিত সরকারের সময়কার একটি বিশেষ প্রেক্ষাপট তুলে ধরেন আসাদুজ্জামান। তিনি দাবি করেন যে, সেই সময় দুই নেত্রীকেই দেশ ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। শেখ হাসিনা সেই প্রস্তাব মেনে নিতে রাজি হলেও বেগম খালেদা জিয়া দেশের মাটি ও লাখো নেতাকর্মীকে ছেড়ে যেতে সাফ মানা করে দিয়েছিলেন। তিনি জেল-জুলুম সহ্য করেও দেশপ্রেমের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আসাদুজ্জামানের মতে, এই আপসহীন মানসিকতাই প্রমাণ করে যে খালেদা জিয়া সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন।

শোকসভা ও দোয়া মাহফিলে কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ওসমান আলী বিশ্বাস, জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু এবং উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনসহ ইউনিয়ন ও পৌর পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। শৈলকুপার আকাশে-বাতাসে ধানের শীষের স্লোগান ও বেগম জিয়ার স্মরণে মোনাজাতের মাধ্যমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করে ১২ ফেব্রুয়ারির ব্যালট বিপ্লব ঘটানোর শপথ নেন।


আজ রবিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ থাকবে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৪ ০৯:১৭:৫২
আজ রবিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ থাকবে
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার ব্যস্ত জীবনে সময় বাঁচানো এবং ভোগান্তি এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেনাকাটার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে নির্দিষ্ট গন্তব্যে গিয়ে যদি দেখা যায় মার্কেটটি বন্ধ, তবে কেবল শ্রম নয়, মূল্যবান সময়ও নষ্ট হয়। এলাকাভেদে ঢাকার বিভিন্ন মার্কেট ও শপিং মলগুলোর সাপ্তাহিক ছুটির দিন নির্ধারিত থাকে। আজ রবিবার (৪ জানুয়ারি) রাজধানীর মিরপুর, গুলশান, বনানী এবং রামপুরাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার বড় বড় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।

আজকের বন্ধের তালিকায় উল্লেখযোগ্য বড় মার্কেটগুলোর মধ্যে রয়েছে আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), মিরপুর বেনারসি পল্লি এবং পল্লবী সুপার মার্কেট। এছাড়াও ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, বনানী সুপার মার্কেট এবং ইউএই মৈত্রী কমপ্লেক্স আজ রবিবারে তাঁদের সাপ্তাহিক ছুটি পালন করবে। শপিংয়ের জন্য জনপ্রিয় গুলশান ডিসিসি মার্কেট-১ ও ২, গুলশান পিংক সিটি এবং মালিবাগ ও রামপুরা সুপার মার্কেটও আজ ক্রেতাদের জন্য বন্ধ থাকবে। রাজধানীর দক্ষিণ ও পূর্ব অংশের তালতলা সিটি করপোরেশন মার্কেট এবং কমলাপুর স্টেডিয়াম মার্কেটেও আজ কোনো কেনাবেচা হবে না।

এলাকাভিত্তিক দোকানপাটের কথা বলতে গেলে আজ শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ১০ থেকে ১৪ নম্বর পর্যন্ত এলাকাগুলোর বেশিরভাগ বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মহাখালী, নিউ ডিওএইচএস, বনানী এবং গুলশান-১ ও ২ এলাকার বিপণিবিতানগুলোও আজ রবিবারের ছুটির আওতায় পড়বে। খিলগাঁও, বাসাবো, মাদারটেক, মুগদা এবং যাত্রাবাড়ীর একাংশেও আজ সাধারণ কেনাকাটা বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় কাঁচাবাজার ও ওষুধের দোকানগুলো যথারীতি খোলা থাকবে। তাই বের হওয়ার আগে আপনার কাঙ্ক্ষিত এলাকাটি এই তালিকার অন্তর্ভুক্ত কি না, তা একবার মিলিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।


এক নজরে দেখে নিন ঢাকায় আজ যেসব কর্মসূচি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৪ ০৯:০২:৩৪
এক নজরে দেখে নিন ঢাকায় আজ যেসব কর্মসূচি
ছবি : সংগৃহীত

সাপ্তাহিক ছুটির পর সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজধানী ঢাকা আজ নানা গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সরগরম থাকবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট আজ রবিবারের (৪ জানুয়ারি) সূচিতে রয়েছে। বিশেষ করে কর্মপ্রত্যাশী যুবকদের জন্য সরকারের বিশেষ ফ্রিল্যান্সিং প্রকল্পের উদ্বোধন এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ আয়োজনটি সর্বমহলে দৃষ্টি আকর্ষণ করছে।

দিনের শুরুতেই যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন। সকাল ৯টা ৪৫ মিনিটে সচিবালয়ে দেশের ৪৮ জেলার কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের তিন মাস মেয়াদী বিশেষ কোর্সের শুভ উদ্বোধন করবেন তিনি। এর মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ের যুবকদের ডিজিটাল কর্মসংস্থানে যুক্ত করার এক বড় পদক্ষেপের সূচনা হতে যাচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উদ্যোগটি বর্তমান প্রেক্ষাপটে বেকারত্ব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আজ বিশেষ শোকসভার আয়োজন করেছে। সকাল ১০টা ৩০ মিনিটে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ এবং ডাকসুর ভিপিসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও ছাত্রনেতারা উপস্থিত থেকে বেগম জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের ওপর স্মৃতিচারণ করবেন। এই আয়োজনকে ঘিরে ঢাবি ক্যাম্পাসে আজ বিশেষ গাম্ভীর্য ও নিরাপত্তার আবহ বিরাজ করছে।


আমরা থানা পুড়িয়েছি ও এসআইকে জ্বালিয়ে দিয়েছি: বৈষম্যবিরোধী নেতা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৩ ০৯:৪৭:১২
আমরা থানা পুড়িয়েছি ও এসআইকে জ্বালিয়ে দিয়েছি: বৈষম্যবিরোধী নেতা
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এক ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিতে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহদী হাসানের প্রকাশ্যে বাগবিতণ্ডা ও হুমকিমূলক বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে মাহদী হাসানকে অত্যন্ত মারমুখী ভঙ্গিতে বলতে শোনা যায়, ‘আমরা আন্দোলন করে গভমেন্ট রিফর্ম করেছি। আমরা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম।’ প্রকাশ্যে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার সামনে এমন সহিংসতার স্বীকারোক্তি দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায়। পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে এনামুল হাসান নয়ন নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই খবর পেয়ে মাহদী হাসানের নেতৃত্বে একদল ছাত্র থানায় গিয়ে নিজেদের ‘জুলাই যোদ্ধা’ দাবি করে এবং নয়নকে ছেড়ে দেওয়ার জন্য ওসির ওপর প্রবল চাপ সৃষ্টি করে। পুলিশ প্রথমে অস্বীকৃতি জানালে মাহদী ক্ষিপ্ত হয়ে ওসির সঙ্গে তর্কে জড়ান এবং জুলাই বিপ্লবের সময়কার সহিংসতার উদাহরণ টেনে পুনরায় একই ধরণের পরিস্থিতির হুমকি দেন। শেষ পর্যন্ত চাপের মুখে পুলিশ ওই ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিতে বাধ্য হয়।

মাহদী হাসানের এই ‘স্বীকারোক্তিমূলক’ বক্তব্যকে আইনের দৃষ্টিতে অত্যন্ত সংবেদনশীল বলে মনে করছেন আইনজ্ঞরা। হবিগঞ্জ আদালতের সিনিয়র আইনজীবীদের মতে, জনসমক্ষে দেওয়া এই বক্তব্য ভবিষ্যতে বানিয়াচং থানা পুড়ানো এবং এসআই সন্তোষ হত্যার মামলায় সরাসরি প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে। যদিও অভিযোগের বিষয়ে মাহদী হাসান দাবি করেছেন, রাগের মাথায় ‘স্লিপ অব টাং’ বা মুখ ফসকে তিনি এমন কথা বলে ফেলেছেন। তবে ভিডিওতে তাঁর শরীরী ভাষা ও বাচনভঙ্গি কোনোভাবেই অনিচ্ছাকৃত মনে হয়নি বলে নেটিজেনদের অভিমত।

হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানিয়েছেন যে তিনি ভিডিওটি দেখেছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। তাঁর ভাষ্যমতে, নয়ন নামের যে ব্যক্তিকে আটক করা হয়েছিল, ছাত্রনেতারা তাঁর আন্দোলনের পক্ষে থাকার কিছু প্রমাণ দেখানোর পর কথাবার্তা হয়। তবে একজন ছাত্রনেতা হয়ে ওসির সঙ্গে এমন আচরণ এবং স্পর্শকাতর বিষয়ে হুমকিমূলক বক্তব্য দেওয়ার বিষয়টি বিভাগীয় ও আইনি পর্যবেক্ষণে রয়েছে। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে—একদিকে প্রশাসনের অসহায়ত্ব এবং অন্যদিকে জুলাই আন্দোলনের নাম ভাঙিয়ে আইনের শাসনের ওপর হস্তক্ষেপের বিষয়টি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।


আজ শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ থাকবে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৩ ০৯:০৫:৫৪
আজ শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ থাকবে
ছবি : সংগৃহীত

প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে কেনাকাটা কিংবা প্রয়োজনীয় কাজে আমাদের প্রায়ই বিভিন্ন মার্কেটে যেতে হয়। তবে সঠিক তথ্য না জেনে বের হলে অনেক সময় হানা দিতে পারে চরম ভোগান্তি। আজ শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর বিশেষ করে পুরান ঢাকা এবং এর পার্শ্ববর্তী বেশ কিছু এলাকার মার্কেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সাপ্তাহিক ছুটিতে বন্ধ থাকবে। সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে ঢাকার বাণিজ্যিক এলাকার এই ছুটির তালিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজকের এই সাপ্তাহিক ছুটির আওতায় পুরান ঢাকার শ্যামবাজার, বাংলাবাজার, সদরঘাট এবং নবাবপুরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলো বন্ধ থাকছে। এ ছাড়া তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার এবং ওয়ারী এলাকার সব ধরনের দোকানপাটও আজ খুলবে না। গেণ্ডারিয়া, ধোলাইখাল, ধোলাইপাড় এবং যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশের বাসিন্দাদের কেনাকাটার পরিকল্পনা থাকলে আজ বিকল্প জায়গা বেছে নিতে হবে। আহসান মঞ্জিল ও লালবাগ সংলগ্ন এলাকাগুলোও আজ এই ছুটির অন্তর্ভুক্ত।

মার্কেটের তালিকায় আজ বড় ধরনের বন্ধ দেখা যাবে ইসলামপুর কাপড়ের বাজার এবং নয়াবাজারে। এ ছাড়া গুলিস্তান হকার্স মার্কেট, রাজধানী সুপার মার্কেট, চকবাজার এবং কাপ্তান বাজার আজ সম্পূর্ণ বন্ধ থাকবে। পাইকারি ব্যবসার বড় কেন্দ্র বাবুবাজার, ছোট কাটরা এবং বড় কাটরা হোলসেল মার্কেটেও আজ কোনো লেনদেন হবে না। রাজধানীর এই বিশেষ এলাকাগুলোতে যারা কেনাকাটার জন্য যাওয়ার কথা ভাবছেন, তাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে অথবা খোলা থাকা অন্য এলাকার মার্কেটগুলোতে যেতে হবে।


আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৩ ০৮:৫২:৩৯
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ ও বার্ষিক মেরামত কাজের জন্য আজ শনিবার (৩ জানুয়ারি) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস গতকাল শুক্রবার সন্ধ্যায় এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সুনামগঞ্জ গ্রিডের ১৩২/৩৩ কেভি সুইচিং স্টেশনের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিরতি কার্যকর থাকবে।

তীব্র শীতের মৌসুমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শান্তিগঞ্জ এলাকার সাধারণ গ্রাহকদের মধ্যে চরম ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে রান্নাবান্না ও পানি উত্তোলনের কাজে বিদ্যুৎ নির্ভর বাসিন্দারা আজ দিনভর বিপাকে পড়তে পারেন। শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস জানিয়েছে যে, সুনামগঞ্জ গ্রিড স্টেশনের কার্যক্ষমতা বজায় রাখতে এই বার্ষিক রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। তবে কাজ শেষ হওয়ার সাথে সাথেই অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তীব্র শীতের সকালে হুট করে বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার এই বিজ্ঞপ্তিতে স্থানীয়দের আগেভাগেই প্রয়োজনীয় কাজ গুছিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিকেল ৫টার পর থেকে শান্তিগঞ্জের সকল ফিডারে বিদ্যুৎ সরবরাহ আবার সচল হওয়ার কথা রয়েছে।


গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন, সতর্কবার্তা তিতাসের

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০২ ১১:৪১:৪৮
গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন, সতর্কবার্তা তিতাসের
ছবি: সংগৃহীত

রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় আজ শুক্রবার গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে যাচ্ছে। জরুরি পাইপলাইন পুনর্বাসন কার্যক্রমের কারণে নির্দিষ্ট সময়জুড়ে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এতে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক প্রভাবিত হবেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানায়, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএস অভিমুখে সংযোগকারী প্রধান গ্যাস পাইপলাইনের একটি অংশ মানিকদিয়া এলাকায় উন্মুক্ত হয়ে পড়েছে। প্রায় ৫৮০ ফুট দীর্ঘ এই পাইপলাইনের নিরাপত্তা ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পুনর্বাসন কাজ গ্রহণ করা হয়েছে।

এই কারিগরি সংস্কার কার্যক্রমের জন্য শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা রাজধানীর বিস্তীর্ণ এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী ও তেজগাঁওসহ নগরীর উত্তর ও মধ্যাঞ্চলের একাধিক এলাকায় এই স্বল্পচাপ বিরাজ করবে।

এ ছাড়া নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী এবং রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত বিস্তৃত এলাকায় গ্যাস সরবরাহে চাপ কমে যেতে পারে। একই সঙ্গে মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর ও গোপীবাগ এলাকার গ্রাহকরাও এই সাময়িক সমস্যার আওতায় পড়বেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পুনর্বাসন কাজ শেষ হলে দ্রুত স্বাভাবিক সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য সংস্থাটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

-রফিক

পাঠকের মতামত:

ব্যক্তিগত দায় বনাম প্রাতিষ্ঠানিক দায়: দায়মুক্তির এক রাজনৈতিক সংস্কৃতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ঘটনা কাগজে পড়লে প্রথমে মনে হয় এটা যেন কোনো যুদ্ধের খবর। এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে হাত–পা প্রায়... বিস্তারিত