Banner

সাভারে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৬ ২১:০৬:৪৩
সাভারে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন
সাভারে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: যুগান্তর

ঢাকার অদূরে সাভারে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পার্ক করে রাখা অবস্থায় দ্বিতীয় আরেকটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের সব আসন সম্পূর্ণ পুড়ে গেছে।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন, 'ইতিহাস' পরিবহণের বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে এর চালক ও সহকারী বাসায় চলে গিয়েছিলেন। যাওয়ার সময় বাসের দরজা তালাবদ্ধ ছিল।

কর্মকর্তারা জানান, রাত ৩টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে চালক ও তার সহকারী ঘটনাস্থলে ছুটে আসেন। তারা প্রথমে বালতি দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সাভার ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে একটি ইউনিটের সহায়তায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।

বাসটির মালিক মো. এনামুল হক গণমাধ্যমকে বলেছেন, "বাসটি ব্যাংকে লোন করে কিনেছি। এটা দিয়েই সংসারের খরচ চালাই। এখন কীভাবে সংসার চলবে, কীভাবে ব্যাংকের লোন পরিশোধ করব, বুঝতে পারতেছি না।"

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, "গতকাল রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। দ্রুতই আগুন নিভিয়ে ফেলা হয়। আগুনে বাসের ভেতরের সব আসন পুড়ে গেছে।"

এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের গেন্ডা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের যাতায়াতে ব্যবহৃত একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল বলে জানা গেছে। ফুলবাড়িয়ার ঘটনাটি ছিল ওই রাতের দ্বিতীয় বাসে আগুনের ঘটনা।


হাড়কাঁপানো ঠান্ডায় রেকর্ড গড়ল গোপালগঞ্জ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩১ ১১:২১:৫৫
হাড়কাঁপানো ঠান্ডায় রেকর্ড গড়ল গোপালগঞ্জ
ছবি : সংগৃহীত

সারা দেশের মধ্যে হাড়কাঁপানো শীতের নতুন রেকর্ড গড়ল গোপালগঞ্জ। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে এ জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সারা দেশের মধ্যে সর্বনিম্ন। গোপালগঞ্জ আবহাওয়া অফিসের কর্মকর্তা আবু সুফিয়ান নিশ্চিত করেছেন যে, আজ সকাল ৬টায় এই হিমাঙ্ক ছোঁয়া তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ থাকায় কুয়াশার তীব্রতা ও কনকনে ঠান্ডার দাপট বহুগুণ বেড়ে গেছে।

তীব্র এই শৈত্যপ্রবাহে গোপালগঞ্জের সাধারণ জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল গড়িয়ে দুপুর হলেও কুয়াশার চাদর ভেদ করে সূর্যের দেখা মেলেনি। মহাসড়কগুলোতে কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, দিনের বেলাতেও দূরপাল্লার যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে অত্যন্ত ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে নদী অববাহিকার গ্রামগুলোতে শীতের কামড় সবচাইতে বেশি অনুভূত হচ্ছে।

শীতের এই আকস্মিক প্রকোপে সবচাইতে কষ্টে দিন কাটাচ্ছেন জেলার ছিন্নমূল ও খেটে খাওয়া দিনমজুররা। কাজ না পেয়ে অনেক পরিবার মানবেতর পরিস্থিতির মুখে পড়েছে। কনকনে ঠান্ডার কারণে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে শিশু ও বৃদ্ধ রোগীদের ভিড় বাড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ গত ২৪ ঘণ্টায় কয়েকগুণ বেড়ে গেছে। আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে যে, এই তাপমাত্রা আরও ১ থেকে ২ দিন একই অবস্থায় থাকতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


আজ ঢাকার যেসব রাস্তা এড়িয়ে চলবেন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩১ ০৯:৫৯:৪৮
আজ ঢাকার যেসব রাস্তা এড়িয়ে চলবেন
ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজ বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সকাল ৭টা থেকেই কার্যকর হওয়া এই বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনায় অনেক প্রধান সড়ক বন্ধ রাখা হয়েছে এবং কিছু সড়কে যাতায়াত সীমিত করা হয়েছে। নগরবাসীকে চরম ভোগান্তি এড়াতে বাড়ি থেকে বের হওয়ার আগে আজকের বিকল্প রুট ম্যাপটি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, জানাজার সময় রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং এবং ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত সব ধরণের যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া বিজয় সরণি ক্রসিং থেকে লেকরোড হয়ে খেজুরবাগান এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত রাস্তাগুলোতেও সাধারণ যানবাহন প্রবেশ করতে পারবে না। বিশেষ করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডের ফার্মগেট নামার র‍্যাম্পটি বন্ধ রাখা হয়েছে, এর বদলে নগরবাসীকে এফডিসি র‍্যাম্প ব্যবহারের অনুরোধ জানিয়েছে পুলিশ।

আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রেসিডেন্সিয়াল মডেল কলেজ মোড়, আইডিবি ভবন এবং বিজয় সরণি এলাকায় সকাল ৮টা থেকে যানবাহন চলাচল সীমিত থাকবে, তবে সর্বসাধারণের জন্য পায়ে হাঁটার পথ উন্মুক্ত থাকবে। মিরপুর থেকে ধানমন্ডি বা মোহাম্মদপুরগামী যানবাহনকে মানিক মিয়া এভিনিউ এড়িয়ে টেকনিক্যাল-শ্যামলী হয়ে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া উত্তরা বা গুলশান থেকে মতিঝিলগামী যানবাহনকে মহাখালী ও মগবাজার ফ্লাইওভার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকার বাইরে থেকে জানাজায় অংশ নিতে আসা বাস ও অন্যান্য যানবাহনের জন্য নির্দিষ্ট পার্কিং এলাকা নির্ধারণ করা হয়েছে। আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠসহ মতিঝিল, শাহবাগ, উত্তরা ১৭ নম্বর সেক্টর এবং পূর্বাচল ৩০০ ফুট এলাকায় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। ডিএমপি জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে ধানমন্ডি ৩২ নম্বর এবং সায়েন্স ল্যাব ক্রসিং থেকেও প্রয়োজনে ডাইভারশন দেওয়া হতে পারে। জানাজা ও দাফন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই ট্রাফিক নির্দেশনা বলবৎ থাকবে।


আজ দিনভর গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩১ ০৯:২৯:৪৬
আজ দিনভর গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

কুমিল্লার তিনটি গুরুত্বপূর্ণ উপজেলার কয়েক হাজার গ্রাহকের জন্য আজ বুধবার (৩১ ডিসেম্বর) একটি কঠিন দিন হতে যাচ্ছে। গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। মঙ্গলবার এক জরুরি বার্তায় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে যে, লাকসাম উপ-এলাকার গ্যাস পাইপলাইনে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে যা দ্রুত সংস্কার করা প্রয়োজন। এই মেরামত কাজের জন্য আজ বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লার লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার সব শ্রেণির গ্রাহকদের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। দীর্ঘ সময় গ্যাস না থাকার ফলে এই তিন উপজেলার হাজার হাজার গৃহিণী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন।

বিজিডিসিএল কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় গ্যাস সরবরাহ সচল করার আশ্বাস দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সকাল ৮টার আগেই রান্নাবান্না ও প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কারিগরি সমস্যার গভীরতা অনুযায়ী গ্যাস ফিরতে কিছুটা দেরি হতে পারে কি না, তা নিয়ে গ্রাহকদের মাঝে উদ্বেগ রয়েছে।


কুয়াশা না কি বৃষ্টির ঝাপটা? রাজশাহীতে শীতের কামড়ে ঘরবন্দি লাখো মানুষ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩১ ০৯:১৪:৩৮
কুয়াশা না কি বৃষ্টির ঝাপটা? রাজশাহীতে শীতের কামড়ে ঘরবন্দি লাখো মানুষ
ঘন কুয়াশার কারণে ঝিরিঝিরি বৃষ্টির অনুভূতি হয় রাজশাহীতে। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার দাপটে রাজশাহী অঞ্চলে জেঁকে বসেছে তীব্র শীত। বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে এ অঞ্চলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা একটি মৃদু শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এসময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল শতভাগ, যার ফলে ঘন কুয়াশার ভেতরেও এক ধরণের ঝিরিঝিরি বৃষ্টির অনুভূতি হচ্ছে।

বিগত তিন দিন ধরে রাজশাহীর আকাশে সূর্যের দেখা মেলেনি। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। বিশেষ করে দিনমজুররা কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। হাড়কাঁপানো ঠান্ডার কারণে সাধারণ মানুষ ঘরের বাইরে কম বের হওয়ায় শ্রমবাজারে মন্দাভাব দেখা দিয়েছে। অনেক এলাকায় ছিন্নমূল মানুষদের রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের আপ্রাণ চেষ্টা করতে দেখা গেছে।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানিয়েছেন যে, রাত ৩টার পর থেকেই শীতের তীব্রতা বহুগুণ বেড়ে যায়। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকায় সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না, যার ফলে দিনের তাপমাত্রাও অস্বাভাবিক কমে গেছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহীসহ উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। কুয়াশার ঘনত্ব বাড়লে দৃষ্টিসীমা কমে গিয়ে সড়ক ও রেল যোগাযোগে বিঘ্ন ঘটার আশঙ্কাও করা হচ্ছে।

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় শিশু ও বৃদ্ধদের মধ্যে কোল্ড ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন শীতকালীন রোগের প্রকোপ বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে দ্রুত কম্বল ও শীতবস্ত্র বিতরণের জন্য আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


শপিংয়ের আগে সতর্কতা: আজ যেসব মার্কেট বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১২:০৯:৪৩
শপিংয়ের আগে সতর্কতা: আজ যেসব মার্কেট বন্ধ
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট এলাকার দোকানপাট ও শপিংমল বন্ধ থাকার নিয়ম রয়েছে। এই তথ্য আগে থেকে জানা না থাকায় অনেক সময় ক্রেতারা গন্তব্যে গিয়ে বিব্রত হন। সেই ভোগান্তি এড়াতেই বৃহস্পতিবার রাজধানীর কোন কোন এলাকার দোকান ও মার্কেট বন্ধ থাকবে তার হালনাগাদ ও বিস্তারিত তালিকা তুলে ধরা হলো।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক এলাকায় খুচরা দোকানপাট বন্ধ থাকে। এদিন মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী ও মালিবাগের একাংশে অধিকাংশ দোকান খোলা পাওয়া যাবে না। একইভাবে শাজাহানপুর, মোহাম্মদপুর, আদাবর ও শ্যামলী এলাকার দোকানপাটও বন্ধ থাকবে। গাবতলী, মিরপুর-১, মিরপুর স্টেডিয়াম ও চিড়িয়াখানা সংলগ্ন এলাকায় খুচরা ব্যবসা কার্যত স্থবির থাকে বৃহস্পতিবারে।

এছাড়া টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট ও ইস্কাটন এলাকায় সাপ্তাহিক ছুটির কারণে দোকানপাট বন্ধ থাকে। শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ ও ফকিরারপুল এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠানেও লেনদেন হয় না। একই তালিকায় রয়েছে পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর ও সেগুনবাগিচা এলাকা। পাশাপাশি হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন দোকানগুলোও বৃহস্পতিবার বন্ধ থাকে।

দোকানের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শপিংমল ও মার্কেটও বৃহস্পতিবার বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে শাহ্ আলী সুপার মার্কেট ও মিরপুর স্টেডিয়াম মার্কেট। মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স এবং কর্ণফুলি গার্ডেন সিটি এদিন বন্ধ থাকে। কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট ও মোহাম্মদপুর টাউন হল মার্কেটেও ক্রেতাদের প্রবেশ থাকে না।

কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট এবং মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ পালন করে। এছাড়া মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, জোনাকি সুপার মার্কেট ও গাজী ভবনও বন্ধ থাকে। পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২ এবং গুলিস্তান কমপ্লেক্সে ব্যবসা কার্যক্রম বন্ধ থাকে পুরোদিন।

রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট ও সাকুরা মার্কেটও বৃহস্পতিবার বন্ধের তালিকায় রয়েছে। ফলে এসব এলাকায় কেনাকাটার পরিকল্পনা থাকলে অন্য দিন নির্ধারণ করাই বুদ্ধিমানের কাজ।

-রফিক


গত ৪৮ ঘণ্টার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভাঙল যশোর

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৯ ১১:৪৯:২৯
গত ৪৮ ঘণ্টার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভাঙল যশোর
তীব্র শীতে বিপর্যস্ত যশোরের জনজীবন। ছবি: ইত্তেফাক

টানা চার দিন ধরে চলা তীব্র শৈত্যপ্রবাহে যশোরের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। গত শুক্র ও শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে রেকর্ড হওয়ার পর আজ সোমবার (২৯ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা গত দুই দিনের (শনিবার ৮.৮ ও রোববার ১০.৮ ডিগ্রি) তুলনায় কিছুটা বাড়লেও সারাদিন সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা আগের চেয়ে বেশি অনুভূত হচ্ছে। যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিস জানিয়েছে, ঘন কুয়াশা আর হিমেল বাতাসের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম থাকছে।

তীব্র ঠান্ডার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রিকশাচালক, ভ্যানচালক ও কৃষিশ্রমিকরা। শহরের দড়াটানা এলাকায় রিকশাচালক আমিরুল জানান, কুয়াশা আর বাতাসের কারণে শহরে যাত্রী নেই বললেই চলে, পেটের দায়ে বের হলেও হাত-পা ঠান্ডায় জমে যাচ্ছে। এদিকে জেলা কৃষি অফিস থেকে জানানো হয়েছে, এই মৃদু শৈত্যপ্রবাহ ও কুয়াশা বোরো ধানের বীজতলা, সরিষা, ভুট্টা ও মৌ-খামারিদের মধু সংগ্রহে নেতিবাচক প্রভাব ফেলছে। উপপরিচালক মোশাররফ হোসেন জানিয়েছেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের ফসল সুরক্ষায় বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে।

শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে যশোর জেনারেল হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে নিউমোনিয়া, সর্দি-কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকরা ভিড় করছেন। আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে যে, আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকতে পারে এবং কুয়াশার দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া এবং পর্যাপ্ত গরম কাপড় ব্যবহারের পরামর্শ দিয়েছেন স্থানীয় চিকিৎসকরা।


সোমবারের ঢাকা: যেসব কর্মসূচির কারণে অচল হতে পারে রাজপথ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৯ ০৯:২০:০২
সোমবারের ঢাকা: যেসব কর্মসূচির কারণে অচল হতে পারে রাজপথ
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছাতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়ায় বড় দলগুলোর হেভিওয়েট প্রার্থীরা আজ মাঠে থাকবেন। দিনের সবচেয়ে আলোচিত কর্মসূচি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া। সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র জমা দেবেন। এই জমা দেওয়াকে কেন্দ্র করে সেগুনবাগিচা ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে আজ দুপুর ২টায় বিশাল অবস্থান কর্মসূচি পালিত হবে। গত রাতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করার পর সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আজ দেশের সব বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের শাহবাগের ‘হাদি চত্বরে’ আসার আহ্বান জানিয়েছেন। তারা মূলত হাদি হত্যার ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা এবং বাংলাদেশে কর্মরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ চার দফা দাবিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ এই দুটি কর্মসূচির কারণে আজ যানজট ও জননিরাপত্তা নিয়ে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শাহবাগ ও সেগুনবাগিচা এলাকায় যাতায়াতকারীদের জন্য আজ কিছুটা ভোগান্তি হতে পারে। এছাড়া আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ ও আইকাসডিএস (ICASDS) এর উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলনও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আজ মনোনয়নপত্র জমার শেষ বেলায় আরও অনেক ছোট-বড় দল তাদের চূড়ান্ত তালিকা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে, যা সারা দিনের ঢাকার চিত্রকে ব্যস্ত ও সরগরম রাখবে।


আজ রোববার ঢাকার রাজপথে যেসব রাজনৈতিক কর্মসূচি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৮ ০৯:১৫:৫৭
আজ রোববার ঢাকার রাজপথে যেসব রাজনৈতিক কর্মসূচি
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা আজ রাজনৈতিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব কর্মসূচিতে মুখর থাকবে। দিনের শুরুতেই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সকাল ১০টা ৩০ মিনিটে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা বা জাসাসের নেতাকর্মীরা। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সংগঠনের পক্ষ থেকে বিশেষ শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলে আজ মাঠ পর্যায়ের ব্যস্ততায় থাকছেন বিএনপির শীর্ষ নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ তাঁর নিজস্ব নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে মনোনয়নপত্র জমা দিতে ঢাকা ত্যাগ করবেন। অন্যদিকে, কক্সবাজারের রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি তদারকি করতে আজ সেখানে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির তিন হেভিওয়েট সদস্য—ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ। তাঁদের এই সফরকে কেন্দ্র করে উপকূলীয় জনপদে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

রাষ্ট্রীয় কর্মসূচির মধ্যে আজ সকালে বিশেষ নজর থাকবে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির (আইসিসিবি) দিকে। সেখানে সকাল ১০টায় সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সমাবর্তনে কয়েক হাজার শিক্ষার্থী তাঁদের অর্জিত ডিগ্রির সনদ গ্রহণ করবেন। এ কারণে ওই এলাকায় যানজটের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে কিছুটা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সার্বিকভাবে আজকের কর্মসূচিগুলো রাজনৈতিক মেরুকরণ ও শিক্ষা খাতের জন্য বেশ গুরুত্ব বহন করছে। এসব কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও নজরদারি বাড়ানো হয়েছে।


হাড়কাঁপানো শীতে জবুথবু দেশ: সূর্যের দেখা মেলাই এখন ভার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৮ ০৮:৫৪:২৬
হাড়কাঁপানো শীতে জবুথবু দেশ: সূর্যের দেখা মেলাই এখন ভার
ছবি : সংগৃহীত

পৌষের শুরু থেকে শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়লেও দ্বিতীয় সপ্তাহে এসে তা যেন প্রলয়ংকরী রূপ নিয়েছে। হিমালয়ের শীতল বাতাস আর ঘন কুয়াশার প্রভাবে দেশজুড়ে স্থবিরতা নেমে এসেছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে যে, আগামী সোমবার ও মঙ্গলবার তাপমাত্রা আরও কমতে পারে এবং সপ্তাহের শেষ দিকে দেশজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

শনিবার সকাল থেকেই কুয়াশার ঘনঘটা ছিল চোখে পড়ার মতো। রাজধানী ঢাকাসহ দেশের অনেক অঞ্চলে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। যশোর ও রাজশাহী অঞ্চলে হাড়কাঁপানো শীতের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে দিনমজুর ও নিম্নআয়ের মানুষ কাজের সন্ধানে বের হতে পারছেন না। তীব্র শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাঁচি, কাশি ও ডায়রিয়ার মতো ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব। রাজশাহীতে আজ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, যা চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে।

এদিকে ঘন কুয়াশার কারণে নৌ ও সড়ক যোগাযোগ ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। অতিমাত্রায় কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শুক্রবার সন্ধ্যা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে টানা ১৪ ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। মাঝ নদীতে শত শত নৌযান আটকে পড়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিআইডব্লিউটিএ জানিয়েছে, নদীর পরিস্থিতি বুঝে ফেরি চলাচল স্বাভাবিক করা হলেও কুয়াশার ঘনত্ব বাড়লে আবারও বন্ধ রাখা হতে পারে। বরিশাল ও ভোলার নৌপথেও একই ধরনের অচলাবস্থা বিরাজ করছে।

আবহাওয়াবিদদের মতে, উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে আসা শীতল হাওয়ার কারণে জানুয়ারি মাসে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। রংপুরের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, আজ থেকে কুয়াশা কিছুটা কমলে শৈত্যপ্রবাহের দাপট বাড়বে। ফলে ঘন কুয়াশার সাথে হাড়কাঁপানো বাতাসের মেলবন্ধন জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলতে পারে। শীতের এই তীব্রতা মোকাবিলায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণের জোর দাবি জানানো হয়েছে।

পাঠকের মতামত:

ব্যক্তিগত দায় বনাম প্রাতিষ্ঠানিক দায়: দায়মুক্তির এক রাজনৈতিক সংস্কৃতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ঘটনা কাগজে পড়লে প্রথমে মনে হয় এটা যেন কোনো যুদ্ধের খবর। এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে হাত–পা প্রায়... বিস্তারিত