ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে চলন্ত বাসে আগুন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১০ ২০:২৪:৩৯
ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে চলন্ত বাসে আগুন
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে।

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করেছে।

নাশকতা নাকি দুর্ঘটনা, উঠছে প্রশ্ন

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি যে বাসটিতে কিভাবে আগুন লেগেছে, অথবা ঘটনার সময় বাসটিতে যাত্রী ছিল কিনা কিংবা এটি পার্কিং অবস্থায় ছিল কিনা।

তবে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, বাসটির পাশ দিয়ে সাত-আটজন তরুণ হেঁটে যাচ্ছিলেন। এরপরই হঠাৎ করে বাসটিতে আগুন ধরে যায়। ফলে এটি নাশকতা নাকি কেবল দুর্ঘটনা, তা এখনো নিশ্চিত নয়।

অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, আজ ভোরেও রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই দুটি ঘটনাতেও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছিল ফায়ার সার্ভিসের কর্মীরা।


তিন দিনের অভিযানে মিলল লাশ: পশুর নদে নিখোঁজ সাবেক নারী পাইলটের মরদেহ উদ্ধার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১০ ১৭:০৭:০৬
তিন দিনের অভিযানে মিলল লাশ: পশুর নদে নিখোঁজ সাবেক নারী পাইলটের মরদেহ উদ্ধার
রিয়ানা আজাদ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলার পশুর নদে পর্যটকবাহী নৌকাডুবিতে নিখোঁজ হওয়া সাবেক নারী পাইলট রিয়ানা আজাদের লাশ উদ্ধার করা হয়েছে। সুন্দরবনে কোস্ট গার্ডের তিন দিনের ধারাবাহিক অভিযানের পর আজ সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটিসংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় তাঁর লাশটি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেছেন।

নৌকাডুবি ও নিখোঁজ

কোস্ট গার্ড কর্মকর্তা জানান, গত শনিবার (৮ নভেম্বর) মোট ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে একটি জালিবোটযোগে যাত্রা করেন। বোটটি দুপুর ১টায় সুন্দরবনের ঢাংমারি খালসংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এ সময় স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, রিয়ানা আজাদ নিখোঁজ হন।

কোস্ট গার্ডের তিন দিনের অভিযান

কোস্ট গার্ড বেইস মোংলা এবং স্টেশন হারবারিয়া থেকে দুটি উদ্ধারকারী দল কোস্ট গার্ডের বোটযোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে অভিযান পরিচালনা শুরু করে। লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, তিন দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর আজ সোমবার সকাল ৭টায় কোস্ট গার্ড মোংলার সাইলো জেটিসংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারের পর লাশ চাঁদপাই নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত রিয়ানা আজাদ রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তাঁদের গ্রামের বাড়ি বরিশালে। তিনি বাংলাদেশ বিমানের সাবেক পাইলট ছিলেন এবং পরে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। পরিবার নিয়ে সুন্দরবনে বেড়াতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন রিয়ানা।


ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সভাপতি খুন: পুরান ঢাকায় দিনেদুপুরে গুলি করে হত্যা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১০ ১৪:৪৯:৩১
ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সভাপতি খুন: পুরান ঢাকায় দিনেদুপুরে গুলি করে হত্যা
নিহত তারিক সাইফ মামুন। সংগৃহীত ছবি

রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে তারিক সাইফ মামুন নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মামুন চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি ছিলেন এবং একইসঙ্গে তিনি ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

সোমবার ১০ নভেম্বর ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুজন দুর্বৃত্ত মামুনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১১টা ৪৫ মিনিটে মৃত ঘোষণা করেন।

সিসি ফুটেজ ও হত্যার বিবরণ

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে মানুষ আসা-যাওয়া করছে। হঠাৎ একজন ব্যক্তি দৌড়াতে দৌড়াতে পড়ে যান। এমন সময় পেছন থেকে দুজন অস্ত্রধারী তাঁকে ধাওয়া করতে দেখা যায়। দূর থেকে একজন গুলি করার পর অস্ত্র হাতে ওই দুজনই পড়ে যাওয়া ব্যক্তির কাছে এসে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শী একজন নিরাপত্তা কর্মী জানান, দুর্বৃত্তরা মামুনকে ধাওয়া করতে করতে হাসপাতালের গেটে এলে প্রথমে পায়ে গুলি করে। পরে তাকে আবার কয়েকটি গুলি করে। আরেক প্রত্যক্ষদর্শী জানান, নিহতের বুক থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

পারিবারিক ও রাজনৈতিক পরিচয়

নিহতের স্ত্রী রিপা আক্তার জানান, তাঁর স্বামী বিএনপি সমর্থিত একজন সদস্য ছিলেন এবং পাশাপাশি ব্যবসা করতেন। আজ সোমবার তাঁর কোর্টে হাজিরা ছিল। খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান রিপা। নিহতের শ্যালক জানান, তারিক সাইফ মামুন চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি ছিলেন এবং গত বছর তিনি এই মামলায় খালাস পেয়েছেন।

নিহত মামুন লক্ষ্মীপুর সদর জেলা মোবারকপুর কলোনি এলাকার এস এম ইকবাল হোসেনের সন্তান। তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান নিয়ে বাড্ডার আফতাবনগর এলাকায় বাসায় থাকতেন।

কোতোয়ালি জোনের সহকারী কমিশনার জানান, অজ্ঞাত ব্যক্তিরা তাঁকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনা: ভুল মন্তব্যে বিতর্কে কুমিল্লার বিএনপি নেতা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১০ ১৪:৩৪:৩৯
জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনা: ভুল মন্তব্যে বিতর্কে কুমিল্লার বিএনপি নেতা
বক্তব্য দেন বিএনপি নেতা মেহেদী হাসান সেলিম ভূইয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া

কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার একটি বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। গত শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 'অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনা' বলে মন্তব্য করেন। রোববার বিকেলের দিকে বক্তব্যটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি সবার নজরে আসে।

ভাইরাল হওয়া ১৪ সেকেন্ডের ওই ভিডিওতে বিএনপি নেতা মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে বলতে শোনা যায়, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।" এ সময় পাশে থাকা অন্য নেতাকর্মীরা দ্রুত তাঁর ভুল শুধরে দেন। তিনি নতুন করে বক্তব্য শুরু করা মাত্রই ভিডিওটির রেকর্ডিং শেষ করা হয়।

নেতার কৈফিয়ত ও সাংগঠনিক ব্যবস্থা

তিতাস উপজেলা বিএনপি নেতারা জানান, গত শুক্রবার ৭ নভেম্বর বেলা ১১টায় তিতাস উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এই ঘটনা ঘটে।

কেন এমন বক্তব্য—এ বিষয়ে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, বক্তব্য দিতে গিয়ে তিনি ভুলবশত জননেত্রী বেগম খালেদা জিয়া বলতে গিয়ে শেখ হাসিনার নাম বলে ফেলেছেন। তিনি এটিকে একটি 'স্লিপ অব টাং' বা অসাবধানতাবশত ভুল হিসেবে উল্লেখ করে সবার কাছে ক্ষমা চেয়েছেন।

এদিকে, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এএফএম তারেক মুন্সী সমকালকে জানান, বিষয়টি তাঁরা শুনেছেন এবং এ কারণে মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাঁর কাছ থেকে জবাব চেয়ে পাওয়ার পর তাঁর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।


মোহাম্মদপুরে আতঙ্ক: প্রাণিসম্পদ উপদেষ্টার প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল হামলা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১০ ১৪:১৮:২৭
মোহাম্মদপুরে আতঙ্ক: প্রাণিসম্পদ উপদেষ্টার প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল হামলা
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং তাঁর স্বামী চিন্তক ও লেখক ফরহাদ মজহারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনা-এর সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁ বিভাগের ডিসি ইবনে মিজান সমকালকে এই তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

হামলা ও পুলিশের তৎপরতা

পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত এসে প্রতিষ্ঠানটির সামনে দুটি ককটেল নিক্ষেপ করে, এবং দুটিই বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পাওয়ার পর আইন প্রয়োগকারী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আলামত সংগ্রহ করেছেন। ডিসি ইবনে মিজান আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


জেনে নিন আজ কোথায় কী কর্মসূচি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১০ ১০:২৭:৫৩
জেনে নিন আজ কোথায় কী কর্মসূচি
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ সোমবার (১০ নভেম্বর) নানা রাজনৈতিক দল, সরকারি দফতর ও সংগঠনের কর্মসূচিতে ব্যস্ত সময় কাটবে। প্রতিদিনের মতো আজও বিভিন্ন কর্মসূচির কারণে রাজধানীর কিছু এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়া জরুরি।

আজকের দিনের শুরুতে বিএনপির রয়েছে একাধিক কর্মসূচি। বেলা ১১টায় গুলশান চেয়ারপার্সন অফিসে অনুষ্ঠিত হবে জাসাস প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। একই সময়ে ঠাকুরগাঁও জেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে গণসংযোগ কর্মসূচি ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময় সভা, এতে অংশ নেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল সাড়ে ৩টায় ওয়ারী থানার ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বুলবুল ললিতকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিএনপির নেতা ইশরাক হোসেন।

বিকেল ৪টায় কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণ প্রকৌশলী দিবস উপলক্ষে আলোচনা সভা হবে, এতে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সময়ে কলাবাগান এলাকায় ধানের শীষে ভোট চাওয়ার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে। হাতিরপুল মোতালেব প্লাজার সামনে থেকে শুরু হওয়া এই কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

অন্যদিকে বিকেল ৫টায় আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইটি কারিকুলাম বাস্তবায়নে কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব।

বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট সোসাইটির মানববন্ধন। এখানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেডসহ ন্যায্য ছয় দফা দাবি বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরা হবে। সকাল ৯টায় আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ ও বিটিআরসির প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে দেশের বিভিন্ন মার্কেটের মোবাইল ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেবেন।

বিকেল ৩টায় বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে জাতীয় শ্রমিক শক্তির আলোচনা সভা ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, শ্রমিক সংহতি আন্দোলনের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাছিরুদ্দিন পাটওয়ারী।

এছাড়া বিকেল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে আন্দোলনরত দলগুলোর বৈঠক। বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজনসহ ৫ দফা দাবির বিষয়ে আলোচনা হবে। বৈঠক শেষে আন্দোলনরত দলগুলোর নেতারা সংবাদ সম্মেলন করবেন।

-রফিক


সোমবার ঢাকায় কোন কোন মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে জানুন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১০ ১০:০২:১৭
সোমবার ঢাকায় কোন কোন মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে জানুন
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজও লাখো মানুষ কেনাকাটা, অফিস বা জরুরি প্রয়োজনে বিভিন্ন মার্কেট ও দোকানে যাচ্ছেন। তবে কেউ যদি যানজট পেরিয়ে গিয়ে দেখেন দোকানপাট বন্ধ, তাহলে পুরো সময়ই বিফলে যাবে। তাই কেনাকাটায় বের হওয়ার আগে জেনে নিন আজ সোমবার (১০ নভেম্বর ২০২৫) ঢাকার কোন কোন এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।

যেসব এলাকায় আজ পুরোদিন মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে:

আগারগাঁও, তালতলা, শেরেবাংলানগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকায় আজ সব দোকানপাট বন্ধ থাকবে।

অর্ধদিবস (হাফ ডে) বন্ধ থাকবে যেসব মার্কেট:

পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট, গুলশান-১ ও গুলশান-২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।


বার্ষিক পরীক্ষার মুখে স্থবির শিক্ষা: শিক্ষকদের কর্মবিরতিতে ক্লাস বন্ধ, শঙ্কায় পড়েছেন অভিভাবকরা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১০ ১০:০৩:৩৪
বার্ষিক পরীক্ষার মুখে স্থবির শিক্ষা: শিক্ষকদের কর্মবিরতিতে ক্লাস বন্ধ, শঙ্কায় পড়েছেন অভিভাবকরা
ছবিঃ সংগৃহীত

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায় এবং শিক্ষকদের ওপর 'পুলিশি হামলার' প্রতিবাদে গতকাল রোববার থেকে দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এর ফলে সারা দেশে ৬৫ হাজার ৫৬৭টি বিদ্যালয়ের প্রায় এক কোটি শিশু শিক্ষার্থীর ক্লাস বন্ধ হয়ে গেছে। কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও শিক্ষকরা পাঠদান বন্ধ রেখেছেন। এমন পরিস্থিতিতে বার্ষিক পরীক্ষার মাত্র তিন সপ্তাহ আগে ক্লাস-পরীক্ষা নিয়ে গভীর শঙ্কায় পড়েছেন অভিভাবকরা।

কর্মসূচি এগিয়ে আসার কারণ ও পদত্যাগের দাবি

আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, ১৫ নভেম্বরের পর তাদের কর্মবিরতি কর্মসূচিতে যাওয়ার কথা ছিল। তবে অবস্থান কর্মসূচির প্রথম দিন গত শনিবার শাহবাগে 'কলম সমর্পণ' কর্মসূচিতে পুলিশের অতর্কিত হামলার ঘটনায় তারা কর্মসূচি এগিয়ে আনেন। ওই হামলায় রাবার বুলেট, জলকামান, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করা হয়, যাতে শত শত শিক্ষক আহত হন।

শহীদ মিনারের কর্মসূচি থেকে শিক্ষকরা এই 'পুলিশি হামলার' প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগ দাবি করেছেন।

শিক্ষকদের তিন দফা দাবি হলো— দশম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালাবেন বলে জানিয়েছেন।

কাফনের কাপড় হাতে শপথ

তিন দফা দাবি আদায়ে কাফনের কাপড় হাতে গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শপথ নিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তারা শপথ নেন, '১০ম গ্রেড এবং শতভাগ পদোন্নতি ছাড়া ফিরে যাবেন না।'

শিক্ষক নেতা আনিসুর রহমান আনিস বলেন, একই যোগ্যতা নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দশম গ্রেড পেলেও তারা পাচ্ছেন ত্রয়োদশ গ্রেড। বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট হয়েও তাদের দিনমজুরের অর্ধেক বেতনে চাকরি করতে হয়।

মন্ত্রণালয়ের প্রস্তাব ও ব্যয়ভার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড দুই ধাপ বাড়িয়ে একাদশ গ্রেড করতে মন্ত্রিপরিষদ বিভাগ এবং অর্থ বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কর্মরত সহকারী শিক্ষকদের বর্ধিত গ্রেডে বেতন দিতে বছরে অতিরিক্ত খরচ হবে প্রায় ৮৩১ কোটি ৯১ লাখ টাকা।

তবে ১১তম গ্রেড থেকে আবার দশম গ্রেডের দাবি কেন তোলা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতা আবুল কাশেম বলেন, অন্তর্বর্তী সরকার একটি নতুন পে-স্কেল করার জন্য একটি কমিশন গঠন করেছে। পে-কমিশনের কার্যক্রম সামনে রেখে বাধ্য হয়ে তারা ১০ম গ্রেডের দাবি নিয়ে রাজপথে নেমেছেন। তিনি অভিযোগ করেন, গতবার প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দারের আশ্বাসে ক্লাসে ফিরলেও সেই আশ্বাস বাস্তবায়ন হয়নি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, তারা সহকারী শিক্ষকদের একাদশ গ্রেড দিতে সুপারিশ করেছেন। এটি অর্থ মন্ত্রণালয় অনুমোদন করলেই বাস্তবায়ন হবে, এর বাইরে তাদের হাতে আর কিছু নেই।

অন্য অংশের কর্মসূচি ও নিন্দা

এদিকে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষকদের অন্য একটি অংশও একাদশ গ্রেডে বেতন, উচ্চতর গ্রেড নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ পদোন্নতি নিশ্চিত করতে ১৫ নভেম্বর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছেন। তাদের ঘোষণা অনুযায়ী ২৩ ও ২৪ নভেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ২৫ ও ২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এই মোর্চাভুক্ত সংগঠনগুলোর শিক্ষকরা অবশ্য এখন পর্যন্ত কর্মবিরতি পালন করছেন না।

অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, বাংলাদেশ পিটিআই কর্মকর্তা সমিতি এবং বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন এই আন্দোলন কর্মসূচিতে পুলিশি নির্যাতনের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। তারা শিক্ষকদের ওপর পুলিশি হামলায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।


রংপুরে চার হত্যার দায় স্বীকার পুলিশের, জবানবন্দিতে এল শীর্ষ কর্তাদের নাম

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৯ ২০:৪১:২৭
রংপুরে চার হত্যার দায় স্বীকার পুলিশের, জবানবন্দিতে এল শীর্ষ কর্তাদের নাম
ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় গত ১৯ জুলাই রংপুর সিটি বাজারের সামনে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় এক পুলিশ কনস্টেবল আদালতে হত্যার দায় স্বীকার করেছেন। সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া ওই কনস্টেবল আমিরুল ইসলাম সম্প্রতি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে এই হত্যার দায় স্বীকার করেছেন বলে মামলার তদন্ত সূত্রে জানা গেছে।

সিআইডির তদন্তে উঠে এসেছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, পুলিশের ডিসি অপরাধ আবু মারুফ হোসেনসহ মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তারাও জড়িত ছিলেন।

কনস্টেবলের জবানবন্দি ও অস্ত্রের জব্দ

কনস্টেবল আমিরুল ইসলাম জবানবন্দিতে উল্লেখ করেছেন, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তিনি কোন পরিস্থিতিতে গুলি চালাতে বাধ্য হন। তিনি জানিয়েছিলেন, তিনি রাইফেল থেকে ৫০ রাউন্ড গুলি ছুড়তে বাধ্য হয়েছেন। তবে তার গুলিতেই ওই চারজন নিহত হয়েছেন কি না, তা তিনি উল্লেখ করেননি। এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার অফিসের সামনে কোন কোন কর্মকর্তা কী নির্দেশনা দিয়েছেন, তা তিনি জবানবন্দিতে বিস্তারিত উল্লেখ করেছেন।

সিআইডি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চায়না রাইফেলটি তাদের হেফাজতে নিয়েছে, যার ফরেনসিক রিপোর্টও তদন্ত সংস্থা হাতে পেয়েছে।

গ্রেপ্তারকৃত পুলিশ সদস্য আমিরুল ইসলাম রংপুর মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ অফিসে কর্মরত ছিলেন। ৫ আগস্ট পরবর্তী বদলি নিয়ে তিনি খাগড়াছড়ি এপিবিএনে স্পেশালিস্ট ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ছিলেন। সেখান থেকেই গত ৬ সেপ্টেম্বর তাঁকে রংপুর সিআইডি গ্রেপ্তার করে। এরপর ৭ সেপ্টেম্বর রিমান্ড মঞ্জুরের দিনেই তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

আমিরুল ইসলামকে ফল বিক্রেতা মেরাজুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি এজাহারনামীয় আসামি ছিলেন না। তিনি বর্তমানে চাকরি থেকে সাময়িক বহিষ্কার হয়ে রংপুর কেন্দ্রীয় কারাগারে আছেন।

শীর্ষ কর্মকর্তাদের সম্পৃক্ততা

ঘটনার সময় পুলিশ সদস্য আমিরুল ইসলাম মেট্রোপলিটন পুলিশের সাদা এপিসিতে দায়িত্বে ছিলেন। ওই এপিসিতে আমিরুল ইসলাম ছাড়াও মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ আবু মারুফ হোসেনসহ মোট ছয়জন পুলিশ সদস্য ছিলেন।

ওই দিন ঘটনাস্থলে মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, ডিবি, এপিবিএনের সদস্যরাও উপস্থিত ছিলেন। মেট্রোপলিটন পুলিশের এপিসি ছাড়াও জেলা পুলিশের এপিসিতে নেতৃত্ব দিয়েছেন তৎকালীন পুলিশ সুপার শাজাহান আলী এবং জেলা পুলিশের সদস্যরাও। যৌথভাবে তারা আন্দোলন মোকাবেলা করার চেষ্টা চালিয়েছেন। তদন্ত সংস্থা বিভিন্ন ফুটেজ ও অন্যান্য তথ্য সংগ্রহ করে ঘটনার সঙ্গে সরাসরি জড়িতদের চিহ্নিত করেছে।

এদিকে ওই ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেনকে গ্রেপ্তার করার অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে সিআইডি। একই সঙ্গে অভিযুক্ত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত ও মামলার বিবরণ

গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার পর রংপুর উত্তাল হয়ে ওঠে। ১৮ ও ১৯ জুলাই তীব্র সংঘর্ষ চলে দিনভর। ১৯ জুলাই বিকালের সংঘর্ষে রংপুর সিটি বাজারের সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন, ফল বিক্রেতা মেরাজুল ইসলাম, স্বর্ণ কারিগর মোসলেম উদ্দিন মিলন ও শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির খুন হন।

সাজ্জাদ হোসেন হত্যা মামলা: স্ত্রী জিতু বেগম পুলিশের ছয় কর্মকর্তাসহ ২১ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

মেরাজুল ইসলাম হত্যা মামলা: মা আম্বিয়া খাতুন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার উৎপল কুমার রায়, সহকারী কমিশনার ইমরান হোসেন, আরিফুজ্জামান আরিফ, এসআই মামুন, এসআই গণেশ, এসআই মজনু, ২০নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল আলমসহ ২১ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

মোসলেম উদ্দিন মিলন হত্যা মামলা: বিভাগীয় কমিশনার জাকির হোসেন, সাবেক ডিআইজি আব্দুল বাতেন, সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলা: বাবা আব্দুর রহমান শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক রংপুর পুলিশ কমিশনার মনিরুজ্জামানসহ আওয়ামী লীগ ও অঙ্গ দলের ৪০ জনের নাম উল্লেখ করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

এসব মামলার অধিকতর তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি।

রংপুর সিআইডির পুলিশ সুপার ভারপ্রাপ্ত সুমিত চৌধুরী জানিয়েছেন, আইজিপি ও সিআইডি চিফের নির্দেশনা রয়েছে নিরপেক্ষ থেকে মামলার তদন্ত সম্পন্ন করতে। তিনি বলেন, বিভিন্ন ডিভাইসের ফরেনসিক রিপোর্ট, ব্যালেসটিক রিপোর্ট, ডিজিটাল প্রমাণ এবং সাক্ষীদের ১৬৪ ধারার জবানবন্দি তাদের কাছে রয়েছে। তিনি জানান, প্রত্যেকটি মামলায় প্রায় দেড় থেকে দুই শতাধিক আসামি রয়েছে এবং প্রত্যেকের বিষয়ে যাচাই-বাছাই চলছে। সিআইডি দ্রুতই অভিযোগপত্র দাখিল করবে।

সূত্র: যুগান্তর


পদ্মার চরাঞ্চলে অপারেশন ফার্স্ট লাইট: উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৯ ২০:৩৫:৩৭
পদ্মার চরাঞ্চলে অপারেশন ফার্স্ট লাইট: উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র
পদ্মার চরে অপারেশন ফার্স্ট লাইট। ছবি : কালবেলা

রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চলে দীর্ঘদিন ধরে দাপিয়ে বেড়ানো সন্ত্রাসী চক্রগুলোর বিরুদ্ধে ব্যাপক সাঁড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ‘অপারেশন ফার্স্ট লাইট’ নামে পরিচালিত এই অভিযানে মোট ১১টি সন্ত্রাসী বাহিনীর ৬৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অধিকাংশই দুর্ধর্ষ সন্ত্রাসী ইঞ্জিনিয়ার হাসিনুজ্জামান কাকনের নেতৃত্বাধীন কাকন বাহিনী-এর সদস্য।

রোববার (৯ নভেম্বর) ভোর থেকে দিনব্যাপী পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযানে অংশ নেন। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, মাদকদ্রব্য, মোটরসাইকেল, নৌযান এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানের প্রেক্ষাপট ও গ্রেপ্তার

সম্প্রতি পদ্মা চরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুর, রাজশাহীর বাঘা এবং নাটোরের লালপুর উপজেলার সীমান্তবর্তী মরিচা ইউনিয়নের নিচ খানপাড়া এলাকায় ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছিল। গত ২৭ অক্টোবরের ওই সংঘর্ষে তিনজন নিহত হন। এই ঘটনাটিকে কেন্দ্র করে কাকন বাহিনীর প্রধান হাসিনুজ্জামান কাকনসহ তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করা হয়। এর পরই সন্ত্রাসীদের দমন ও চরাঞ্চলের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন।

রোববার ভোরে রাজশাহীর বাঘা, পাবনার আমিনপুর ও ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে একযোগে অভিযান শুরু হয়। এই অভিযানে পুলিশ, র‍্যাব ও এপিবিএনের প্রায় ১ হাজার ২০০ সদস্য অংশ নেন। দুর্গম চরাঞ্চলে নৌপথে গিয়ে সন্ত্রাসীদের আস্তানাগুলো ঘিরে ফেলা হয়। দিনভর অভিযান চালিয়ে মোট ৬৭ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রী ও সন্ত্রাসী বাহিনী

রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ শাহজাহান রোববার বিকেলে তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তথ্য জানান। তিনি বলেন, রাজশাহী, পাবনা ও নাটোর জেলার চরাঞ্চল থেকে ৫৮ জন এবং খুলনা রেঞ্জের কুষ্টিয়ার দৌলতপুর এলাকা থেকে আরও ৯ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কাকন বাহিনীসহ ১১টি সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্ব থেকেই একাধিক হত্যা ও অস্ত্র মামলায় সাজা রয়েছে।

ডিআইজি আরও জানান, অভিযানে রাজশাহী, নাটোর ও পাবনা জেলা থেকে ১০টি আগ্নেয়াস্ত্র, চারটি গুলি, ২৪টি হাসুয়া, ছয়টি ডোসার, দুটি ছোরা, চারটি চাকু, তিনটি রামদা, দুটি চাইনিজ কুড়ালসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও যানবাহন উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, পদ্মার চরে দীর্ঘদিন ধরে মণ্ডল বাহিনী, টুকু বাহিনী, সাঈদ বাহিনী, লালচাঁদ বাহিনী, রাখি বাহিনী, শরীফ কাইগি বাহিনী, রাজ্জাক বাহিনী, চল্লিশ বাহিনী, বাহান্ন বাহিনী, সুখচাঁদ ও নাহারুল বাহিনীসহ একাধিক সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় ছিল। এসব বাহিনীর বিরুদ্ধে খুন, অপহরণ, চাঁদাবাজি, মাদক ও অস্ত্রপাচার, চর দখল, জেলে ও কৃষকদের হয়রানি এবং সর্বহারা সংগঠনকে আশ্রয় দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

ডিআইজি শাহজাহান জানান, অপারেশন ফার্স্ট লাইটই শেষ নয়, বরং এটি কেবল শুরু। চরাঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলবে। এই অভিযানের মাধ্যমে দীর্ঘদিন সন্ত্রাস ও ভয়ের রাজত্ব করা পদ্মার চরে নতুন করে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পাঠকের মতামত:

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

রাষ্ট্রের ধারণাটি একসময় কেবল প্রশাসনিক ক্ষমতা, আইনের শাসন এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্রের ভূমিকা এখন... বিস্তারিত

মশলা কিনতে এসে দেশ দখল: যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাইভেট আর্মি!

মশলা কিনতে এসে দেশ দখল: যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাইভেট আর্মি!

কল্পনা করুন এমন একটি প্রাইভেট কোম্পানির কথা, যা এতটাই শক্তিশালী যে সে তার গ্রাহকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে, দেশ... বিস্তারিত

৬০ দিনে ফ্যাটি লিভার থেকে মুক্তি: জীবনযাত্রার চাপ কমাতে ৫টি বিশেষ খাবার

৬০ দিনে ফ্যাটি লিভার থেকে মুক্তি: জীবনযাত্রার চাপ কমাতে ৫টি বিশেষ খাবার

আজকের ব্যস্ত জীবনধারা এবং সেডেন্টারি লাইফস্টাইলের কারণে মানবদেহে নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। জাঙ্কফুডের বৃদ্ধি এবং চলাফেরার অভাবে লিভারের ওপর চাপ... বিস্তারিত