১৭ জেলার তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামার পূর্বাভাস

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউওটি জানিয়েছে, দেশের মোট ১৭টি জেলার কিছু কিছু স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। এই পরিবর্তন আগামী ১৪ বা ১৫ নভেম্বর রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রোববার ৯ নভেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি এই পূর্বাভাস দিয়েছে।
যেসব এলাকায় প্রভাব পড়বে
বিডব্লিউওটি-এর পূর্বাভাস অনুযায়ী, যেসব স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে, সেগুলো হলো:
পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর এবং জামালপুর।
এই সময়ে দেশের অধিকাংশ স্থানের রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সারা দেশেই ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বজায় থাকবে। এই কারণে দিনের বেলায় তেমন শীত অনুভব হবে না।
ঠান্ডাজনিত অসুস্থতার সতর্কতা
বিডব্লিউওটি সতর্ক করে জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রার এই বড় পার্থক্যের কারণে অনেকে ঠান্ডাজনিত অসুস্থতায় আক্রান্ত হতে পারেন। এজন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
মাঠ থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার গুজব নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না। এ সংক্রান্ত তথ্য যা ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব এবং সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি।
রোববার ৯ নভেম্বর বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না; এ-সংক্রান্ত তথ্য যা ছড়িয়েছে, সেটা গুজব। এরকম কোনো সিদ্ধান্ত হয়নি।"
আওয়ামী লীগের কর্মসূচিতে সরকার শঙ্কিত কি না—জানতে চাইলে তিনি বলেন, সরকার তাদের লকডাউন বা শাটডাউনের যে কর্মসূচি রেখেছে, সেই বিষয়ে মোটেও শঙ্কিত নয়।
নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত জানালেন উপদেষ্টা আসিফ: দিলেন পদত্যাগের ইঙ্গিতও
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানিয়েছেন, আপাতত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার সিদ্ধান্ত রয়েছে, তবে কোনো দলে যোগ দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
রোববার (৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার আবেদনপ্রক্রিয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা নয়, ঢাকা-১০ এখন নতুন ঠিকানা
উপদেষ্টা আসিফ মাহমুদ নিশ্চিত করেন, "নির্বাচন করব নিশ্চিত।" তিনি বলেন, "এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার সিদ্ধান্ত রয়েছে।" কোনো দলে যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "কোনো দলে যোগ দেব কি না, তা নিয়ে এখনো কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি।"
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগে কুমিল্লা-৩ আসন (মুরাদনগর উপজেলা) এর ভোটার ছিলেন। ধানমন্ডি এলাকার ভোটার হওয়া নিয়ে তরুণ এই উপদেষ্টা বলেন, "দুবার যেহেতু ভোট দিতে পারিনি, আগামীতে ধানমন্ডিতেই থাকার ইচ্ছা। সে কারণেই ঢাকা-১০ এর ভোটার হওয়া।"
ঢাকা-১০ নির্বাচনী আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত।
পদত্যাগ ও রাজনৈতিক প্রেক্ষাপট
তবে সরকারের উপদেষ্টা পদ থেকে কবে পদত্যাগ করছেন, সে বিষয়েও পরিষ্কার করে কিছু জানাননি আসিফ মাহমুদ।
এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। তবে জামায়াতে ইসলামী ইতোমধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। সম্প্রতি গুঞ্জন তৈরি হয়েছিল, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক।
দল নিবন্ধনে অনড়: ইসি’র গেটে ১২৩ ঘণ্টা ধরে অনশনে তারেক রহমান
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের ইসি প্রধান ফটকের সামনে আম জনতার দলের সদস্যসচিব তারেক রহমানের আমরণ অনশন ১২৩ ঘণ্টা ধরে চলছে। তবে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্পষ্ট জানিয়েছেন, এই অনশন ৫২২ ঘণ্টা চললেও কমিশনের কিছু করার নেই।
রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব বলেন, "৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই। আপনি আমাকে বলেন... ক্যান ইলেকশন কমিশন গো বিয়ন্ড দ্য রুলস? সো... ইউ গট মাই আনসার।" অর্থাৎ, ইসি নিয়মের বাইরে যেতে পারে না, এবং এটাই তাঁর চূড়ান্ত জবাব।
শারীরিক অবস্থার অবনতি সত্ত্বেও অনড়
গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল গেটের সামনে সরেজমিন দেখা যায়, তারেক রহমানের হাতে স্যালাইন লাগানো অবস্থায় তিনি শুয়ে আছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি তেমন কথা বলছেন না।
তার আশপাশে সংহতি জানাতে এবং শুধু তাঁকে দেখতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। দুর্বল কণ্ঠে তারেক রহমান বলেন, "অবশ্যই আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। এটা চলবে, অবশ্যই চলবে।"
নিবন্ধনের শর্ত পূরণের বিষয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, "ওরা তিনটা উপজেলা কোথায় পেয়েছে? পরে সেটা ৩৩ কিভাবে হয়েছে? এটা আমি মানতে পারছি না।"
ইসি থেকে আর কেউ যোগাযোগ করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, "কেউ আর যোগাযোগ করেনি। সেদিন বৃহস্পতিবার যে একজন উপসচিব এসেছিলেন... তিনি যে গিয়েছেন আর কেউ এরপর আসেনি। কোনো চিঠি বা কিছুই দেয়নি।" শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, "শরীরে অনেক ব্যথা করছে। তবে এমন অবস্থাতেও আমি অনশন চালিয়ে যেতে চাই।"
নিবন্ধন না পাওয়ার প্রেক্ষাপট
গত মঙ্গলবার ৪ নভেম্বর চূড়ান্ত পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী, এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে সময়ই তারেক রহমানের 'আম জনতার দল' নিবন্ধনের তালিকা থেকে ছিটকে পড়ে। এই সিদ্ধান্তের প্রতিবাদে দুপুর থেকেই তিনি নির্বাচন ভবনের মূল ফটকে অনশনে বসে যান। এখন দাবি-আপত্তি চেয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে এবং এরপর চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।
সূত্র: কালের কণ্ঠ
সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিলেন হাইকোর্ট
জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার ৯ নভেম্বর বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই জামিনের রায় দেন। এই আদেশের ফলে তাঁর কারামুক্তির পথ সুগম হলো।
সেলিনা হায়াৎ আইভীকে গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নিজ বাড়ি চুনকাকুটির থেকে গ্রেপ্তার করা হয়েছিল। সেসময় একটি হত্যা মামলায় আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরপর গত ২৭ মে আদালত মিনারুল হত্যা মামলায় আইভীকে দুই দিনের রিমান্ড শেষে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন।
ভোটার তালিকা ও এনআইডি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন
জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা আজ রবিবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এই সভাটি অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে।
সভায় সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। ইতিমধ্যে এনআইডির পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সভার সময়সূচি ও আলোচ্যসূচি জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, সভায় জাতীয় পরিচয়পত্র সংশোধন, আবেদন দাখিল ও নিষ্পত্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে এনআইডি সংশোধনের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও দায়িত্ব নির্ধারণ সংক্রান্ত আদর্শ পরিচালনা পদ্ধতি (SOP) হালনাগাদের প্রস্তাব উত্থাপন করা হবে।
এছাড়া সভায় আরও আলোচিত হবে ভোটার নিবন্ধন ও এনআইডি প্রণয়ন প্রক্রিয়া, দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকাভুক্তি প্রক্রিয়া, এবং বিদেশে বসবাসরত নাগরিকদের ভোটার নিবন্ধন কার্যক্রমের উন্নয়ন পদ্ধতি।
নির্বাচন কমিশন সূত্র বলছে, সম্প্রতি এনআইডি সংশোধন, নাম-ঠিকানা পরিবর্তন এবং তথ্য বিভ্রাটের নানা অভিযোগ পাওয়ার পর এই সভার আয়োজন করা হয়েছে। কমিটি এনআইডি ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করার বিষয়ে বিশেষ আলোচনা করবে।
অধিকন্তু, সভায় এনআইডি ডেটাবেইস সুরক্ষা, সাইবার নিরাপত্তা, ডেটা শেয়ারিং নীতিমালা, এবং ভবিষ্যতে ভোটার তথ্যের ডিজিটাল যাচাইকরণ (Digital Verification System) প্রবর্তনের দিকেও দৃষ্টি দেওয়া হবে বলে জানা গেছে।
-রফিক
সারা দেশে নির্বাচনের জোয়ার বইছে: প্রেস সচিব
সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উচ্ছ্বাসের জোয়ার বইছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি নিশ্চিত করেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যেই প্রধান উপদেষ্টাসহ সরকারসংশ্লিষ্ট সবাই দিনরাত কাজ করছেন।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের আমেজ ও সংস্কার প্রক্রিয়া
প্রেস সচিব বলেন, "দেশজুড়ে এখন নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে।" তিনি জানান, ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, "আমরা একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য কাজ করছি।"
তিনি আরও বলেন, মানুষ সুশাসন চায়, কিন্তু এটি একদিনে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিভিন্ন দেশে সংস্কার কার্যক্রমে ১০ থেকে ১৫ বছর সময় লেগেছে (যেমন নেপালে ৯ বছর লেগেছে)। তাই নির্বাচনের পর সংলাপের মাধ্যমে ধীরে ধীরে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।
নারী ও শ্রমিকদের প্রতিনিধিত্ব নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকে বলেন জুলাই সনদে নারী বা শ্রমিকদের প্রতিনিধিত্ব নেই, কিন্তু বাস্তবে সব শ্রেণিপেশার প্রতিনিধিত্বই সেখানে রয়েছে।
কর্মসংস্থান ও রাজনৈতিক অবস্থান
প্রযুক্তি ও কর্মসংস্থান প্রসঙ্গে শফিকুল আলম বলেন, কর্মসংস্থান সৃষ্টি করা হবে পরবর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইতোমধ্যে শ্রমবাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে।
রেল খাতে বিনিয়োগ প্রসঙ্গে প্রেস সচিব জানান, দেশের যোগাযোগ অবকাঠামোকে আরও আধুনিক করতে রেল প্রকল্পে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সহিংসতা চালাতে চায়। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে দৃঢ় অবস্থান নিতে হবে।
১.৫৫ লাখ কোটি টাকার দুর্নীতি: বিশ্বব্যাংকের ঋণের প্রকল্পে লুটপাটের মহোৎসব
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় নেওয়া 'গরিবের ল্যাট্রিন, গ্রামীণ পানি সরবরাহ ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ' নামের একটি প্রকল্পে নজিরবিহীন দুর্নীতির মহোৎসব চলেছে বলে অভিযোগ উঠেছে। ডিসেম্বরে এই প্রকল্পের পাঁচ বছর মেয়াদ শেষ হতে চললেও কাজের অগ্রগতি মাত্র ৪৭ শতাংশ। আর যে কাজগুলো হয়েছে, সেগুলোতেও স্পেসিফিকেশন মানা হয়নি, ফলে দুর্নীতির কারণে নির্মিত অবকাঠামো এখন ব্যবহারের অনুপযোগী।
সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদন এবং যুগান্তরের নিজস্ব অনুসন্ধানে প্রকল্পটিতে পুকুরচুরির বিস্তারিত তথ্য পাওয়া গেছে।
প্রকল্প পরিচালক ও দুর্নীতির অভিযোগ
অভিযোগ উঠেছে যে, ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে প্রকল্পের অর্থ লোপাট করে দেশে-বিদেশে অঢেল সম্পদ গড়ে তুলেছেন প্রকল্পটির একচ্ছত্র অধিপতি প্রকল্প পরিচালক (পিডি) মো. তবিবুর রহমান তালুকদার। যুগান্তরের অনুসন্ধানে জানা গেছে, বিল ও ঠিকাদারকে দেওয়া চেক তাঁর একক সইতেই পাশ হয়ে যেত। এতে নির্বাহী প্রকৌশলী, জেলা প্রকৌশলী ও উপজেলা সহকারী প্রকৌশলীদের কোনো করণীয় ছিল না। এই সুযোগে তিনি পছন্দের ঠিকাদারদের কাজ দিয়ে নজিরবিহীন লুটপাট করেছেন বলে অভিযোগ আছে।
তবিবুর রহমান অবৈধ টাকায় সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে মায়ের নামে ছয়তলা আলিশান বাড়ি করেছেন। এছাড়াও ধানমন্ডি ২৭-এ ৫ হাজার স্কয়ার ফুটের বাণিজ্যিক ফ্লোর, ধানমন্ডিতে দুটি ও ব্যাংককে একটি ফ্ল্যাট কিনেছেন। দেশে রয়েছে একাধিক গাড়ি।
'বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্য' তবিবুর রহমান ব্যক্তি জীবনে নারী কেলেঙ্কারি এবং একাধিক বিয়ে করে একাধিক স্ত্রীকে আলাদা বাড়িও করে দিয়েছেন। দুর্নীতি দমন কমিশন তার এসব দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করছে বলেও জানা গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. তবিবুর রহমান তালুকদার মোবাইলে কোনো কথা বলতে রাজি হননি এবং পরে সাক্ষাতের সময়ও দেননি।
কাজের মান ও অব্যবহৃত টয়লেট
পরিদর্শনকৃত ৪৭টি পাবলিক টয়লেটের মধ্যে ৩৮টি (৮০ দশমিক ৮৫ শতাংশ) বর্তমানে ব্যবহার হচ্ছে না। কোনো কোনো টয়লেট বছরে মাত্র ২ থেকে ৩ দিন ব্যবহার হলেও অধিকাংশ সময় বন্ধ থাকে। নির্মাণকাজের ত্রুটির কারণে ল্যান্ডিং স্টেশন ভেঙে গেছে এবং কলাম বাঁকা হয়েছে। র্যাম্পের গাইড ওয়াল নির্মাণ না করায় পাবলিক টয়লেটগুলো বৃদ্ধ ও প্রতিবন্ধীবান্ধব হয়নি।
পরিদর্শনকৃত ১৯টি টয়লেটের মধ্যে ১৭টি (৮৯ দশমিক ৪৭ শতাংশ) ব্যবহারের অনুপযোগী অবস্থায় পাওয়া গেছে। এর কারণ হিসেবে পরিচ্ছন্নতার জন্য অর্থের জোগান না থাকা, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব এবং ফিটিংস চুরির ভয়কে চিহ্নিত করা হয়েছে।
পরিদর্শনকৃত ১২২টি ল্যাট্রিনই স্পেসিফিকেশন অনুযায়ী স্থাপন করা হয়নি। একইভাবে পানির ছোট ৪৭টি স্কিমের মধ্যে ৪৩টির কাজ স্পেসিফিকেশন অনুযায়ী হয়নি।
পরিবেশের ক্ষতি ও নতুন প্রকল্পে নিয়োগ
সমীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়েছে, পানির বড় স্কিমগুলো জলাশয়, পুকুর ও ডোবা ভরাট করে করা হয়েছে, কিন্তু পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ছাড়পত্র নেওয়া হয়নি, যা পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।
এই নজিরবিহীন দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও, মো. তবিবুর রহমান তালুকদারকেই নতুন করে শুরু হতে যাওয়া ১ হাজার ৮৮৯ কোটি টাকার স্যানিটেশন প্রকল্পের পিডি হিসেবে নিয়োগ করা হয়েছে। এই প্রকল্পটিও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়নের কথা।
জন্মভূমিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: সরকারের পট পরিবর্তনের পর প্রথম সফর
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পঞ্চমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জন্মভূমি পাবনায় পৌঁছেছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি রাষ্ট্রপতি হিসেবে তাঁর প্রথম পাবনা সফর।
শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে তাঁর হেলিকপ্টার অবতরণ করে। এ সময় তাঁকে স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান। এর আগে সকাল ৯টায় তিনি ঢাকার তেজগাঁও হেলিপ্যাড থেকে পাবনার উদ্দেশে রওনা হয়েছিলেন।
সফরসূচি ও কর্মসূচি
সফরসূচি অনুযায়ী, হেলিপ্যাডে পৌঁছানোর পর রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর বেলা ১১টায় আরিফপুর কবরস্থানে তিনি তাঁর মা-বাবার কবর জিয়ারত করবেন। কবর জিয়ারতের পর রাষ্ট্রপতি তাঁর নিজ বাসভবনে অবস্থান করবেন এবং নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে তিনি সার্কিট হাউজে রাত্রীযাপন করবেন।
সফরের শেষ দিন রবিবার সকালে গার্ড অব অনার গ্রহণের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
এর আগের সফরগুলো
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে পাঁচবার পাবনা সফর করলেন। এর আগে তিনি ১৫ মে প্রথম, ২৭ সেপ্টেম্বর দ্বিতীয়, ২০২৪ সালের ১৬ জানুয়ারি তৃতীয় এবং ৯ জুন চতুর্থবারের মতো পাবনায় সফর করেন।
পাকিস্তান-বাংলাদেশ ঘনিষ্ঠতা:'চিকেনস নেক' সুরক্ষিত করতে সীমান্তে ভারতের নতুন সেনাঘাঁটি
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন যখন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে, তখন এই কূটনৈতিক সমীকরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। নয়াদিল্লি আশঙ্কা করছে, এই নতুন সম্পর্ক ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে ভারত সীমান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি পদক্ষেপ নিয়েছে, যা শুধু নিজের নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং ঢাকা সরকারের ওপরও চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।
ভারত-বাংলাদেশ সীমান্তে তিনটি নতুন গ্যারিসন বা সেনাঘাঁটি স্থাপন করেছে ভারত। এগুলো হলো আসামের বামুনি, বিহারের কিশনগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়ায়। এই ঘাঁটিগুলো স্থাপনের মাধ্যমে নয়াদিল্লি সুরক্ষিত করতে চায় তথাকথিত ‘চিকেনস নেক’ বা ‘সিলিগুড়ি করিডর’—ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থলসংযোগ।
চিকেনস নেক কী?
ভারতের পশ্চিমবঙ্গের সিলিগুড়ি শহরকেন্দ্রিক এই সরু ভূখণ্ডটির প্রস্থ সবচেয়ে সংকীর্ণ স্থানে মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। ভৌগোলিকভাবে এটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে মূল ভারতের সঙ্গে যুক্ত করে। এই করিডরটির পশ্চিমে নেপাল ও পূর্বে বাংলাদেশ, আর উত্তরে ভুটান অবস্থিত। অঞ্চলটির কৌশলগত গুরুত্ব বিবেচনায় ভারত এখন বিহারের জোগবানি হয়ে নেপালের বিরাটনগর পেরিয়ে পশ্চিমবঙ্গের নিউ মল জংশন পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের পরিকল্পনাও করছে।
বাংলাদেশ-পাকিস্তান ঘনিষ্ঠতা নিয়ে উদ্বেগ
ভারতের আশঙ্কা আরও বেড়েছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মিরজার ঢাকা সফরের পর। জানা গেছে, তিনি বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।
এর আগেও বাংলাদেশের কিছু সরকারি কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বক্তব্যে ভারতের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলার ইঙ্গিত পাওয়া যায়। উদাহরণ হিসেবে বাংলাদেশের সাবেক বর্ডার গার্ড (তৎকালীন বিডিআর) প্রধান মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, "যদি ভারত পাকিস্তানের ওপর আক্রমণ চালায়, তবে বাংলাদেশ সাতটি উত্তর-পূর্ব রাজ্য দখল করে নেবে। এজন্য চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন।"
ড. ইউনূসের মন্তব্যে ক্ষুব্ধ ভারত
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরও নয়াদিল্লিতে অস্বস্তি তৈরি করেছে। গত ২৬ থেকে ২৯ মার্চের সফরে তিনি এক সাক্ষাৎকারে বলেন, "ভারতের পূর্বাঞ্চলের সাত রাজ্য, যেগুলোকে 'সেভেন সিস্টার্স' বলা হয়, সেগুলো স্থলবেষ্টিত অঞ্চল—সমুদ্রপথে তাদের কোনো সরাসরি প্রবেশাধিকার নেই। আমরা এই অঞ্চলের একমাত্র 'সমুদ্র অভিভাবক'।"
তিনি আরও বলেন, "এই অবস্থান আমাদের জন্য বিরাট সম্ভাবনা তৈরি করছে। এটি চীনের অর্থনীতির সম্প্রসারণ হিসেবেও কাজ করতে পারে—উৎপাদন, বিপণন, পণ্য পরিবহন ও রপ্তানিতে নতুন সুযোগ তৈরি হবে।"
নোবেলজয়ী এই অর্থনীতিবিদের বক্তব্যে নয়াদিল্লি মনে করছে, বাংলাদেশ-চীন ঘনিষ্ঠতা এবং পাকিস্তানের সঙ্গে নতুন কূটনৈতিক সম্পর্ক ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাবের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। তাই সীমান্তে নতুন সামরিক ঘাঁটি স্থাপন করে ভারত এই পরিস্থিতিতে প্রতিরোধমূলক অবস্থান নিচ্ছে।
সূত্র: ডিএনএইন্ডিয়া
পাঠকের মতামত:
- ১৭ জেলার তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামার পূর্বাভাস
- মাঠ থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার গুজব নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- কোরিয়ান ড্রামায় মুগ্ধ বিশ্ব: মিস্ট্রি থ্রিলার থেকে টাইম ট্রাভেল, দেখুন সেরা ১০ সিরিজ!
- ইসলামী ব্যাংক লুটপাট: ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বৃহত্তম মামলা দায়ের
- নেপাল-ভারত ম্যাচের আগে উৎসব: দেশে ফিরছেন হামজা, শিরোপা জিতে ফিরছেন কি সৌমিত?
- ঢাকায় একরাতে চার্চে চার বিস্ফোরণ: আতঙ্কে খ্রিস্টান সম্প্রদায়!
- অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক HyperOS 3 নিয়ে চুপিসারে বড় আপডেট আনছে শাওমি!
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান জারি করা হল সুনামি সতর্কতা
- সাধারণ মানুষ ভোট চায়, চাপানো গণভোট বা সনদ নয়: মির্জা ফখরুল
- বেতন বাড়বে না আন্দোলন চলবে? শিক্ষকদের দাবিতে নতুন মোড়
- নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত জানালেন উপদেষ্টা আসিফ: দিলেন পদত্যাগের ইঙ্গিতও
- নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি সরকার: রাশেদ খান
- ক্ষত সারাতে লাগবে না অস্ত্রোপচার: শরীর নিজেই গজাবে নতুন টিস্যু, যুগান্তকারী আবিষ্কার
- নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা
- ০৯ নভেম্বর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
- ০৯ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ লুজার তালিকা প্রকাশ
- ০৯ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- এক ভিসায় জিসিসি'র ছয় দেশ ভ্রমণ, চালু হচ্ছে 'গ্র্যান্ড ট্যুরস ভিসা'
- দল নিবন্ধনে অনড়: ইসি’র গেটে ১২৩ ঘণ্টা ধরে অনশনে তারেক রহমান
- ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল: অবশেষে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেন
- দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা: শুরু হলো দেশব্যাপী কর্মবিরতি
- সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিলেন হাইকোর্ট
- গাজায় পানির সংকট তীব্র নিকাশি ব্যবস্থা ধ্বংস হওয়ায় ভূ-গর্ভস্থ পানিও দূষিত, নেই কোনো বিকল্প
- এটা আমার শেষ নির্বাচন: ঠাকুরগাঁওয়ে ভোট চেয়ে আবেগঘন আবেদন মির্জা ফখরুলের
- কুমিল্লার বদলে ধানমন্ডি থানার ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে
- বিরোধী আসনে জামায়াতকে ঠেলতে আ.লীগের নতুন পরিকল্পনা!
- ডিএসইর নির্দেশনা অনুযায়ী বোর্ড সভার তারিখ প্রকাশ
- দক্ষিণ এশিয়ায় শান্তির নায়ক ট্রাম্প- পাকিস্তান প্রধানমন্ত্রী
- শেষ বাঁশির আগেই বদলে গেল গল্প- টটেনহ্যাম বনাম ম্যান ইউ
- বাংলাদেশ–ভারত ফুটবল ম্যাচের টিকিটের দাম প্রকাশ
- পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আফগানিস্তানের বার্তা
- বাংলাদেশি টাকার বিপরীতে বিদেশি মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ
- মাটিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিকের ফলাফল প্রকাশ
- ফার্মা এইডের ডিভিডেন্ড ঘোষণা
- মুনাফায় রেকর্ড গড়ল ফাইন ফুডস লিমিটেড
- হাক্কানি পাল্পের প্রথম প্রান্তিকে মুনাফা ইতিবাচক
- ইন্টারন্যাশনাল লিজিংয়ের Q3 প্রতিবেদন প্রকাশ
- আজকের নামাজের সময়সূচি ও নামাজের ফজিলত
- ভোটার তালিকা ও এনআইডি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন
- ১ কোটি টাকার বদলে ১৮ লাখ টাকার লিফট! দুর্নীতির মহোৎসব
- রবিবার ঢাকায় বন্ধ থাকবে যেসব মার্কেট ও এলাকা
- তেজাবি স্বর্ণের দাম বাড়ায় বাজারে নতুন সমন্বয়, জানুন আজকের রেট
- কেমন থাকবে ঢাকার আবহাওয়া জানুন
- ১৭ বছর কষ্ট করেছি, ৩০০ আসনেই প্রার্থী চাই: রুমিন ফারহানা
- রাজধানীতে ডিএমপি'র 'বড় মহড়া': যমুনা, সচিবালয়সহ ১৪২ স্পটে সাত হাজার পুলিশ সদস্যের তৎপরতা
- মঞ্জু বনাম হেলাল: খুলনার রাজনীতিতে দুই পরীক্ষিত নেতার লড়াই, কে এগিয়ে এই কঠিন সমীকরণে?
- আওয়ামী লীগের লকডাউন ঘোষণা 'পাগলের প্রলাপ':সালাহউদ্দিন আহমেদ
- ঐক্যের বার্তা মির্জা ফখরুলের: হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই
- কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান
- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সংলাপ: জ্ঞানচর্চায় উপনিবেশের ছায়া কাটাতে আহ্বান বিশিষ্ট সমাজবিজ্ঞানীর
- গবেষণা ভিত্তিক শিক্ষা: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এক নতুন দিগন্ত
- শেয়ারবাজারে শীর্ষ বিশ শেয়ারের তালিকা প্রকাশ
- ০৩ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- পানি ও খাদ্য নিরাপত্তা: ভবিষ্যতের সম্ভাব্য যুদ্ধের কারণ
- ৫ ও ৬ নভেম্বর বন্ধ থাকবে ২ বছরের সরকারি ট্রেজারি বন্ড
- ০৩ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ লুজার তালিকা প্রকাশ
- ঢাকার আজকের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি এক নজরে
- গ্রিন সিগন্যাল কী পেল মান্না, নুর, পার্থসহ ১২ জোটনেতা
- ইসরায়েলের নেতাদের জন্মনাম ও পরিচয় পরিবর্তনের যত কারণ
- রপ্তানি আয়ে বড় ধস; যুক্তরাষ্ট্রের শুল্কে চাপে পোশাক শিল্প
- ১২১তম ১০০ টাকা প্রাইজবন্ড ড্র, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- দেউলিয়া পাঁচটি ইসলামি ব্যাংক একীভূত
- ড. ইউনুস বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের মধ্যে ৫০তম
- ইন্টারন্যাশনাল স্পেশালাইজড নিট লিমিটেডের প্রথম প্রান্তিক আর্থিক ফলাফল প্রকাশ








