বদলে গেল ‘ওরস্যালাইন-এন’-এর নাম

স্বাস্থ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৯ ১৯:২০:৩২
বদলে গেল ‘ওরস্যালাইন-এন’-এর নাম

সত্য নিউজ:জনপ্রিয় স্বাস্থ্যসেবা পণ্য ‘ওরস্যালাইন-এন’-এর নাম ও প্যাকেজিংয়ে বড় পরিবর্তন আনলো সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)। ভুয়া ও নকল পণ্যের বিস্তার ঠেকাতে প্রতিষ্ঠানটি এখন থেকে এ পণ্য বাজারজাত করবে ‘এসএমসি ওরস্যালাইন’ নামে।

এসএমসির পরিচালক সায়েফ নাসির জানান, ওরস্যালাইন-এন বহুদিন ধরেই দেশের মানুষ 'ওরস্যালাইন কোম্পানি' হিসেবে চিনে। তবে দীর্ঘদিনের জনপ্রিয়তার সুযোগ নিয়ে বাজারে নকল ও ভুয়া পণ্য ছড়িয়ে পড়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করছে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। এই সমস্যা সমাধানে ব্র্যান্ড রি-ডিজাইন ও আধুনিক, সুরক্ষিত প্যাকেজিং চালু করেছে এসএমসি।

নতুন প্যাকেজ ও ব্র্যান্ডিং এসএমসির ৫০ বছর পূর্তি উদযাপনকে ঘিরে নেওয়া উদ্যোগের একটি অংশ। এতে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সেবা এবং কোটি কোটি মানুষের জীবন রক্ষায় অবদানের প্রতিফলন ঘটেছে বলে জানায় কর্তৃপক্ষ।

এসএমসি আরও জানিয়েছে, ‘এসএমসি ওরস্যালাইন’ নামে চালু হওয়া নতুন ব্র্যান্ডটি একই গুণগত মানে পাওয়া যাবে, তবে প্যাকেটের ডিজাইন হবে আরও আধুনিক, আকর্ষণীয় এবং নকল ঠেকাতে বিশেষ নিরাপত্তাব্যবস্থাসহ।

উল্লেখ্য, এসএমসি ১৯৭৪ সাল থেকে দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক পণ্য বাজারজাত করে আসছে, যার মধ্যে ওরস্যালাইন অন্যতম জনপ্রিয় এবং অতি প্রয়োজনীয় একটি পণ্য।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত