Banner

রোজকার শেয়ারবাজার

ডিএসইতে মঙ্গলবার লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৫:১৫:০৯
ডিএসইতে মঙ্গলবার লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের লেনদেন শেষে শীর্ষ দরপতনশীল কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। দিনের লেনদেন শেষে বিনিয়োগকারীরা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হন, কারণ শেয়ারের দরে বড় ধরনের ওঠানামা দেখা যায়।

ক্লোজিং প্রাইস ও গতকালের ক্লোজিং প্রাইসের তুলনায় সর্বোচ্চ দরপতন ঘটে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে। শেয়ারটি আগের দিনের তুলনায় ৭ দশমিক ১০ শতাংশ দর হারিয়ে ৫৫৬ টাকা ৯০ পয়সায় নেমে আসে। এ কারণে কোম্পানিটি টপ লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে।

দ্বিতীয় স্থানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ, যার শেয়ারের দর কমেছে ৪ দশমিক ৩৯ শতাংশ। এদিন কোম্পানির শেয়ার ৩৪ টাকা ৮০ পয়সায় লেনদেন শেষ করে। প্রাইম টেক্সটাইলসও বড় দরপতনের শিকার হয়। শেয়ারটির দর ৪ দশমিক ২৮ শতাংশ কমে ১৩ টাকা ৪০ পয়সায় দাঁড়ায়।

এছাড়া এপেক্স ফুডসের শেয়ার ৪ দশমিক ০৯ শতাংশ কমে ২৪৩ টাকা ৬০ পয়সায় লেনদেন শেষ করে। নূরানি ডাইং অ্যান্ড সুইচিং কোম্পানির শেয়ার দরও ৪ শতাংশ কমে ২ টাকা ৪০ পয়সায় নেমে আসে। সিএনএ টেক্সটাইলস, টাল্লু স্পিনিং, ইসলামি ইনস্যুরেন্স, জেনেক্স ইনফোসিস ও ফিনিক্স ইনস্যুরেন্সও টপ লুজার তালিকায় স্থান করে নেয়।

অন্যদিকে ওপেন প্রাইস এবং লাস্ট ট্রেডেড প্রাইস (এলটিপি) এর ভিত্তিতে দেখা যায় প্রাইম টেক্সটাইলসের শেয়ারে সবচেয়ে বেশি দরপতন হয়েছে। দিনের শুরুতে শেয়ারটির দর ছিল ১৫ টাকা, তবে দিনের শেষে সেটি ১৩ টাকা ৪০ পয়সায় নেমে আসে। এতে শেয়ারটির দরপতন হয় ১০ দশমিক ৬৬ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ দরপতন ঘটে নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সে। কোম্পানির শেয়ার ৮ দশমিক ০৬ শতাংশ কমে ২৮ টাকা ৫০ পয়সায় লেনদেন শেষ করে। মিরাকল ইন্ডাস্ট্রিজ ৭ দশমিক ৯৩ শতাংশ দর হারিয়ে ৩৪ টাকা ৮০ পয়সায়, এপেক্স ফুডস ৫ দশমিক ৩৯ শতাংশ দর হারিয়ে ২৪৩ টাকা ৬০ পয়সায় এবং প্রাইম ইন্স্যুরেন্স ৫ দশমিক ৩৫ শতাংশ কমে ৩৩ টাকা ৬০ পয়সায় লেনদেন শেষ করে।

এছাড়া ভ্যালু লাইন রবার, পদ্মা ইলেকট্রিক, আরএসআরএম স্টিল, রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং জিকিউ বলপেনও ওপেন প্রাইসের তুলনায় টপ লুজার তালিকায় রয়েছে। এতে স্পষ্ট হয় যে, সোমবারের লেনদেনে বিনিয়োগকারীদের বড় ধরনের লোকসানের মুখোমুখি হতে হয়েছে।

শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। এখানে প্রদত্ত তথ্য কেবল শিক্ষামূলক ও বাজার বিশ্লেষণের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। বিনিয়োগের আগে অবশ্যই যোগ্য পরামর্শকের সঙ্গে পরামর্শ করুন।

/আশিক


বছরের শেষ দিনে ডিএসইতে মিশ্র চিত্র, লেনদেন ৩৫৪০ কোটি

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১৭:১৪:৩১
বছরের শেষ দিনে ডিএসইতে মিশ্র চিত্র, লেনদেন ৩৫৪০ কোটি

২০২৫ সালের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষ হয়েছে মিশ্র প্রবণতার মধ্য দিয়ে। সার্বিকভাবে দরবৃদ্ধি পাওয়া শেয়ারের সংখ্যা দরপতনের তুলনায় বেশি হলেও বাজারে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। দিনটিতে মোট ৩৯২টি শেয়ার ও সিকিউরিটিজে লেনদেন হয়েছে, যার মধ্যে ১৮০টির দর বেড়েছে, ১২২টির দর কমেছে এবং ৯০টি শেয়ার অপরিবর্তিত অবস্থায় দিন শেষ করেছে। এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় যে বছরের শেষ দিনে বাজারে আংশিক আশাবাদ থাকলেও বড় পরিসরের আক্রমণাত্মক বিনিয়োগ থেকে অনেকেই বিরত ছিলেন।

ক্যাটাগরি ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ‘এ’ ক্যাটাগরির শেয়ারগুলোতে তুলনামূলকভাবে বেশি সক্রিয়তা ছিল। এই ক্যাটাগরিতে লেনদেন হওয়া ২১২টি শেয়ারের মধ্যে ৯৮টির দর বেড়েছে, ৭০টির দর কমেছে এবং ৪৪টি অপরিবর্তিত ছিল। ‘বি’ ক্যাটাগরিতে মোট ৮৪টি শেয়ারের লেনদেন হয়েছে, যেখানে দরবৃদ্ধি পেয়েছে ৩৬টি এবং দরপতন হয়েছে ২৪টির। অন্যদিকে ‘জেড’ ক্যাটাগরিতে ৯৬টি শেয়ার লেনদেনের আওতায় আসে, যার মধ্যে ৪৬টির দর বৃদ্ধি পেয়েছে। এই চিত্র থেকে বোঝা যায়, তুলনামূলক ঝুঁকিপূর্ণ শেয়ারেও বছরের শেষ দিনে কিছু বিনিয়োগকারী আগ্রহ দেখিয়েছেন।

মিউচুয়াল ফান্ড খাতে দিনটির চিত্র ছিল তুলনামূলক দুর্বল। মোট ৩৪টি ফান্ডের মধ্যে মাত্র ২টির দর বেড়েছে, বিপরীতে ১১টির দর কমেছে এবং ২১টি ফান্ড অপরিবর্তিত ছিল। করপোরেট বন্ডে সীমিত লেনদেন হলেও সরকারি সিকিউরিটিজ খাতে দরপতনের প্রবণতা দেখা গেছে, যা বিনিয়োগকারীদের স্বল্পমেয়াদি সতর্ক মানসিকতার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

লেনদেনের পরিসংখ্যান অনুযায়ী, দিনজুড়ে মোট ১ লাখ ১৪ হাজার ৮০১টি ট্রেড সম্পন্ন হয়েছে। এসব লেনদেনে মোট শেয়ার হাতবদল হয়েছে প্রায় ১১ কোটি ৭৩ লাখ এবং লেনদেনের আর্থিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৫৪০ কোটি টাকা। বছরের শেষ কার্যদিবস হিসেবে এই লেনদেনের পরিমাণ মাঝারি পর্যায়ের বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে প্রায় ৬৭ দশমিক ৮২ লাখ কোটি টাকা। এর মধ্যে ইকুইটি খাতে বাজার মূলধন প্রায় ৩২ দশমিক ০৩ লাখ কোটি টাকা, মিউচুয়াল ফান্ডে প্রায় ২ দশমিক ২৯ লাখ কোটি টাকা এবং ডেট সিকিউরিটিজ খাতে প্রায় ৩৫ দশমিক ৫৫ লাখ কোটি টাকার বেশি বাজার মূলধন রয়েছে। বাজার মূলধনের এই বিন্যাস থেকে বোঝা যায়, ডেট সিকিউরিটিজ এখনও বাজারের একটি বড় অংশ দখল করে আছে।

এদিন ব্লক মার্কেটে উল্লেখযোগ্য লেনদেন লক্ষ্য করা গেছে। মোট ২৯টি কোম্পানির শেয়ারে ৭৮টি ব্লক ট্রেড সম্পন্ন হয়, যার আর্থিক মূল্য প্রায় ৪২৭ কোটি টাকা। ব্লক ট্রানজ্যাকশনে সিটি ব্যাংক, গ্রামীণফোন, ফাইন ফুডস, যমুনা ব্যাংক ও স্কয়ার ফার্মার শেয়ারে বড় অঙ্কের লেনদেন হয়েছে, যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দেয়। বাজার বিশ্লেষকদের মতে, বছরের শেষ দিনে পোর্টফোলিও পুনর্বিন্যাস এবং হিসাব সমাপনী কার্যক্রমের অংশ হিসেবেই এসব ব্লক লেনদেন হয়েছে।

সামগ্রিকভাবে ২০২৫ সালের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ একটি ভারসাম্যপূর্ণ কিন্তু সতর্ক বাজারের চিত্র উপস্থাপন করেছে। বিশ্লেষকদের ধারণা, নতুন বছরের শুরুতে বাজারের গতিপথ নির্ভর করবে তারল্য পরিস্থিতি, নীতিগত সিদ্ধান্ত এবং সামষ্টিক অর্থনৈতিক দিকনির্দেশনার ওপর।


বছরের শেষ কার্যদিবসে শীর্ষ গেইনার শেয়ার

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১৬:৫০:১৩
বছরের শেষ কার্যদিবসে শীর্ষ গেইনার শেয়ার

ডিসেম্বরের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইতিবাচক প্রবণতা দেখা গেছে বেশ কয়েকটি শেয়ারে। বন্ধ দর ও আগের দিনের দর (YCP) তুলনায় কিছু শেয়ারে ৩ থেকে ৬ শতাংশের বেশি দরবৃদ্ধি রেকর্ড হয়েছে, যা বাজারে নির্বাচিত শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

সবচেয়ে বেশি দর বেড়েছে HWAWELLTEX–এর। শেয়ারটি একদিনেই প্রায় ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪৪ টাকায় লেনদেন শেষ করে। এর পরেই রয়েছে INTECH, যার দর বেড়েছে প্রায় ৫ দশমিক ৭ শতাংশ। এই শেয়ারটি দিনের সর্বোচ্চ ৩১ টাকা ৮০ পয়সা পর্যন্ত উঠে শক্তিশালী চাহিদার ইঙ্গিত দেয়।

বীমা খাতেও উত্থান লক্ষ্য করা গেছে। CENTRALINS, CITYGENINS ও MERCINS–এর মতো বীমা কোম্পানির শেয়ারে ৩ থেকে ৫ শতাংশের বেশি দরবৃদ্ধি হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, তুলনামূলকভাবে স্থিতিশীল আয়ের প্রত্যাশা এসব শেয়ারে বিনিয়োগকারীদের আকর্ষণ করছে।

টেক্সটাইল ও শিল্প খাতভুক্ত ENVOYTEX, APEXSPINN এবং RUNNERAUTO শেয়ারেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে ENVOYTEX ও RUNNERAUTO–এর দর বৃদ্ধির পেছনে স্বল্পমেয়াদি ট্রেডিং আগ্রহ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

খোলার দরের সঙ্গে সর্বশেষ লেনদেনের দর (LTP) তুলনা করলে দেখা যায়, INTECH এই তালিকাতেও শীর্ষে রয়েছে। দিনের শুরুতে ২৯ টাকা ১০ পয়সায় খোলার পর শেয়ারটি প্রায় ৮ দশমিক ২৫ শতাংশ বেড়ে ৩১ টাকা ৫০ পয়সায় পৌঁছায়। একই তালিকায় HWAWELLTEX, IFILISLMF1 এবং POPULAR1MF–এর মতো শেয়ারেও শক্তিশালী ডেভিয়েশন দেখা গেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, বছরের শেষ সময়ে নির্বাচিত মৌলভিত্তি শক্ত শেয়ার ও স্বল্পদামের কিছু শেয়ারে আগ্রহ বাড়ায় এই উত্থান দেখা যাচ্ছে। তবে তারা বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার আগে আর্থিক প্রতিবেদন ও ঝুঁকি বিশ্লেষণের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন।

-হীর/৩১১২


বছরের শেষ কার্যদিবসে শীর্ষ লোকসানি শেয়ার

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১৬:৩৫:৫০
বছরের শেষ কার্যদিবসে শীর্ষ লোকসানি শেয়ার

ডিসেম্বরের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশ কয়েকটি শেয়ারে উল্লেখযোগ্য দরপতন লক্ষ্য করা গেছে। লেনদেন শেষে বন্ধ দর ও আগের দিনের দর (YCP) বিবেচনায় একাধিক শেয়ারে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত নেতিবাচক পরিবর্তন দেখা যায়, যা বাজারে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতার ইঙ্গিত দিচ্ছে।

সবচেয়ে বেশি দর হারিয়েছে PREMIERLEA, যার শেয়ারমূল্য একদিনেই ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৪ পয়সায়। তালিকার দ্বিতীয় স্থানে থাকা PRIMEFIN শেয়ারটি আগের দিনের তুলনায় প্রায় ৯ দশমিক ১ শতাংশ কমে এক টাকায় লেনদেন শেষ করে। একই ধরনের পতন দেখা গেছে FAMILYTEX ও FIRSTFIN শেয়ারে, যেগুলোর দর কমেছে প্রায় ৭ দশমিক ৭ শতাংশ করে।

আর্থিক খাতভুক্ত কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারেও চাপ অব্যাহত ছিল। ILFSL, BIFC, PLFSL এবং ICBIBANK–এর মতো শেয়ারে ৪ থেকে প্রায় ৭ শতাংশ পর্যন্ত দরপতন রেকর্ড করা হয়। পাশাপাশি মিউচুয়াল ফান্ড LRGLOBMF1–এর দরও প্রায় সাড়ে ৩ শতাংশ কমে যায়।

অন্যদিকে, দিনের শুরুতে খোলার দরের সঙ্গে সর্বশেষ লেনদেনের দর (LTP) তুলনা করলে আরও কয়েকটি শেয়ারে তীব্র পতনের চিত্র উঠে আসে। এই তালিকায় শীর্ষে রয়েছে NORTHERN, যার দর খোলার পর প্রায় ১০ শতাংশ নেমে যায়। এছাড়া ATLASBANG, NCCBLMF1, DULAMIACOT এবং UTTARAFIN–এর মতো শেয়ারেও উল্লেখযোগ্য নেতিবাচক ডেভিয়েশন দেখা গেছে।

বাজার বিশ্লেষকদের মতে, বছরের শেষ প্রান্তে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়া, দুর্বল মৌলভিত্তি এবং স্বল্পমূল্যের শেয়ারে ঝুঁকি এড়ানোর প্রবণতা মিলিয়ে এই দরপতনের প্রবণতা তৈরি হয়েছে। তারা বিনিয়োগকারীদের স্বল্পমেয়াদি ওঠানামার পরিবর্তে মৌলভিত্তিক বিশ্লেষণের ওপর জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন।

ইশরাত/২৫


দুই মেয়াদি সরকারি বন্ডের কুপন রেকর্ড ডেট প্রকাশ

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১৩:৩২:২০
দুই মেয়াদি সরকারি বন্ডের কুপন রেকর্ড ডেট প্রকাশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারের ইস্যুকৃত দুটি ট্রেজারি বন্ডের কুপন প্রাপ্তির জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বন্ডধারীদের কুপন পাওয়ার যোগ্যতা নির্ধারণে ৮ জানুয়ারি ২০২৬ তারিখকে রেকর্ড ডেট হিসেবে নির্ধারণ করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৫ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড (১১ জানুয়ারি ২০২৮ মেয়াদ)-এর কুপন পাওয়ার অধিকার নির্ধারণের জন্য ৮ জানুয়ারি ২০২৬ তারিখ কার্যকর হবে। নির্ধারিত রেকর্ড ডেটের দিন যেসব বিনিয়োগকারীর নামে বন্ড ধারণ থাকবে, কেবল তারাই সংশ্লিষ্ট কুপন পেমেন্ট পাওয়ার যোগ্য হবেন।

একই সঙ্গে ২ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড (৯ জুলাই ২০২৭ মেয়াদ)-এর ক্ষেত্রেও কুপন প্রাপ্তির রেকর্ড ডেট হিসেবে একই তারিখ নির্ধারণ করা হয়েছে। ফলে উভয় বন্ডের কুপন সুবিধা পেতে বিনিয়োগকারীদের জন্য ৮ জানুয়ারি ২০২৬ একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হচ্ছে।

পুঁজিবাজার সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, সরকারি ট্রেজারি বন্ড সাধারণত ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসেবে পরিচিত। নিয়মিত কুপন আয়ের নিশ্চয়তা থাকায় দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল বিনিয়োগকারীদের কাছে এসব বন্ডের চাহিদা তুলনামূলকভাবে বেশি থাকে। রেকর্ড ডেট ঘোষণার ফলে বাজারে বন্ড সংক্রান্ত লেনদেনেও স্বল্পমেয়াদি প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

-শরিফুল


বিনিয়োগকারীদের জন্য সুখবর, পুনরায় চালু তিন সিকিউরিটিজ

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১৩:২৭:৩৬
বিনিয়োগকারীদের জন্য সুখবর, পুনরায় চালু তিন সিকিউরিটিজ
ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত একাধিক সিকিউরিটিজ রেকর্ড ডেট পরবর্তী সময়ে পুনরায় লেনদেনে ফিরতে যাচ্ছে। সংশ্লিষ্ট কোম্পানি ও বন্ড ইস্যুকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে এসব শেয়ার ও বন্ডের স্বাভাবিক লেনদেন পুনরায় শুরু হবে।

ডিএসই সূত্রে জানা গেছে, এআইবিএল পারপেচুয়াল বন্ড (AIBLPBOND)-এর রেকর্ড ডেট সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হওয়ায় আগামী বছরের প্রথম দিন থেকেই এই বন্ডের লেনদেন আবার চালু হবে। বিনিয়োগকারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে যারা দীর্ঘমেয়াদি আয়ের জন্য বন্ডে বিনিয়োগ করে থাকেন।

একই সঙ্গে এসজেআইবিএল পারপেচুয়াল বন্ড (SJIBLPBOND)-এর ক্ষেত্রেও রেকর্ড ডেট পরবর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে ১ জানুয়ারি ২০২৬ থেকে এই বন্ডটিও পুনরায় বাজারে কেনাবেচার সুযোগ পাবে।

এ ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (DACCADYE)-এর শেয়ার লেনদেনও একই তারিখে পুনরায় শুরু হবে বলে জানানো হয়েছে। রেকর্ড ডেট সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় কোম্পানিটির শেয়ার আবারও স্বাভাবিক লেনদেনের আওতায় আসছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, নতুন বছরের শুরুতেই একাধিক বন্ড ও শেয়ারের লেনদেন পুনরায় চালু হওয়া বিনিয়োগকারীদের জন্য বাজারে সক্রিয়তা বাড়াতে সহায়ক হতে পারে। বিশেষ করে যারা রেকর্ড ডেটের কারণে সাময়িক বিরতিতে থাকা সিকিউরিটিজে আগ্রহী, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

-শরিফুল


এনএফএমএল এর তৃতীয় প্রান্তিক বিশ্লেষণ

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১২:৩০:৪০
এনএফএমএল এর তৃতীয় প্রান্তিক বিশ্লেষণ
ছবি: সংগৃহীত

২০২৫ সালের ৩১ মার্চে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (Q3) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি NFML। প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি–মার্চ ২০২৫ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৫ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ঋণাত্মক ১৮ পয়সা। এর ফলে প্রান্তিকভিত্তিক হিসাবে লোকসান থেকে মুনাফার ধারায় ফিরেছে প্রতিষ্ঠানটি।

তবে সামগ্রিক নয় মাসের চিত্রে এখনো চাপ রয়ে গেছে। জুলাই ২০২৪ থেকে মার্চ ২০২৫ সময়কালে কোম্পানিটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ঋণাত্মক ৬ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৪৩ পয়সা। অর্থাৎ, লোকসানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমলেও এখনো পুরোপুরি মুনাফায় ফিরতে পারেনি NFML।

কোম্পানির পরিচালনা পর্ষদ জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে রাজস্ব প্রবৃদ্ধি তুলনামূলকভাবে কম হলেও কার্যকর ব্যয় নিয়ন্ত্রণ, অবচয় হার পুনর্মূল্যায়ন এবং আন্তর্জাতিক হিসাবমান IAS-12 যথাযথভাবে প্রয়োগের ফলে মোট মুনাফার মার্জিন ও শেয়ারপ্রতি আয় উন্নত হয়েছে। এই ব্যবস্থাপনাগত দক্ষতাই আয় কাঠামোয় ইতিবাচক প্রভাব ফেলেছে বলে ব্যাখ্যা দেওয়া হয়।

অন্যদিকে, আলোচ্য সময়ে কোম্পানিটির অপারেশন থেকে নগদ প্রবাহ বা NOCFPS কমে গেছে। সরবরাহকারীদের কাছে বেশি পরিমাণ অর্থ পরিশোধ এবং পূর্ববর্তী সময়ের বকেয়া দায় সমন্বয়ের কারণে নগদ বহির্গমন বেড়ে যাওয়ায় এই সূচকে নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানানো হয়েছে।

এছাড়া, শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) সামান্য হ্রাস পেয়েছে। ২০২৫ সালের ৩১ মার্চ শেষে NFML-এর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ১ পয়সা, যা ২০২৪ সালের ৩০ জুনে ছিল ১১ টাকা ৭ পয়সা। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, সামগ্রিকভাবে এখনো ঋণাত্মক আয়ের প্রভাবই এই পতনের মূল কারণ।

-রফিক


বাংলাদেশ সাবমেরিন কেবলসের ক্যাশ ডিভিডেন্ড বিতরণ

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১২:২৪:৩৪
বাংলাদেশ সাবমেরিন কেবলসের ক্যাশ ডিভিডেন্ড বিতরণ
ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি জানিয়েছে, ২০২৪–২৫ অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মধ্যে সফলভাবে বিতরণ সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএসইতে পাঠানো এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য অনুমোদিত ক্যাশ ডিভিডেন্ড নির্ধারিত পদ্ধতিতে বিনিয়োগকারীদের হিসাবে জমা দেওয়া হয়েছে। এর মাধ্যমে লভ্যাংশ বিতরণ সংক্রান্ত সব প্রক্রিয়া সম্পন্ন হলো।

প্রতিষ্ঠান সূত্রে বলা হয়েছে, বিনিয়োগকারীদের প্রতি দায়বদ্ধতা ও কর্পোরেট সুশাসন নিশ্চিত করার অংশ হিসেবেই নির্ধারিত সময়ের মধ্যে এই লভ্যাংশ পরিশোধ করা হয়েছে। এতে সাধারণ শেয়ারহোল্ডারদের আস্থা আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, সময়মতো নগদ লভ্যাংশ বিতরণ কোনো কোম্পানির আর্থিক সক্ষমতা, তারল্য ব্যবস্থাপনা এবং প্রশাসনিক দক্ষতার একটি ইতিবাচক সূচক। বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির এই উদ্যোগ শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি আরও শক্তিশালী করতে পারে।

-রাফসান


এনভয় টেক্সটাইলসের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১২:২০:৫৯
এনভয় টেক্সটাইলসের ডিভিডেন্ড ঘোষণা
ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলস লিমিটেড জানিয়েছে, ২০২৪–২৫ অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট সব শেয়ারহোল্ডারের কাছে ইতোমধ্যে বিতরণ সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএসইতে পাঠানো এক আনুষ্ঠানিক তথ্যে কোম্পানিটি জানায়, ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য যে ক্যাশ ডিভিডেন্ড অনুমোদিত হয়েছিল, তা নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ হিসাবে জমা দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে লভ্যাংশ বিতরণ সংক্রান্ত সব কার্যক্রম শেষ হলো।

কোম্পানি সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবেই সময়মতো এই নগদ লভ্যাংশ পরিশোধ করা হয়েছে। এতে সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে ইতিবাচক আস্থা তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

-রফিক


চার লাখের বেশি শেয়ার কিনছেন দুই করপোরেট পরিচালক

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১২:১৫:৫৩
চার লাখের বেশি শেয়ার কিনছেন দুই করপোরেট পরিচালক
ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলস লিমিটেড–এর শেয়ারে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছেন কোম্পানিটির দুই করপোরেট পরিচালক। পৃথক দুটি ঘোষণার মাধ্যমে জানানো হয়েছে, তারা উন্মুক্ত বাজার থেকে উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন, যা শেয়ারবাজারে ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।

ডিএসই সূত্র জানায়, এনভয় টেক্সটাইলস লিমিটেডের করপোরেট পরিচালক এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট থেকে প্রচলিত বাজারদরে মোট ২ লাখ ২২ হাজার শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই এই শেয়ার ক্রয় সম্পন্ন করার কথা রয়েছে।

একই দিনে দেওয়া আরেক ঘোষণায় এনভয় টেক্সটাইলসের অপর করপোরেট পরিচালক কসমোপলিটান ইন্ডাস্ট্রিজ (প্রাইভেট) লিমিটেড জানিয়েছে, তারা বাজারদরে ১ লাখ ৮০ হাজার শেয়ার কিনবে। এ ক্রয় কার্যক্রমও আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সম্পন্ন করা হবে।

বাজার বিশ্লেষকদের মতে, কোনো কোম্পানির করপোরেট পরিচালকদের নিজ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ঘোষণা সাধারণত সেই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা ও আর্থিক স্থিতিশীলতার প্রতি আস্থার প্রতিফলন। ফলে এনভয় টেক্সটাইলস লিমিটেডের ক্ষেত্রে এই দুটি ঘোষণা বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হতে পারে।

-রাফসান

পাঠকের মতামত:

ব্যক্তিগত দায় বনাম প্রাতিষ্ঠানিক দায়: দায়মুক্তির এক রাজনৈতিক সংস্কৃতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ঘটনা কাগজে পড়লে প্রথমে মনে হয় এটা যেন কোনো যুদ্ধের খবর। এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে হাত–পা প্রায়... বিস্তারিত