আজকের খেলাধুলার টিভি সূচি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৬ ০৮:৩০:৪৬
আজকের খেলাধুলার টিভি সূচি
ছবিঃ সংগৃহীত

আজকের দিনে বিশ্বজুড়ে ক্রিকেট, ফুটবল, টেনিস ও হকির একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে। টিভি দর্শকদের জন্য রয়েছে নানা প্রতীক্ষিত প্রতিদ্বন্দ্বিতা। নিচে বিস্তারিত সূচি তুলে ধরা হলো-

ক্রিকেট

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)

বার্বাডোজ ও অ্যান্টিগার মুখোমুখি লড়াই অনুষ্ঠিত হবে ভোর ৫টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ২।

আন্তর্জাতিক টি–টোয়েন্টি সিরিজ

জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ শুরু হবে বিকেল ৫টা ৩০ মিনিটে। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

ফুটবল

  • বিশ্বকাপ বাছাইপর্ব (ইউরোপ অঞ্চল)
  • লাটভিয়া ও সার্বিয়ার ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস টেন ২-এ।
  • রাত ১০টায় আর্মেনিয়া ও পর্তুগালের ম্যাচ অনুষ্ঠিত হবে। সম্প্রচার করবে সনি স্পোর্টস টেন ২।
  • একই সময়ে রাত ১০টায় ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডোরা খেলবে। ম্যাচটি সম্প্রচার করবে সনি স্পোর্টস টেন ৫।
  • রাত ১২টা ৪৫ মিনিটে আয়ারল্যান্ড মুখোমুখি হবে হাঙ্গেরির। এটি দেখা যাবে সনি স্পোর্টস টেন ২-এ।

টেনিস

ইউএস ওপেন (সেমিফাইনাল)

ইতালির জানিক সিনার ও কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমের সেমিফাইনাল ম্যাচ শুরু হবে ভোর ৫টায়। ম্যাচটি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১।

হকি

এশিয়া কাপ হকি

  • বিকেল ৩টায় চায়নিজ তাইপে ও কাজাখস্তান মুখোমুখি হবে।
  • বিকেল ৫টা ৩০ মিনিটে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে মালয়েশিয়া।
  • রাত ৮টায় ভারত ও চীন লড়বে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে।

তিনটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস টেন ১।


ক্রিকেট ও ফুটবলের ঠাসা সূচি নিয়ে আজকের টিভি গাইড

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৬ ০৮:৫৪:৫৪
ক্রিকেট ও ফুটবলের ঠাসা সূচি নিয়ে আজকের টিভি গাইড
ছবি : সংগৃহীত

বিশ্ব ক্রীড়াঙ্গনে শনিবার ৬ ডিসেম্বর রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট। একদিকে ক্রিকেটের মাঠে অ্যাশেজ ও ওয়ানডে সিরিজের উত্তেজনা অন্যদিকে রাতে ফুটবল দুনিয়ার বড় দলগুলোর লড়াই। দর্শকদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততার মধ্য দিয়েই কাটবে।

ক্রিকেট প্রেমীদের জন্য ভোর থেকেই শুরু হয়েছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা যা সরাসরি দেখাচ্ছে টি স্পোর্টস। সকাল ১০টায় শুরু হবে অ্যাশেজে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। এই হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১।

দুপুরের দিকে সবার নজর থাকবে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিকে। সিরিজ নির্ধারণী এই তৃতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায় যা সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২ চ্যানেলে। এছাড়া রাতের আকর্ষণে থাকছে আইএল টি টোয়েন্টি। রাত সাড়ে ৮টায় দুবাই ক্যাপিটালস লড়বে গালফ জায়ান্টসের বিপক্ষে এবং ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

ফুটবলেও আজ রয়েছে জমজমাট সূচি। ইংলিশ প্রিমিয়ার লিগে সন্ধ্যা সাড়ে ৬টায় অ্যাস্টন ভিলা মাঠে নামবে আর্সেনালের বিপক্ষে এবং রাত ৯টায় বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি লড়বে সান্ডারল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচই সরাসরি দেখা যাবে সিলেক্ট ওয়ান চ্যানেলে। স্প্যানিশ লা লিগায় রাত ১১টায় বার্সেলোনা মুখোমুখি হবে রিয়াল বেটিসের। এই ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে বিগিন অ্যাপে।


আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই জানা গেল বিপিএলের ৬ দলের অধিনায়কের নাম

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৫ ১৫:০২:০৯
আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই জানা গেল বিপিএলের ৬ দলের অধিনায়কের নাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

বিপিএলের পরবর্তী আসর শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। এরই মধ্যে সম্পন্ন হয়েছে নিলাম যেখানে অংশগ্রহণকারী ছয় দল নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে নিয়েছে। টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে সূচিও প্রকাশ করেছে বিসিবি। সিলেটে শুরু হয়ে ঢাকায় পর্দা নামবে বিপিএলের ১২তম আসরের।

সরাসরি চুক্তিতে দলগুলো দেশি বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর পর নিলামে বাকি দল গঠন সম্পন্ন করেছে। কোচিং প্যানেলও প্রস্তুত ছয় দলের তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দলই নিজেদের অধিনায়কের নাম প্রকাশ করেনি। যদিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও জানা গেছে ছয় দলের সম্ভাব্য অধিনায়কের নাম।

বরাবরের মতো এবারও রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। তিনি দলটির পরীক্ষিত নেতা হিসেবেই মাঠে থাকবেন। অন্যদিকে নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়কের পদে দেখা যেতে পারে জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার সৌম্য সরকারকে। রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়কের দায়িত্বে দেখা যেতে পারে জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।

আসন্ন আসরে সিলেট টাইটান্সের অধিনায়কত্ব সামলানোর সম্ভাবনা বেশি মেহেদী হাসান মিরাজের। চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক হতে পারেন অলরাউন্ডার শেখ মাহেদী। আর ঢাকা ক্যাপিটালসের অধিনায়কের আর্মব্যান্ড উঠতে পারে পেসার তাসকিন আহমেদের হাতে। এখন কেবল দলগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।


টিভিতে আজকের খেলা এবং বিশ্বকাপ ড্র দেখার উপায়

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৫ ১১:১২:২৬
টিভিতে আজকের খেলা এবং বিশ্বকাপ ড্র দেখার উপায়
ছবি : সংগৃহীত

ক্রীড়াপ্রেমীদের জন্য আজ দিনটি বেশ রোমাঞ্চকর হতে যাচ্ছে কারণ আজ রাতেই অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র। বিশ্ব ফুটবলের ভাগ্য নির্ধারণী এই আয়োজনটি সরাসরি দেখা যাবে ফিফা প্লাসে রাত ১০টা ৪০ মিনিটে। তবে এর আগেই দিনভর ক্রিকেট ফুটবল ও হকি নিয়ে ব্যস্ত সময় পার করবেন দর্শকরা।

ক্রিকেটের অভিজাত লড়াই অ্যাশেজের দ্বিতীয় টেস্টের উত্তেজনা আজ তুঙ্গে থাকবে। ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হবে সকাল ১০টায় যা সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ১ চ্যানেলে। এর আগে ভোর ৪টা থেকেই চলছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিনের খেলা। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১।

ফুটবলে দেশের ঘরোয়া লিগেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। বাংলাদেশ ফুটবল লিগে দুপুর ২টা ৩০ মিনিটে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এই ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে। এছাড়া রাতে টি টোয়েন্টি ক্রিকেটের ধামাকা নিয়ে হাজির হবে আইএল টি টোয়েন্টি। রাত ৮টা ৩০ মিনিটে নাইট রাইডার্স লড়বে ভাইপার্সের বিপক্ষে যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

হকিতে আজ জুনিয়র বিশ্বকাপের জমজমাট লড়াই দেখার সুযোগ পাবেন দর্শকরা। দুপুর ১টায় স্পেন লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং দুপুর ৩টা ৩০ মিনিটে ফ্রান্সের প্রতিপক্ষ জার্মানি। সন্ধ্যায় ৬টায় নেদারল্যান্ডস মাঠে নামবে আর্জেন্টিনার বিপক্ষে। আর দিনের শেষ হকি ম্যাচে রাত ৮টা ৩০ মিনিটে ভারত মুখোমুখি হবে বেলজিয়ামের। হকি বিশ্বকাপের এই সবকটি ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ চ্যানেলে।

ফুটবল প্রেমীদের জন্য গভীর রাতে থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ। রাত ২টায় ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে ওয়েস্ট হামের বিপক্ষে যা সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।


বিপিএলে পাকিস্তানিদের অংশগ্রহণে নতুন জটিলতা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৪ ১৫:৩২:৫১
বিপিএলে পাকিস্তানিদের অংশগ্রহণে নতুন জটিলতা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচনালগ্ন থেকেই পাকিস্তানি তারকারা ছিলেন অন্যতম আকর্ষণ। শহীদ আফ্রিদি ও শোয়েব মালিকের মতো কিংবদন্তি থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে সাইম আয়ুব ও আবরার আহমেদের মতো উদীয়মান পারফরমাররা নিয়মিত খেলেছেন দেশের এই জনপ্রিয় টুর্নামেন্টে। আসন্ন মৌসুমের নিলামেও বেশ কয়েকজন পাকিস্তানি তারকাকে দলে ভিড়িয়েছে বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। তবে এবার পুরো মৌসুমে তাদের পাওয়া যাবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, পাকিস্তান দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে অধিকাংশ ক্রিকেটারই পুরো বিপিএল খেলতে পারবেন না। ফলে ফ্র্যাঞ্চাইজিগুলো সম্ভাব্য শূন্যতা পূরণের জন্য আগেভাগেই বিকল্প খেলোয়াড় খুঁজতে বাধ্য হচ্ছে।

আগামী ২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বিপিএল। আর একই সময়ে পাকিস্তানের রয়েছে দুটি গুরুত্বপূর্ণ টি–টোয়েন্টি সিরিজ, যা সরাসরি প্রভাব ফেলবে পাকিস্তানি খেলোয়াড়দের বিপিএল অংশগ্রহণের ওপর। এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা ক্রিকবাজকে জানান, ‘জানুয়ারির মাঝামাঝি শ্রীলঙ্কা এবং জানুয়ারির শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আছে। সুতরাং পাকিস্তানি খেলোয়াড়দের পূর্ণ মৌসুম পাওয়া যাবে না এটা আমরা আগেই জানতাম।’

পাকিস্তান আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে। এর আগে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে তাদের ট্রেনিং ক্যাম্প। এরপর জানুয়ারির শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি তিন ম্যাচের সিরিজেও অংশ নেবে বাবর আজমের দল।

এই ব্যস্ত সূচির পরপরই পাকিস্তান আবার শ্রীলঙ্কা যাবে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এই বিশ্বকাপ, যা যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা।

এবারের বিপিএলে সাইম আয়ুব, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, উসমান খান, ইমাদ ওয়াসিম ও খুশদিল শাহের মতো তারকারা চুক্তিবদ্ধ হয়েছেন। তবে জাতীয় দলের অগ্রাধিকার থাকায় তাদের অনেককেই পুরো মৌসুমে পাওয়া না–পাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘আমরা এনওসি দিচ্ছি না এটা একটি ভুল ধারণা। যারা এনওসির আবেদন করেছে, আমরা তা যাচাই করছি। তবে জাতীয় দলের দায়িত্ব সবসময়ই প্রথম অগ্রাধিকার। এটি বিশ্বজুড়েই প্রচলিত নীতি।’

ফ্র্যাঞ্চাইজিগুলোর ধারণা, শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে অথবা শ্রীলঙ্কা–অস্ট্রেলিয়া সিরিজের মধ্যবর্তী বিরতিতে কিছু পাকিস্তানি ক্রিকেটার বিপিএলে খেলতে পারেন। এছাড়া যেসব খেলোয়াড় টি–টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় নেই, তারা হয়তো পুরো টুর্নামেন্টেই অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন।

-শরিফুল


ব্যথানাশক নিয়েই খেলতে নেমে হ্যাটট্রিক করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৪ ১১:১১:২৪
ব্যথানাশক নিয়েই খেলতে নেমে হ্যাটট্রিক করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার
চোট নিয়ে মাঠে নেমে নেইমারের হ্যাটট্রিক/ছবি : সংগৃহীত

ক্রমাগত চোটের কারণে নেইমার খেলবেন কি না সে খবরই এখন ফুটবল বিশ্বে বড় আলোচনার বিষয়। তবে আজ ৪ ডিসেম্বর বাংলাদেশ সময় সকালে ব্রাজিলিয়ান সিরি আ তে জুভেন্তুদের বিপক্ষে নেইমার যেন নিজের পুরনো দিনের ছায়া হয়ে ফিরে এলেন। সান্তোসের ৩–০ গোলের জয়ে সব কটি গোলই করেছেন তিনি যা ছিল এক ঝলমলে হ্যাটট্রিক।

বিরতির পর মাত্র ১৭ মিনিটের ব্যবধানে অর্থাৎ ৫৬ ৬৫ ও ৭৩ মিনিটে তিন গোল করেন নেইমার যার শেষ গোলটি আসে পেনাল্টি থেকে। এর আগে তিনি সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন ২০২২ সালের ৯ এপ্রিল পিএসজির হয়ে ক্লেঁয়ারমন্তের বিপক্ষে। অর্থাৎ প্রায় ১৩৩৫ দিন পর আবারও হ্যাটট্রিকের স্বাদ পেলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

এ বছর আবার বাঁ হাঁটুতে চোট পাওয়ায় সিজনের বাকি ম্যাচগুলোতে নেইমারের না খেলারই কথা ছিল। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমও জানিয়েছিল সিরি আ তে বাকি তিন ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। কিন্তু সবার প্রত্যাশা ভেঙে চোট নিয়ে এবং ব্যথানাশক প্রতিরক্ষামূলক বন্ধনী পরে খেলতে নেমেছেন নেইমার। ম্যাচের পর তিনি জানান অবনমনের শঙ্কায় থাকা সান্তোসকে বাঁচাতে তিনি ঝুঁকি নিয়েই মাঠে নামছেন। নেইমারকে নিয়ে টানা দুই ম্যাচ জিতে অবনমন অঞ্চলের সঙ্গে দূরত্ব বাড়াতে পেরেছে সান্তোস। ৩৭ ম্যাচে তাদের সংগ্রহ ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলে অবস্থান এখন ১৪তম। আগামী রোববার সান্তোসের মৌসুমের শেষ ম্যাচ ক্রুজেইরোর বিপক্ষে এবং ম্যাচটি জিতলে শীর্ষ পর্যায়ে টিকে থাকা নিশ্চিত হবে।

মৌসুম শেষে সান্তোসে থাকবেন কি না এ নিয়ে চলছে জল্পনা। জুভেন্তুদের বিপক্ষে ম্যাচের পর অ্যামাজন প্রাইমকে তিনি বলেন আমি জানি না এবং সত্যিই জানি না। আগে মৌসুমটা শেষ করতে চাই তারপর ভাবা যাবে তবে সান্তোসই আমার প্রথম অগ্রাধিকার। ৩৩ বছর বয়সী নেইমার চোট নিয়ে নিজের লড়াইয়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে বলেন আমি অ্যাথলেট হিসেবে নিজের শরীরের যত্নই আগে দেখি। ক্যারিয়ারের ক্ষতি হতে পারে এমন কিছু করি না কিন্তু তবু যা হওয়ার হচ্ছে। মাসের পর মাস এবং বছরের পর বছর চোটের সঙ্গে লড়ছি তবে এগুলো কাটিয়ে উঠে আবার পুরোপুরি ফেরার চেষ্টা করছি।


 টিভিতে আজকের খেলা: ভোর থেকে রাত পর্যন্ত খেলার ঠাসা সূচি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৪ ০৯:৪৪:৪৭
 টিভিতে আজকের খেলা: ভোর থেকে রাত পর্যন্ত খেলার ঠাসা সূচি
ছবি : সংগৃহীত

ক্রীড়াপ্রেমীদের জন্য আজ দিনটি বেশ রোমাঞ্চকর হতে যাচ্ছে কারণ ক্রিকেটের অভিজাত লড়াই অ্যাশেজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে আজ। ব্রিসবেন টেস্টের প্রথম দিনে সকাল ১০টায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড যা সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ১ চ্যানেলে। অন্যদিকে ভোর ৪টা থেকেই চলছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনের খেলা। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১।

হকিতে আজ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। জুনিয়র হকি বিশ্বকাপে ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুপুর ১২টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১। হকির এই লড়াই দেখার জন্য তাকিয়ে থাকবে দেশের ক্রীড়ামোদীরা।

রাতের আকর্ষণে থাকছে টি টোয়েন্টি ক্রিকেট ও ফুটবল। আইএল টি টোয়েন্টিতে রাত ৮টা ৩০ মিনিটে গালফ জায়ান্টাস লড়বে এমআই এমিরেটসের বিপক্ষে যা দেখা যাবে টি স্পোর্টসে। আর গভীর রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে নামবে ওয়েস্ট হামের বিপক্ষে। রাত ২টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।


ফিউচার স্টার বনাম ব্রাজিল–আর্জেন্টিনা, দেখুন সূচি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৩ ১৪:৩১:৫০
ফিউচার স্টার বনাম ব্রাজিল–আর্জেন্টিনা, দেখুন সূচি
ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো লাতিন আমেরিকার ফুটবলের ছোঁয়া নিয়ে শুরু হতে যাচ্ছে লাতিন বাংলা সুপার কাপ, যেখানে উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ফিউচার স্টার বাংলাদেশের মুখোমুখি হবে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সাও বার্নার্দো ফুটবল ক্লাব। তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই আয়োজিত এই প্রতিযোগিতা আগামী ৫ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠবে ব্রাজিল-বাংলাদেশ লড়াইয়ের মধ্য দিয়ে।

টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যেই ঢাকায় ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে। ব্রাজিলের সাও বার্নার্দো মঙ্গলবার রাজধানীতে এসে পৌঁছেছে এবং আর্জেন্টিনা প্রতিনিধি দল অ্যাথলেটিকো চার্লোনও বুধবার সকালে ঢাকায় অবতরণ করেছে। তিন দেশের অনূর্ধ্ব–২০ দল নিয়ে গড়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতা চলবে ৫ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত।

সূচি অনুযায়ী, উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সাও বার্নার্দো এবং ফিউচার স্টার বাংলাদেশ। এরপর ৮ ডিসেম্বর বাংলাদেশের তরুণরা লড়বে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোনের বিপক্ষে। ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের শেষ ম্যাচ, যেখানে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনার দুই লাতিন শক্তি সাও বার্নার্দো ও অ্যাথলেটিকো চার্লোন।

শুধু ফুটবল নয়, আয়োজনে থাকছে আরও বড় চমক। ফাইনাল দিবসে গ্যালারিতে উপস্থিত থাকবেন ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি ব্রাজিলের বিশ্বকাপ–জয়ী অধিনায়ক কাফু এবং আর্জেন্টিনার খ্যাতিমান ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া। তাদের উপস্থিতি তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করার পাশাপাশি ফুটবলপ্রেমীদের জন্যও একটি বিরল অভিজ্ঞতা হয়ে থাকবে। অন্যদিকে, উদ্বোধনী দিনের বিকেলকে মাতিয়ে তুলবেন জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস, যার পারফরম্যান্স টুর্নামেন্টের উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে।

-শরিফুল


আজকের খেলা: ক্রিকেট ও ফুটবলের ঠাসা সূচি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৩ ০৮:৫৯:০০
আজকের খেলা: ক্রিকেট ও ফুটবলের ঠাসা সূচি
ছবি : সংগৃহীত

ক্রীড়াপ্রেমীদের জন্য আজ বুধবার দিনটি বেশ ব্যস্ততার মধ্য দিয়েই কাটবে। একদিকে ক্রিকেটের মাঠে আন্তর্জাতিক ও ঘরোয়া লিগের লড়াই অন্যদিকে রাতে ফুটবল দুনিয়ার দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের ম্যাচ। লা লিগায় রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ আর ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল লড়বে ব্রেন্টফোর্ডের বিপক্ষে।

ভোর ৪টা থেকেই শুরু হয়েছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনের খেলা যা সরাসরি দেখাচ্ছে টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১। দেশের ঘরোয়া ক্রিকেটেও রয়েছে জমজমাট লড়াই। সকাল ৯টা ৩০ মিনিট থেকে জাতীয় ক্রিকেট লিগের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে লড়বে সিলেট বনাম রাজশাহী ময়মনসিংহ বনাম বরিশাল এবং ঢাকা বনাম খুলনা। এই ম্যাচগুলো সরাসরি দেখা যাবে বিসিবির ইউটিউব চ্যানেলে।

দুপুরের দিকে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের উত্তেজনা ছড়াবে। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায় যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

দিনের আলো শেষে রাতের আকর্ষণে থাকছে ফুটবল। লা লিগায় রাত ১২টায় অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচটি দেখা যাবে বিগিন অ্যাপে। এরপর রাত ১টা ৩০ মিনিটে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনাল মাঠে নামবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে যা সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।


লা লিগার হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মাঠে নামছে বার্সেলোনা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০২ ২১:৪১:৫১
লা লিগার হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মাঠে নামছে বার্সেলোনা
ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা লিগার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ম্যাচে ক্যাম্প ন্যুতে বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার দিবাগত রাত ২টায়। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা ফর্মে থাকলেও চ্যাম্পিয়নস লিগের সাম্প্রতিক ব্যর্থতার কারণে কিছুটা চিন্তা নিয়েই মাদ্রিদের দলটিকে আতিথ্য দেবে।

বার্সেলোনা লা লিগায় এখন পর্যন্ত টানা চারটি ম্যাচ জিতেছে এবং প্রতিপক্ষের জালে ১৪টি গোল করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে আছে। তবে তাদের অস্বস্তির মূল কারণ হচ্ছে চ্যাম্পিয়নস লিগে পারফরম্যান্স আশানুরূপ না হওয়া। সবশেষ ম্যাচে চেলসির কাছে ৩-০ ব্যবধানে হেরেছে তারা আর এর আগে ক্লাব ব্রুগের বিরুদ্ধে ড্র করে পয়েন্ট হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। কোচ হ্যান্সি ফ্লিক অকপটে স্বীকার করেছেন যে যদিও তাঁরা শীর্ষে আছেন তবে তাঁরা তাঁদের সেরা খেলাটা খেলছেন না। তিনি মন্তব্য করেন সবাই চ্যাম্পিয়নদের হারাতে চায় আর এটা এবারের মৌসুমকে আরও কঠিন করে তুলেছে তাই তাঁদের সেরা পারফরম্যান্স দিতে হবে।

অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ দুর্দান্ত ফর্মে রয়েছে এবং তারা টানা ৭টি ম্যাচে জয় পেয়েছে। আজ বার্সেলোনাকে ৪ অথবা তার বেশি গোল ব্যবধানে হারাতে পারলে তারা পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান থেকে এক লাফে শীর্ষে চলে আসতে পারে। সুখবর হলো অ্যাটলেটিকো মাদ্রিদ এখন ইনজুরি মুক্ত একটি স্কোয়াড নিয়ে মাঠে নামবে এবং আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ চোট কাটিয়ে এ ম্যাচে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

দলীয় খবরের ক্ষেত্রে বার্সেলোনা কিছুটা পিছিয়ে আছে কারণ ডিফেন্ডার রোনাল আরাউহো ব্যক্তিগত কারণে নেই। তবে মূল গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন সেরে উঠছেন। পরিসংখ্যান বলছে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে বার্সেলোনার শেষ পাঁচ ম্যাচে তিনটি জয় এবং একটি পরাজয়ের রেকর্ড আছে। তবে সেই পরাজয়টি ছিল গত মৌসুমে ন্যু ক্যাম্পে যা এই মৌসুমে পাল্টাতে মরিয়া বার্সা। ফুটবল প্রেমীরা আজ রাতে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন।

পাঠকের মতামত:

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

রাষ্ট্রের ধারণাটি একসময় কেবল প্রশাসনিক ক্ষমতা, আইনের শাসন এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্রের ভূমিকা এখন... বিস্তারিত