খুলনার ব্যাংকে দুর্ধর্ষ চুরি: ১৬ লাখ টাকা লুট

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ১২:৫৫:০৯
খুলনার ব্যাংকে দুর্ধর্ষ চুরি: ১৬ লাখ টাকা লুট
ছবি: সংগৃহীত

খুলনার রূপসা ঘাট শাখায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা চুরি হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টার মধ্যে এই ঘটনা ঘটে। পুলিশ এখনও এই ঘটনার মূল দুষ্কৃতীদের ধরতে পারেনি, তবে জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের তিন নিরাপত্তাকর্মীকে হেফাজতে নিয়েছে।

দুর্বৃত্তরা ব্যাংকের মোট ছয়টি তালা ভেঙে ভল্টে প্রবেশ করে। তারা সিসিটিভি ক্যামেরাগুলোও কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মূল গেটের তালা কাটা অবস্থায় দেখে নিরাপত্তা প্রহরী চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

ব্যাংকের ম্যানেজার কামরুল ইসলাম জানান, ভল্টে ১৬ লাখ টাকার কিছু বেশি ছিল, কিন্তু বর্তমানে মাত্র ১,৪০০ টাকা অবশিষ্ট পাওয়া গেছে। বাকি টাকা চুরি হয়েছে। পুলিশের অতিরিক্ত সুপার মো. সাইফুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিন নিরাপত্তাকর্মী আবুল কাশেম, তরিকুল ও আফজালকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ধারণা করছে, ব্যাংকের প্রহরী ডিউটি শেষ হওয়ার পর দুষ্কৃতীরা দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা ধরে ভল্ট ভাঙার কাজ চালিয়েছে। ব্যাংক ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মূল দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে।


আকাশছোঁয়া দাম, ইলিশ এখন সাধারণের জন্য কেবল 'স্বপ্ন'

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ১২:১৮:৩৩
আকাশছোঁয়া দাম, ইলিশ এখন সাধারণের জন্য কেবল 'স্বপ্ন'
ছবি: কালের কণ্ঠ

ইলিশের জন্য বিখ্যাত চাঁদপুরে ভরা মৌসুমেও ইলিশ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। শুক্রবার (১৫ আগস্ট) চাঁদপুর বড়স্টেশন মাছ বাজারে সবচেয়ে বড় আকারের ইলিশ বিক্রি হয়েছে প্রতি কেজি ২৭০০ টাকায়, যা এক কেজি ওজনের নিচের মাছের ক্ষেত্রেও ১৮০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত ছিল।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির তথ্য অনুযায়ী, শুক্রবার বাজারে প্রায় ৩০০ মণ ইলিশের সরবরাহ ছিল, যার মধ্যে মাত্র ১০০ মণ এসেছে পদ্মা-মেঘনা থেকে। বাকি ইলিশ এসেছে উপকূলীয় অঞ্চল থেকে। গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমলেও, তা এখনো সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে।

ইলিশের সংকট ও কারণস্থানীয় জেলেরা বলছেন, পদ্মা-মেঘনায় ইলিশের উপস্থিতি আগের চেয়ে অনেক কম। এর কারণ হিসেবে তারা নিষিদ্ধ জাল (যেমন কারেন্ট ও মশারি জাল) ব্যবহারকে দায়ী করছেন। রশীদ ছৈয়াল নামের এক প্রবীণ জেলে বলেন, ‘আগে বর্ষায় নদীতে জাল ফেললেই ইলিশ পাওয়া যেত, এখন নদী ফাঁকা।’

ইলিশ গবেষক ড. মোহাম্মদ আনিছুর রহমান বলেন, সাগর ও মোহনায় অসংখ্য চর এবং জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশ নদীতে উঠে আসতে পারছে না। এর সঙ্গে মাইক্রোপ্লাস্টিক দূষণও একটি বড় সমস্যা। তিনি বলেন, নিষিদ্ধ জাল ব্যবহার নিয়ন্ত্রণ এবং নদী দূষণ কমানোর কার্যকর উদ্যোগ ছাড়া এই সংকট দূর হবে না।

মৎস্য বিভাগ জানিয়েছে, জাটকা সংরক্ষণ কর্মসূচি এবং প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ রাখার কারণে কিছুটা সুফল পাওয়া গেছে। বর্তমানে দেশের ইলিশ উৎপাদন প্রায় পৌনে ৬ লাখ মেট্রিক টনে পৌঁছেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, চাঁদপুরে একটি আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে ইলিশের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হবে।


রাজশাহীর কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার,ঘিরে রেখেছে সেনাবাহিনী

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ১২:০৭:০৩
রাজশাহীর কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার,ঘিরে রেখেছে সেনাবাহিনী
ছবি: কালের কণ্ঠ

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়িতে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের পর বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনী। ‘ডক্টর ইংলিশ’ নামের একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে এই অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলির একটি দল।

সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, ডক্টরস ইংলিশ নামের ওই প্রতিষ্ঠান থেকে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলবার, একটি কার্তুজ, দেশীয় অস্ত্র, জিপিএস, ওয়াকিটকি, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, মাদকদ্রব্যসহ আরও বহু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তবে এখন পর্যন্ত ৪০ ইস্ট বেঙ্গলির কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেননি। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। তারা পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে।


পাথর পাচারের রুট পরিবর্তন: কোম্পানীগঞ্জ থেকে ছাতকে নতুন রুট

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ১১:১১:০২
পাথর পাচারের রুট পরিবর্তন: কোম্পানীগঞ্জ থেকে ছাতকে নতুন রুট
ছবি: সংগৃহীত

পাচারকারীরা তাদের রুট পরিবর্তন করে এখন সিলেটের কোম্পানীগঞ্জ ও সুনামগঞ্জের ছাতককে পাচারের নতুন পথ হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। একটি সংঘবদ্ধ চক্র নদীপথে লুট করা পাথর ছাতকে নিয়ে যাচ্ছে, এবং সেখান থেকে দেশের বিভিন্ন জায়গায় পাচার করছে।

বিশ্বস্ত সূত্রমতে, কোম্পানীগঞ্জের কিছু প্রভাবশালী ব্যবসায়ী বর্তমানে ছাতকে ব্যবসা করছেন। তারা ভোলাগঞ্জ থেকে নৌপথে বিপুল পরিমাণ পাথর এনে ছাতকের বিভিন্ন এলাকায় গোপনে মজুদ করছেন। পরে এই মজুদকৃত পাথরের সঙ্গে লুট করে আনা সাদা পাথর মিশিয়ে জাহাজ ও নৌকার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

স্থানীয়রা জানান, ভোলাগঞ্জ থেকে নিয়মিতই নৌকা করে ছাতকে পাথর আনা হয়। তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে এই কার্যক্রম চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ছাতক এখন লুট হওয়া পাথর পাচারের জন্য সবচেয়ে ‘নিরাপদ’ রুটে পরিণত হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার অভাব এবং স্থানীয় প্রভাবশালীদের মদদেই এ কার্যক্রম সম্ভব হচ্ছে।

ছাতক থানার ডিউটি অফিসার এসআই মাসুদ মিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।


আবার সাইবার হামলা: ভারতীয় হ্যাকারদের টার্গেটে বাংলাদেশের শতাধিক ওয়েবসাইট

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ১০:১৮:৩৮
আবার সাইবার হামলা: ভারতীয় হ্যাকারদের টার্গেটে বাংলাদেশের শতাধিক ওয়েবসাইট
ছবি: সংগৃহীত

ভারতীয় একাধিক হ্যাকার গ্রুপ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ঢাকা ওয়াসাসহ শতাধিক বাংলাদেশি ওয়েবসাইটে সাইবার হামলার দাবি করেছে। শুক্রবার (১৫ আগস্ট), ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এই সাইবার আক্রমণ চালানো হয়েছে বলে হ্যাকার গ্রুপগুলো তাদের টেলিগ্রাম চ্যানেলে দাবি করেছে।

‘সেভেন প্রক্সি’: এই গ্রুপটি রাজস্ব বোর্ড ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে তিন হাজারের বেশি শিক্ষার্থীর ডেটা হাতিয়ে নেওয়ার দাবি করেছে।

‘নাইট হান্টার’: এই গ্রুপটি বেসরকারি খাতের কনফিডেন্স গ্রুপের ওয়েবসাইটে হামলা করার দাবি করেছে।

‘ট্রোজান ১৩৩৭’: এই গ্রুপটি সাভার ও রোহিতপুর ইউনিয়ন পরিষদসহ ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

ঢাকা ওয়াসার ওয়েবসাইটে হামলা করে তার তথ্য-উপাত্ত নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে বলেও জানা যায়।

সাইবার নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষক আরিফ মঈনুদ্দিন বলেন, বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই। তিনি বলেন, খরচ কমাতে অদক্ষ প্রোগ্রামার দিয়ে কাজ করানো এবং পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের কারণেই সাইটগুলো সহজে হ্যাক হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারি ওয়েবসাইটের ক্ষেত্রে একই সাইট বারবার কপি করে নতুন সাইট তৈরি করা হচ্ছে, যা নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে। অধিকাংশ সরকারি ওয়েবসাইটে নিরাপত্তার ন্যূনতম স্তর এসএসএল সনদও নেই।


নোয়াখালীতে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনে ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ০৮:৫২:০১
নোয়াখালীতে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনে ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩
ছবি: সমকাল

নোয়াখালীর কবিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করায় একজন যুবলীগ নেতা ও দুজন ইমান-মুয়াজ্জিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের সাত বাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে একজন হলেন যুবলীগ নেতা এবং বাকি দুজন মসজিদটির ইমান ও মুয়াজ্জিন। এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল সাবেক ছাত্রলীগ নেতা স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে। এই কর্মসূচির আয়োজক ছিল একই ওয়ার্ডের সাতবাড়িয়া ছাত্রলীগ-যুবলীগ।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, তিনজনকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড: যানজটে আটকে ফায়ার সার্ভিস,পুড়ে ছাই ২৫ দোকান

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ০৮:৪২:০৯
সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড: যানজটে আটকে ফায়ার সার্ভিস,পুড়ে ছাই ২৫ দোকান
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ আগুনে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকার কামাল মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

আগুনের খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে দোকানের মালিক পক্ষ অভিযোগ করেছেন, ফায়ার সার্ভিস যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছায়নি। তাদের দাবি, আগুনের সূত্রপাতের এক ঘণ্টা পরও ফায়ার সার্ভিস না আসায় পুরো মার্কেটটি পুড়ে গেছে।

অন্যদিকে, কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের আল মামুন জানিয়েছেন, খবর পাওয়ার পর তারা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণের জন্য বের হলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের কারণে যথা সময়ে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, মার্কেটটিতে পুরাতন জাহাজ সংশ্লিষ্ট দোকান থাকায় অধিকাংশ দোকানে গ্যাস ও অক্সিজেন সিলিন্ডার ছিল। ফলে আগুন লাগার সময় বেশ কিছু সিলিন্ডারের বিস্ফোরণ ঘটেছে, যা ক্ষয়ক্ষতির মাত্রা বাড়িয়ে দিয়েছে।


ধর্ষণ ও হত্যা করে গাছে ঝোলানো হলো ১৩ বছরের কিশোরীর লাশ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৪ ১২:৫২:৪৬
ধর্ষণ ও হত্যা করে গাছে ঝোলানো হলো ১৩ বছরের কিশোরীর লাশ
এই গাছ থেকে উদ্ধার করা হয় কিশোরীর মৃতদেহ /ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় এক ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ এনেছেন তার মা। এ ঘটনায় তিনি পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন। আদালতের নির্দেশে মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাতে কলাপাড়া থানায় মামলাটি রেকর্ড করা হয়।

মামলায় ভুক্তভোগীর মা হালিমা বেগম অভিযোগ করেন, গত ৩০ জুন রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে আসামিরা তার মেয়েকে ধর্ষণ শেষে হত্যা করে বাড়ির সামনের পুকুরপাড়ের একটি গাছে ঝুলিয়ে রাখে। মৃত কিশোরীর শরীরে রক্তাক্ত আঘাতের চিহ্ন ছিল। তিনি আরও অভিযোগ করেন, ধর্ষকদের কথা ফাঁস করে দেওয়ার ভয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

হালিমা বেগম জানান, তার স্বামী ঢাকায় কাজ করতেন এবং বাড়িতে তিনি, তার মেয়ে ও অসুস্থ মাকে নিয়ে বসবাস করতেন। একই পথের বাসিন্দা হওয়ায় অভিযুক্তরা বিভিন্ন সময় হালিমাকে কুপ্রস্তাব দিত এবং মারধর করত। পরবর্তীতে তারা তার স্কুলপড়ুয়া মেয়েকেও উত্ত্যক্ত করত, যার প্রতিবাদ করায় মেয়ের বাবাও মারধরের শিকার হয়েছিলেন। হালিমার দাবি, সবশেষ এই নৃশংসতার শিকার হয়েছেন তার একমাত্র মেয়ে।

এই ঘটনায় জয়নাল মৃধা (৩৫), তাইফুর ইসলাম সোহেল (৩০), সুজন (২৫), সো হাসান (২৫) সহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, আদালতের নির্দেশে মামলাটি এজাহার হিসেবে গণ্য হয়েছে। পূর্বে এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।


ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে, স্কুলছাত্রকে ছুরিকাঘাতে খুন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৪ ১২:৪০:৫৪
ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে, স্কুলছাত্রকে ছুরিকাঘাতে খুন
ছবি: সংগৃহীত

নরসিংদীর মনোহরদীতে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে রিয়াদ হোসেন (১৫) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার একটি কক্ষে এই ঘটনা ঘটে।

নিহত রিয়াদ হোসেন খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে মাদ্রাসার মাঠে ফুটবল খেলার সময় তায়েব ও পরশের সঙ্গে রিয়াদের বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে পরদিন বিকেলে তায়েব ও পরশের নেতৃত্বে ৮-১০ জন রিয়াদের ওপর হামলা চালায়।

হামলাকারীরা রিয়াদকে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রিয়াদের বাবা খোকন মিয়া তার ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, রিয়াদের মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।


ভোলাগঞ্জে পথে পথে লুটের পাথরের স্তূপ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৪ ০৮:৫০:৩২
ভোলাগঞ্জে পথে পথে লুটের পাথরের স্তূপ
ছবি: ইউসুফ আলী

সিলেটের ধলাই নদী থেকে লুট হওয়া সাদা পাথর এখন ভোলাগঞ্জের পথে পথে মজুত করা হচ্ছে। বিভিন্ন স্থানে স্তূপ করে রাখার পাশাপাশি অনেক পাথর এরই মধ্যে কেনাবেচা হয়ে গেছে। তবে সম্প্রতি দুদক ও জেলা প্রশাসনের একাধিক দল অভিযান চালানোয় এ ঘটনা নতুন মোড় নিয়েছে।

গতকাল বুধবার ভোলাগঞ্জ ও ধলাই নদীর আশপাশ ঘুরে দেখা গেছে, অনেক ব্যবসায়ী ও শ্রমিক পাথর বিক্রি করে দিলেও, যারা বিক্রি করতে পারেননি তাদের পাথর এখনও নদীর চরে এবং বিভিন্ন ক্রাশার কারখানার আঙিনায় রয়ে গেছে।

পাথর লুটের খবর পেয়ে দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের একটি দল গতকাল ভোলাগঞ্জ এলাকা পরিদর্শন করে। তারা লুটের পেছনে থাকা মূল হোতাদের বিষয়ে অনুসন্ধান করবে বলে জানান দুদকের উপপরিচালক রাফি মো. নাজমুস সাদাত। এদিকে জেলা প্রশাসনের একটি দল অভিযান চালিয়ে ১২ হাজার ফুট পাথর জব্দ করে এবং একটি ট্রাক্টর গুঁড়িয়ে দেয়।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী রোববারের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পাথর লুটের প্রতিবাদে গতকাল ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মানববন্ধন করেছে। তারা দুষ্কৃতকারীদের শাস্তির দাবি জানান। একই দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস এবং মৌলভীবাজারের বিজ্ঞান আন্দোলন মঞ্চও প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন করেছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বিচ্ছিন্নভাবে এই পাথর লুট হতে থাকে, যা সম্প্রতি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পাঠকের মতামত:

১৪ আগস্ট সেরা দশ লেনদেনকারী শেয়ার

১৪ আগস্ট সেরা দশ লেনদেনকারী শেয়ার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ইনফিউশন... বিস্তারিত