গাইবান্ধায় টিনের চালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের করুণ মৃত্যু

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ২০:২২:৩৯
গাইবান্ধায় টিনের চালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের করুণ মৃত্যু

সত্য নিউজ: গাইবান্ধায় টিনের চালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজাসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় টিনের চালে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের দুই সদস্যসহ ৩ জনের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কামালেরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আবদাল হোসেন, তার ভাতিজা মিলন মিয়া ও প্রতিবেশী মোশারফ হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিলন মিয়ার বাড়ির বৈদ্যুতিক মিটারের তার অসাবধানতাবশত টিনের চালে লেগে যায়। বিষয়টি পরিবারের কারও জানা ছিল না। দুপুরে মিলন চাল পরিষ্কার করতে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে চাচা আবদাল হোসেন তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশী মোশারফ হোসেন তাদের উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হয়ে আটকে পড়েন।

তিনজনই ঘটনাস্থলে মারা যান। পরে এলাকাবাসী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মরদেহ উদ্ধার করেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, এটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা। বিদ্যুতের তার ছিঁড়ে চালে লেগে থাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামা তমাল বলেন, “ঘটনাটি মর্মান্তিক। নিহতদের পরিবারকে সহযোগিতা এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ট্যাগ: গাইবান্ধা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত