সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৩:০৪:৪২
সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা
ছবি: সংগৃহীত

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড নিয়ে সামাজিকমাধ্যমে রাজনৈতিক অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন করা হয়েছে। গাজীপুর মহানগর বিএনপির বাসন থানা শাখার সভাপতি তানভীর সিরাজ মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–২-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলার আবেদন জমা দেন। আদালত আবেদনটি গ্রহণ করবেন কি না, তা প্রাথমিক শুনানি শেষে নির্ধারণ করবেন বলে জানা গেছে।

আবেদনে তানভীর সিরাজ উল্লেখ করেন, সাংবাদিক তুহিনকে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র হত্যা করে, কারণ তিনি তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও ধারণ করেছিলেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি বা কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। অথচ সারজিস আলম প্রকৃত ঘটনা উপেক্ষা করে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিএনপিকে দায়ী করে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট দেন। এতে দলের ভাবমূর্তি ও রাজনৈতিক সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনমনে তুহিন হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে।

তানভীর সিরাজ আরও দাবি করেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে তদন্তে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। তবুও সারজিস আলম উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়েছেন, যা তার ব্যক্তিগত ও দলের সুনামের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এজন্য তিনি আদালতে সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

-শরিফুল


আওয়ামী লীগ তাদের পাচার করা অর্থ দিয়ে টোকাই দিয়ে মিছিল করাচ্ছে: সারজিস

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৭ ২১:০৩:১৪
আওয়ামী লীগ তাদের পাচার করা অর্থ দিয়ে টোকাই দিয়ে মিছিল করাচ্ছে: সারজিস
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, “বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড। আওয়ামী লীগ তাদের পাচার করা অর্থ পাঠিয়ে মাঝেমধ্যে টোকাই দিয়ে মিছিল করাচ্ছে। এগুলো আওয়ামী লীগের মিছিল নয়।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের মকবুলার রহমান সরকারি কলেজে আয়োজিত বিতর্ক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের জনপ্রিয়তা ও ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা

সারজিস আলম বলেন, “আওয়ামী লীগ ৩০ শতাংশ বা ৫০ শতাংশ। আসলে এই পরিমাণ লোক কোনোকালেই আওয়ামী লীগে ছিল না। তারা প্রোগ্রামে যে লোক দেখাত, সেগুলো ভাড়া করা।” তিনি যুক্তি দেন, “এরা যদি তাদেরই লোক হতো, তাহলে জুলাই অভ্যুত্থানে তারা মাঠে থাকত।”

গণ অধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার সম্ভাবনা সম্পর্কে সারজিস আলম জানান, আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, “আমরা যেহেতু সমমনা ও কাছাকাছি আদর্শের এবং তরুণ প্রজন্মের রাজনৈতিক দল, তাই সবার সঙ্গে কথা বলছিলাম কীভাবে নির্বাচনে একসঙ্গে লড়াই করা যায়।”

তিনি আশা প্রকাশ করেন, “বাংলাদেশের মানুষ এই তরুণ প্রজন্মকে একসঙ্গে ইউনাইটেড দেখতে চায়। আমরা রাজনৈতিক দলের পর্যায়ে যদি ইউনাইটেড হতে পারি, মাঠ পর্যায়ের মানুষও ইউনাইটেড হয়ে যাবে। আমরা আশা করি, নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমরা অংশ নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করব।”


গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে: তারেক রহমান

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৯:৩৫:৪০
গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে: তারেক রহমান
দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না থাকলে বাংলাদেশে গুপ্ত স্বৈরাচারের উত্থান হতে পারে। তিনি বলেন, “গত ১৬ বছর বাংলাদেশে ডাকাত পড়েছিল। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই ডাকাতকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে; স্বৈরাচারের পতন হয়েছে।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে দক্ষিণ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

তিনি দেশের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, যেভাবে দেশ স্বাধীনের পরে স্বৈরাচার চেপে বসেছিল, ওয়ান ইলেভেনের পরে ২০০৮ সালে স্বৈরাচার বাংলাদেশে চেপে বসেছিল—যদি আমরা জনগণকে ঠিক বুঝাতে সক্ষম না হই—তাহলে বলা যায় না বাংলাদেশে আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। কাজেই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে।”

ইসলামকে বিভক্ত করতে চাওয়া শক্তির বিরুদ্ধে হুঁশিয়ারি

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “যারা আজকে বলছে, ইসলামের জন্য একটি আলাদা বাক্স বসাই, দেখি ওখানে কী হয়। কারা এই স্লোগান দিচ্ছে, আপনারা বুঝে নেন।” তিনি স্পষ্ট করেন, ইসলাম কোনো কোটা রাজনীতি নয়, ইসলাম কোনো রাজনৈতিক বাক্স নয়।

সালাহউদ্দিন আহমেদ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সে শক্তিকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। তিনি আরও বলেন, “যারা একটি কিতাব নিয়ে গ্রামে গ্রামে যাচ্ছে, জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়। যারা এই টিকিট বিক্রি করছে, তারা ধর্ম ব্যবসায়ী।”

তিনি আহ্বান জানান, ১৯৭১ সালের চেতনার মতো ২০২৪ সালের চেতনাও যেন কেউ বিক্রি করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

ব্যাংকিং খাতের দুরবস্থা

সালাহউদ্দিন আহমেদ দেশের ব্যাংকিং সেক্টরের দুরবস্থা তুলে ধরে বলেন, “অঘোষিতভাবে আমরা জানি, আমাদের ব্যাংকিং সেক্টর ৫ লাখ কোটি টাকা খেলাপি ঋণে জর্জরিত।”

সম্মেলনের শেষ দিকে জাকারিয়া তাহের সুমনকে সভাপতি এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।


ফ্যাসিবাদী দালাল মিডিয়ার প্রয়োজন নেই: রিজভী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৯:১৩:৫৬
ফ্যাসিবাদী দালাল মিডিয়ার প্রয়োজন নেই: রিজভী
উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য হলেও গত ১৬-১৭ বছর ধরে ফ্যাসিবাদী শাসন কায়েম করে ভিন্নমতের কণ্ঠস্বর দমন করা হয়েছে। তবে, যারা ফ্যাসিবাদের দালালি করেছে এবং গুম-খুনের সাফাই গেয়েছে, সেসব গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে দৈনিক বার্তার অনলাইন ও মাল্টিমিডিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফ্যাসিবাদ ও গণমাধ্যমের ভূমিকা

রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করে প্রতিটি গুম-খুনকে আড়াল করেছে এবং ভিন্নমতের মানুষকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে দমন করেছে।” তিনি বলেন, শেখ হাসিনা আন্দোলন দমন করতে হেলিকপ্টার থেকে বোমা হামলার পরামর্শ দিয়েছিলেন। এমনকি তার নিরাপত্তা উপদেষ্টাও আন্দোলনকারীদের হত্যা করার প্রস্তাব দিয়েছেন।

ইতিহাস টেনে এনে রিজভী বলেন, ফ্যাসিবাদী ইতালি কিংবা নাৎসি জার্মানিতেও স্বৈরাচারের দালাল মিডিয়াগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টিকে থাকতে পারেনি। তাই বাংলাদেশে গণতন্ত্রবিরোধী শক্তির সাফাই গাওয়া মিডিয়ারও প্রয়োজন নেই।

তিনি বলেন, “এমন একটি দায়িত্বশীল পত্রিকা সমাজ ও রাষ্ট্রের বিভাজনের সময় খুব জরুরি। গণমাধ্যমের কণ্ঠস্বর ক্ষীণ হলেও সত্য বলার একটি স্পেস থাকা দরকার।”

ডাকসু নির্বাচন নিয়ে প্রশ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “ডাকসু নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে ছাপা হচ্ছে—এমন সন্দেহ অমূলক নয়। অথচ চিফ রিটার্নিং অফিসার আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন। এটা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাহানিকর।”

রিজভী বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো সত্য তুলে ধরা, শাসকের বন্দনা করা নয়। তিনি দৈনিক বার্তাকে গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠস্বর হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।


অন্তর্বর্তী সরকার ‘ছেঁড়া জুতো পায়ে হাঁটছে’: সাইফুল হক

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৬:১৫:২৫
অন্তর্বর্তী সরকার ‘ছেঁড়া জুতো পায়ে হাঁটছে’: সাইফুল হক
বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : সংগৃহীত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মন্তব্য করেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার পতিত সরকারের ছেঁড়া জুতো পায়ে দিয়ে চলার চেষ্টা করছে। তিনি বলেন, তাদের কারও কারও মধ্যে ছোট ছোট ‘হাসিনা হয়ে ওঠার কর্তৃত্ববাদী প্রবণতা’ দেখা যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে তরুণ-যুবারা দ্রোহের যে আগুন জ্বেলে দিয়েছিল, গত ১৪ মাস ধরে সরকার তাতে কেবল পানি ঢেলে চলেছে এবং তরুণ-যুবারা ধারাবাহিকভাবে প্রতারিত হচ্ছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিপ্লবী যুব সংহতির আহবানে জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারা দেশ থেকে আট শতাধিক যুব প্রতিনিধি এই দিনব্যাপী কনভেনশনে অংশগ্রহণ করেন।

তরুণদের হতাশা ও বিপদের আশঙ্কা

সাইফুল হক বলেন, গণঅভ্যুত্থানে যুবারা অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিল, গত এক বছরে তা হতাশায় পর্যবসিত হয়েছে। তিনি ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন, অনেকেই তরুণদের ব্যবহার করেন, কিন্তু তাদের অধিকার দিতে চান না। তিনি আশঙ্কা প্রকাশ করেন, ফেব্রুয়ারির নির্বাচন ঝুঁকিতে পড়লে দেশ অভূতপূর্ব বিপদের মধ্যে নিক্ষিপ্ত হবে।

তিনি সরকারকে তাদের জানা-অজানা এজেন্ডা গুটিয়ে এনে বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারিতে অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানেই যাবতীয় মনোযোগ কেন্দ্রীভূত করার আহ্বান জানান।

অন্যান্য বক্তাদের বক্তব্য

জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান বলেন, গণঅভ্যুত্থান যাতে ব্যর্থ না হয়, তার জন্য যুবশক্তিকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বিশিষ্ট অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বৈষম্য বিলোপ করতে না পারলে গণঅভ্যুত্থানের সাফল্য ব্যর্থ হয়ে যাবে। তিনি তরুণ-যুবকদের কর্মসংস্থানসহ মানবিক জীবনের জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণের দাবি জানান।

বিশিষ্ট নৃ-বিজ্ঞানী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোশরেকা অদিতি হক বলেন, “বিপ্লবের নামে আমাদের গৌরবের অর্জনকে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে। দেশকে পিছনে টানার অপচেষ্টা চলছে। যুবশক্তিকে এসব অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখতে হবে।”

কনভেনশনের দ্বিতীয় অধিবেশনে যুব অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠায় ‘জাতীয় যুব কনভেনশনের ঘোষণা’ দাবিনামা গ্রহণ করা হয়। উদ্বোধনী অধিবেশনের পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে একটি র‍্যালি বের হয়, যা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


রাশেদ খান: ‘পিআর হলে সকাল-বিকাল এমপি বেচাকেনা হবে’

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৬:০৬:২৪
রাশেদ খান: ‘পিআর হলে সকাল-বিকাল এমপি বেচাকেনা হবে’
গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে সকাল-বিকাল এমপি বেচাকেনা হবে এবং সরকারের স্থিতিশীলতা থাকবে না বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, স্থিতিশীলতা বজায় রাখতে হলে বর্তমান পদ্ধতিতেই নির্বাচন করতে হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় বিআইআইএসএস অডিটোরিয়ামে ‘সংস্কার ও নির্বাচন: প্রেক্ষিত জাতীয় ঐক্য’ শীর্ষক এক সেমিনারে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন।

পিআর পদ্ধতি নিয়ে শঙ্কা

রাশেদ খান পিআর পদ্ধতির তীব্র বিরোধিতা করে বলেন, “নিম্নকক্ষে (জাতীয় সংসদ) পিআর বাংলাদেশের বাস্তবতায় কখনোই সম্ভব নয়, তবে উচ্চকক্ষে পিআর নিয়ে আলোচনা করা যেতে পারে।”

তিনি আশঙ্কা প্রকাশ করেন, পিআর পদ্ধতি চালু হলে এর মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব হতে পারে এবং এর ফলে দেশে আরেকটি জাতিগত বিভাজন ও ধর্মীয় দাঙ্গা লাগার শঙ্কা তৈরি হবে। তিনি প্রশ্ন তোলেন, পিআর হলে স্বতন্ত্র প্রার্থীদের ভাগ্য কী হবে, তা স্পষ্ট করে বলা হয়নি।

সরকারের দায় ও মাঠের আন্দোলন

রাশেদ খান অভিযোগ করেন, “সংস্কার ইস্যুতে সিদ্ধান্ত নিতে পারবে না”—এমন বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন কমিশন বা সরকার দায় এড়াতে চাইছে। তিনি জোর দিয়ে বলেন, ভিন্নমতকে ঐকমত্যে নিয়ে আসার দায়িত্ব সরকারের এবং সবার বক্তব্য শুনে একটি সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বিভিন্ন রাজনৈতিক দলের চলমান আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, আলোচনা চলমান থাকার সময় মাঠের আন্দোলনের উদ্দেশ্য কী? তিনি বলেন, ভিসি-ডিসি নিয়োগ বা সুযোগ-সুবিধার সময় যারা আন্দোলন করেনি, এখন আন্দোলন করছে। এর অর্থ তারা আরেকটি সংকট তৈরি করতে চাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, আরেকটি ১/১১ হলে দায় এড়াতে কেউ পারবেন না।

গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন এবং প্রশ্ন তোলেন, অদৃশ্য সরকারকে অন্তর্বর্তী সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারছে না?


‘ক্ষমতায় গেলে জনগণকে আর রাস্তায় নামতে হবে না’: ডা. শফিকুর রহমান

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৫:১৪:৪৯
‘ক্ষমতায় গেলে জনগণকে আর রাস্তায় নামতে হবে না’: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, তার দল ক্ষমতায় গেলে জনগণের দাবি আদায়ে আর রাস্তায় নামতে হবে না। তিনি বলেন, জনগণের সহযোগিতায় জামায়াত একটি ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চায়। শনিবার (২৭ সেপ্টেম্বর) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এসব কথা বলেন।

উন্নয়ন ও কর্মসংস্থান

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গত অর্ধশতাব্দীতে পূর্বের সরকারগুলো তরুণদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ তৈরির পরিবেশ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত ক্ষমতায় এলে পাঁচ বছরে উন্নয়নের ‘বুলেট ট্রেন’ চালু করা সম্ভব না হলেও ‘এক্সপ্রেস ট্রেন’ অবশ্যই চালু করা যাবে।

তিনি বলেন, শিক্ষাজীবন শেষে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কেউ বেকার থাকবে না। প্রত্যেকে হয় উদ্যোক্তা হবে, নয়তো চাকরিজীবী হবে। শুধু ডিগ্রির ভিত্তিতে নয়, কাজের দক্ষতা ও ফলাফলের ভিত্তিতেই মর্যাদা দেওয়া হবে।

শিক্ষাব্যবস্থা ও দুর্নীতি

শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করে জামায়াত আমির বলেন, যারা এই পরিকল্পনার দায়িত্বে আছেন, তাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করার কারণেই দেশের শিক্ষা খাতের করুণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে এমন শিক্ষা দেবে না, যা মানুষকে দুর্নীতিবাজ বা অমানবিক করে তোলে; বরং এমন শিক্ষা দেওয়া হবে, যা মানুষকে ‘সত্যিকারের মানুষ বানায়’ এবং ‘অন্যকে সম্মান করতে শেখায়’। তিনি নৈতিক ও বৈষয়িক শিক্ষার সমন্বয় তৈরির প্রতিশ্রুতি দেন।

দুর্নীতিবিরোধী অঙ্গীকারের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা দুর্নীতির প্রবাহ বন্ধ করব। এটা শুনে অনেকের হৃদয় ধড়ফড় করছে, কারণ অনেকেই এভাবেই চলেন।” তবে তিনি জানান, যে সার্ভিসের গভীরতা ও দায়িত্ব যতটা, সেই অনুযায়ীই বেতন কাঠামো নির্ধারণ করা হবে। তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেওয়া হবে, এমনকি তা যদি সরকারের বিরুদ্ধেও যায়।


“ট্রাম্পের আদেশ মানবেন না”—বিতর্কে কলম্বিয়ার প্রেসিডেন্ট

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৭ ১১:০২:৪৫
“ট্রাম্পের আদেশ মানবেন না”—বিতর্কে কলম্বিয়ার প্রেসিডেন্ট
ছবিঃ সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করার ঘোষণা দিয়েছে। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বক্তব্য দিতে গিয়ে মার্কিন সেনাদের ‘আদেশ অমান্য করার আহ্বান’ জানানোর অভিযোগে ওয়াশিংটন এ সিদ্ধান্ত নেয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, “পেত্রোর বেপরোয়া ও উসকানিমূলক কর্মকাণ্ডের জন্য তাঁর ভিসা বাতিল করা হবে।” এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, সেনাদের বিদ্রোহে উসকে দেওয়ার মতো মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা অবস্থায় পেত্রো এক সমাবেশে বলেন,

“আমি মার্কিন সেনাদের বলছি—মানুষের দিকে অস্ত্র তাক করবেন না। (সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড) ট্রাম্পের আদেশ মানবেন না, মানবতার আদেশ মানুন।”

পেত্রোর কার্যালয় বা কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এর আগে মঙ্গলবার জাতিসংঘে ভাষণ দেওয়ার সময়ও পেত্রো যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, গাজায় হত্যাযজ্ঞে যুক্তরাষ্ট্রের ভূমিকা “গণহত্যার সহযোগীতা” এবং এ জন্য মার্কিন নেতৃত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার হওয়া উচিত। এছাড়া তিনি ক্যারিবিয়ান সাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সন্দেহভাজন মাদকবাহী নৌকা ধ্বংসের ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেন।

শুক্রবার তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টে দেখা যায়, তিনি নিউইয়র্কে প্রো-প্যালেস্টাইন সমাবেশে নিজের বক্তব্যের ভিডিও শেয়ার করেছেন। এক পোস্টে পেত্রো লিখেছেন,

“প্যালেস্টাইনকে মুক্ত করো। গাজা পতন হলে মানবতাও ধ্বংস হবে।”

ইসরায়েলের গাজা যুদ্ধের কড়া সমালোচক পেত্রো এরই মধ্যে দেশ থেকে ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করেছেন।

-নাজমুল হাসান


‘আমরা চোর-ডাকাতদের আর ক্ষমতায় দেখতে চাই না’: মুফতি ফয়জুল করীম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৭ ০৮:১০:২৫
‘আমরা চোর-ডাকাতদের আর ক্ষমতায় দেখতে চাই না’: মুফতি ফয়জুল করীম
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, “ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজির নাম রাজনীতি নয়, এটি জুলুম ও ডাকাতি।” তিনি আরও মন্তব্য করেন, দেশের ক্ষমতায় থাকা শক্তিগুলো রাষ্ট্রকে ধ্বংস করেছে এবং জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ফরিদপুরের সালথা উপজেলা সদরে ইসলামী আন্দোলন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ইসলামী আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ ও ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

‘রাষ্ট্র নয়, এটি ডাকাততন্ত্র’

মুফতি ফয়জুল করীম বলেন, “৫৩ বছর যারা ক্ষমতায় ছিল, তারা শুধু অত্যাচার ও দুর্নীতিই করেছে। দেশের ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এটা রাষ্ট্র নয়, ডাকাততন্ত্র।” তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, “আওয়ামী লীগ সরকার নেই মানে—প্রধান বিচারপতিও নেই, পুলিশপ্রধান নেই, এমনকি বায়তুল মোকাররমের ইমামও নেই। এমন অবস্থা কি রাষ্ট্রের হতে পারে?”

পিআর পদ্ধতি ও নীতির পরিবর্তনের দাবি

আদালতের প্রতি আস্থাহীনতার কথা জানিয়ে তিনি বলেন, “বিচারকরা যখন যেই সরকার ক্ষমতায় থাকে, তার দিকেই তাকিয়ে রায় দেন। এমন বিচারক দিয়ে ন্যায়বিচার হয় না।”

প্রতিনিধিত্বমূলক পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে মুফতি করীম বলেন, “প্রধান নির্বাচন কমিশনার বলছেন, সংবিধানে পিআর পদ্ধতি নেই। আমি বলবো, আপনি নিজেই সংবিধানে নেই। সংবিধান বলে, সরকার পরিবর্তনের ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে, যেখানে সিদ্ধান্ত হবে কে প্রধানমন্ত্রী হবেন।”

তিনি আরও বলেন, “আগে একদল চাঁদাবাজি করেছে, এখন আরেক দল করছে। আগে ধর্ষণ করেছে একদল, এখন করছে আরেক দল। শুধু হাতবদল হয়েছে, চরিত্র বদল হয়নি। আমরা চোর-ডাকাতদের আর ক্ষমতায় দেখতে চাই না। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন দরকার।” ফয়জুল করীম বলেন, দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার মধ্যেই রয়েছে প্রকৃত পরিবর্তনের পথ।


 নির্বাচন নিয়ে আর সংশয় নেই: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৭ ০৭:৫৯:০৬
 নির্বাচন নিয়ে আর সংশয় নেই: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচনে কোনো সংশয় নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, নির্বাচন নিয়ে আমাদের কোনো রকমের সংশয় নেই। আমরা নিশ্চিত (উই আর কনভিন্সড) যে ২৬-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।”

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “নির্বাচন নিয়ে জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্য যথেষ্ট জোরালো ছিল। নির্বাচন নিয়ে গত কিছুদিন ধরে তিনি যে কথাগুলো বলে আসছেন, এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই।” এ সময় তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে একমত হওয়ার বাস্তবতা নেই’: জামায়াত

অন্যদিকে, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা সবাই এর সঙ্গে একমত। আমরাও ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।”

তবে তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় সমাধানের তাগিদ দেন। তিনি বলেন, “জুলাই সনদ, এটির বিষয়ে আমরা একমত হয়েছি। কিন্তু সেটি বাস্তবায়ন না হলে সেখানে একমত হওয়ার কোনো বাস্তবতা নেই।” আবদুল্লাহ মুহাম্মদ তাহের আরও বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘে নির্বাচনের বিষয়ে যা বলেছেন, সেটার সঙ্গে দ্বিমত করার কোনো কারণ নেই, তবে তিনি বিস্তারিত কথা বলেননি।

পাঠকের মতামত:

নিউইয়র্কে ইউএস-বাংলাদেশ বিজনেস রাউন্ডটেবিলে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে ইউএস-বাংলাদেশ বিজনেস রাউন্ডটেবিলে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর প্রতি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। তিনি আজ নিউইয়র্কে অনুষ্ঠিত ইউএস-বাংলাদেশ এক্সিকিউটিভ... বিস্তারিত