শিবিরের জুলাই প্রদর্শনীতে নিজামী-কাদের মোল্লার ছবি, সমালোচনার মুখে সরাতে বাধ্য হল প্রশাসন 

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৫ ২২:০০:০২
শিবিরের জুলাই প্রদর্শনীতে নিজামী-কাদের মোল্লার ছবি, সমালোচনার মুখে সরাতে বাধ্য হল প্রশাসন 
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার প্রদর্শনীতে যুদ্ধপরাধে অভিযুক্ত ও ফাঁসিপ্রাপ্ত জামায়াত নেতাদের ছবি টাঙানো হলে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে তা সরিয়ে নেওয়া হয়।

ছবিগুলোতে দেখা যায়, 'বিচারিক হত্যাকাণ্ড' শিরোনামে জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসাইন সাঈদী, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাশেম আলী, কামরুজ্জামান ও আলী আহসান মুজাহিদের ছবি ঝোলানো হয়। এটি ছড়িয়ে পড়ার পরপরই টিএসসিতে জড়ো হন শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতারা। তারা দ্রুত এসব ছবি সরানোর দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের আপত্তির পর শিবিরকে ডেকে ছবিগুলো সরাতে বলা হয় এবং তারা তা সরিয়ে নেয়। সহকারী প্রক্টর বলেন, “ছাত্ররা অভিযোগ আনে, আমরা ব্যবস্থা নিয়েছি। শিবিরের সদস্যরা সহযোগিতা করায় তাদের ধন্যবাদ।”

ছাত্রশিবিরের মানবসম্পদ ও উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়েই প্রদর্শনীর আয়োজন করেছিলাম। পরে প্রশাসনের অনুরোধে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্মতিতে ছবিগুলো সরিয়ে নিয়েছি।”

এদিকে, ছাত্রশিবির এক বিজ্ঞপ্তিতে দাবি করে, একটি মহল মব তৈরি করে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি বিঘ্নের চেষ্টা করেছে। এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনেরও আয়োজন করেছে সংগঠনটি।

বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এক ফেসবুক পোস্টে লিখেছেন, “টিএসসিতে রাজাকারদের ছবি প্রদর্শন করে শিবির জুলাইকে একাত্তরের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। প্রশাসন যদি রাজাকারদের পুনর্বাসনে ভূমিকা নেয়, তাহলে তা প্রতিহত করা হবে।”

গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের লেখেন, “২৪ দিয়ে ৭১ মুছে ফেলার অপচেষ্টা করছে ছাত্রশিবির। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রসংগঠনগুলোর এই প্রতিক্রিয়ায় স্পষ্ট, এমন বিতর্কিত প্রদর্শনী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহজে মেনে নেওয়া হবে না।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ