১০ ঘণ্টা ডেলিভারির শেষে কাঁদলেন চীনা যুবক: বললেন— ‘জীবন আমাকে খালি পেটে শাস্তি দেয়’

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ২০:১৬:২৫
১০ ঘণ্টা ডেলিভারির শেষে কাঁদলেন চীনা যুবক: বললেন— ‘জীবন আমাকে খালি পেটে শাস্তি দেয়’
ছবি: সংগৃহীত

চীনের এক খাবার ডেলিভারি কর্মীর আবেগঘন ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি নিজের কঠিন জীবন, দীর্ঘ পরিশ্রম ও মানসিক ক্লান্তির কথা জানিয়েছেন। ভিডিওতে তিনি জানান, ছোটবেলায় পড়াশোনা বন্ধ করা তার জীবনের বড় ভুল ছিল।

আজকের দিনে মাত্র কয়েক ক্লিকে খাবার দরজায় পৌঁছে গেলেও আমরা ভুলে যাই সেইসব মানুষের কথা, যারা গরম, ঠান্ডা কিংবা বৃষ্টিতে ঘণ্টার পর ঘণ্টা সাইকেল চালিয়ে খাবার পৌঁছে দেন। গিগ ইকোনমির বিস্তারে অনেক চাকরি সৃষ্টি হলেও এর সঙ্গে এসেছে অনিশ্চয়তা, মানসিক চাপ ও নিরাপত্তাহীনতা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ডেলিভারি রাইডাররা। তাদের দীর্ঘ সময় কাজ, অনিয়মিত আয় এবং ঝুঁকিপূর্ণ পরিবেশ জীবনের অংশ হয়ে গেছে।

সাম্প্রতিক সময়ে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, এক চীনা ডেলিভারি কর্মী খাবার পৌঁছে দেওয়ার পোশাক পরা অবস্থায় ক্যামেরার সামনে কাঁদছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পাওয়ার যন্ত্রণা আজও তার পিছু ছাড়ে না। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, “প্রতিদিন ১০ ঘণ্টার বেশি কাজ করি, বিরতি নেই, ভবিষ্যত অনিশ্চিত। একটু বিরতি নিলে জীবন ক্ষুধায় শাস্তি দেয়। আমি কি অন্য কোনো উপায় খুঁজে পাব?”

তিনি আরও বলেন, “শিক্ষকরা অনেকবার বলেছেন পড়াশোনা শেষ না করতে, কিন্তু আমি শোনিনি। এখন বুঝতে পারছি, কত বড় ভুল করেছিলাম।” এছাড়া বলেন, “আমি আমার বৃদ্ধ মা-বাবাকে ঠিকমতো রাখতেও পারছি না, নিজের জীবন গড়তে পারিনি। এই কষ্টের কথা কার কাছে বলব?”

ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “কাঁদো না, তোমার মতো যারা লড়ে যাচ্ছে তারাই আসল নায়ক।” আরেকজন মন্তব্য করেছেন, “পরিবার থেকে সুযোগ পেয়ে যারা ভালো অবস্থায় আছে, তারা অনেক সময় সেই কষ্ট বুঝতে পারেনা।” একজন আরো লিখেছেন, “আমি পড়াশোনা করেছি, কিন্তু অবস্থার দিক দিয়ে আপনার মতোই।”

দুঃখজনক হলেও এমন ঘটনা নতুন নয়। চীনের হাংজু শহরে গত বছর ৫৫ বছর বয়সী এক ডেলিভারি কর্মী ১৮ ঘণ্টার কাজের পর বৈদ্যুতিক বাইকে ঘুমিয়ে মৃত্যু বরণ করেছিলেন।

গিগ ইকোনমির উজ্জ্বল দিক যেমন আছে, তেমনি আছে বাস্তব জীবনের কঠিন বাস্তবতা। এই ভাইরাল ভিডিও তা আবারও স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে।

সূত্রঃ https://timesofindia.indiatimes.com/etimes/trending/viral-chinese-delivery-worker-cries-over-10-hour-shifts-says-life-punishes-him-with-hunger/articleshow/122971320.cms

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ