পুঁজিবাজারে সাহসী বার্তা: পরিচালকের বড় শেয়ার কেনা সম্পন্ন

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ১৪:০৯:৩৬
পুঁজিবাজারে সাহসী বার্তা: পরিচালকের বড় শেয়ার কেনা সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি-র একজন পরিচালক পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী শেয়ার ক্রয়ের কার্যক্রম সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএসইর তথ্যমতে, উত্তরা ব্যাংকের পরিচালক আসিফ রহমান বিদ্যমান বাজার মূল্যে ডিএসইর মাধ্যমেই মোট ১০ লাখ শেয়ার ক্রয় করেছেন। এই লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রতি পরিচালনা পর্ষদের আস্থার আরেকটি দৃশ্যমান বহিঃপ্রকাশ ঘটেছে বলে বিশ্লেষকদের অভিমত।

এর আগে, গত ৩ জুন প্রকাশিত ঘোষণা অনুযায়ী পরিচালক আসিফ রহমান এই শেয়ার ক্রয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। ঘোষণার ধারাবাহিকতায় বিনিয়োগকারীদের স্বচ্ছতা ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী সব প্রক্রিয়া অনুসরণ করেই লেনদেনটি সম্পন্ন করা হয়েছে।

-শরিফুল, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ