পটুয়াখালীতে ২ ভুয়া র‍্যাব সদস্য আটক, খেলনা পিস্তল উদ্ধার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৪ ১৫:৩০:৩০
পটুয়াখালীতে ২ ভুয়া র‍্যাব সদস্য আটক, খেলনা পিস্তল উদ্ধার

সত্য নিউজ: পটুয়াখালীর দুমকিতে র‍্যাবের পোশাক পরে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বরিশাল সেনানিবাস–সংলগ্ন পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশের চেকপোস্টে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির নাম আল আমিন (৫০) ও ইলিয়াস শিকদার (৩৭)। আল আমিন বাউফল উপজেলার গুলবাগ এলাকার বাসিন্দা এবং ইলিয়াস মাদারীপুরের কালকিনি উপজেলার বাসিন্দা। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি নকল পিস্তল, একটি ওয়াকিটকি, পাঁচটি মুঠোফোন, তিনটি র‍্যাবের অ্যাপ্রোন, এক সেট হাতকড়া, গাড়ির দুটি নম্বর প্লেটসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সাজেদুল ইসলাম সজল জানান, গতকাল রাত পৌনে ১১টার দিকে বরিশালের দিক থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার সেতুর টোল প্লাজায় আসে। টহল পুলিশ সন্দেহজনক হওয়ায় গাড়িটি তল্লাশি করে। এই সময় ওই প্রাইভেট কারের দুই আরোহীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে ওইসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ সময় প্রাইভেট কারটির চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আল আমিন ও ইলিয়াসকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

আজ বুধবার সকালে তাঁদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আল আমিনের বিরুদ্ধে ২৬টি এবং ইলিয়াসের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। পুলিশ এখনো তাঁদের সহযোগী ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তদন্ত করছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ