দীর্ঘ পতনের পর শেয়ারবাজারে নতুন গতি

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ২১:৪৫:৪০
দীর্ঘ পতনের পর শেয়ারবাজারে নতুন গতি
ছবিঃ সংগৃহীত

নিরবধি পতনের ধাক্কা কাটিয়ে দেশের শেয়ারবাজারে ফিরে এসেছে ইতিবাচক গতি। ছয় সপ্তাহ ধরে টানা বাড়ছে মূল্যসূচক, শেয়ারদর এবং লেনদেন। শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আশার আলো ছড়াচ্ছে এ ধারা।

গত সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ২৯০টির বেশি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তুলনায় কমেছে মাত্র ৮০টির, অপরিবর্তিত ছিল ২৪টির দর। বাজার বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ দরপতনের পর বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে। যার ফলে বাড়ছে বিনিয়োগ ও লেনদেন।

ডিএসইর তথ্য অনুযায়ী, সপ্তাহের শেষ কার্যদিবস শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৪৯৮ কোটি টাকায়। আগের সপ্তাহে যা ছিল ৬ লাখ ৭৬ হাজার ৭৩৯ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে প্রায় ১০ হাজার ৭৫৯ কোটি টাকা বা ১ দশমিক ৫৯ শতাংশ।

তবে শুধু মূলধন নয়, বাড়ছে লেনদেনের পরিমাণও। দৈনিক গড় লেনদেন বেড়ে হয়েছে প্রায় ৭০০ কোটি টাকার কাছাকাছি। বিশ্লেষকরা মনে করছেন, কয়েক সপ্তাহ ধরে বাজারে যেভাবে ধারাবাহিকভাবে সূচক ও লেনদেন বাড়ছে, তা চলতে থাকলে শেয়ারবাজার আরও স্থিতিশীল ও আস্থাশীল হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ঈদুল ফিতরের পর থেকে টানা আট সপ্তাহ বাজারে দরপতন চলেছে। সেই ধাক্কা সামলে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে শেয়ারবাজার।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ