সিলেটে পরিবহন ধর্মঘট ৭ ঘণ্টা পর স্থগিত, বিকেলে বৈঠক

সিলেট ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ১৬:২৬:৪২
সিলেটে পরিবহন ধর্মঘট ৭ ঘণ্টা পর স্থগিত, বিকেলে বৈঠক

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৬ দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট মাত্র ৭ ঘণ্টার মাথায় স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে এ ঘোষণা দেন জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।

ধর্মঘটের ফলে সকাল থেকেই সাধারণ যাত্রী, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী ও পর্যটকদের দুর্ভোগে পড়তে হয়। অনেক শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন। সিএনজিচালিত অটোরিকশা চললেও তা ছিল প্রয়োজনের তুলনায় কম, ফলে যাত্রীদের মধ্যে ছিল চরম হতাশা।

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ইসলাম বলেন, “৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ধর্মঘট ডাকা হয়েছিল। তবে কেন্দ্রীয় সংগঠনের সুপারিশ, স্থানীয় রাজনৈতিক নেতাদের অনুরোধ এবং পরীক্ষার্থী ও প্রবাসী যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে আপাতত ধর্মঘট স্থগিত করা হয়েছে।”

তিনি আরও জানান, বিকেল ৩টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে পরিবহন শ্রমিক নেতা ও সংশ্লিষ্ট পক্ষদের নিয়ে বিকেলে বৈঠকের আয়োজন করা হয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ