মৌলভীবাজারের ইমামবাড়ায় মহররমের আয়োজন, ভক্তদের ভিড়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ১২:৩৭:৩০
মৌলভীবাজারের ইমামবাড়ায় মহররমের আয়োজন, ভক্তদের ভিড়

হিজরি সনের প্রথম মাস মহররম শুরু হলেই মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী লংলা অঞ্চলে শোকাবহ পরিবেশ বিরাজ করে। প্রতি বছরের মতো এবারও শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে পৃথিমপাশা ইউনিয়নের বিভিন্ন ইমামবাড়ায় আয়োজন করা হয়েছে ১০ দিনব্যাপী শোকানুষ্ঠান।

কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (আ.) ও তাঁর সঙ্গীদের শাহাদতের স্মরণে স্থানীয়রা কালো নিশান, আলম ও পাঞ্জা উত্তোলন করে মজলিস, মাতম, তাজিয়া মিছিল ও বিশেষ মোনাজাতে অংশ নিচ্ছেন। শোকের এই আয়োজনে সামিল হয়েছেন উপজেলার পৃথিমপাশা জমিদারবাড়ি, তরফি সাহেববাড়ি, ছোট সাহেববাড়ি, পাল্লাকান্দি সাহেববাড়িসহ বিভিন্ন ইমামবাড়ার ধর্মপ্রাণ মানুষ।

প্রায় আড়াইশ বছর ধরে পৃথিমপাশা জমিদারবাড়িতে চলে আসছে কারবালার শোকানুষ্ঠানের এ ঐতিহ্য। এখানে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে মজলিস, নোহা, জারি, মার্সিয়া ও জিয়ারত। স্থানীয় শিয়া সম্প্রদায় ও ভক্ত-অনুসারীরা 'হায় হোসাইন' ধ্বনিতে শোক প্রকাশ করছেন।

ধর্মীয় আলোচনায় মহররম মাসের গুরুত্ব এবং কারবালার বেদনাদায়ক ঘটনার তাৎপর্য তুলে ধরা হচ্ছে। নবী মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (আ.)-সহ কারবালার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত মুসল্লিরা দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ