এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ০৯:৩৩:৩২
এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। শনিবার (৫ জুলাই) থেকে নতুন মূল্য অনুযায়ী স্বর্ণ বিক্রি হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।

বাজুস গত মঙ্গলবার (১ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভরিতে ১ হাজার ৮৯০ টাকা মূল্য বৃদ্ধি করে। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এখন ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা।

নতুন দামে—

২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকায়

১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকায়

সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকায়

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫% সরকারি ভ্যাট ও ৬% মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে ২৮ জুন ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।

চলতি বছরে এ নিয়ে ৪১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ২৭ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৪ বার কমানো হয়েছে। তুলনামূলকভাবে গত বছর (২০২৪ সালে) মোট ৬২ বার স্বর্ণের দাম পরিবর্তন হয়েছিল, যেখানে ৩৫ বার মূল্য বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।

এদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমান মূল্য অনুযায়ী—

২২ ক্যারেটের রুপা: ২ হাজার ৮১১ টাকা

২১ ক্যারেট: ২ হাজার ৬৮৩ টাকা

১৮ ক্যারেট: ২ হাজার ২৯৮ টাকা

সনাতন পদ্ধতির রুপা: ১ হাজার ৭২৬ টাকা

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ