ঘুমের আঁধারে হারালো শিশু জীবন, বাবার গলায় রক্তের দাগ

সিলেটের মেজরটিলা এলাকার ইসলামপুরে গতকাল বুধবার সন্ধ্যায় উদ্ধার হয় দেড় মাস বয়সী এক শিশুর গলাকাটা লাশ। সেই সাথে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয় শিশুটির বাবাকে, যাঁর গলায়ও রক্তাক্ত আঘাত রয়েছে।
নিহত শিশুটির নাম ইনায়া রহমান। সে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংঘর গ্রামের আতিকুর রহমানের কন্যা। পরিবার সূত্রে জানা গেছে, আতিকুর (৪০) স্ত্রী ও সন্তানকে নিয়ে সিলেটের মেজরটিলা ইসলামপুরে একটি ভাড়া বাসায় থাকতেন। আতিকুর স্থানীয়ভাবে সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
ঘটনার দিন দুপুরে কাজ শেষে বাসায় ফেরেন আতিকুর। বিকেলে হঠাৎ প্রতিবেশীরা তার বাসায় চিৎকার শুনতে পান। ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে গলাকাটা অবস্থায় এবং আতিকুরের গলায় রক্তাক্ত ক্ষত দেখতে পান। তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আতিকুরের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই অস্ত্রোপচার করা হয়।
আতিকুরের ভগ্নিপতি হুসেন আহমদ জানিয়েছেন, আতিকুর বর্তমানে কথা বলতে পারছেন না, তাই ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে শিশুটি, তার বাবা-মা ছাড়া আর কেউ ছিল না। পুলিশ প্রাথমিকভাবে কয়েকজন প্রতিবেশীর সঙ্গে কথা বলেছেন, কিন্তু কেউ বিশেষ তথ্য দিতে পারেননি। পুরো ঘটনায় রহস্য অনাবৃত রয়েছে এবং তদন্ত চলছে।
বাড়ির প্রতিবেশীরা জানান, বিকেলের কিছুক্ষণ তারা ঘুমিয়ে ছিলেন এবং ঘটনা ঘটে যাওয়ার মুহূর্তে তারা বুঝতে পারেননি কি হয়েছে।
এই মর্মান্তিক ঘটনা সিলেটবাসীকে স্তব্ধ করেছে এবং এক প্রশ্ন থেকেই যাচ্ছে—কী কারণে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটলো? কর্তৃপক্ষ ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন।
সিলেটে ডিসি অফিস ঘেরাও, নগরভবনে ইটপাটকেল: রিকশাচালকদের তাণ্ডব
সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত রিকশার অনুমোদন ও আটকের প্রতিবাদে চালক এবং মালিক-শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা সিটি করপোরেশনের গাড়িতে ভাঙচুর ও নগরভবনে ইটপাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন।
সকাল থেকে নগরের চৌহাট্টা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হয়ে মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা হন চালকরা। ‘পারমিট চাই’, ‘রিকশা চালাতে দাও’, ‘গরিবের পেটে লাথি মারো না’—এমন নানা স্লোগানে রাজপথ উত্তাল করে তোলেন তারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে অটোরিকশা চালানোর অনুমতি চান। প্রশাসনের আশ্বাসের পর বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত করেন।
অবৈধ রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযান
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। গত তিন দিনে শতাধিক যানবাহন আটক করা হয়েছে, যার মধ্যে ব্যাটারিচালিত রিকশার সংখ্যাই বেশি। গত বুধবার ৬৯টি যানবাহন আটক করা হয়, যার মধ্যে ৪৪টি ছিল ব্যাটারিচালিত রিকশা।
এসএমপি গত শনিবার আট দফা নির্দেশনা জারি করে, যেখানে বলা হয়, রেজিস্ট্রেশনবিহীন বা ভুয়া নম্বর প্লেটযুক্ত কোনো ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না। অতিরিক্ত ভাড়া আদায়, যত্রতত্র যাত্রী ওঠানামা, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো এবং অনুমোদনবিহীন পার্কিংও নিষিদ্ধ করা হয়েছে। রিকশাচালকদের অভিযোগ, পারমিট না দিয়ে রিকশা আটক ও মামলা দিয়ে তাদের পথে বসিয়ে দেওয়া হচ্ছে। পরিবার-পরিজন নিয়ে বাঁচার জন্য তারা প্রশাসনের কাছে অনুমোদন দাবি জানাচ্ছেন।
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সিলেটের বিভিন্ন এলাকায় আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি মেরামত এবং সংরক্ষণকাজের জন্য সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১১ কেভি নয়াসড়ক ফিডারের কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদীঘিরপাড়, ১১ কেভি নাইওরপুল ফিডারের কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদীঘির উত্তরপাড়, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহ এবং ১১ কেভি বালুচর ফিডারের বালুচর, শান্তিবাগ, সোনার বাংলা, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ ও বালুচর ছড়ারপাড়সহ আশেপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে এবং এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
সিলেটে জব্দ হওয়া সাদাপাথর এবার নিলামে
সিলেট সদর উপজেলার ধোপাগুল বাজার এলাকা থেকে জব্দ করা প্রায় ৬১ হাজার ৯০০ ঘনফুট ভাঙা সাদাপাথর নিলামে তুলছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। এই নিলামে অংশ নিতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএমডির পরিচালক (উপসচিব) মো. আহসান উদ্দিন মুরাদ স্বাক্ষরিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী নিলামকারীদের বিএমডির অনুকূলে ২ লাখ টাকার ফেরতযোগ্য জামানত পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। নিলামে অংশগ্রহণের জন্য নাম এন্ট্রি এবং রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে সম্পন্ন করতে হবে। একই দিন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হল রুমে সকাল ১১টায় নিলাম কার্যক্রম শুরু হবে।
নিলামে অংশ নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশনের সময় অফেরতযোগ্য ৫০০ টাকা নগদে প্রদান করতে হবে। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি দেখানো বাধ্যতামূলক। নিলামের শর্তাবলি বিএমডি এবং সিলেট জেলা প্রশাসনের ওয়েবসাইটে পাওয়া যাবে।
/আশিক
পাথর লুটে আমাদের কোনো কর্মীও জড়িত নয়, দুদককে ক্ষমা চাইতে হবে’: জামায়াত
জামায়াতে ইসলামী সাদাপাথর লুটে তাদের নেতৃত্বকে জড়িয়ে করা দুদকের প্রতিবেদনের কোনো সত্যতা নেই বলে দাবি করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) নগরীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও মহানগর জামায়াত এই দাবি জানায়।
সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম লিখিত বক্তব্যে অভিযোগ করেন, দুদকের প্রতিবেদনে জামায়াতের কোনো নেতাকর্মীর নাম না থাকার পরও সংবাদমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী দুদকে খোঁজ নিয়েও এ ধরনের কোনো তদন্ত প্রতিবেদনের হদিস পায়নি।
ফখরুল ইসলাম গণমাধ্যমের রিপোর্টকে ‘উদ্দেশ্যপ্রণোদিত, কাল্পনিক ও ফরমায়েশি’ বলে অভিহিত করেন এবং বলেন, প্রমাণ ছাড়া দুদক এ ধরনের প্রতিবেদন করলে তাদের ক্ষমা চাইতে হবে। তিনি আরও বলেন, পাথর লুটে জামায়াতের কোনো নেতা তো দূরের কথা, কোনো কর্মীও জড়িত নয়। প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জয়নাল আবেদীন, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী এবং নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল।
/আশিক
বিজিবির অভিযানে জব্দ ২ লাখ ঘনফুট কালোপাথর, পাচারের চেষ্টা ব্যর্থ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট কালোপাথর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাদাপাথর লুটের ঘটনার পর এবার কালোপাথর উদ্ধারের ঘটনা ঘটল।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার উৎমাছড়া সংলগ্ন চরার বাজার আদর্শগ্রামে অভিযান চালিয়ে এসব কালো রঙের পাথর জব্দ করা হয়। ৪৮ বিজিবি সিলেটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, উৎমাছড়া নদী থেকে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে পাথর মজুত করে আসছিলেন। তবে বিজিবির কঠোর নজরদারির কারণে এসব পাথর পাচার করতে ব্যর্থ হয়।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইব্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানের মাধ্যমে উদ্ধার করা পাথরের সঠিক পরিমাপ ও আইনি ব্যবস্থা চলমান রয়েছে। জব্দকৃত এসব পাথর উৎমাছড়ায় পুনঃস্থাপন করা হবে।
এর আগে সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার পাড়ুয়া-ভাংতি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছিল পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হলেও এতে কাউকে আটক করা সম্ভব হয়নি।
/আশিক
দফায় দফায় লুট, জনরোষের মুখে বদলি হলেন সিলেট ডিসি-ইউএনও
কোটি কোটি টাকার পাথর লুটের পর সিলেটের দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র সাদাপাথর এখন প্রায় কংকালসারে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষার দায়িত্বে নিয়োজিতরা বহাল তবিয়তে থাকলেও সেখানে শুধু নেই পাথর। এমন ঘটনার পর স্থানীয় ও জাতীয় পর্যায়ে তীব্র জনরোষের সৃষ্টি হয়েছে।
এই ঘটনা স্থানীয় ইস্যুকে ছাড়িয়ে সবার মুখে মুখে আলোচনার বিষয় হয়ে উঠেছে। যদিও হাইকোর্টের নির্দেশনা এবং জনরোষের পরিপ্রেক্ষিতে লুট হওয়া কিছু পাথর কুড়িয়ে এনে প্রতিস্থাপনের চেষ্টা চলছে। তবে সর্বস্তরের সিলেটবাসী এবং প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন—এত বড় রাষ্ট্রীয় সম্পদ জঘন্যভাবে খেয়ানতের দায় কার?
আইনবিদরা একবাক্যে বলছেন, এ সংক্রান্ত দায়ের করা মামলাতেই মূল অপরাধীদের আড়াল করা হয়েছে। সাদাপাথরের ঘটনাকে ঘিরে যখন তুমুল সমালোচনা, তখন সমালোচনার শীর্ষে থাকা দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা হলেন- সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ এবং কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার। ইউএনও আজিজুন্নাহারকে ফেঞ্চুগঞ্জে বদলি করা হয়েছে।
আইনবিদদের মতে, রাষ্ট্রীয় সম্পদ মানেই জনগণের সম্পদ। এই সম্পদের সুরক্ষার জন্য ধাপে ধাপে বিভিন্ন দপ্তরে দায়িত্বশীল কর্মকর্তারা রয়েছেন। শত শত নৌকা ও ট্রাক ব্যবহার করে কয়েকশ কোটি টাকার পাথর লুট করা হলেও দায়িত্বশীলরা কী করছিলেন, সেই প্রশ্ন উঠেছে।
পাথর লুটের ঘটনায় দায়ের করা মামলা নিয়েও হতাশা প্রকাশ করেছেন আইনজ্ঞরা। তারা দাবি করছেন, এই মামলাতেও মূল অপরাধীদের কৌশলে আড়াল করা হয়েছে। আইনবিদ এমাদ উল্লাহ শহীদুল ইসলাম বলেন, এত বড় বিপর্যয়ের দায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না।
অপর আইনজ্ঞ শহিদুজ্জামান বলেন, দুই হাজার জনকে আসামি করে মামলা হলে কী হবে, যখন আইনের দৃষ্টিতে মূল অভিযুক্তদের কৌশলে রেহাই দেওয়া হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থলের গ্রামপুলিশ থেকে শুরু করে সংশ্লিষ্ট জেলা পুলিশ, ইউনিয়ন তহশিল অফিস থেকে এসিল্যান্ড এবং ইউএনও থেকে জেলা প্রশাসন পর্যন্ত সবাই এই লুটের দায় এড়াতে পারেন না।
গত ১৫ আগস্ট খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীব এই ঘটনায় অজ্ঞাত ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা আক্তার বলেন, এই মামলার অভিযোগে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম দেখানো হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ লুটের এই ঘটনায় প্রকৃত অভিযুক্ত দপ্তর ও প্রতিষ্ঠানকে আড়াল করার চেষ্টা করা হয়েছে।
পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সিলেট জেলা সদস্য সচিব আব্দুল করিম চৌধুরী বলেন, মেঘালয়ের খাসি হিল থেকে নেমে আসা ধলাই নদীর উত্তাল ঢল সামলাত নদীর দুই তীরের পাথরের প্রাকৃতিক গাইড ওয়াল, যা এখন চোর ও লুটেরারা নিয়ে গেছে। এর দায় সংশ্লিষ্টরা কেন নেবেন না?
পরিবেশ ও হাওড় উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা বলেন, সাদাপাথর লুটের ঘটনায় শুধু পাথরের ক্ষতি নয়, এর ফলে পরিবেশ, ভূ-প্রকৃতি এবং সিলেটের পর্যটনেরও বিরাট ক্ষতি হয়েছে।
এদিকে, সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ ও ইউএনও আজিজুন্নাহারের ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠার পর তাদের দু'জনকেই বদলি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, ইউএনও আজিজুন্নাহার একজন পাথর লুটেরার সঙ্গে সখ্য গড়ে তুলেছিলেন এবং মাসোহারা নিতেন। এর আগে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানও সাদাপাথর লুটে স্থানীয় প্রশাসনের যোগসাজশের অভিযোগ করেছিলেন।
সিলেটের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সারওয়ার আলম। নতুন কোম্পানীগঞ্জ ইউএনও হিসেবে এসেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম।
/আশিক
সিলেটে মাটিচাপা দেওয়া ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার
সিলেটের সাদাপাথর থেকে চুরি হওয়া প্রায় ১১ হাজার ঘনফুট পাথর মাটিচাপা অবস্থায় জব্দ করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সকালে সালুটিকর এলাকায় যৌথবাহিনীর অভিযানে এই পাথর জব্দ করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) আশিক মাহমুদ কবির। তার নেতৃত্বে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সিলেট জেলা প্রশাসনের আরডিসি আশিক মাহমুদ কবির জানান, ধোপাগুল সংলগ্ন সালুটিকর ভাটা এলাকার একটি ক্রাশার মিলের আঙিনায় মাটিচাপা অবস্থায় এই পাথরের সন্ধান পাওয়া যায়। প্রায় ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার করার পাশাপাশি দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি আরও জানান, সিলেটজুড়েই তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এর আগে, সিলেটের ধোপাগুল এলাকার বসতবাড়ি ও ক্রাশার মিলে অভিযান চালিয়ে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছিল প্রশাসন।
অবাধ লুটপাটে পাথরশূন্য হয়ে যাচ্ছে সিলেটের সাদাপাথর
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় দীর্ঘদিন ধরে অব্যাহত পাথর লুটপাটের কারণে প্রাকৃতিক সম্পদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের নজরদারি ও পদক্ষেপের অভাবে এখন এই অঞ্চলটি প্রায় পাথরশূন্য হয়ে বিরানভূমিতে পরিণত হচ্ছে। স্থানীয়রা জানায়, সাম্প্রতিক পাহাড়ি ঢলের ফলে নদীর পানির উচ্চতা বাড়ায় পর্যটকদের আগমন কমে গেছে, যা অনুৎপাদনীয় সুযোগ হিসেবে কাজে লাগিয়ে দিনরাত পাথর উত্তোলন চলছে। শুধুমাত্র গত এক সপ্তাহে নৌকা যোগে হাজারের বেশি ট্রিপে পাথর সরানো হয়েছে।
আঞ্চলিক সূত্র জানায়, দুই সপ্তাহ ধরে কয়েক দফা পাহাড়ি ঢল নেমে ধলাই নদীর উৎসমুখে বিপুল বোল্ডার ও বালু জমেছে। সেই বালু সরিয়ে প্রকাশ্যে পাথর উত্তোলন করছে একটি দুর্ধর্ষ চক্র। স্থানীয়দের দাবি, ইতিমধ্যেই শত কোটি টাকার মূল্যমানের পাথর লুটপাট হয়ে গেছে। যেখানে একসময় স্তরে স্তরে পাথরের স্তূপ ছিল, এখন সেখানে বড় বড় গর্ত দেখা যাচ্ছে।
১৯৯০ সালের পর দীর্ঘ ২৭ বছর পর আবারও এই এলাকায় বিপুল পরিমাণ পাথর জমা হলে উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এলাকাটি সংরক্ষিত হয়ে পর্যটকদের জন্য আকর্ষণীয় জায়গা হিসেবে পরিচিতি পায়। কিন্তু বর্তমানে সেই সৌন্দর্য বিনষ্ট হওয়ার পথে।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা বলেন, "সাদাপাথর লুট শুধু প্রাকৃতিক সম্পদের বিনাশ নয়, এটি কর্মসংস্থান হারানো, পর্যটন শিল্পের ক্ষতি এবং পরিবেশের ভারসাম্য বিনষ্টের সংকেত।"
সিলেট জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদ জানান, "সীমিত জনবল থাকার কারণে তৎপরতা সীমিত, তবে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। শিগগিরই তাদের সঙ্গে সমন্বয় করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।"
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ আদনান বলেন, "এককভাবে পুলিশ এই অবস্থা নিয়ন্ত্রণ করতে পারবে না, এজন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন।"
সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, "পর্যটন স্পটে পাথর লুটপাট সহ এমন অবৈধ কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। ইতিমধ্যে একটি পরিদর্শন টিম পাঠানো হয়েছে এবং পুলিশ ও বিজিবির সমন্বয়ে কঠোর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।"
/আশিক
শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে: রাকিব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিকে যারা এখনও ধারণ করে, তাদের বিরুদ্ধে ছাত্র সমাজের দৃঢ় অবস্থান নেওয়া নৈতিক কর্তব্য। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আইন প্রণয়নের মাধ্যমে গুপ্ত রাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার দাবি তিনি জানিয়েছেন।
সোমবার (১১ আগস্ট) দুপুরে সিলেটের মুরারীচাঁদ (এমসি) কলেজে ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাকিবুল ইসলাম রাকিব এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, অতীতে বিশেষ করে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ শিক্ষার্থীরা এখনও আতঙ্কিত এবং অনেকেই ওই স্মৃতির আঘাত থেকে মুক্তি পাননি। এর ফলে অনেক শিক্ষার্থীর মধ্যে ছাত্র রাজনীতি নিয়ে অনীহা তৈরি হয়েছে। তবে বাংলাদেশ ছাত্রদল এ ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি করবে না এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।
রাকিব আরো বলেন, গুপ্ত রাজনীতি বন্ধে আইন প্রয়োজন। বাংলাদেশ ছাত্রদল সবসময় প্রকাশ্যে, স্বচ্ছ রাজনীতি করে থাকে এবং কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেয়। তিনি জানান, শিক্ষার্থীরা এখনও গেস্টরুম-গণরুমে ঘটে যাওয়া হিংসার ভয় কাটাতে পারেনি, তাই ছাত্রদল শিক্ষাবান্ধব রাজনীতির পথ অনুসরণ করবে।
একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্যরা এখনও রয়েছে এবং তারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।
২১ বছর পর সিলেট এমসি কলেজে ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সম্মেলনটি কলেজের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয়। এতে এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগর ও সদস্যসচিব মোহাইমিনুল হক তপুর নেতৃত্বে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইব্রাহিম কার্দি, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান ও সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
/আশিক
পাঠকের মতামত:
- ‘নিখোঁজ’ মামুনুর রশিদকে দ্রুত ফেরত চান জামায়াত আমির
- সারজিস আলম: ‘খুনি হাসিনার বিচারের আগে নির্বাচন জনগণ মেনে নেবে না’
- পাকিস্তানকে হারানোর মিশনে দারুণ শুরু বাংলাদেশের, চাপে পাকিস্তান
- ‘আর জীবনে ইন্টারনেট দেব না’: ইনু-শেখ হাসিনার কথোপকথন
- সিলেটে ডিসি অফিস ঘেরাও, নগরভবনে ইটপাটকেল: রিকশাচালকদের তাণ্ডব
- অঘোষিত সেমিফাইনাল: টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
- জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশিত, দেখে নিন পরীক্ষার সময়সূচি
- মেয়ের লাশ ২০ বছর ধরে ডিপ ফ্রিজে রেখে দেন মা
- ইসরায়েলের তেল আবিবে গাড়ি বিস্ফোরণ
- রাজনৈতিক চাপের কারণে শাপলা প্রতীক দিতে পারছে না ইসি: এনসিপি নেতা
- ‘আমাকে আলাদা করে তুলে ধরার চেষ্টা হয়নি’: ডা. তাসনিম জারা
- ‘আমাকে ধরতে চাইলে আপনারাও ধরা পড়বেন’: তামিম ইকবাল
- ভারতের লাদাখে বিক্ষোভের নেপথ্যে বাংলাদেশের গণঅভ্যুত্থান?
- ‘যারা কম জনপ্রিয়, তাদের জন্যই পিআর লাভজনক’: সালাহউদ্দিন আহমদ
- যুক্তরাষ্ট্রে ভারতের কড়া সমালোচনা করলেন ড. ইউনূস
- কম পুঁজিতে শুরু করা সম্ভব লাভজনক ৪টি ব্যবসা
- ইয়াবার বিনিময়ে বাংলাদেশ থেকে চাল-সার পাচার হয়: কৃষি উপদেষ্টা
- ‘শাপলা প্রতীক কেন দেব না, তার ব্যাখ্যা দেব না’: সিইসি
- ‘আওয়ামী লীগকে পুনর্বাসনে জামায়াতের ইন্ধন’: রুহুল কবির রিজভী
- ডিএসইতে বৃহস্পতিবারের লেনদেনের সারসংক্ষেপ
- ডিএসইতে বৃহস্পতিবারের টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- আমিরাতে ধরপাকড় বেড়েছে, বিপাকে প্রবাসী বাংলাদেশিরা
- ‘৭১ এ হারাইছি, আজকেও হারাবো’: চমক
- গাজায় বিশ্বের সবচেয়ে বেশি অঙ্গচ্ছেদ হওয়া শিশু: ইউএনআরডব্লিউএ
- গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের ২১-দফা পরিকল্পনা
- নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন
- বাঁচা-মরার লড়াই: পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশর একাদশে কারা থাকছেন?
- চার বিশ্বনেতার সঙ্গে বৈঠক করলেন ড. ইউনূস, সম্পর্ক নতুন উচ্চতায়: প্রেস সচিব
- কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান
- ভিকি-ক্যাটরিনার সুখবর: সালমানের নামে ভাইরাল হলো ভুয়া পোস্ট
- পাবজি খেলার নেশায় মা ও তিন ভাইবোনকে হত্যা
- ডেনমার্কের আকাশে আবারও ‘রহস্যময়’ ড্রোন, বন্ধ হলো আলবর্গ বিমানবন্দর
- ফ্যাশনপ্রেমীদের আলোচনায় দিশা পাটানির নতুন লুক
- পাকিস্তান সফরের আমন্ত্রণ পেলেন ড. ইউনূস
- সাবধান! ফোনের ব্যক্তিগত তথ্য চুরি করছে যে ৫ ধরনের অ্যাপ
- উত্তর কোরিয়ার হাতে দুই টন ইউরেনিয়াম, সতর্ক করল সিউল
- মেসির জোড়া গোল, নিউইয়র্ককে উড়িয়ে প্লে-অফে ইন্টার মায়ামি
- জাতিসংঘে প্রথমবারের মতো নির্দিষ্ট গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসের প্রতিশ্রুতি বেইজিংয়ের
- নিউইয়র্কে ইউএস-বাংলাদেশ বিজনেস রাউন্ডটেবিলে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা
- মানবাধিকার ও শ্রম অধিকার ইস্যুতে জাতিসংঘে সক্রিয় প্রধান উপদেষ্টা
- নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক
- মানাসলুর শীর্ষে বাংলাদেশের পতাকা: নতুন ইতিহাস গড়লেন তৌফিক আহমেদ তমাল
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা নিখোঁজ, দাবি হাসনাতের
- খাবার পানি লবণমুক্ত হবে না, ২৫৯৮ কোটি টাকার প্রকল্পে ক্ষুব্ধ খুলনাবাসী
- এশিয়া কাপের সেমিফাইনালে ভারত, বাংলাদেশের সামনে ফাইনালের কঠিন সমীকরণ
- ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক
- জাতিসংঘের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত
- প্রিমিয়ার গ্রুপের প্রতিবাদ: ২৮৭ কোটি টাকা উত্তোলনের অভিযোগ ভিত্তিহীন
- বাংলাদেশের সামনে ১৬৯ রানের লক্ষ্য দিল ভারত
- রেনেসাঁর দর্শন ও দিশা: গ্রিক-রোমান জ্ঞান, মুসলিম দার্শনিকদের ভূমিকা ও আধুনিকতার উন্মেষ
- ডিএসইতে রবিবারের লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- এশিয়া কাপ থেকে প্রিমিয়ার লিগ, দেখে নিন আজকের খেলার সূচি
- আফগানিস্তানে নারী লেখকদের বই নিষিদ্ধ করল তালেবান
- ডিএসইতে সোমবারের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে ওলামা-মাশায়েখদের বিক্ষোভ
- মোদি সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ
- যে কারণে পুরুষের টেস্টোস্টেরন কমে: না জানলে বিপদ
- বিএনপি ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না: মেজর হাফিজ
- বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করল কানাডা
- দিল্লি হাই কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে জ্যাকুলিন ফের্নান্দেজের আপিল
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- তামিম ইকবালের অভিযোগ: বিসিবি নির্বাচনে ‘স্বেচ্ছাচারিতা’ চলছে
- বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে: ড. খন্দকার মোশাররফ হোসেন