সীতাকুণ্ডে মালবাহী ট্রেন লাইনচ্যুত, দুই লাইনে চলছে ট্রেন!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৩ ১৫:১০:৪২
সীতাকুণ্ডে মালবাহী ট্রেন লাইনচ্যুত, দুই লাইনে চলছে ট্রেন!

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা রেলওয়ে স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ৯টা ৫১ মিনিটে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কুমিরা স্টেশন মাস্টার আশরাফুল হক।

স্টেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে চট্টগ্রামমুখী মূল রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে, ঢাকামুখী রেললাইন দিয়ে উভয় দিকের ট্রেন স্বাভাবিকভাবেই চলাচল করছে।

লাইনচ্যুত বগিটি সরাতে উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার। তিনি জানান, দ্রুত সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ