চট্টগ্রাম বিমানবন্দরে ধরা পড়ল ‘ধোঁয়ার ব্যাগ’!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২২ ১৬:০৩:২৯
চট্টগ্রাম বিমানবন্দরে ধরা পড়ল ‘ধোঁয়ার ব্যাগ’!

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ইলেকট্রনিক সিগারেট ও সংশ্লিষ্ট এক্সেসরিজ জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (NSI) সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ জুন) ভোরে আবুধাবি থেকে আগত একটি ফ্লাইটের এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব সামগ্রী জব্দ করা হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে—২০টি ইলেকট্রিক সিগারেট ডিভাইস, ৪৯০টি রিফিল লিকুইড, ২৮০টি কার্টিজ এবং ৩০টি কয়েল। আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৭৩ হাজার টাকা, যার মধ্যে শুধু রিফিল লিকুইডের মূল্য প্রায় সাড়ে আট লাখ টাকার মতো।

জানা গেছে, যাত্রীটি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা। এ বিষয়ে প্রকৌশলী খলিল বলেন, “গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন যাত্রীকে চিহ্নিত করে ব্যাগ তল্লাশি চালানো হয় এবং বিপুল পরিমাণ ই-সিগারেট সামগ্রী জব্দ করা হয়। এটি আমাদের নিয়মিত নজরদারির একটি সফল উদাহরণ।”

প্রথমবারের মতো এমন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকায় প্রাথমিকভাবে যাত্রীকে আইন অনুযায়ী সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে এবং জব্দকৃত সামগ্রী ‘ডিপার্টমেন্টাল ম্যাটার’ (DM) হিসেবে সংরক্ষিত রাখা হয়েছে।

উল্লেখ্য, দেশে ই-সিগারেট আমদানি, বিপণন ও বিক্রয় নিয়ে একাধিকবার নীতিমালার আলোচনায় আসলেও এখনো তা পুরোপুরি নিয়ন্ত্রিত নয়। এ ধরনের পণ্য জব্দের ঘটনা দেশীয় আইন প্রয়োগকারী সংস্থার নজরদারির বিষয়টিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ