চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির শোকজ ঝড়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২১ ২২:২৯:৪৮
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির শোকজ ঝড়

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি পটিয়া উপজেলা ও পৌরসভায় দলের আহ্বায়ক ইদ্রিস মিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্মক বক্তব্য প্রদানের অভিযোগে ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে। শনিবার (২১ জুন) জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

শোকজ প্রাপ্ত নেতাদের মধ্যে রয়েছেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম চেয়ারম্যান ও মঈনুল আলম ছোটন। তারা সবাই দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনামের অনুসারী হিসেবে পরিচিত।

জেলা বিএনপির পাঠানো নোটিশে বলা হয়েছে, গত ১০, ১১ ও ১২ জুন ইদ্রিস মিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে কটূক্তিমূলক, উসকানিমূলক এবং দলের শৃঙ্খলা বিরোধী বক্তব্য দেওয়ার পাশাপাশি ব্যঙ্গাত্মক ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই সব তথ্য জেলা বিএনপির দপ্তরে ভিডিও ও ছবিসহ সংরক্ষিত আছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, এসব কর্মকাণ্ড দলের শৃঙ্খলা ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর এবং সাংগঠনিক ঐক্যকে বিঘ্নিত করেছে। তাই কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী পাঁচ দিনের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিবের কাছে লিখিত জবাব দিতে হবে।

জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, “সিনিয়র নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান ও ব্যানার প্রদর্শনের দায়ে এ শোকজ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে শোকজপ্রাপ্ত নেতাদের একজন, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম অভিযোগ করেন, “ইদ্রিস মিয়া নিজেই বিভিন্ন সভায় নেতাকর্মীদের উদ্দেশে ‘ব্যারাজ্জা’, ‘কুত্তা’ ইত্যাদি অশালীন ভাষা ব্যবহার করেছেন। এতে নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ সভা করেছেন। পাশাপাশি ইদ্রিস মিয়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রশাসনের মাধ্যমে ১৪৪ ধারা জারি করতে চেয়েছিলেন, যা ব্যর্থ হয়েছে। এরপর উল্টো প্রতিবাদকারীদের শোকজ করে হয়রানি করা হচ্ছে।”

খোরশেদ আলম আরও জানান, তারা ১৪ জুন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি দাবি করেন, “যিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে নয়, বরং প্রতিবাদকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে, যা অগণতান্ত্রিক।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পটিয়া উপজেলা বিএনপিতে দুই গ্রুপ—দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া ও সদস্য এনামুল হক এনামের নেতৃত্বে পৃথক রাজনৈতিক কার্যক্রম পরিচালনার কারণে অন্তর্বর্তী বিরোধ ও সংঘাতের পরিস্থিতি বিরাজ করছে।চট্টগ্রাম বিএনপি, পটিয়া উপজেলা বিএনপি, বিএনপি দ্বন্দ্ব, ইদ্রিস মিয়া শোকজ, দলীয় সংঘাত বাংলাদেশ

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ