খুলনার শিক্ষা প্রতিষ্ঠান না কি দুর্নীতির অভয়ারণ্য? নর্থ ওয়েস্টার্নে ফুঁসে উঠছে ছাত্ররা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২১ ২০:৪১:৪৫
খুলনার শিক্ষা প্রতিষ্ঠান না কি দুর্নীতির অভয়ারণ্য? নর্থ ওয়েস্টার্নে ফুঁসে উঠছে ছাত্ররা

নানা অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের ওপর হুমকির প্রতিবাদে খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা সব সেমিস্টারের পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। প্রশাসন, শিক্ষক ও কর্মকর্তা মহলে দ্বিধাবিভক্তি দেখা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আরও জটিল হয়ে উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্র বলছে, ট্রাস্টি বোর্ডের নেতৃত্ব নিয়েই সৃষ্টি হয়েছে গভীর বিভাজন। বর্তমানে দুই ব্যক্তি নিজেকে বোর্ডের বৈধ চেয়ারম্যান দাবি করছেন। ফলে প্রতিষ্ঠানিক অচলাবস্থার পাশাপাশি শিক্ষার পরিবেশও প্রশ্নের মুখে পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ দুর্নীতি ও অনিয়ম সম্পর্কে অভিযোগ রয়েছে সাবেক ও বর্তমান উপাচার্য, ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, শত কোটি টাকার জমি ক্রয়, চুক্তি ও প্রশাসনিক খাতে দুর্নীতি করা হয়েছে। এসব দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও ট্রাস্টি বোর্ডের সদস্য তৌহিদুল ইসলাম আজাদের নামও উঠে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমিতে এখনো ক্যাম্পাস গড়ে না ওঠায় সাধারণ শিক্ষার্থীরাও ক্ষুব্ধ। দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।

অভিযোগ উঠেছে, তদন্ত প্রতিবেদন ধামাচাপা দিতে কিছু প্রভাবশালী মহল ও মিডিয়াকর্মীর সহায়তায় একাধিক দপ্তরে বিপুল অর্থ দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছে অভিযুক্তরা।

এদিকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এনায়েত উল্লাহ বাবর, রেজিস্ট্রার সাহিদা খানম, তাঁর স্বামী শফিক কাশফুদ্দোজা কাফি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল হকের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১২০২, ১৯-৬-২০২৫) করা হয়েছে।

জিডিতে অভিযোগ করা হয়, আন্দোলন বন্ধে অভিযুক্তরা শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি এখন প্রশাসনিক তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যবেক্ষণে রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভেতরে থমথমে পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিভাবক ও সচেতন মহল সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও দুর্নীতি দমন কমিশনের দ্রুত পদক্ষেপ দাবি করছেন।

—আশিক নিউজ ডেস্ক


সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্লাস্টার ধসে শ্রমিকের মৃত্যু

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৮:৩৪:১০
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্লাস্টার ধসে শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুরাতন পানির ট্যাংকির প্লাস্টার ধসে সুমন আহমদ (৪২) নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহত সুমন নতুন বিল্ডিংয়ের ৩৬নং ওয়ার্ডে আউটসোর্সিংয়ের কর্মী হিসেবে কর্মরত ছিলেন। সোমবার দুপুরে এই দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ সহকর্মীরা প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

জানা যায়, দুপুরের দিকে হাসপাতালের পুরাতন পানির ট্যাংকির এক অংশে হঠাৎ প্লাস্টারের একটি অংশ খসে পড়লে সুমন গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বিক্ষোভ

ঘটনার পরপরই সহকর্মী ও অন্যান্য কর্মচারীরা হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলেন। পরে তারা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশের দাবি জানান।

অবরোধের কারণে বর্তমানে ওই এলাকায় যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


২০৫০ সালের চাহিদা পূরণে খুলনাকে ১৫ কোটি ডলার দিচ্ছে এডিবি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৭:৫২:০৬
২০৫০ সালের চাহিদা পূরণে খুলনাকে ১৫ কোটি ডলার দিচ্ছে এডিবি
ছবি: সংগৃহীত

খুলনাবাসীকে লবণমুক্ত সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ১৫ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই বিপুল অঙ্কের ঋণের পাশাপাশি সংস্থাটি এই প্রকল্পে অতিরিক্ত ৪ মিলিয়ন ডলার অনুদানও দেবে।

এই ঋণ-অনুদানসহ মোট তিনটি প্রকল্পে এডিবি ২৯ কোটি ৯৬ লাখ ডলার ঋণ-অনুদান দেবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬২৯ কোটি টাকা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নগরীর এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবি কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং এ সম্পর্কিত চুক্তিতে সই করেন।

ভূগর্ভস্থ লবণাক্ততা মোকাবিলাই প্রধান লক্ষ্য

এডিবির কান্ট্রি ডিরেক্টর জানান, খুলনা শহরের সুবিধাবঞ্চিত বাসিন্দাদের জন্য পানি সরবরাহ পরিষেবা সম্প্রসারণ এবং শুষ্ক মৌসুমে টেকসই পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ নিশ্চিত করাই এই অর্থায়নের মূল লক্ষ্য।

তিনি বলেন, খুলনা পানি সরবরাহ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) জলবায়ু-সহনশীল এবং টেকসই সমাধান প্রবর্তনের মাধ্যমে খুলনা শহরের ভূ-পৃষ্ঠের পানির রূপান্তরকে এগিয়ে নিয়ে যাবে।

এই প্রকল্পটি ১৭ দশমিক ৮ মিলিয়ন মানুষকে নির্ভরযোগ্য, নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করবে এবং বিদ্যমান অবকাঠামোগত উন্নয়ন করবে। প্রকল্পটি ২০৫০ সাল পর্যন্ত পানির চাহিদা মেটাতে পরিকল্পিত একটি সিস্টেমের মাধ্যমে সুবিধাবঞ্চিত সম্প্রদায়গুলোতে পাইপলাইনের মাধ্যমে পানি পরিষেবা সম্প্রসারণ করবে। মূল উদ্যোগগুলোর মধ্যে রয়েছে স্মার্ট পানি সরবরাহ ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধান নিয়ন্ত্রণ ব্যবস্থার সম্প্রসারণ।


টিসিবির তালিকায় যুক্ত হচ্ছে আরও ৫ পণ্য

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৬:১৯:১৯
টিসিবির তালিকায় যুক্ত হচ্ছে আরও ৫ পণ্য
ছবি: সংগৃহীত

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তালিকায় নতুন পাঁচটি পণ্য যুক্ত হতে যাচ্ছে। পণ্যগুলো হলো চা, লবণ, ডিটারজেন্ট এবং দুই ধরনের সাবান। আগামী নভেম্বর মাস থেকে এসব পণ্য যুক্ত হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত টিসিবির উপকারভোগী নির্বাচন ও স্মার্ট ফ্যামিলি কার্ড সক্রিয়করণবিষয়ক সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই তথ্য জানান।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন পণ্য

শেখ বশিরউদ্দীন বলেন, “সরকার প্রতি বছর প্রায় ৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে টিসিবির কার্যক্রম চালাচ্ছে। এর ফলে বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য তৈরি হয়।” তিনি বলেন, চলমান বিক্রয় কার্যক্রমের সঙ্গে নতুন পাঁচটি পণ্য যুক্ত হলে দরিদ্র মানুষের স্বস্তি বাড়বে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সহায়ক হবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “সরকারের লক্ষ্য এক কোটি প্রকৃত উপকারভোগীকে টিসিবির আওতায় আনা। দরিদ্র মানুষ যেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে না থাকে, সেটি নিশ্চিত করতে হবে। স্মার্ট ফ্যামিলি কার্ড প্রকৃত উপকারভোগীর হাতে পৌঁছানো জরুরি।”

কার্ড সক্রিয়করণে চ্যালেঞ্জ

সভায় জানানো হয়, বর্তমানে টিসিবির সক্রিয় স্মার্ট ফ্যামিলি কার্ডের সংখ্যা ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬টি। এ ছাড়া আরও ৩ লাখ ৩৯ হাজার ৪৫৪টি কার্ড সক্রিয়করণের অপেক্ষায় রয়েছে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, উপকারভোগী শনাক্তকরণই এখন বড় চ্যালেঞ্জ। পাশাপাশি সিটি করপোরেশনের কার্যক্রমেও কিছুটা ধীরগতি রয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই এসব সমস্যার সমাধান হবে।


বিয়ে করতে গিয়ে বিপত্তি: ‘প্রথম স্ত্রীর’ হাতে আটক ছাত্রলীগ নেতা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ২১:৩৩:৫৮
বিয়ে করতে গিয়ে বিপত্তি: ‘প্রথম স্ত্রীর’ হাতে আটক ছাত্রলীগ নেতা
স্ত্রীর স্বীকৃতির দাবিতে নারীর অবস্থান। ছবি : কালবেলা

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিয়ে উপলক্ষে বাড়িতে যখন উৎসবের আমেজ, ঠিক তখনই সেখানে উপস্থিত হয়ে এক নারী নিজেকে তার স্ত্রী দাবি করেন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আগিয়া ইউনিয়নের কৌলাটি নয়াপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোকাব্বির হোসেন যখন বর সেজে কনেকে ঘরে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই ওই নারী সেখানে এসে উপস্থিত হন। তিনি দাবি করেন, চলতি বছরের জানুয়ারি মাসেই পরিবারের অজ্ঞাতে তাদের বিয়ে হয়েছে এবং তারা স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে বসবাসও করেছেন। কিন্তু তাকে না জানিয়ে মোকাব্বির দ্বিতীয় বিয়ে করছেন শুনে স্ত্রীর মর্যাদার দাবি নিয়ে তিনি সরাসরি বরের বাড়িতে চলে আসেন।

পরিস্থিতি বেগতিক দেখে মোকাব্বির দ্রুত গা-ঢাকা দেন। অন্যদিকে, বরের পরিবার ভেতর থেকে দরজায় তালা ঝুলিয়ে দেয়। স্ত্রীর স্বীকৃতির দাবিতে ওই নারী দরজার সামনেই অনশনে বসে পড়েন এবং হুমকি দেন যে, স্ত্রীর মর্যাদা না পেলে তিনি আত্মহত্যা করবেন।

তবে বরের পরিবার জানায়, ওই নারীর বিষয়টি নিয়ে তার আত্মীয়স্বজনের সঙ্গে ৩০ হাজার টাকা আর্থিক লেনদেনের মাধ্যমে নিষ্পত্তি হওয়ার কথা ছিল। নারীর নানা আব্দুস ছালামও আর্থিক লেনদেনের বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি ঘরোয়াভাবে মিটমাট করার কথা ছিল। কিন্তু তারা ঘটনাটি জনসমক্ষে নিয়ে আসায় এখন আর এর সমাধান সম্ভব হচ্ছে না।

স্ত্রী দাবি করা ওই নারী গাজীপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। এর আগে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তার প্রথম বিয়ে হয়েছিল, যা দুই বছর আগে ভেঙে যায়। এরপরই মোকাব্বিরের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবুত্র

সূত্র:কালবেলা


খাগড়াছড়িতে ১৪৪ ধারার মধ্যে সংঘর্ষ, রামসু বাজারে আগুন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ২০:৪৫:৪৭
খাগড়াছড়িতে ১৪৪ ধারার মধ্যে সংঘর্ষ, রামসু বাজারে আগুন
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজনের নিহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া, মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহতের ঘটনায়ও মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগিরই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ করে শান্ত থাকার জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়।

১৪৪ ধারার মধ্যে সংঘর্ষ

খাগড়াছড়ির সিভিল সার্জন মোহাম্মদ ছাবের নিশ্চিত করেছেন যে, খাগড়াছড়ি হাসপাতালের মর্গে তিনজনের লাশ রয়েছে, যা গুইমারা থেকে আনা হয়েছে। তবে এখনো তাদের পরিচয় শনাক্ত হয়নি।

খাগড়াছড়ি জেলা সদর ও পৌরসভায় ১৪৪ ধারা জারি করার পরও পরিস্থিতি থমথমে রয়েছে। রোববার দুপুরে ১৪৪ ধারার মধ্যেই গুইমারার রামসু বাজারে সংঘর্ষের একপর্যায়ে আগুন দেওয়া হয়। আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায় এবং বাজারের পাশে থাকা বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে নিরাপত্তায় কাজ করছে। রামসু বাজারে আগুন দেওয়ার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর আগে গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই সড়ক অবরোধ করে জুম্ম ছাত্র-জনতা।


চট্টগ্রাম বন্দরে নিলামের দেড় কোটি টাকার কাপড় উধাও

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৯:২৮:২৯
চট্টগ্রাম বন্দরে নিলামের দেড় কোটি টাকার কাপড় উধাও
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দর থেকে নিলামে কেনা দেড় কোটি টাকার কাপড়সহ দুটি কনটেইনার উধাওয়ের ঘটনায় তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৮ সেপ্টেম্বর) দুদকের একটি দল বন্দরের চেয়ারম্যান, কাস্টম হাউসের কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে।

গ্রাহকদের অভিযোগ

দুদক সূত্র জানায়, গত ফেব্রুয়ারিতে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম থেকে প্রায় ২৭ টন কাপড় ৮৫ লাখ টাকায় কেনেন শাহ আমানত ট্রেডিংয়ের মালিক সেলিম রেজা। মূল্য, শুল্ককর ও চার্জ মিলিয়ে তিনি মোট ১ কোটি ৭ লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু ২৬ ফেব্রুয়ারি ট্রাক নিয়ে বন্দরের ইয়ার্ডে গেলে দিনভর খোঁজাখুঁজির পর তাকে জানানো হয় কনটেইনারটি নেই। সাত মাস ধরে তার কোটি টাকা আটকে আছে।

একই ধরনের অভিযোগ করেছেন বিডার ইয়াকুব চৌধুরীর পার্টনার তপন সিংহ। তিনি অন্য এক নিলাম থেকে কাপড়ের কনটেইনার খালাস করতে গেলে সেটিরও খোঁজ মেলেনি। তিনি ৪২ লাখ টাকা জমা দিয়েছিলেন কাস্টম হাউসে।

দুদকের সহকারী কমিশনার সৈয়দ ইমরান বলেন, “দুজন বিডার নিলামে পণ্য কিনেছেন। সব চার্জ পরিশোধ করে ডেলিভারির জন্য গেলে জানানো হয় কনটেইনারগুলো নেই। তারা এখনো পণ্য বা টাকা ফেরত পাননি। বিষয়টি খতিয়ে দেখতে এসেছি।”

দুদকের অবস্থান

দুদক কর্মকর্তা সৈয়দ ইমরান বলেন, “এটি স্বাভাবিক কোনো বিষয় নয়। গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।” জানা গেছে, এই ঘটনা নিয়ে বন্দর কর্তৃপক্ষও একটি তদন্ত কমিটি গঠন করেছে, যার প্রধান পরিচালক (নিরাপত্তা)।


মৃত ভোটার বাদ, নারী ভোটারের অতিরিক্ত সংখ্যা কমানো হয়েছে: সিইসি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৪:৪৭:৫৭
মৃত ভোটার বাদ, নারী ভোটারের অতিরিক্ত সংখ্যা কমানো হয়েছে: সিইসি
ছবি: সংগৃহীত

মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের অতিরিক্ত সংখ্যা কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতিমধ্যেই অনেক দূর এগিয়েছে।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে তিনি এই তথ্য জানান। খবর বাসসের।

ভোটাধিকার ও সংস্কার

সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় বেশিরভাগ প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তিনি জানান, নয়টি আইন সংশোধন প্রক্রিয়াধীন রয়েছে, যা নির্বাচনের স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াবে।

তিনি বলেন, এবার নির্বাচন কমিশন নিশ্চিত করবে যে, সব ভোটার ভোট দিতে পারবেন। প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এছাড়াও, অতীতে ভোট দিতে না পারা রিটার্নিং অফিসার, ভোটগ্রহণ কর্মকর্তা, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও এবার ভোট দিতে পারবেন।

সংলাপের মূল উদ্দেশ্য ছিল নির্বাচনের প্রস্তুতি, চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে সুশীল সমাজের মতামত গ্রহণ করা। সংলাপে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, কমিশনের সিনিয়র সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবায়েত ফেরদৌস সহ আরও ১৩ জন বিশিষ্ট ব্যক্তি অংশ নেন।


হাজী সেলিমের বাড়ি ঘিরে যৌথবাহিনীর অভিযান

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৪:২৯:০৩
হাজী সেলিমের বাড়ি ঘিরে যৌথবাহিনীর অভিযান
ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়ি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে এই অভিযান শুরু হয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তা চলছিল।

ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনটির ম্যানেজারকে আটক করা হয়েছে।

যৌথবাহিনী জানায়, গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনে উদ্ধার করা গাড়িগুলোর মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়িও ছিল। তবে বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর হাজী সেলিম এবং তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তার আরেক ছেলে ইরফান সেলিম পলাতক রয়েছেন।


নাটোর: মাদ্রাসার টাকা তুলতে গিয়ে গণপিটুনির শিকার তিন খাদেম

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১১:৩৪:৪৩
নাটোর: মাদ্রাসার টাকা তুলতে গিয়ে গণপিটুনির শিকার তিন খাদেম
ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার সাহায্যের টাকা তুলতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন তিন ব্যক্তি। এ সময় এলাকাবাসী তাদের মাথার চুল কেটে দেয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে এই ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার তিনজন হলেন: পাবনা জেলার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা পাড়া গ্রামের মো. আনোয়ার হোসেন (৩০), মো. রফিকুল ইসলাম (৩৬) এবং মো. মামুন হোসেন (২৩)।

সন্দেহ ও গণপিটুনি

এলাকাবাসী জানায়, এই তিনজন ব্যক্তি সিংড়া চলনবিল আল-জামিয়া মহিলা মাদ্রাসার নামে রশিদ দেখিয়ে দোকানে দোকানে ও বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছিলেন। তাদের আচরণে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা তিনজনকেই আটক করে একটি দোকানের মধ্যে আটকে রাখেন।

পরে স্থানীয়রা তাদের মাথার চুল কেটে দেয় এবং গণপিটুনি দেয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ গণপিটুনির শিকার তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পাঠকের মতামত: