ভোলার হাসপাতাল যেন তেলাপোকার রাজত্ব!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৮ ১০:২১:৩৪
ভোলার হাসপাতাল যেন তেলাপোকার রাজত্ব!

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভয়াবহ তেলাপোকা সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। চিকিৎসা নিতে এসে এ ধরনের অস্বাস্থ্যকর ও অমানবিক পরিস্থিতির মুখোমুখি হয়ে রীতিমতো অসুস্থতা বেড়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন অনেকে। ইউনিটগুলোতে যেদিকে চোখ যায় সেদিকেই দেখা যাচ্ছে ছোট-বড় তেলাপোকা ঘোরাফেরা করছে, এমনকি রোগীদের খাবার ও বিছানাতেও পোকাগুলো দখল করে বসে আছে।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের প্রায় প্রতিটি ইউনিটে তেলাপোকার অবস্থান স্পষ্ট। রোগীদের শয্যা, খাবার ও এমনকি রোগীদের শরীরেও মাঝেমধ্যে পড়তে দেখা গেছে পোকাগুলো। রোগীরা গরমের মধ্যেও নিজেদের পুরো শরীর ঢেকে রাখতে বাধ্য হচ্ছেন কেবল এই পতঙ্গের যন্ত্রণায় রক্ষা পেতে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী রোগীরাই এই অব্যবস্থাপনার শিকার।

ভোলা সদর উপজেলার নবীপুর গ্রামের আব্দুল খালেক বলেন, “দিনে তেলাপোকার পরিমাণ কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর থেকেই এদের উৎপাত ভয়াবহ আকার ধারণ করে।” চরফ্যাশন থেকে আসা রোগী নুরে আলম বলেন, “শরীরের যন্ত্রণার চেয়ে তেলাপোকার যন্ত্রণাই এখন বড় মনে হচ্ছে।”

রোগীদের খাবার নিয়ে আসা স্বজনরাও অভিযোগ করছেন, বারবার খাবারে তেলাপোকা ঢুকে পড়ায় তা ফেলে দিতে হচ্ছে। রোগী ও তার স্বজনদের জন্য এটি আর্থিক ও মানসিকভাবে আরও বড় ধাক্কা।

স্বজন কহিনুর বেগম ও ইয়াসমিন আক্তার জানান, “আমরা খাবার এনেও ফেলতে বাধ্য হচ্ছি। সব সময় নজর রাখা সম্ভব হয় না। পোকাগুলো দ্রুত খাবারে ঢুকে পড়ে।” শিশুদের নিয়ে হাসপাতালে থাকা আরও কয়েকজন জানান, শিশু রোগীরা ভয়ে কাঁপছে, ঘুমাতে পারছে না।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তায়েবুর রহমান স্বীকার করেছেন, তেলাপোকার সমস্যা বিদ্যমান এবং ইতিমধ্যে দুই দফা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তবে রোগীর চাপ বেশি থাকায় পুরোপুরি সমাধান বিলম্বিত হচ্ছে। তিনি জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে পুরোপুরি তেলাপোকা নিধনের পদক্ষেপ নেওয়া হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন একটি গুরুত্বপূর্ণ জেনারেল হাসপাতালে পোকামাকড়ের এমন দৌরাত্ম্য উদ্বেগজনক। এটি কেবল রোগীদের চিকিৎসা গ্রহণের পরিবেশকেই ঝুঁকিপূর্ণ করছে না, বরং রোগ সংক্রমণের ঝুঁকিও বহুগুণ বাড়িয়ে তুলছে। সরকার ও স্থানীয় প্রশাসনের এ বিষয়ে জরুরি হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ