ভারতে পালাতে গিয়ে ধরা যুবলীগ নেতা!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৭ ২১:৩১:৩০
ভারতে পালাতে গিয়ে ধরা যুবলীগ নেতা!

ভারতে পালানোর সময় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলামকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে তিনি পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে উপস্থিত হলে সফটওয়্যারে তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলার তথ্য উঠে আসে।

গ্রেফতার হওয়া জুবায়ের ইসলাম (৫৮) রাজশাহীর তানোর উপজেলার সাদিপুর এলাকার বাসিন্দা ও মৃত আবু বাক্কারের ছেলে।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের টু-আইসি (টু ইনচার্জ) তারেক মাহমুদ সাংবাদিকদের জানান, ইমিগ্রেশনে যাত্রীদের নিয়মিত তথ্য যাচাইয়ের অংশ হিসেবে জুবায়ের ইসলামের নাম স্ক্যান করার পর রাজশাহীর তানোর থানায় তার বিরুদ্ধে দুটি নিয়মিত মামলা থাকার বিষয়টি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে তাকে আটক করে স্থানীয় দর্শনা থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২3 সালের সেপ্টেম্বর মাসে দায়ের হওয়া ওই মামলাগুলোতে তার বিরুদ্ধে সংঘর্ষ সৃষ্টি, রাজনৈতিক সহিংসতা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন অবস্থায় রয়েছে এবং পুলিশ বলছে, তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, গ্রেফতার এড়াতে এবং সীমান্ত পার হয়ে দেশত্যাগের উদ্দেশ্যেই তিনি দর্শনা চেকপোস্টে হাজির হয়েছিলেন। তবে সফটওয়্যারভিত্তিক ইমিগ্রেশন নজরদারির কারণে তার পরিকল্পনা ব্যর্থ হয়।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলেও আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয়ভাবে জুবায়ের ইসলামের ভবিষ্যৎ অবস্থান নিয়েও আলোচনা শুরু হয়েছে।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ