লালমনিরহাটে সাবেক প্রতিমন্ত্রীর বিলাসবহুল গাড়ি আটক

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৬ ১৭:৪০:০৮
লালমনিরহাটে সাবেক প্রতিমন্ত্রীর বিলাসবহুল গাড়ি আটক

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের মালিকানাধীন একটি বিলাসবহুল টয়োটা গাড়ি স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন। সোমবার (১৬ জুন) সকালে কাকিনা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় গাড়িটি দোলাপাড়া এলাকা থেকে বেরিয়ে যাচ্ছিল বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে হাতীবান্ধা উপজেলার দোলাপাড়ার একটি বাড়ি থেকে সন্দেহজনকভাবে গাড়িটি রওনা হলে আশপাশের বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করে। এরপরই তারা গাড়িটির পিছু নেন। প্রায় ৪০ কিলোমিটার ধাওয়া করে কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজার সংলগ্ন একটি পেট্রোলপাম্পের কাছে গাড়িটিকে থামাতে সক্ষম হন। সেখানে স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি জব্দ করে পুলিশে খবর দেওয়া হয়।

পরে কালীগঞ্জ থানার পুলিশ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায় এবং সঙ্গে থাকা গাড়িচালক কাজল চন্দ্র রায় (৪২) এবং তার সহকারী আবদুল আজিজ (৫২)-কে হেফাজতে নেয়। কাজল লালমনিরহাটের ভেলাগুড়ি ও আজিজ দোলাপাড়ার বাসিন্দা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, প্রাথমিক তদন্ত এবং বিআরটিসির নথিপত্র যাচাই করে নিশ্চিত হওয়া গেছে গাড়িটির মালিক সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। গাড়িটির চলাচল, ব্যবহারের বৈধতা এবং সংশ্লিষ্ট অন্যান্য দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে।

তবে কী কারণে ও কী উদ্দেশ্যে গাড়িটি ওই এলাকায় অবস্থান করছিল বা কারা এটি ব্যবহার করছিল তা নিয়ে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

এ ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগসূত্র রয়েছে কিনা কিংবা এটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অংশ কি না, তা নিয়েও সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ