আওয়ামী লীগ নেতার মাল্টা বাগানে দুর্বৃত্তদের হামলা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৬ ১০:৩৭:৩৬
আওয়ামী লীগ নেতার মাল্টা বাগানে দুর্বৃত্তদের হামলা

মাগুরা সদরের জগদল ইউনিয়নে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে শতাধিক মাল্টা ও ৬০টি সুপারি গাছ। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ক্ষতিগ্রস্ত কৃষক মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস দাবি করেছেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে তার মাছের ঘের ঘেঁষে রোপণকৃত এই গাছগুলো কেটে ফেলে গেছে, যার ফলে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত রোববার (১৫ জুন) দিবাগত রাতে জেলার জগদল ইউনিয়নের নরসিংহাটী এলাকায়। ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলম মাগুরা সদর থানা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য এবং তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় কৃষিকাজের পাশাপাশি মাছ চাষ করে আসছেন।

তিনি জানান, পাঁচ বছর আগে ২ বিঘা জমিতে মাছের ঘের স্থাপন করার পাশাপাশি ঘেরের চারপাশে বাউরি করে মাল্টা ও সুপারি গাছ রোপণ করেন। গত তিন বছর ধরে গাছগুলোতে নিয়মিত ফল আসছিল এবং চলতি বছর ছিল বাম্পার ফলনের সম্ভাবনা। তার আশা ছিল, এ বছর মাল্টা বিক্রি করে ভালো লাভ করবেন। কিন্তু দুর্বৃত্তদের এই ন্যক্কারজনক কাণ্ডে সে স্বপ্ন ভেঙে যায়।

ভোরে ঘেরের কর্মচারী মো. বিল্লাল শেখ ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় ইউনিয়ন বিট অফিসারের কাছে মৌখিকভাবে অভিযোগ জানান।

এ প্রসঙ্গে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এখনো পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতা নাকি প্রতিহিংসার জের ধরে এই হামলা সংঘটিত হয়েছে তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। জাহাঙ্গীর আলম বিশ্বাস দাবি করেছেন, এটি উদ্দেশ্যমূলক এবং পরিকল্পিত হামলা, যা শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, তাকে মানসিকভাবেও বিপর্যস্ত করে তুলেছে।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ