রবীন্দ্রনাথের স্মৃতিধন্য কাছারিবাড়িতে হামলা: সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালইয়ের বিবৃতি যা বলছে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৩ ১৫:৪৮:২৪
রবীন্দ্রনাথের স্মৃতিধন্য কাছারিবাড়িতে হামলা: সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালইয়ের বিবৃতি যা বলছে

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে দর্শনার্থীর সঙ্গে কর্মচারীর বিরোধ, পরে জনতার হামলা ও কর্মচারী মারধরের ঘটনায় বিবৃতি দিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ঘটনাটি দুঃখজনক হলেও রবীন্দ্রস্মৃতিবিজড়িত কোনো নিদর্শনের ক্ষতি হয়নি এবং এর পেছনে কোনো সাম্প্রদায়িক বা রাজনৈতিক উদ্দেশ্য ছিল না।

গত ৮ জুন পার্কিং টিকিট নিয়ে ভুল বোঝাবুঝির জেরে দর্শনার্থী শাহনেওয়াজ ও প্রত্নতত্ত্ব বিভাগের কাস্টডিয়ান হাবিবুর রহমানের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয়। পরে অভিযোগ ওঠে শাহনেওয়াজকে মারধর করে আটকে রাখা হয়েছিল। এর প্রতিবাদে ১০ জুন স্থানীয় জনতা মানববন্ধন করে দায়ীদের শাস্তির দাবি জানায়। উত্তপ্ত জনতা এরপর কাছারিবাড়ির ভেতরে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও কর্মচারী মারধরের ঘটনা ঘটে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে জানানো হয়, জেলা প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। কাছারিবাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আজ (শুক্রবার) থেকে তা পুনরায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, কাছারিবাড়ি একটি সংরক্ষিত পুরাকীর্তি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই বসে 'চোখের বালি', 'পোস্টমাস্টার', 'সমাপ্তি'সহ বহু কালজয়ী সাহিত্যকর্ম রচনা করেছিলেন। প্রতিবছর দেশ-বিদেশ থেকে অসংখ্য দর্শনার্থী এই নিদর্শন দেখতে আসেন।

মন্ত্রণালয় আরও জানায়, কবিগুরুর ১৬৪তম জন্মবার্ষিকীও সদ্য সমাপ্ত হয়েছে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায়, যা শিলাইদহ, পতিসর এবং শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়।

-অনন্যা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ