ভাগ্নে বাদ, মামা ইন: জেনেলিয়ার নায়ক এবার আমির খান!

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান, যিনি দীর্ঘদিন ধরেই ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামেই পরিচিত, আবারও শিরোনামে উঠে এসেছেন। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তাঁর নতুন ছবি এবং সহ-অভিনেত্রীর সঙ্গে বয়সের পার্থক্য। ২০ জুন মুক্তি পেতে চলেছে আমির অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘সিতারে জমিন পর’, যা ২০০৭ সালের ব্লকবাস্টার ‘তারে জমিন পর’-এর সিকুয়েল।
এই ছবিতে আমিরের বিপরীতে রয়েছেন অভিনেত্রী জেনেলিয়া ডি সুজা, যিনি আমিরের থেকে ২২ বছরের ছোট। আমিরের বয়স বর্তমানে ৬০, আর জেনেলিয়ার ৩৮। সিনেমায় দু’জনের মধ্যে প্রেমঘন দৃশ্যও রয়েছে, যা নিয়েই সমালোচনার সূত্রপাত। এক সময় জেনেলিয়ার নাম আমিরের ভাগ্নে ইমরান খানের সঙ্গে জড়ানো হয়েছিল, বিশেষত তাদের 'জানে তু ইয়া জানে না' ছবির পর। সেই ইমরানের মামাই এখন পর্দায় জেনেলিয়ার নায়ক এই বিষয়টিও বলিপাড়ায় চর্চার জন্ম দিয়েছে।
তবে সমালোচনার জবাব দিয়েছেন আমির নিজেই। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বয়সের ফারাক নিয়ে আমিও ভেবেছি। কিন্তু আমাদের দু’জনের চরিত্রই চল্লিশোর্ধ্ব। তাছাড়া, বর্তমান প্রযুক্তি যেমন VFX আমাদের অনেক বেশি সুযোগ করে দিয়েছে।”
তিনি আরও যোগ করেন, “আগে ১৮ বছর বয়সি চরিত্রে অভিনয়ের জন্য প্রসথেটিক মেকআপ দরকার হতো। এখন VFX দিয়ে অনেক বাস্তবসম্মতভাবে সেটা সম্ভব। তাই আজকের দিনে বয়স আর কোনো বড় বাধা নয়।”
উল্লেখ্য, আমির খান শেষ অভিনয় করেছিলেন ২০২২ সালের ‘লাল সিং চাড্ডা’ ছবিতে, যা বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। সেই ব্যর্থতার পর তিনি অভিনয় থেকে বিরতি নেন। ‘সিতারে জমিন পর’ দিয়ে সেই বিরতি ভেঙে তিনি আবারও বলিউডে ফিরছেন।
এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ দেখা যাচ্ছে। ছবির বিষয়বস্তু, চরিত্রের পরিণততা এবং আমির-জেনেলিয়ার নতুন জুটিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।
দর্শকের অপেক্ষা এখন ২০ জুন পর্দায় কেমন বাজিমাত করেন মিস্টার পারফেকশনিস্ট, সেটাই দেখার।
-ইসরাত, নিজস্ব প্রতিবেদক
দুই বাংলায় সাড়া ফেলতে আসছে চঞ্চল চৌধুরীর নতুন চমক
ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা ব্রাত্য বসু, যিনি মোশাররফ করিমকে নিয়ে নির্মিত ‘হুব্বা’ ছবির মাধ্যমে দুই বাংলাতেই সাড়া ফেলেছিলেন, এবার আবারও বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় অভিনেতাকে নিয়ে নতুন সিনেমা নির্মাণে যাচ্ছেন। নতুন ছবির নাম ‘শেকড়’, যেখানে মুখ্য ভূমিকায় থাকবেন বাংলাদেশের অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘শেকড়’ নির্মিত হচ্ছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে। ছবির কাহিনি গড়ে উঠেছে পাশাপাশি অবস্থিত দুটি গ্রামের এক বৃদ্ধ ও এক বৃদ্ধার জীবনের আবর্তে। এই গল্পে চঞ্চল চৌধুরী অভিনয় করছেন এক গ্রামের যুবকের ভূমিকায়, যিনি বৃদ্ধের ছেলে। বৃদ্ধের চরিত্রে থাকবেন অভিজ্ঞ অভিনেতা লোকনাথ দে, আর ছেলের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন পৌলমী বসু।
শুধু তাই নয়, ছবিতে আরও থাকছেন পশ্চিমবঙ্গের সাবেক সাংসদ কুণাল ঘোষ, যিনি একজন প্রভাবশালী রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করবেন। এ ছাড়াও টালিউডের বিখ্যাত অভিনয়শিল্পী সীমা বিশ্বাস, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসূয়া মজুমদার, অনুজয় চট্টোপাধ্যায় এবং লোকনাথ দে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন।
ছবির প্রযোজনায় আছেন ফিরদৌসুল হাসান, যিনি এর আগে একাধিক প্রশংসিত ছবির প্রযোজনা করেছেন। সংগীত পরিচালনায় থাকছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, যিনি আবহসঙ্গীত ও গান দিয়ে ছবির আবেগকে আরও গভীর করবেন। ক্যামেরার দায়িত্বে রয়েছেন সৌমিক হালদার, যিনি সিনেমাটির ভিজ্যুয়াল আঙ্গিককে শৈল্পিক উচ্চতায় নিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।
‘শেকড়’-এর শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বরে ভারতের বেনারসে। মনোরম লোকেশনে ছবির অধিকাংশ দৃশ্য ধারণ করা হবে। সবকিছু ঠিক থাকলে ছবিটি আগামী বছরের জানুয়ারি মাসে মুক্তি পাবে, যা নতুন বছরের শুরুতেই দুই বাংলার দর্শকের জন্য হতে যাচ্ছে এক বিশেষ উপহার।
ব্রাত্য বসুর এই নতুন উদ্যোগ দুই বাংলার চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ সৃষ্টি করেছে। বিশেষ করে চঞ্চল চৌধুরীর ভক্তরা অপেক্ষা করছেন তার নতুন চরিত্রে অনবদ্য অভিনয় দেখার জন্য। ‘হুব্বা’-এর মতো ‘শেকড়’-ও হতে পারে দুই বাংলার সিনেমাপ্রেমীদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু।
-অনন্যা
শুটিংয়ে সালমান খানকে কষে চড়!
বলিউড সুপারস্টার সালমান খান—যিনি দুনিয়াজুড়ে বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগীর পাশাপাশি সহকর্মীদের কাছ থেকেও সমীহ পান। বলিউডে অনেকের কাছে তিনি বন্ধুর মতো নির্ভরযোগ্য, আবার শত্রুতার ক্ষেত্রে আপসহীন হিসেবেও পরিচিত। কিন্তু এই জনপ্রিয় অভিনেতার গায়ে হাত তুলেছিলেন এক সহ-অভিনেতা, তাও আবার জোরে চড় মেরে। ঘটনাটি সম্প্রতি নিজেই জানিয়েছেন ‘তাণ্ডব’ ও ‘ক্রিমিনাল জাস্টিস’ খ্যাত অভিনেতা জিশান আয়ুব।
এক সাক্ষাৎকারে জিশান জানান, সালমান খানকে চড় মারার পর তিনি চরম দুশ্চিন্তায় পড়ে যান। ভেবেছিলেন, হয়তো এই ঘটনার পর তার অভিনয় ক্যারিয়ার আর এগোবে না। তবে ঘটনাটি ছিল সম্পূর্ণ চিত্রনাট্যের প্রয়োজনে। কবীর খান পরিচালিত ‘টিউবলাইট’ ছবির একটি দৃশ্যে তাকে সালমান খানের চরিত্রকে থামিয়ে সজোরে চড় মারতে হয়, যার পর সালমানের চরিত্রটি একটি ছোট্ট সেতু থেকে নিচে পড়ে যায়।
জিশান বলেন, “এটি ছিল আমার সালমান স্যারের সঙ্গে প্রথম দেখা। আর সেই প্রথম সাক্ষাৎেই এমন দৃশ্য অভিনয় করতে হলো। শুটিংয়ের আগে থেকেই আমি ভয়ে কাঁপছিলাম। মনে হচ্ছিল, তিনি যদি রেগে যান তবে আমার ক্যারিয়ার সেখানেই শেষ হয়ে যাবে। তাই দূর থেকে আস্তে করে মারছিলাম, কিন্তু তখন দৃশ্যটি খুবই কৃত্রিম লাগছিল।”
তিনি আরও জানান, সালমান খান নিজেই তাকে থামিয়ে বলেন “আবার কাছ থেকে মারো।” কিন্তু ততক্ষণে তার বুক কাঁপছে ভয় ও শঙ্কায়। শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে কষে এক চড় মারেন জিশান, এবং মনে মনে ভাবেন এটাই হয়তো জীবনের শেষ অভিনয়।
কিন্তু শুটিং শেষে তিনি বুঝতে পারেন, সালমান খান অত্যন্ত পেশাদার। দৃশ্যটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর সালমান নিজেই তার প্রশংসা করেন। এই প্রশংসাই জিশান আয়ুবের মনে স্বস্তি এনে দেয় এবং তাকে বুঝিয়ে দেয় যে পেশাদারিত্বে সালমান খান কতটা উদার ও সহযোগিতাপূর্ণ।
-অনন্যা
৪০০ কোটি টাকার বাজেট, ৬ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি ‘ওয়ার ২’
বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার ২’ মুক্তি পেয়েছে আজ। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবিতে অ্যাকশন, ভিএফএক্স এবং বলিউড ও দক্ষিণের সুপারস্টারদের এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে। হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের মতো দুই তারকাকে একসঙ্গে দেখার সুযোগ পেয়ে দর্শকরা মুগ্ধ। এই ছবির মাধ্যমে পরিচালক অয়ন মুখোপাধ্যায় যেন এক জাদুকরি অ্যাকশন-অ্যাডভেঞ্চার উপহার দিয়েছেন।
'ওয়ার ২' সিনেমার গল্পে দেখা যাবে দেশপ্রেমিক মেজর কবির (হৃতিক) এবং বিক্রম (এনটিআর) ভিন্ন আদর্শের কারণে মুখোমুখি হয়। এই লড়াই ইউরোপের গলি থেকে মধ্যপ্রাচ্যের মরুভূমি পর্যন্ত বিস্তৃত। সম্প্রতি প্রকাশিত ‘জনাব-এ-আলি’ গানের ঝলকে দেখা গেছে, ড্যান্স ফ্লোরেও তারা একে অপরের সঙ্গে সমান তালে পাল্লা দিয়েছেন। মাত্র ৩৫ সেকেন্ডের এই ঝলক দেখে ভক্তরা বলছেন, “এবার একেবারে শেয়ানে শেয়ানে টক্কর।”
এই সিনেমার শুটিংয়ে অনেক রোমাঞ্চকর ঘটনা ঘটেছে। স্পেনে একটি গাড়ি ধাওয়ার দৃশ্যে হৃতিকের গাড়ি নিয়ন্ত্রণ হারালেও তিনি স্টান্ট শেষ করে থেমেছিলেন। অন্যদিকে আবুধাবিতে এনটিআরকে ঠান্ডা পানিতে দুই ঘণ্টা কাটাতে হয়েছিল। ছবিতে কিয়ারা আদভানিকে একজন সাহসী কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে।
প্রায় ৪০০ কোটি টাকার বাজেটে নির্মিত এই সিনেমাটি ভারতজুড়ে সাড়ে ৬ হাজার প্রেক্ষাগৃহে হিন্দি, তেলেগু এবং তামিল ভাষায় মুক্তি পেয়েছে। ছবির শেষে রয়েছে দুটি চমক, যা যশরাজ স্পাই ইউনিভার্সের পরবর্তী অধ্যায়ের রহস্য উন্মোচন করবে।
রেকর্ড গড়া বিচ্ছেদ: হৃতিক-সুজানের ডিভোর্সে ৫২৭ কোটি টাকা!
বলিউডের তারকাদের বিচ্ছেদ মানেই আলোচনা। কিন্তু সেই বিচ্ছেদ যদি হয় বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও সুজান খানের, তাহলে তো কথাই নেই। তাদের ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি ছিল বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল। এই বিচ্ছেদে সুজানের প্রাপ্ত অর্থের পরিমাণ এখনো রেকর্ড হয়ে আছে।
হৃতিক রোশন (নির্মাতা রাকেশ রোশনের ছেলে) এবং সুজান খান (অভিনেতা সঞ্জয় খানের মেয়ে) ছিলেন শৈশবের বন্ধু। ‘কাহো না পেয়ার হ্যায়’ (২০০০) ছবি দিয়ে হৃতিক যখন বলিউডে পা রাখেন, তখনই সুজানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। চার বছর প্রেমের পর ২০০০ সালের ২০ ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই ছেলে রয়েছে - হৃহান (জন্ম ২০০৬) এবং হৃদান (জন্ম ২০০৯)।
২০১০ সালে ‘কাইটস’ ছবির শুটিং চলাকালে তাদের সম্পর্কে ফাটল ধরার গুঞ্জন ওঠে। এরপর ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও তারা বন্ধু হিসেবেই রয়েছেন এবং দুই ছেলের যৌথ অভিভাবকত্ব পালন করছেন। প্রায়শই তাদের সন্তানদের সঙ্গে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায়।
বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিচ্ছেদ নিষ্পত্তিতে সুজান প্রায় ৩৮০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২৭ কোটি টাকা) পেয়েছিলেন। এটিই বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ হিসেবে রেকর্ড গড়ে। যদিও এই বিপুল পরিমাণ অর্থ নগদ, সম্পত্তি বা অন্য কোনো সম্পদের মাধ্যমে দেওয়া হয়েছিল, তা এখনো প্রকাশ করা হয়নি।
বর্তমানে হৃতিক রোশন অভিনেত্রী সাবা আজাদ-এর সঙ্গে সম্পর্কে রয়েছেন, অন্যদিকে সুজান খান সম্পর্ক করছেন আর্সলান গোনির সঙ্গে। হৃতিককে শিগগিরই দেখা যাবে তার নতুন ছবি ‘ওয়ার ২’-তে, যা ১৪ আগস্ট মুক্তি পাবে।
তথ্যসূত্র: ডিএনএ
প্রথমবার একসঙ্গে পর্দায় মিথিলা ও মেয়ে আইরা
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী রাফিয়াত রশিদ মিথিলা এবং তাঁর মেয়ে আইরা সম্প্রতি প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একটি বিজ্ঞাপনচিত্রে। এটি আইরার অভিনয়জীবনের প্রথম কাজ, আর সেই অভিষেকেই সহশিল্পী হিসেবে ছিলেন তাঁর মা। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা পিপলু আর খান এবং এটি একটি প্রসাধনী পণ্যের জন্য তৈরি।
বিজ্ঞাপনটিতে আইরার যুক্ত হওয়ার প্রেক্ষাপট তুলে ধরে মিথিলা জানান, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রথমে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তারা একটি মা ও টিনএজ মেয়েকে কেন্দ্র করে একটি গল্পভিত্তিক বিজ্ঞাপনচিত্র নির্মাণের প্রস্তাব দেন। মিথিলা বলেন, "আমরা মা-মেয়ে দু’জনই অনেকটা বন্ধুর মতো, তাই তাদের কনসেপ্ট আমাদের বাস্তব জীবনের সঙ্গে স্বাভাবিকভাবে মিলে যায়। সেই বিষয়টি বিবেচনা করেই রাজি হয়েছিলাম।"
তিনি আরও যোগ করেন, যদিও এটি একটি বিজ্ঞাপনচিত্র, তবুও এখানে অভিনয়ের প্রয়োজন ছিল। সেই অর্থে এটি আইরার প্রথম অভিনয়। মিথিলার ভাষায়, "গল্পটা শোনার পরই আইরা আগ্রহ প্রকাশ করেছিল। পরবর্তীতে অডিশন নেওয়া হয় এবং সেখানে সে বেশ ভালো পারফর্ম করে। তবে শুটিংয়ের শুরুর দিকে সে কিছুটা নার্ভাস ছিল, যা নির্মাতা পিপলু আর খান দক্ষতার সঙ্গে সামলে দেন।"
মিথিলা জানান, শুটিংটি গত জুলাই মাসের শেষ সপ্তাহে সম্পন্ন হয়। মা-মেয়ের জন্য দিনটি অন্যসব দিনের মতোই শুরু হয়েছিল, তবে আইরার জন্য এটি ছিল সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। পূর্বে ক্যামেরার সামনে কাজ না করায় সকাল থেকে রাত পর্যন্ত শুটিং করা তার জন্য বেশ কষ্টকর ছিল। মিথিলা বলেন, "এটি তার প্রথমবারের মতো দীর্ঘ সময়ের শুটিং। ক্লান্তি আসলেও আইরা দৃঢ়তার সঙ্গে কাজ শেষ করেছে, যা আমাকে গর্বিত করেছে।"
-শরিফুল
দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ গড়ল মুক্তির আগে রেকর্ড
প্রায় ১০ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে টালিউডে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ধূমকেতু। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাওয়া এ ছবিটি ইতোমধ্যেই বক্স অফিসে মুক্তির আগেই সাড়া ফেলে দিয়েছে। শুরু হয়ে গেছে অগ্রিম টিকিট বিক্রি, আর তাতেই ভেঙে যাচ্ছে একের পর এক রেকর্ড। কলকাতায় ধূমকেতু টিকিটের চাহিদায় ওয়ার ২ এবং কুলির মতো আলোচিত ছবিকেও পিছনে ফেলেছে।
হল মালিকরা দর্শকদের আগ্রহ মেটাতে অতিরিক্ত শো টাইম যুক্ত করতে বাধ্য হচ্ছেন। এমনকি টালিউডে নজিরবিহীনভাবে সকাল ৭টার শোও চালু হয়েছে, যা প্রথম দিনেই হাউজফুল হয়ে গেছে। বিশেষ করে কলকাতার সাউথ সিটি মলের আইনক্সে এই সকালবেলার শো হাউজফুল হয়ে বাংলা সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে।
দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি দীর্ঘদিন পর ধূমকেতু-র মাধ্যমে ফিরছে বড় পর্দায়। একসময় তারা বাস্তব জীবনেও প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন, তবে বিচ্ছেদের পর আর কোনো প্রজেক্টে একসঙ্গে কাজ করেননি। ধূমকেতু ছবিটি সেই বিচ্ছেদের সময়েই ফ্লোরে গেলেও নানা জটিলতায় আটকে যায় মুক্তি। ফলে প্রায় এক দশক ধরে দর্শকরা এ জুটিকে একসঙ্গে পর্দায় দেখতে পাননি।
এবার মুক্তির আগে ছবিটির প্রতি উন্মাদনা আরও বেড়ে যায় ধূমকেতু-র ট্রেলার লঞ্চ ইভেন্টে। সেখানে প্রায় ১০ বছর পর দেব ও শুভশ্রী একই মঞ্চে হাজির হন, একসঙ্গে নাচেন এবং আড্ডা দেন, যা ‘দেশু’ ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এর প্রভাব সরাসরি দেখা যাচ্ছে অগ্রিম টিকিট বিক্রিতে—মুক্তির আগেই ছবিটি ‘হিট’ ঘোষণার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
নির্মাতা ও অভিনেতা দেব তার অফিসিয়াল পেজে ১২ আগস্ট এই হাউজফুলের সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন এবং জানান, ভারতজুড়ে ধূমকেতু মুক্তি পাবে ২২ আগস্ট। ফলে কেবল কলকাতা নয়, সারা ভারতেই ছবিটি নিয়ে প্রত্যাশা তুঙ্গে।
-অনন্যা
আগামীকাল জানাজার ঘোষণা দিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম
দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি বেশি পরিচিত হিরো আলম নামে, আগামীকাল বুধবার নিজ বাসায় জানাজার আয়োজনের কথা ঘোষণা করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) নিজের ফেসবুক পেজে তিনি এই ঘোষণা দেন।
কয়েক মাস ধরে তার স্ত্রী রিয়া মনিকে কেন্দ্র করে নানা ঘটনা ও আলোচনা চলছিল। সম্প্রতি হিরো আলম এক নতুন অভিযোগ এনেছেন যে, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে সময় কাটাচ্ছেন।
তার প্রথম পোস্টে হিরো আলম লিখেছেন, “আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল—আমি এটা মেনে নিতে পারলাম না। আমি রিয়াল (সত্যি) ছিলাম। রিয়া মনিকে কত ভালোবাসি সেটা বুঝিয়ে দিতে আজকে নিজেকে শেষ করে দেখাবো। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।”
পরবর্তী পোস্টে তিনি জানান, “আমার তিন বাচ্চা এতিম হলে তার দায় রিয়া মনির। সে আমার জীবনটা শেষ করে দিয়েছে। বারবার মানসিক যন্ত্রণা দিয়ে আজ আমার জীবনটা শেষ করে দিলো।”
হিরো আলমের এই আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। তার ভক্তরা তাকে সমর্থন জানাচ্ছেন এবং তার জন্য দোয়া করছেন।
/আশিক
আইপিএলে দল কেনার ব্যাপারে মুখ খুললেন সালমান খান
ভারতের আইপিএল নিয়ে সালমানের রসিকতা: ‘বুড়ো হয়ে গেছি, আর দল কেনার বয়স নেই’
ভারতের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হতেই দেশ-বিদেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহের ঢেউ চলছে। বলিউডের শীর্ষ তারকাদের মধ্যে শাহরুখ খান, জুহি চাওলা ও প্রীতি জিন্তা ইতোমধ্যেই আইপিএল দলের মালিক হয়েছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, আইপিএল দলে কি কখনো মালিক হবেন বলিউড সুপারস্টার সালমান খান?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্ন করা হলে সালমান খান মজাদার জবাব দেন। তিনি বলেন, “আইপিএল টিম কেনার মতো বয়স আর নেই, আমি তো বুড়ো হয়ে গেছি।” সালমান আরও জানান, ২০০৮ সালে তার কাছে আইপিএল দল কেনার প্রস্তাব আসলেও তিনি সেটি নেননি। ভাইজানের ভাষায়, “আমার কোনো অনুশোচনা নেই, আমি মজাতেই রয়েছি।”
সালমানের এই রসিক মন্তব্য ইতোমধ্যেই তার ভক্তদের মধ্যে হাস্যরস ছড়িয়েছে এবং ক্রিকেট-ফ্যানদের মনে উচ্ছ্বাসের সঞ্চার করেছে। তবে তিনি নিজে আইপিএল দলে বিনিয়োগের কোনো পরিকল্পনা না রাখলেও এই প্রশ্ন নিয়ে তার কথাগুলো সকলের মনোরঞ্জনের এক সুন্দর উপাদান হয়ে উঠেছে।
/আশিক
ব্যক্তিগত আক্রমণ নিয়ে মুখ খুললেন দেব, রাজ-রুক্মিণীর কাছে ক্ষমা চাইলেন
দীর্ঘ এক দশক পর আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। ‘ধূমকেতু’ চলচ্চিত্রের মাধ্যমে তাদের এই প্রত্যাবর্তনের খবর প্রকাশ পাওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস বেড়ে গেছে। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আগের রসায়ন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
তবে উচ্ছ্বাসের পাশাপাশি নেটমাধ্যমে দেবের বর্তমান সঙ্গী রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও মিম ছড়িয়ে পড়ে। এ বিষয়ে নীরবতা ভেঙে সরাসরি প্রতিক্রিয়া জানালেন দেব।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, “এটা দুঃখজনক যে কিছু মানুষ ভালো উদ্যোগকেও ইতিবাচকভাবে নিতে পারে না। রাজ ও রুক্মিণী বিষয়টি অত্যন্ত ধৈর্যের সঙ্গে সামলেছেন। পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, “রাজ ও শুভশ্রীর পরিবারের সমর্থন না থাকলে এই কাজ সম্ভব হতো না। একজন প্রযোজক হিসেবে আমি রাজ, শুভশ্রী ও রুক্মিণীর কাছে ব্যক্তিগত আক্রমণের জন্য ক্ষমা চাইছি।”
দেবের ভাষ্যে, দর্শকদের চাহিদা মেনে তিনি ও শুভশ্রী আবারও জুটি বাঁধছেন, যা কেবল নস্টালজিয়া ফিরিয়ে আনতে। কিন্তু কিছু মানুষ ব্যক্তিগত বিষয়ে আক্রমণ করছেন, যা তিনি একেবারেই সমর্থন করেন না। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, “এই ছবিতে সবার অবদান রয়েছে, বিশেষ করে রুক্মিণীর। আমি তাকে নিয়ে গর্বিত।”
/আশিক
পাঠকের মতামত:
- ৮১ বছরে বেগম খালেদা জিয়া: গণতন্ত্রের আপোষহীন কণ্ঠস্বর ও রাজনৈতিক উত্তরাধিকার
- দুই বাংলায় সাড়া ফেলতে আসছে চঞ্চল চৌধুরীর নতুন চমক
- নির্বাচন নিয়ে গুরুত্বপুর্ণ তথ্য দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
- ‘জাতির পিতা’ নয়, মুজিববাদ ফ্যাসিবাদ: নাহিদ ইসলাম
- জেড আই খান পান্নার গৃহবন্দি স্ট্যাটাসে তোলপাড়
- শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ঢাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা
- শেখ মুজিব: দেবতা, ভিলেন নাকি রাজনৈতিক ট্রাজেডির নায়ক?
- খালেদা জিয়ার জন্মদিনে ড. মুহাম্মদ ইউনূসের ফুলেল শুভেচ্ছা
- শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
- গবেষণায় উন্মোচিত খারাপ সিদ্ধান্তের মনস্তাত্ত্বিক কারণ
- ইউক্রেন যুদ্ধবিরতিতে পুতিনের পুতিনের মনোভাব জানালেন ট্রাম্প
- ৮১ বছরে খালেদা জিয়া: সংগ্রাম, কারাবাস ও রাজনৈতিক ইতিহাস
- শুটিংয়ে সালমান খানকে কষে চড়!
- ফ্রান্স থেকে ফিরে ‘ইন্টার্ন’ উপদেষ্টা দিয়ে দেশ চালাচ্ছেন ইউনূস: রাশেদ খান
- ১৫ আগস্টের আগে ঢাবি হলে শেখ হাসিনা-আ.লীগ ব্যঙ্গ করে নৃত্য-উল্লাস
- পারমাণবিক ব্ল্যাকমেল আর নয়: পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি মোদির
- বিচার-সংস্কার ছাড়া নির্বাচন পুরোনো সংকট ডেকে আনবে: ইউনূস
- হাঁসের মাংস: কী পরিমাণ এবং কোন পরিস্থিতিতে খাওয়া নিরাপদ?
- চূড়ান্ত বিপ্লবের পথে: চিন্তার পুনর্গঠন ও আত্মার জাগরণ
- ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি: ১৫ আগস্টকে কেন্দ্র করে মাঠে নামা যাবে না
- কেউ বাঁচবে না: গাজা নিয়ে নেতানিয়াহুর চরম হুঁশিয়ারি
- বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অনলাইনে আয়ের ৬টি সহজ উপায়
- ঢাবির হলে রাজনীতি নিষিদ্ধ হলেও বহাল থাকবে ছাত্রদলের কমিটিঃ রাকিব
- সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী: আজহারীর আবেগঘন পোস্টে লাখো অনুসারীর চোখে জল
- জানে আলম অপুর ভাইরাল ভিডিও নিয়ে রহস্য, কেন ইশরাকের বিরুদ্ধে অভিযোগ?
- রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- হাঁসের মাংসের খোঁজে’ গুলশানে আসিফ মাহমুদ, যা বললেন চাঁদাবাজির অভিযোগ নিয়ে
- আজানের পর দরুদ ও বিশেষ দোয়া: হাদিসে ক্ষমা ও সুপারিশের সুসংবাদ
- জাতীয় নির্বাচনের সব রহস্য ফাঁস হবে আগামী সপ্তাহেই
- ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলন, হাইকোর্টের কঠোর নির্দেশ
- নেতানিয়াহুকে ‘গ্রেফতারের’ ঘোষণা
- গুলশান চাঁদাবাজি ঘটনায় উপদেষ্টার সম্পৃক্ততা খোলাসা করা জরুরি: সালাহউদ্দিন আহমদ
- বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রা
- ১৪ আগস্ট ব্লক মার্কেটে বড় চুক্তি
- ১৪ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- ১৪ আগস্ট ডিএসইর দরপতনের শীর্ষ দশ শেয়ার
- ১৪ আগস্ট সেরা দশ লেনদেনকারী শেয়ার
- ধর্ষণ ও হত্যা করে গাছে ঝোলানো হলো ১৩ বছরের কিশোরীর লাশ
- পারমাণবিক শক্তির পর এবার পাকিস্তানের ‘রকেট ফোর্স’-শত্রুর জন্য কঠিন বার্তা
- ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে, স্কুলছাত্রকে ছুরিকাঘাতে খুন
- ৪০০ কোটি টাকার বাজেট, ৬ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি ‘ওয়ার ২’
- খসড়ায় বড় ঘোষণা: সংবিধানের ওপর প্রাধান্য পাবে ‘জুলাই সনদ’
- এক টাকা ঘুষ খেলেও ফাঁসি: ধর্ম উপদেষ্টার কড়া বার্তা
- বিশ্বে বায়ুদূষণের শীর্ষে হ্যানোয়, দূষিত শহরের তালিকা থেকে ঢাকার স্বস্তি
- পুতিনকে ‘গুরুতর পরিণতির’ হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
- শহীদ ইয়াকুবের মায়ের মর্মান্তিক জবানবন্দি: নির্দেশদাতা হিসেবে হাসিনার নাম
- স্মার্টফোনে চার্জিং বিপ্লব: ১০ মিনিটেই ফুল চার্জ হচ্ছে ব্যাটারি
- সুষ্ঠু নির্বাচনও একতরফা হতে পারে: ব্যারিস্টার ফুয়াদ
- অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে ‘এ++’ দিয়েছেন শফিকুল আলম
- শেষ ১০ মিনিটের নাটক: টটেনহামকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতল পিএসজি
- "Black Skin, White Masks": উপনিবেশবাদ, বর্ণবাদ ও মানসিক মুক্তির গভীর পাঠ
- ১৪ আগস্ট ব্লক মার্কেটে বড় চুক্তি
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ধ্বংসের ছায়া থেকে নতুন বিশ্বব্যবস্থার উত্থান
- শেখ মুজিব: দেবতা, ভিলেন নাকি রাজনৈতিক ট্রাজেডির নায়ক?
- পলাতক হারুন, বিপ্লবসহ ৪০ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
- ১২০ বার পেছালো সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার শুনানি
- চূড়ান্ত বিপ্লবের পথে: চিন্তার পুনর্গঠন ও আত্মার জাগরণ
- দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ গড়ল মুক্তির আগে রেকর্ড
- ঘণ্টায় প্রায় ১০০ উল্কা পড়ার মহাজাগতিক দৃশ্য বাংলাদেশ থেকে দেখার সুযোগ
- অবাধ লুটপাটে পাথরশূন্য হয়ে যাচ্ছে সিলেটের সাদাপাথর
- বেতন বৈষম্য দূরীকরণে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের ঘোষণা
- অনলাইনে কলেজে আবেদন: জানুন কলেজ চয়েজ পরিবর্তনের ধাপ
- সম্মতি ছাড়া ৫ মিনিট ধরে চুমু, শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েন রেখা
- ১৪ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- নিউটনের মহাকর্ষ সূত্রের ভুল খুঁজে পেলেন বাংলাদেশের আফসার আলী