ভাগ্নে বাদ, মামা ইন: জেনেলিয়ার নায়ক এবার আমির খান!

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৯ ২২:৪২:৫৩
ভাগ্নে বাদ, মামা ইন: জেনেলিয়ার নায়ক এবার আমির খান!

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান, যিনি দীর্ঘদিন ধরেই ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামেই পরিচিত, আবারও শিরোনামে উঠে এসেছেন। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তাঁর নতুন ছবি এবং সহ-অভিনেত্রীর সঙ্গে বয়সের পার্থক্য। ২০ জুন মুক্তি পেতে চলেছে আমির অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘সিতারে জমিন পর’, যা ২০০৭ সালের ব্লকবাস্টার ‘তারে জমিন পর’-এর সিকুয়েল।

এই ছবিতে আমিরের বিপরীতে রয়েছেন অভিনেত্রী জেনেলিয়া ডি সুজা, যিনি আমিরের থেকে ২২ বছরের ছোট। আমিরের বয়স বর্তমানে ৬০, আর জেনেলিয়ার ৩৮। সিনেমায় দু’জনের মধ্যে প্রেমঘন দৃশ্যও রয়েছে, যা নিয়েই সমালোচনার সূত্রপাত। এক সময় জেনেলিয়ার নাম আমিরের ভাগ্নে ইমরান খানের সঙ্গে জড়ানো হয়েছিল, বিশেষত তাদের 'জানে তু ইয়া জানে না' ছবির পর। সেই ইমরানের মামাই এখন পর্দায় জেনেলিয়ার নায়ক এই বিষয়টিও বলিপাড়ায় চর্চার জন্ম দিয়েছে।

তবে সমালোচনার জবাব দিয়েছেন আমির নিজেই। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বয়সের ফারাক নিয়ে আমিও ভেবেছি। কিন্তু আমাদের দু’জনের চরিত্রই চল্লিশোর্ধ্ব। তাছাড়া, বর্তমান প্রযুক্তি যেমন VFX আমাদের অনেক বেশি সুযোগ করে দিয়েছে।”

তিনি আরও যোগ করেন, “আগে ১৮ বছর বয়সি চরিত্রে অভিনয়ের জন্য প্রসথেটিক মেকআপ দরকার হতো। এখন VFX দিয়ে অনেক বাস্তবসম্মতভাবে সেটা সম্ভব। তাই আজকের দিনে বয়স আর কোনো বড় বাধা নয়।”

উল্লেখ্য, আমির খান শেষ অভিনয় করেছিলেন ২০২২ সালের ‘লাল সিং চাড্ডা’ ছবিতে, যা বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। সেই ব্যর্থতার পর তিনি অভিনয় থেকে বিরতি নেন। ‘সিতারে জমিন পর’ দিয়ে সেই বিরতি ভেঙে তিনি আবারও বলিউডে ফিরছেন।

এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ দেখা যাচ্ছে। ছবির বিষয়বস্তু, চরিত্রের পরিণততা এবং আমির-জেনেলিয়ার নতুন জুটিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

দর্শকের অপেক্ষা এখন ২০ জুন পর্দায় কেমন বাজিমাত করেন মিস্টার পারফেকশনিস্ট, সেটাই দেখার।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

প্রেস সচিবের বক্তব্যে বাকস্বাধীনতা, মব কালচার ও সাংবাদিকতার দ্বন্দ্ব: পাঠবিশ্লেষণ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি এক দীর্ঘ বক্তব্যে দেশের সাংবাদিকতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের অবস্থান নিয়ে বিস্তারিত... বিস্তারিত