২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি সিলেটে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০১ ১৪:০৪:১৬
২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি সিলেটে

সিলেটে মৌসুমি বৃষ্টিপাতের নতুন রেকর্ড হয়েছে। শনিবার (৩১ মে) ভোর ৬টা থেকে রোববার (১ জুন) ভোর ৬টা পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। যা চলতি বর্ষা মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ।

অতিবৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। নগরীর শাহজালাল উপশহর, মেজরটিলা, এমএজি ওসমানী মেডিকেল কলেজ এলাকা, সুবিদবাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে দ্রুত পানি নিষ্কাশনে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।

এদিকে ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে এবং সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় টানা বৃষ্টিতে সুরমা ও কুশিয়ারা নদীর পানি হঠাৎ বেড়ে বিপদসীমা অতিক্রম করেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, কানাইঘাটে সুরমার পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ও জকিগঞ্জের অমলসীদ পয়েন্টে কুশিয়ারার পানি ৭৩ সেন্টিমিটার ওপরে রয়েছে।

তবে অন্যান্য পয়েন্টে এখনও নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও আশঙ্কা বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইতোমধ্যে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও জকিগঞ্জ উপজেলার কিছু নিচু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

গোলাপগঞ্জের ভারপ্রাপ্ত ইউএনও ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান, “ঢাকা দক্ষিণ বাজার এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। মূলত বাজার লাগোয়া কাকেশ্বরী খালের দখল ও দূষণই পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছে।”

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, “সুরমার পানি বিপদসীমার ওপরে থাকলেও এখনও নদী রক্ষা বাঁধের নিচে রয়েছে। ফলে বন্যা পরিস্থিতি তৈরি না হলেও আমরা সতর্ক অবস্থায় আছি।”

আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। শুধুমাত্র শনিবার দুপুরেই তিন ঘণ্টায় ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা অতীতের অনেক রেকর্ড ছাড়িয়ে গেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ