চট্টগ্রামে দেশের প্রথম মনোরেল: বাস্তবায়নে আন্তর্জাতিক চুক্তি সই

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০১ ১৩:৩৩:৩৮
চট্টগ্রামে দেশের প্রথম মনোরেল: বাস্তবায়নে আন্তর্জাতিক চুক্তি সই

চট্টগ্রামের ইতিহাসে যুক্ত হলো একটি নতুন অধ্যায়। দেশের প্রথম মনোরেল প্রকল্প বাস্তবায়নে আজ রবিবার (১ জুন) চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবং জার্মান-মিশর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ওরাসকম গ্রুপ ও আরব কন্ট্রাক্টর গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

চট্টগ্রামের বিশ্ব বাণিজ্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওরাসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা, অর্থায়নকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, নগরের বিশিষ্ট ব্যবসায়ী, সুশীল সমাজের সদস্য এবং শহর উন্নয়ন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

সড়ক ও পরিবহন বিশেষজ্ঞদের মতে, মনোরেল হচ্ছে আধুনিক প্রযুক্তি-নির্ভর এক চাকার একটি রেলব্যবস্থা, যা মেট্রোরেলের চেয়ে প্রায় ৪০ শতাংশ কম খরচে নির্মাণ করা যায়। এটি তুলনামূলকভাবে কম জায়গায় স্থাপন করা যায় এবং শহরের বিদ্যমান স্থাপনাগুলোর মধ্য দিয়েও সহজে লাইন চালু করা সম্ভব। সঠিক পরিকল্পনা থাকলে মাত্র ২ থেকে ২.৫ বছরের মধ্যেই পুরো প্রকল্প বাস্তবায়ন করা যেতে পারে।

চসিক সূত্রে জানা গেছে, এই মনোরেল প্রকল্প নিয়ে চট্টগ্রামে আগ্রহ প্রকাশ করেছে আরও বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ২০২১ সালের ৮ জুন চীনের উইটেক (WETEC) নামের একটি কোম্পানি চসিককে মনোরেল প্রকল্পে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছিল। এছাড়া একই বছরের ১৯ মে চায়নার উইহাই ইন্টারন্যাশনাল ইকোনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো–অপারেটিভ কোম্পানি লিমিটেড এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড যৌথভাবে মনোরেল প্রকল্পে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছিল।

তবে এবারই প্রথম কোনো চুক্তি আনুষ্ঠানিকভাবে সই হলো এবং একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের দিকেই এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম মনোরেল।

পাঠকের মতামত:

ট্যাগ: মনোরেল

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ