ফরিদপুরে রাস্তায় ফেলে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে মারধর

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ৩১ ০৯:১২:০৪
ফরিদপুরে রাস্তায় ফেলে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে মারধর

ফরিদপুরের নগরকান্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ও সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী বৈশাখী ইসলাম বর্ষার (১৮) ওপর বর্বর হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বর্ষার কান্নাজড়িত ফেসবুক লাইভ ভিডিও এবং শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি এই ঘটনার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভাবুকদিয়া এলাকায় বর্ষার ওপর হামলা চালায় স্থানীয় সন্ত্রাসীরা। রাস্তায় ফেলে চুল ধরে টেনে হিঁচড়ে ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় তাকে। বর্ষার পরিবারের অভিযোগ, হামলাকারীদের মধ্যে ছিলেন স্থানীয় প্রভাবশালী সেকেন গাজী, সোহাগ গাজীসহ গাজীগংয়ের বেশ কয়েকজন, যারা একসময় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জামাল মিয়ার অনুসারী ছিলেন। বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে বলেও অভিযোগ রয়েছে।

বর্ষার ছোট বোনকে উত্যক্ত করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর বাড়ি ফেরার পথে বর্ষার ওপর এই বর্বরতা চালানো হয়। এরপর বর্ষা ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বর্ণনা দেন এবং প্রশাসনের সাহায্য কামনা করেন। তার এই ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালায় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। তবে অভিযুক্তদের গ্রেপ্তারের সময় সেকেন গাজীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত পুলিশের ওপর হামলা চালায়। এতে কনস্টেবল-ড্রাইভার হান্নু শরীফ গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও স্থানীয় সাধারণ শিক্ষার্থীরা ভাবুকদিয়া বাজার এলাকায় সড়ক অবরোধ করেন। এর ফলে দুই পাশে অর্ধশতাধিক যানবাহন আটকে পড়ে এবং পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে নগরকান্দা থানা।

ফরিদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব বর্ষার ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সংগঠনের আহ্বায়ক কাজী রিয়াজ বলেন,

“এই হামলা বর্ষার মতো সাহসী নারী নেত্রীকে স্তব্ধ করার একটি পরিকল্পিত অপচেষ্টা। এই হামলা শুধু একজন ছাত্রনেত্রীর ওপর নয়, এটি নারীর প্রতি, শিক্ষার্থীদের প্রতি এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ওপর সরাসরি আঘাত। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই, তা না হলে ছাত্রসমাজ আর চুপ করে থাকবে না।”

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন,

“ঘটনার তদন্ত চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, সে জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ