নারীকে লাথি মারা আকাশ চৌধুরী জামায়াতের কর্মী ছিলেন, বহিষ্কার করল দল

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ৩০ ২২:৫৫:৫১
নারীকে লাথি মারা আকাশ চৌধুরী জামায়াতের কর্মী ছিলেন, বহিষ্কার করল দল

গত ২৮ মে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় অনুষ্ঠিত দুটি রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার (৩০ মে) জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর স্বাক্ষরিত বিবৃতিতে দলটি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিজেদের দায় থেকে সরে দাঁড়িয়েছে এবং ঘটনায় জড়িত আকাশ চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, “২৮ মে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সংঘটিত ঘৃণিত ঘটনাগুলো সম্পর্কে আমরা পূর্বে অবগত ছিলাম না। সুতরাং জামায়াতের কোনো স্তরের নেতাকর্মীকে সেখানে উপস্থিত হওয়ার নির্দেশনা ছিল না। আমাদের সংগঠনের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলেই, এই ঘটনার দায় জামায়াত বহন করবে না।”

বিশেষভাবে চিহ্নিত করে বলা হয়, আকাশ চৌধুরী নামের এক কর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সেখানে উপস্থিত হন এবং অনভিপ্রেত কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন, যা চরমভাবে নিন্দনীয়। “শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাকে বহিষ্কার করা হলো,”—বিবৃতিতে জানানো হয়।

ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, ২৮ মে বিকেলে গণতান্ত্রিক ছাত্রজোটের ডাকা মানববন্ধনে হামলা চালায় ‘শাহবাগবিরোধী ঐক্য’ নামে পরিচিত একটি গোষ্ঠী। এতে অন্তত ১৫ জন আহত হন। এরই মধ্যে একজন নারীকে লাথি মারার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে অভিযুক্ত যুবক হিসেবে শনাক্ত হন আকাশ চৌধুরী।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নেছার আহদের ছেলে আকাশ শিবিরের চট্টগ্রাম মহানগরের ওয়ার্ড পর্যায়ের নেতা বলে পরিচিত। এর আগেও নগরীর মুরাদপুরে একটি সুন্নি সংগঠনের কর্মসূচিতে হামলার অভিযোগে তার নাম উঠে এসেছিল।

মহানগর জামায়াতের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও আদর্শনির্ভর রাজনৈতিক সংগঠন। আমরা কোনোভাবেই উসকানিমূলক বা অনৈতিক কর্মকাণ্ডে প্রশ্রয় দিই না। বরং আমরা একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ