হাতিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাতের কবজি কাটার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ৩০ ০৮:৪০:৫১
হাতিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাতের কবজি কাটার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

নোয়াখালীর হাতিয়ায় কোরবানির পশু বিক্রির টাকা না পেয়ে ব্যবসায়ী নবীর উদ্দিনের হাতের কবজি কেটে নেওয়ার ভয়াবহ অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় কর্মী ফারুক খলিফার বিরুদ্ধে। বুধবার (২৮ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের হাতিয়া বাজার এলাকায় এই বর্বর ঘটনা ঘটে।

গুরুতর আহত নবীর উদ্দিন (৬৫) বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি হরণী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব রসূলপুর গ্রামের মৃত মো. হোসেনের ছেলে। অভিযুক্ত ফারুক খলিফা (৪৫) একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বিএনপির প্রভাবশালী কর্মী হিসেবে পরিচিত।

আহতের ছেলে মো. আবু ছায়েদ জানান, ঈদুল আজহা উপলক্ষে হাতিয়া বাজারে গরুর হাট বসে। সেখানে তাদের নিজস্ব দোকানের সামনের জায়গায় বাঁশ পুঁতে গরু বিক্রির ব্যবস্থা করেছিলেন নবীর উদ্দিন। মঙ্গলবার দুপুরে ওই জায়গায় এসে চাঁদা দাবি করেন ফারুক খলিফা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফারুক হুমকি দিয়ে চলে যান।

পরদিন রাতে হাতিয়া বাজারে হাতিয়া টাওয়ারের সামনে ফারুক ও তার সহযোগীরা নবীর উদ্দিনকে ডেকে নিয়ে এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় তার ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান।

হাটের ইজারাদার আমিরুল ইসলাম মতিন বলেন,

“ফারুক আমাদের কোনো দায়িত্বপ্রাপ্ত লোক নয়। সে নিজে চাঁদা আদায়ের দায়িত্বে নেই। আমি নিজেও তার সঙ্গে বাকবিতণ্ডা দেখেছি। আমি চলে আসার ৩০ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে।”

হরণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান দোলন বলেন, “ফারুক বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কোনো পদে নেই। আমরা কোনো অপরাধীকে ছাড় দেব না। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, “বিষয়টি আমি শুনেছি। এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর থেকে অভিযুক্ত ফারুক খলিফার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ