এক লাখ বাংলাদেশিকে চাকরি দিতে চায় জাপান

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৯ ১৫:২৭:৫০
এক লাখ বাংলাদেশিকে চাকরি দিতে চায় জাপান

জাপান এবার বাংলাদেশি কর্মীদের জন্য বিশাল এক সম্ভাবনার জানালা খুলে দিচ্ছে। আগামী পাঁচ বছরে তারা অন্তত এক লাখ বাংলাদেশিকে চাকরি দিতে চায়—এমনটাই জানানো হয়েছে টোকিওতে আয়োজিত "বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস"-এ।

এই সেমিনারে জানানো হয়, জাপানে শ্রমিক সংকট দিনদিন বেড়ে চলেছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, কৃষি, নির্মাণ এবং রেস্তোরাঁ খাতে জনবল প্রয়োজন। আর এই ঘাটতি পূরণে বাংলাদেশের দক্ষ ও প্রশিক্ষিত কর্মীদের তারা দেখতে চায়।

অনুষ্ঠানে ‍বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন। তিনি বলেন, এই উদ্যোগ শুধু চাকরির সুযোগই নয়, বরং বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য দিগন্ত উন্মোচনের মতো। সরকারও এর জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি।

এদিনই দুই দেশের মধ্যে কর্মী প্রেরণের বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হয়। ওয়াতামি গ্রুপ নামে একটি জাপানি প্রতিষ্ঠান ইতিমধ্যেই বাংলাদেশে একটি ট্রেনিং স্কুল চালু করেছে, যেখানে এখন বছরে দেড় হাজার তরুণ প্রশিক্ষণ পাচ্ছে। ভবিষ্যতে তা বাড়িয়ে বছরে তিন হাজারে নেওয়ার পরিকল্পনা আছে।

জাপানের শ্রম মন্ত্রণালয়ের উপমন্ত্রী নিজে বললেন, “আমরা বয়স্ক জাতিতে পরিণত হচ্ছি। কাজের লোক দরকার। বাংলাদেশ আমাদের সেই ঘাটতি পূরণে অন্যতম অংশীদার হতে পারে।”

বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী জানান, ২০৪০ সালের মধ্যে জাপানে শ্রমিকের ঘাটতি দাঁড়াবে এক কোটি দশ লাখে! সেটি পূরণে বাংলাদেশ যেন প্রস্তুত থাকে—এটাই এখন মূল চ্যালেঞ্জ ও সুযোগ।

বাংলাদেশি তরুণদের সামনে জাপান এক বিরাট দরজা খুলে দিয়েছে। এখন দরকার দক্ষতা, প্রস্তুতি আর সঠিক দিকনির্দেশনা। এই পথেই হতে পারে লাখো তরুণের ভাগ্যবদল, আর দেশের রেমিট্যান্স আয়ে নতুন দিগন্ত।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ