দুর্নীতি মামলায় শেখ হাসিনাসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৬ ০৮:৪৩:১৬
দুর্নীতি মামলায় শেখ হাসিনাসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা একাধিক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং আরও বহু উচ্চপ্রতিপত্তিশালী ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানার তামিল প্রতিবেদন বারবার পেছাচ্ছে পুলিশ। ২৫ মে (রোববার) ছিল প্রতিবেদন দাখিলের সর্বশেষ দিন। কিন্তু নির্ধারিত সময়েও পুলিশ তামিল প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব নতুন তারিখ নির্ধারণ করেন, জানিয়েছেন মামলার সরকারি কৌঁসুলি (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

এই মামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো, ১৪ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে আরও ৪ জনের নাম যুক্ত করে মোট ১২ জনকে অভিযুক্ত করে ১০ মার্চ আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা আফনান জান্নাত কেয়া। একই দিনে দুদকের আরেক কর্মকর্তা এস এম রাশেদুল হাসান শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৫ জনের বিরুদ্ধে পৃথক মামলা করেন। তদন্ত শেষে আরও দুইজনকে যুক্ত করে মোট ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।

এরপর ১৩ এপ্রিল আদালত শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে তাদের বিরুদ্ধে প্লট বরাদ্দে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ গঠন করা হয়। পৃথক তিন মামলায় শেখ হাসিনা ও টিউলিপ, অন্য মামলায় শেখ রেহানা, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকসহ মোট ১৮ জনকে চার্জশিটভুক্ত আসামি করা হয়েছে।

প্রথমে ২৯ এপ্রিল, এরপর ১২ মে এবং সর্বশেষ ২৫ মে—প্রতিবারই তামিল প্রতিবেদন দাখিল না হওয়ায় নতুন দিন ধার্য করছেন আদালত। এখনো পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করেনি, এমনকি তাদের অবস্থান সংক্রান্ত তথ্যও আদালতে উপস্থাপন করেনি।

বাংলাদেশের ইতিহাসে এটি একটি নজিরবিহীন মামলা। কারণ, অভিযুক্তদের মধ্যে বর্তমান রাজনীতির সবচেয়ে প্রভাবশালী পরিবারের সদস্যরা রয়েছেন। পুলিশের পক্ষ থেকে বারবার প্রতিবেদন দাখিল না করাটা আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ