আজ ঢাকায় কোথায় কোন কর্মসূচি, দেখে নিন এক নজরে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই সরকার, রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের নানান কর্মসূচি পালিত হয়। এসব আয়োজনের কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে এবং নাগরিকদের ভোগান্তির শিকার হতে হয়। তাই সকালে বাসা থেকে বের হওয়ার আগে দিনের উল্লেখযোগ্য কর্মসূচিগুলো জেনে রাখা প্রয়োজন। মঙ্গলবার ২ ডিসেম্বরের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো নিচে তুলে ধরা হলো।
বিএনপির কর্মসূচি
আজ দুপুর আড়াইটায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বেলা ১১টায় কক্সবাজারের চকরিয়ার খুটাখালী ইসলামিয়া তমিজিয়া ফাজিল মাদরাসা মাঠে গণসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
এ ছাড়া আসরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার কর্মসূচি
বিকেল সাড়ে ৫টায় ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫–এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টার কর্মসূচি
বেলা ১১টায় বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের সেমিনার হলে ‘The Chittagong Hill Tracts Accord: Transforming harmony into prosperity’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
এলজিইডি উপদেষ্টার কর্মসূচি
সকাল ১০টায় কক্সবাজার হিল টপ সার্কিট হাউজে এলজিইডির ১৩টি এবং ডিপিএইচইর ২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এলজিইডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে বেলা ১১টায় তিনি পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার পরিদর্শন করবেন।
যানজট এড়াতে বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন আজ রাজধানীর কোথায় কী?
রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয় এবং বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সপ্তাহের প্রথম কর্মদিবসের পর সোমবার ৮ ডিসেম্বর সকালে বাসা থেকে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি রয়েছে তা জেনে নেওয়া জরুরি। এদিন রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ বৈঠকের পাশাপাশি সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানও পরিচালিত হবে।
রাজনৈতিক কর্মসূচি বিএনপির দেশগড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা সকাল সাড়ে ১০টায় খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সকাল ১০টায় সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প শুরু হবে যেখানে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
জামায়াতে ইসলামীর জন্য দিনটি বেশ গুরুত্বপূর্ণ। বেলা ১১টায় দলটির আমির ডা. শফিকুর রহমান একটি প্রতিনিধি দল নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে সৌজন্য সাক্ষাতে যাবেন এবং সাক্ষাৎ শেষে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখবেন। অন্যদিকে বেলা সাড়ে ১১টায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের কার্যালয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
সিটি করপোরেশনের অভিযান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার অবৈধ ব্যানার ফেস্টুন লিফলেট বিজ্ঞপ্তি ও বিলবোর্ড অপসারণ কার্যক্রম পরিচালনা করা হবে। সকাল ১০টা থেকে সায়েন্স ল্যাবরেটরি বা সিটি কলেজ মোড় এলাকায় এই অভিযান চলবে। ফলে এই ব্যস্ততম মোড়টিতে যানজটের আশঙ্কা রয়েছে।
সরকারি ও অন্যান্য অনুষ্ঠান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল সাড়ে ৯টায় ডব্লিউসিএস বাংলাদেশ ও ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ আয়োজিত হেলদি ওশেন প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়া সাধারণ রোগেও ওষুধ কাজ না করা এবং অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের ভয়াবহতা তুলে ধরে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স রিপোর্ট ২০২৪ ও ২০২৫ প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সকাল ১০টায় শহীদ ডা. মিল্টন হলে। এতে প্রধান অতিথি থাকবেন বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
হিমালয়ের কনকনে হাওয়ায় কাঁপছে পঞ্চগড়
টানা দুই দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে পুরো পঞ্চগড় জেলা। উত্তর হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমশীতল বাতাস ও কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। হালকা কুয়াশা ও উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। এ জেলায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।
সোমবার ৮ ডিসেম্বর সকাল ৬টায় আবহাওয়া অফিসের তথ্যে দেখা গেছে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রবিবার সকাল ৯টায় তা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান সোমবার সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় কনকনে শীত অব্যাহত রয়েছে যা সামনে আরও বাড়তে পারে।
টানা দুই দিনের মৃদু শৈত্যপ্রবাহে জবুথবু হয়ে পড়েছে পঞ্চগড়ের মানুষ। সন্ধ্যার পর থেকেই বাড়ছে শীতের তীব্রতা এবং কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সন্ধ্যার পরে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ কারণ মাঠে কৃষিকাজ প্রায় হচ্ছেই না।
শহরের রৌশনাবাগ এলাকার রাজমিস্ত্রি আক্তার হোসেন আক্ষেপ করে বলেন রাত থেকে প্রচণ্ড শীত আর ঠান্ডা বাতাস বইছে তাই সকালে কাজ করা মুশকিল হয়ে পড়েছে। তীব্র ঠান্ডায় হাত একদম বরফ হয়ে যাচ্ছে কিন্তু কাজ না করতে পারলে কী খাব সেই চিন্তায় পরিবারের কথা ভেবে কাজ করতে হচ্ছে। উপজেলা সদরের ভ্যানচালক জাফর আলী জানান সকালে ভ্যান নিয়ে বের হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং কনকনে হিমেল বাতাসের কারণে ভ্যান চালানো যাচ্ছে না।
এছাড়া মৃদু শৈত্যপ্রবাহের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। একটানা শীতের কারণে মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি যার মধ্যে শিশু এবং বয়স্কদের সংখ্যাই বেশি। চিকিৎসকরা এ সময়ে সতর্কতার সঙ্গে গরম কাপড় পরা এবং গরম ও শাকসবজি খাওয়ার পরামর্শ দিয়েছেন।
আজ থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধের ঘোষণা
দাবি আদায় না হলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি কার্যালয় ঘেরাওয়ের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির বা এমবিসিবির সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস গণমাধ্যমকে জানিয়েছেন দাবির প্রতি সমর্থন জানাতে রোববার ৭ ডিসেম্বর সকাল থেকেই সারাদেশে দোকান বন্ধ রেখে রাজধানীর বিটিআরসি কার্যালয়ের সামনে জড়ো হবেন সাধারণ ব্যবসায়ীরা। সেখানে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করবেন বলে নিশ্চিত করা হয়েছে।
ব্যবসায়ীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সিন্ডিকেট প্রথা বাতিল করা এনইআইআর সংস্কার এবং মোবাইল ফোন আমদানির সুযোগ সবার জন্য উন্মুক্ত করা। তাঁদের অভিযোগ এনইআইআর বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও তাঁদের পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসায়ীরা দাবি করছেন নতুন এই নিয়ম কার্যকর হলে একটি নির্দিষ্ট গোষ্ঠীই লাভবান হবে এবং বাড়তি করের বোঝা চাপবে সাধারণ মানুষের ওপর যার ফলে গ্রাহক পর্যায়ে মোবাইলের দামও বেড়ে যাবে।
এর আগে এনইআইআর সংস্কারের দাবিতে গত ২৯ নভেম্বর রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচির ঘোষণা দিয়েছিল এমবিসিবি। সেই ঘোষণার ধারাবাহিকতায় গত রোববার ৩০ নভেম্বর সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছিলেন ব্যবসায়ীরা। এবার আরও কঠোর কর্মসূচির ডাক দিয়ে তাঁরা বিটিআরসি ভবন ঘেরাওয়ের প্রস্তুতি নিচ্ছেন।
ব্যবসায়ীরা মনে করছেন বর্তমান নীতিমালার কারণে বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা টিকে থাকার সংকটে পড়ছেন। রোববার আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ের সামনে তাদের এই অবস্থান কর্মসূচি থেকে নতুন কোনো ঘোষণা আসে কি না সেদিকেই এখন সবার নজর।
বড় ভাইদের প্রশ্রয়ে চট্টগ্রামে ভিন্ন নামে কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও আতঙ্ক
খবর চট্টগ্রাম নগরীতে নতুন নতুন নামে কিশোর গ্যাং গ্রুপ বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টির পাশাপাশি চালাচ্ছে তাণ্ডব। চাঁদাবাজি ও ছিনতাই থেকে শুরু করে দখলবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তারা। কোনো এলাকায় নতুন ভবন তৈরির কাজ শুরু হলে ভবন মালিক কিংবা ঠিকাদারের কাছে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের চাঁদা। এমনকি গ্রুপিং দ্বন্দ্বে তাদের মধ্যে নিয়মিত ঘটছে খুনখারাবির ঘটনা।
অভিযোগ রয়েছে বড় ভাইদের প্রশ্রয়ে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে নতুন করে ভিন্ন নামে বিভিন্ন গ্রুপে মাথাচাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা। একাধিক সূত্রে জানা যায় গ্রুপ ঠিক থাকলেও নাম ও নেতৃত্বের বদল হয়েছে। এক সময়কার নেতৃত্বদানকারীরা এখন লাপাত্তা হওয়ায় অন্য বড় ভাইয়েরা হাল ধরেছে। এই চক্রে যুক্ত হয়েছে নতুন মুখ যারা মূলত মাদক সেবনের টাকা জোগাতে এ পথে আসছে। বিভিন্ন সময়ে অভিযানে কিশোর সদস্যরা গ্রেপ্তার হলেও অধরা থেকে যান মূল হোতা বা বড় ভাইয়েরা। তারা বরং সদস্যদের ছাড়াতে থানায় তদবির করেন এবং আদালতে আইনজীবী নিয়োগ করে জামিনের ব্যবস্থা করেন।
চট্টগ্রাম নগর পুলিশের এক জরিপে দেখা গেছে নগরে প্রায় ২০০টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে যাদের সদস্য সংখ্যা প্রায় ১ হাজার ৪০০ জন। এসব গ্রুপ বিঙ্গো কমার্ড আয়রন পেটন ও এমবিবিএস সহ নানা অদ্ভুত নামে পরিচিত। গত ছয় বছরে ৫৪৮টি অপরাধের ঘটনায় কিশোর গ্যাং জড়িত ছিল এবং তাদের প্রশ্রয়দাতা হিসেবে ৬৪ জন বড় ভাই রয়েছেন। গত ১৬ মে হালিশহরের নয়াবাজারে দুই কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ওয়াহিদুল নামের এক কিশোরকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এছাড়া গত বছরের এপ্রিলে ছেলেকে বাঁচাতে গিয়ে দন্তচিকিৎসক কোরবান আলীর মৃত্যুর ঘটনাটি কিশোর গ্যাংয়ের নিষ্ঠুরতার এক বড় উদাহরণ।
আইনশৃঙ্খলা বাহিনীর মতে চট্টগ্রামের স্কুলগুলোয় অনুপস্থিত থাকা ৫৪ শতাংশ শিক্ষার্থীর বড় একটি অংশই এসব অপরাধে জড়িয়ে পড়েছে। ১৬ থেকে ১৭ বছর বয়সী এই কিশোররা পর্নোগ্রাফি সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার মতো অপরাধে জড়াচ্ছে এবং এর জন্য তারা মূলত স্কুলের সময়টাকেই বেছে নেয়। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে চরম উদ্বেগ বিরাজ করছে। হামজারবাগ এলাকার ভাড়াটিয়া মো. সাদিক হোসেন জানান কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে যাওয়ায় সন্তানদের নিরাপত্তা নিয়ে সবসময় টেনশনে থাকতে হয়।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানিয়েছেন নগরীতে কিশোর গ্যাং থানাভিত্তিক এবং সিএমপির প্রতিটি থানায় এই গ্রুপগুলোর তালিকা আছে। কিশোর গ্যাংয়ের অপরাধ দমন ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। আসন্ন নির্বাচন ঘিরে কোনো দলের ব্যানারে তারা সক্রিয় হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই। তবে রাজনৈতিক নেতারা মিছিল মিটিংয়ে শিশু কিশোরদের ব্যবহার করলেও পুলিশ অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।
সূত্র:কালবেলা
কুয়াশা আর ভোরের ঠান্ডা বাতাসে কাঁপছে উত্তরের জনপদ
হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি অবস্থিত হওয়ায় হিমেল হাওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। যদিও তাপমাত্রা শনিবারের তুলনায় সামান্য বেড়েছে তবুও কুয়াশা আর ভোরের ঠান্ডা বাতাসে শীতের দাপট বিন্দুমাত্র কমেনি। রবিবার ৭ ডিসেম্বর সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।
এর আগে শনিবার ৬ ডিসেম্বর সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানা গেছে। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রার এ পতন মৌসুমের মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে। ভোর থেকেই জেলায় হালকা কুয়াশা ছিল এবং পরে সূর্যের দেখা মিললেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় শীতের অনুভূতি ছিল তীব্র। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে।
স্থানীয় দিনমজুর করিম আলী জানান হঠাৎ ঠান্ডা অনেক বেড়ে গেছে। তিনি বলেন সকালবেলা কাজ করতে নামলেই হাত পা জমে আসে তবে বেলা বাড়লে আবহাওয়া কিছুটা গরম থাকে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান রবিবার সকালে বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ ছিল এবং তাপমাত্রার এই পতন মৃদু শৈত্যপ্রবাহের ঘরে পড়েছে। তিনি আরও বলেন হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাসের কারণে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। ভোররাত ও সকাল বেলায় কুয়াশা ঘন হবে এবং শীতের তীব্রতাও বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
রোববার সকালে বের হওয়ার আগে জেনে নিন ঢাকার আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচি
রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ রবিবার ৭ ডিসেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় রাজধানীর বিভিন্ন প্রান্ত কর্মচাঞ্চল্য ও ব্যস্ততায় পূর্ণ থাকবে। দিনের শুরুতেই দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা যা নগরবাসীর চলাচলে প্রভাব ফেলতে পারে।
সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই মেলা ঘিরে শেরেবাংলা নগর এলাকায় দর্শনার্থী ও যানবাহনের চাপ বাড়তে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
পরিবেশ বিষয়ক গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি রয়েছে আগারগাঁওয়ে। সকাল ১০টায় আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে কার্বন ট্রেডিং বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এছাড়া রাজধানীর গুলশান এলাকায় রাজউকের বিশেষ অভিযান পরিচালিত হবে। সকাল ১০টায় গুলশানে রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানা গেছে। এসব কর্মসূচির কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সিন্ডিকেটের কারসাজি ভাঙতে রোববার থেকে আবারও ভারত থেকে পেঁয়াজ আসার সুযোগ
দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে রোববার ৭ ডিসেম্বর থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিদিন ৫০টি করে ইমপোর্ট পারমিট বা আইপি ইস্যু করা হবে এবং প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির সুযোগ থাকবে।
কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় চলতি বছরের ১ আগস্ট থেকে যে সকল আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। তবে একজন আমদানিকারক মাত্র একবারের জন্যই এই আবেদনের সুযোগ পাবেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পেঁয়াজের বাজার সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
গত মাসখানেক ধরে হঠাৎ করেই অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। মাত্র চার পাঁচ দিনের ব্যবধানে কেজিতে ৪০ টাকার মতো দাম বেড়ে যায়। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দর ১১৫ থেকে ১২০ টাকায় ঠেকেছে। এর আগে সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় আমদানির অনুমতি বন্ধ রেখেছিল কারণ দেশে পর্যাপ্ত মজুত আছে এবং নতুন পেঁয়াজও বাজারে আসছে। কিন্তু সরকারের এই পদক্ষেপের সুযোগ নিয়ে মজুতদার ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয় বলে অভিযোগ ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এর আগে ৯ নভেম্বর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন চার পাঁচ দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে। তিনি জানিয়েছিলেন সরকারের কাছে ২ হাজার ৮০০ আবেদন জমা রয়েছে এবং এর মাত্র ১০ শতাংশ অনুমোদন দিলেই দেশে পেঁয়াজে সয়লাব হয়ে যাবে। তবে দাম একেবারে কমে গিয়ে যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য সরকার ভারসাম্য বজায় রেখে এই সীমিত আমদানির সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজ না এলেও পাতাযুক্ত পেঁয়াজ পাওয়া যাচ্ছে যা প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। টিসিবির হিসাবে গত বছরের চেয়ে এখনও ১০ শতাংশ কম দর রয়েছে পেঁয়াজের তবে সাম্প্রতিক মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতাদের ভোগান্তিতে ফেলেছে। ব্যবসায়ীরা বলছেন আমদানি শুরুর খবরেই বাজারে এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করবে।
শনিবার সকালে বের হওয়ার আগে জেনে নিন ঢাকার আজকের কর্মসূচি ও ট্রাফিক আপডেট
রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয় এবং বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই শনিবার ৬ ডিসেম্বর সকালে বাসা থেকে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি রয়েছে তা জেনে নেওয়া জরুরি। সাপ্তাহিক ছুটির দিন হলেও সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে ঢাকার বিভিন্ন এলাকা সরগরম থাকবে।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০টায় আগারগাঁও বন ভবনে বন্যপ্রাণী বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা। এতে অংশ নেবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া বিকেল সাড়ে ৩টায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন স্থানীয় জ্ঞান বৈশ্বিক দৃষ্টিভঙ্গি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
শিক্ষা উপদেষ্টার কর্মসূচি হিসেবে সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরের শামস হলে অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বাংলাদেশ স্কাউটসের সব অঞ্চলে একযোগে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শাপলা কাব অ্যাওয়ার্ড এবং ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড ও ২০২৩ সালের প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা ও অ্যাওয়ার্ড অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার।
বিকেল ৪টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে এনসিপির একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। দেশ বদলাবে দক্ষতা ও উৎকর্ষতায় জুলাই স্পিরিটে আলোকিত এই স্লোগান নিয়ে পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স এর আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক ও অভ্যুত্থানের অগ্রনায়ক নাহিদ ইসলাম। বিভিন্ন এলাকায় এসব কর্মসূচির কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
তীব্র শীতে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা, হাসপাতালে রোগীর ভিড়
তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। গত কয়েক দিন ধরে এই জেলার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে স্থির থাকলেও আজ শনিবার সকালে তাপমাত্রা আরও কমে শীত বেশি অনুভূত হচ্ছে। ফলে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। প্রচণ্ড ঠাণ্ডার কারণে তাঁরা কাজের জন্য বাইরে বের হতে পারছেন না।
শনিবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এর আগে গত মঙ্গলবার এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। এরপর টানা তিন দিন অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনকে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে হয়েছে। গতকাল শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের তীব্রতা বাড়ার কারণে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীদের সংখ্যা বেশি বলে জানা গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান টানা কয়েক দিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে ছিল তবে আজ তা নেমে ১১ ডিগ্রিতে এসেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন ডিসেম্বরের শুরুতেই এই অবস্থা এর মানে সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।
পাঠকের মতামত:
- নৈতিক সমাজ ও মানসিক প্রশান্তির খোঁজে ইসলামি বিয়ে এবং নবীজির সা. নির্দেশনা
- বারবার হাই তোলা শুধুই ক্লান্তি নয় বরং এটি হতে পারে হৃদরোগের আগাম বার্তা
- নামিদামি ক্রিম নয় বরং গরম পানির ভাপেই মিলবে শীতের শুষ্ক ত্বক থেকে মুক্তি
- বিশেষ একজন ছাড়া সবাই খারাপ এই মানসিকতা গণতন্ত্রের জন্য বিপজ্জনক: তারেক রহমান
- বিএনপির সঙ্গে জোট হলে মাঠের পরিস্থিতি কেমন হবে জানালেন রাশেদ খান
- বিএনপির আমলে শেয়ার বাজারে ধস নামেনি: রিজভী
- বিএনপির এক অংশের আচরণ আওয়ামী লীগের মতোই: ফুয়াদ
- আগের ৯৬টি বাতিল করে নতুন ৮১ সংস্থাকে ভোটের মাঠে নামাচ্ছে কমিশন
- প্রিজনভ্যানে উঠে জাতীয় সংগীত গাইলেন পলক
- গ্রামের গর্ভবতী মা থেকে শহরের কর্মজীবী নারী সবার জন্য প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা
- আধিপত্যবাদী রাজনীতির পথে হেঁটে জামায়াত দেশের জন্য অশুভ সংকেত আনছে: এনসিপি
- ক্ষমতায় গেলে খাল খনন প্রকল্প আবার চালু করা হবে: তারেক রহমান
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সরকার দিল কঠোর নীতি
- দেশে ফেরা নিয়ে যা জানালেন সাকিব আল হাসান
- ৮ ডিসেম্বর শেয়ারবাজারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- ৮ ডিসেম্বর ডিএসইতে শীর্ষ ক্ষতিগ্রস্ত ১০ শেয়ারের তালিকা প্রকাশ
- ৮ ডিসেম্বর ডিএসই টপ গেইনার তালিকা প্রকাশ
- মিউচুয়াল ফান্ডগুলোর নতুন ন্যাভ প্রকাশ, জানুন বিস্তারিত
- নীতি ছাড়া ধর্মের নামে রাজনীতিতে একটি দল: সালাহউদ্দিন
- বিমান প্রস্তুত হলেও আগামী ৪৮ ঘণ্টা খালেদা জিয়ার জন্য অগ্নিপরীক্ষা
- চাঁদাবাজদের কাছে মাথা নত করব না: হাসনাত আব্দুল্লাহ
- জুলাই গণহত্যার বিচারে ট্রাইব্যুনালের কাঠগড়ায় শেখ হাসিনার ১৭ মন্ত্রী ও উপদেষ্টা
- ডিএসই–৩০ এ মিশ্র প্রবণতা, কোন শেয়ার এগিয়ে
- এইচআইভি চিকিৎসায় বড় সুখবর, ওষুধ ছাড়াই ১৮ মাস সুস্থ থাকার রেকর্ড
- কে হচ্ছেন দেশের নতুন প্রধান বিচারপতি? জল্পনা চূড়ায়
- সকাল থেকে রাত পর্যন্ত খেলার ঠাসা সূচি: কোথায় দেখবেন জেনে নিন
- জুলাই–আগস্ট হত্যামামলায় সাবেক ১৭ মন্ত্রী–প্রতিমন্ত্রী ট্রাইব্যুনালে
- নতুন আর্থিক প্রতিবেদনে বড় ধাক্কায় ডাকাডাই ডাইং
- কীভাবে দেহ তাপমাত্রা ঠিক রাখে জানুন বিস্তারিত
- খেজুর রসের পায়েস বানানোর সহজ রেসিপি
- বাংলালিংকের সঙ্গে বড় চুক্তি করল কেয়ি অ্যান্ড কিউ
- আর্থিক ফলাফল ও ডিভিডেন্ড নিয়ে মিশ্র বার্তা দিল অলটেক্স
- বিডি থাইয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রথম নারী ফুটসাল বিশ্বকাপের মুকুট ব্রাজিলের মাথায়
- টাকার মান ও ভিনদেশি মুদ্রার লেনদেন নিয়ে সোমবারের বাজার দর
- সপ্তাহের শুরুতে স্বর্ণের বাজার দর ও বিস্তারিত মূল্য তালিকা
- আজকের নামাজের সময়সূচি ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার
- যানজট এড়াতে বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন আজ রাজধানীর কোথায় কী?
- মেগা প্রকল্পের ঋণের কিস্তি শোধ করতে গিয়ে বড় চাপে বাংলাদেশ
- নির্বাচনী আসন নিয়ে টানাপোড়েন: ৫টি জোটে বিভক্ত রাজনীতির মাঠ
- ৪৫ মিনিটের তুমুল গোলাগুলি আর রকেট লঞ্চারের আঘাতে তছনছ আফগান চেকপোস্ট
- হিমালয়ের কনকনে হাওয়ায় কাঁপছে পঞ্চগড়
- একযোগে গতি হারাল কৃষি ও শিল্পসহ অর্থনীতির প্রধান চার খাত
- "সম্পর্ক যতই ভালো হোক, সীমান্ত হত্যা থামবে না"- পররাষ্ট্র উপদেষ্টা
- পুরুষের শক্তি ও টেস্টোস্টেরন বাড়াতে রোজকার পাতে রাখুন এই ৫টি খাবার
- শৈশবের নায়কের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে এমবাপে: আজ রাতে নতুন ইতিহাসের হাতছানি
- মস্তিষ্কের শক্তি ও পড়াশোনায় অদম্য মনোযোগ বাড়ানোর ৯টি সহজ কৌশল
- শরীয়তপুর ২: ধানের শীষের শফিকুর নাকি জামায়াতের ডা. মাহমুদ কার পাল্লা ভারী
- নির্বাচনে যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না
- ব্যবসায়ীদের দাবির মুখে সরকারের নতি স্বীকার, বাড়ল ভোজ্যতেলের দাম
- ফিউচার স্টার বনাম ব্রাজিল–আর্জেন্টিনা, দেখুন সূচি
- আজকের রাশিফল: ৭ ডিসেম্বর ২০২৫ জেনে নিন আপনার দিনটি কেমন কাটবে
- প্রবৃদ্ধির সুফল গরিবের ঘরে পৌঁছাচ্ছে না বরং ধনীরা আরও ধনী হচ্ছে
- খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন যা ভালো লক্ষণ: ডা. জাহিদ
- আজকের রাশিফল: ৩ ডিসেম্বর ২০২৫ জেনে নিন আপনার দিনটি কেমন কাটবে
- এসএসএফ নিরাপত্তা পেলেন খালেদা জিয়া: কী সুবিধা থাকছে
- চট্টগ্রামে দাপুটে জয়ে আয়ারল্যান্ড বধ
- আজকের নামাজের সময়সূচি: ৩ ডিসেম্বর ২০২৫
- একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
- ব্যথানাশক নিয়েই খেলতে নেমে হ্যাটট্রিক করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার
- ব্যবসায়ীদের দাবির মুখে সরকারের নতি স্বীকার, বাড়ল ভোজ্যতেলের দাম
- আজকের রাশিফল: ৬ ডিসেম্বর ২০২৫ জেনে নিন আপনার দিনটি কেমন কাটবে
- কর্মবিরতি নিয়ে ফার্মাসিস্ট টেকনোলজিস্টদের কঠোর হুঁশিয়ারি দিল সরকার
- আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া নিয়ে ঢাকার সর্বশেষ পূর্বাভাস
- শরীরের নীরব শত্রু থাইরয়েড ক্যানসার চেনার ৫টি প্রাথমিক লক্ষণ








