জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানা হবে না দায় বর্তাবে সরকারের ওপর হুঁশিয়ারি বিএনপির

জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়াদির বাইরে সরকার যদি কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, তবে সনদে স্বাক্ষরকারী কোনো দল তা মানতে বাধ্য থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি স্পষ্ট করে বলেছেন, এমন কিছু ঘটলে এর সম্পূর্ণ দায় সরকারের ওপরই বর্তাবে।
মঙ্গলবার ১১ নভেম্বর বেলা ১২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত প্রস্তাব
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে গতকাল রাতে অনুষ্ঠিত ওই বৈঠকে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সোমবার ১০ নভেম্বর রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভায় আলোচনাক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়। সেই প্রস্তাবটি তুলে ধরতেই আজকের এই সংবাদ সম্মেলন।
সনদের বাইরে সিদ্ধান্ত না নেওয়ার সতর্কতা
জুলাই সনদের বাইরে সরকারের কোনো সিদ্ধান্ত ঘোষণার যে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে, তা নিয়ে বিএনপি তীব্র আপত্তি জানিয়েছে। ডক্টর মোশাররফ বলেন
"আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে, জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়ের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না।"
তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, এমন কিছু ঘটলে এর দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে। বিএনপি এই ব্যাপারে সতর্ক পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
ঐকমত্য অগ্রাহ্য করার অভিযোগ
স্থায়ী কমিটির এই সদস্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রায় এক বছর যাবত আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অব ডিসেন্টসহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই সনদ বিগত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয়। দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ।
ডক্টর মোশাররফ অভিযোগ করেন
"সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন, তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ডক্টর আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
ভয় পাচ্ছে জামায়াত ভোট হলে অস্তিত্ব থাকবে না সাফ জানালেন ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট হলে নিজেদের অস্তিত্ব থাকবে না। সে কারণেই তারা ভয় পায়। ফলে জামায়াত নানা অজুহাতে নির্বাচন পেছাতে চায়।
মঙ্গলবার ১১ নভেম্বর দুপুরে সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চলমান অচলাবস্থা প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেন দীর্ঘ নয় মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরও অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দিতে চাইলে এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে।
এই বক্তব্যের মাধ্যমে বিএনপি মহাসচিব পরোক্ষভাবে ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী সনদ বাস্তবায়নের কোনো আদেশ জারির চেষ্টার বিরোধিতা করেছেন।
এনসিপি এবং পিআর পদ্ধতি নিয়ে মন্তব্য
জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এলাকায় একটিও এনসিপি নেই। সে কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়। তিনি পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির সংস্কার প্রস্তাবের কঠোর সমালোচনা করে বলেন:
"তারা পিআর চায়, জনগণ পিআর বোঝে না। এসবের কারণ হলো ভোট পেছানো।"
বিএনপি মহাসচিবের এই বক্তব্য জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত এবং এনসিপি’র কিছু প্রস্তাব (বিশেষ করে পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন) নিয়ে বিএনপির তীব্র ভিন্নমতের প্রতিফলন ঘটায়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ
মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
"জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসীরা চাঁদাবাজ হতে পারে না"
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, “যারা পাড়া-মহল্লায় রমরমা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের সঙ্গে জোট করে নির্বাচন করার চাইতে মরে যাওয়া অনেক ভালো।” তিনি আরও বলেন, বিএনপি অনেক কষ্ট করে দলটি টিকিয়ে রেখেছে, কিন্তু এখন তাদের কিছু নেতাকর্মী নিজেদের দলের ভেতরেই কোনঠাসা হয়ে পড়েছেন।
সোমবার (১০ নভেম্বর) রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি জেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “বিএনপির মধ্যে অনেক ভালো মানুষ আছেন, যারা কোনো অপরাধমূলক কাজে জড়িত নন। আমরা তাদের আমাদের দলে স্বাগত জানাবো। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, তারা কখনো চাঁদাবাজ হতে পারেন না।”
নিজ দল সম্পর্কে তিনি বলেন, “অনেকেই এখন চায়ের দোকানে বসে বলে, এনসিপি করে লাভ নেই ভোটের পর টিকবে না। কিন্তু আমি বলি, ভালো কাজ সবসময় অল্প সংখ্যক লোক দিয়েই শুরু হয়। সমাজে সংখ্যাগরিষ্ঠরা কল্যাণকামী হয় না; বরং প্রকৃত কল্যাণকামীরা সবসময়ই সংখ্যালঘু। শেখ হাসিনার সময় যাঁরা সংগ্রাম করেছেন, তাঁদের সংখ্যাও ছিল কম।”
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “অনেকেই শুধু কোরাম পূরণের জন্য আসছেন। আজ দেখা যাচ্ছে, ৮ উপজেলার জনপ্রতিনিধিদের অনেকে উপস্থিত নেই। যারা শুধু কোরাম করতে আসে, তাদের আমাদের দরকার নেই। ভালো ১০ জন দিয়েই এনসিপির শক্তিশালী কমিটি গড়া হবে।”
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা মনে করি ভালো নির্বাচন হবে। কিন্তু কেউ কেউ ব্যালটের পরিবর্তে বুলেটের পথ বেছে নিয়েছেন। তারা ভাবছেন, ভয় দেখিয়ে জনগণকে ফ্যাসিবাদী শাসনের দিকে ঠেলে দেওয়া যাবে। ইতোমধ্যে অনেকেই বাড়ি বাড়ি গিয়ে বলছেন, এনসিপিতে ভোট দিলে পরে ‘খবর আছে’। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যারা ভয় দেখায়, তারাই সবচেয়ে বেশি ভয় পায়। যারা সত্যিকারের সাহসী, তারা জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করে।”
তিনি আরও বলেন, “আজ একটি দল অস্তিত্ব সংকটে ভুগছে। তারা ভয় দেখিয়ে টিকে থাকতে চায়, কিন্তু জনগণের ভালোবাসা ছাড়া কোনো দল বাঁচতে পারে না।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আরিফ তালুকদার, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নাওরোজ শাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম এবং কেন্দ্রীয় সদস্য মো. সাইফুল ইসলাম।
-রাফসান
আওয়ামী লীগারদের উদ্দেশ্যে নুরের বিস্ফোরক ফেসবুক স্ট্যাটাসে তোলপাড়
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ‘চুপচাপ থাকার’ পরামর্শ দিয়েছেন। তিনি হুঁশিয়ার করে বলেছেন, আওয়ামী লীগের আমলে বিরোধীরা যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, এবার যদি তারা উৎপাত করে তবে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবেন।
সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে নুর লেখেন, “দেশে অবস্থানরত লীগের ভাইদের বলবো স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত-সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে অনিরাপদ করবেন না। রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধোলাই খেলে নেতা হাসপাতালে আসবে না, গ্রেফতার হলে জেলখানায় কলা-রুটিও পাঠাবে না।” তিনি আরও লেখেন, “কি দরকার গ্রেফতার ও গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ পরে ঝটিকা বা গুপ্ত মিছিল করার? ধরা পড়লে পাবলিকের মাইর দুনিয়ায় বাইর!”
নুর তার স্ট্যাটাসে উল্লেখ করেন, আওয়ামী লীগের আমলে বিরোধী দলীয় নেতাকর্মীরা যেভাবে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তার তুলনায় বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক ভালো আছেন। তার মতে, “চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন, উৎপাত করলে বিপদে পড়বেন।” তিনি দাবি করেন, “পালিয়ে থাকা নেতাদের কথায় লাফালাফি করে লাভ নাই, আওয়ামী লীগ আগামী ৫০ বছরেও রাজনীতিতে ফিরবে না। ৭৫-এ শেখ মুজিবের পর ২৪-এ তার মেয়ে হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ। বিচারিক প্রক্রিয়ায় এখন এর দাফন-কাফন সম্পন্ন হবে।”
নুর আহ্বান জানান নতুন দিনের রাজনীতির দিকে। তিনি লেখেন, “মরা লাশের পেছনে ছুটে হয়রান না হয়ে নতুন বাংলাদেশের সাথে থাকুন— যেখানে কোনো ক্ষমতালোভী খুনি শাসক তৈরি হবে না, ফ্যাসিবাদের ছায়া থাকবে না, থাকবে মানুষের ভয়হীন চিত্তে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, সততা, দায় ও দরদের রাজনীতি।”
এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ১৩ নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি। দলটির কেন্দ্রীয় নির্দেশে ইউনিয়ন পর্যন্ত নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এর আগে ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে তারা।
রায়ের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগে জুলহাস নামের একজন নিহত হয়েছেন। অন্যদিকে ঢাকায় ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
-রফিক
সাবেক মিত্র জামায়াত ও বিএনপি এবার পারিবারিক প্রতিদ্বন্দ্বী কুড়িগ্রামের ৪ আসনে মুখোমুখি দুই ভাই
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলা) সাবেক দুই মিত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতে ইসলামীর প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। এই আসনটি ঐতিহাসিকভাবেই বিএনপি ও জামায়াত উভয়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে, এবারের প্রতিযোগিতা আরও কৌতূহলোদ্দীপক হয়ে উঠেছে কারণ এই আসনে দুই দলের সম্ভাব্য প্রার্থীরা সহোদর দুই ভাই।
কুড়িগ্রাম-৪ আসনের সমীকরণ
কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুর রহমান এবং জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে তার ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক-এর নাম ঘোষণা করা হয়েছে। দুই ভাইয়ের এই সরাসরি লড়াইয়ের কারণে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
বিএনপি প্রার্থী আজিজুর রহমান: তিনি রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয়। দীর্ঘদিন ধরে তিনি এই এলাকার জনগণের জন্য কাজ করে আসছেন।
জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক: তিনি রৌমারী উপজেলা জামায়াতের সাবেক আমির এবং এই নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী। জামায়াত নেতারা মনে করেন, তাঁর জনপ্রিয়তা এই আসনে দলের অবস্থানকে আরও সুসংহত করবে।
প্রতিদ্বন্দ্বিতা ও দুই পক্ষের বক্তব্য
দলীয়ভাবে জোট ভেঙে যাওয়ার পর, এই আসনে বিএনপি ও জামায়াত উভয়েই নিজ নিজ প্রার্থীর জয় নিশ্চিত করতে সর্বশক্তি নিয়োগ করেছে। দুই ভাই একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউই নির্বাচন থেকে সরে আসতে রাজি নন।
মোস্তাফিজুর রহমান মোস্তাক দৃঢ়ভাবে বলেছেন, তাঁর বড় ভাই যদি শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পানও, তবুও তাঁকে পরাজিত করা সম্ভব হবে না। তিনি দাবি করেছেন, এই অঞ্চলে জামায়াতের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং দুই ভাই প্রার্থী হলেও নির্বাচনে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
অন্যদিকে, বিএনপি নেতা আজিজুর রহমান জানিয়েছেন, তাঁর ছোট ভাই একসময় বিএনপি’র রাজনীতি করতেন এবং তাঁর হাত ধরেই রাজনীতিতে প্রতিষ্ঠা লাভ করেন। পরবর্তীতে জামায়াতে যোগ দিয়ে তিনি এখন সেই দলের প্রার্থী হয়েছেন। তবে, পারিবারিক সম্পর্ক ছাপিয়ে নির্বাচনী লড়াইয়ে জয়ী হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।
ভোটারদের ভাবনা
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই ভাইয়ের এই প্রতিদ্বন্দ্বিতা কুড়িগ্রাম-৪ আসনের ভোটারদের জন্য এক নতুন মাত্রা যোগ করেছে। এখানে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৩৮ হাজার ৪১২। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা কিছুটা বেশি। উভয় দলের দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি এবং প্রার্থীদের ব্যক্তিগত পরিচিতি এই প্রতিদ্বন্দ্বিতাকে আরও জটিল করে তুলেছে। ভোটাররা তাদের ব্যক্তিগত সম্পর্ক এবং দলীয় আনুগত্যের মধ্যে কাকে বেছে নেবেন, তা জানতে নির্বাচনের চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।
আওয়ামী লীগ, জাতীয় পার্টিকে বাইরে রাখলে আমি নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, যদি আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ১৪ দলকে ভোটের বাইরে রাখা হয়, তাহলে তিনি গামছা নিয়েও নির্বাচনে যাবেন না। তিনি মনে করেন, এই দলগুলো বাংলাদেশের মানুষের এবং ভোটারদের আওয়ামী লীগ।
সোমবার ১০ নভেম্বর টাঙ্গাইলের সখীপুরের বহেড়াতৈল ইউনিয়নে বহেড়াতৈল হাই স্কুল মাঠে কৃষক শ্রমিক জনতা লীগের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বিএনপি এবং জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, শেখ হাসিনা ১৬ বছর ধরে মানুষকে অত্যাচার ও জুলুম করেছেন। তিনি অভিযোগ করেন, তার সময়ে নৌকাওয়ালারা যত চাঁদাবাজি করেছে, গত ১৪ মাসে অন্য দলের লোকেরা তার ১০ গুণ চাঁদাবাজি করেছে।
তিনি বলেন, শেখ হাসিনার যখন পতন হয়, তখন মানুষের মনে এক নম্বর ছিল ধানের শীষ। "এখন ধানের শীষ হয়েছে মানুষের পেটের বিষ।" তিনি সতর্ক করে বলেন, যে কারণে মানুষ বিক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে সরিয়েছে, সেই একই কাজ করলে বিএনপিকেও ভুলে যেতে মানুষের সময় লাগবে না।
তিনি বলেন, জামায়াতে ইসলামী আজ অনেক লাফালাফি করছে। তিনি আল্লাহকে হাজির-নাজির করে বলেন, জামায়াত এককভাবে নির্বাচন করলে ৫টির বেশি আসন পাবে না। তিনি মনে করেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াত যে অপরাধ করেছে, সত্যিকার অর্থে ক্ষমা না চাইলে তারা কখনোই দেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, তিনি যুদ্ধ পছন্দ করেন, কিন্তু দেশে চলমান বিশৃঙ্খলা পছন্দ করেন না। তিনি বলেন, "দাবি আদায়ের জন্য, অধিকার আদায়ের জন্য কখনো কখনো যুদ্ধ করতে হয়। তার মানে এই নয় যে বিশৃঙ্খলা করতে হবে।"
ড. ইউনূসকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা যখন তাঁকে সুদখোর বলেছিলেন, তিনি তখন গ্রামীণ ব্যাংকের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, "আমি পাশে না দাঁড়ালে গ্রামীণ ব্যাংক মাটির সঙ্গে মিশে যেত।" তিনি ভবিষ্যতেও শুধু গ্রামীণ ব্যাংক নয়, গ্রামীণ নামে যা কিছু আছে, তারও বিপদ আছে বলে সতর্ক করেন।
তিনি বলেন, শেখ হাসিনা মানুষকে কম নির্যাতন করেননি। তাঁর পতন আল্লাহর তরফ থেকে হয়েছে। তিনি মনে করেন, শেখ হাসিনা মানুষকে ভোট দিতে দেননি, তেমনি এই সরকারও তাদের ভোট দিতে দেবে না।
সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু ছালেক হিটলু, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুস ছবুর, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, ছানোয়ার হোসেন মাস্টার, দুলাল হোসেন মাস্টার, আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী প্রমুখ।
তারেক রহমানের নেতৃত্বেই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব: মীর স্নিগ্ধের
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দেশ এগিয়ে নিতে হবে এবং শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। তিনি বলেন, চিরতরে ফ্যাসিস্টের পতন ঘটিয়ে এসব হত্যার বদলা নিতে হবে।
সোমবার বিকেল ৩টার দিকে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্নিগ্ধ এসব কথা বলেন।
আত্মগোপন ও আপসহীনতা
মীর স্নিগ্ধ বলেন, 'বেগম জিয়া যেমন সন্তানের লাশ ধরে নীরবে দাঁড়িয়ে ছিলেন, তেমনি তার মা-ও সেভাবেই মুগ্ধর লাশ নিয়ে নির্বাক দাঁড়িয়ে ছিল।' তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছেন।
তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় সরকার তাঁদের গণভবনে নিয়ে আপস করার চেষ্টা করেছে, কিন্তু তাঁরা আপস করেননি। বাধ্য হয়ে তখন তাঁদের আত্মগোপনেও থাকতে হয়েছে। তিনি অভিযোগ করেন, ১৭ বছর ধরে খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে নির্যাতন ও নিপীড়ন করেছে এবং বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে।
জিয়াউর রহমানের আদর্শ ও ভোটের আহ্বান
স্নিগ্ধ বলেন, জিয়াউর রহমানের আদর্শ সব বিএনপি নেতাকর্মীদের লালন করতে হবে। তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বেগম জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনার আহ্বান জানান।
'নবীন প্রবীণ বাঁধ জোট, ধানের শীষে দেব ভোট'—এই স্লোগান দিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার এবং জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম।
নব্য ফ্যাসিস্ট হতে চাইলে বসে থাকব না: বিএনপিকে জুলাই সনদ নিয়ে হুঁশিয়ারি এনসিপি নেতার
জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন, যদি কেউ 'চব্বিশের কার্ড' খেলে নব্য ফ্যাসিস্ট হতে চায়, তবে এনসিপি বসে থাকবে না। তিনি বিএনপির প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দলটি জুলাই সনদে নোট অব ডিসেন্ট ঢোকানোর পাঁয়তারা করে, তবে সবাইকে নিয়ে রাজপথে নামা হবে।
সোমবার ১০ নভেম্বর বিকেলে 'জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সংস্কার ছাড়া কোনো ভোট নয়
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভোট পাবে তারাই, যারা সংস্কারের পক্ষে। তিনি বলেন, নির্বাচনের আগে সংস্কার জোট গঠন হবে। তিনি স্পষ্ট করে বলেন, "ধানের শীষে ভোট দিলেও সংস্কার হবে না, দাঁড়িপাল্লায় দিলেও সংস্কার হবে না।"
তিনি প্রশ্ন তোলেন, কেন ফ্যাসিস্টকে বিদায় করে আরেকটা ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানো হবে? তিনি একক নেতৃত্বে পার্লামেন্ট চান না বলেও উল্লেখ করেন।
সাবেক আওয়ামী লীগ নেতাদের প্রচারণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে সাকিব আল হাসান, মাশরাফি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে নৌকার ভোট চাইতেন। এখন দেশে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এসেছে, যারা ধানের শীষে ভোট চায়। তিনি শহীদ পরিবারের পাশে আছেন বলেও উল্লেখ করেন।
জুলাই সনদ নিয়ে সাপলুডু খেলা
আলোচনায় দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে সরকার সাপলুডু খেলা শুরু করেছে। তিনি বলেন, এই সনদ নিয়ে সরকার নিষ্ক্রিয় অবস্থায় আছে।
সারোয়ার তুষার বলেন, নির্বাচনী ডামাডোলে জুলাই সনদের আইনি ভিত্তি ভুলে গেলে চলবে না। তিনি দাবি করেন, এই মাসের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তা না হলে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে না।
ভারতের আধিপত্য রুখতে হবে: নির্বাচনী লক্ষ্য নিয়ে হাসনাত আব্দুল্লাহর কড়া বার্তা
জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছে। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দলটি তাদের মূল আদর্শ থেকে সরে গেছে। এই পরিস্থিতিতে তিনি বিএনপির ভেতরে অস্বস্তিতে থাকা নেতাকর্মীদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রোববার ১০ নভেম্বর রাতে নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে এনসিপির কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি'র অসন্তুষ্ট কর্মীদের প্রতি আহ্বান
হাসনাত আব্দুল্লাহ বলেন, "যারা বিএনপির এ পরিবেশে থাকতে অস্বস্তিবোধ করছেন, আমরা আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আমরা আপনাদের নমিনেশন দেব।"
তিনি বলেন, তাঁরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি প্রতিনিধিত্বমূলক সংসদ চান। এনসিপি চায়, একটি ভারতীয় আধিপত্যবিরোধী, ফ্যাসিবাদবিরোধী এবং একটি বাংলাদেশপন্থি সংসদ গঠিত হোক। তিনি আহ্বান জানান, "এটার জন্য যারা নিজেদের যোগ্য ও বাংলাদেশপন্থি মনে করে থাকেন, তারা যেন সংসদে আসেন।"
কুমিল্লার ১১ আসনে প্রার্থী ঘোষণা
এনসিপি নেতা জানান, তাঁরা কুমিল্লার ১১টি আসনে সৎ এবং যোগ্য প্রার্থী দেবেন। তিনি বলেন, "আমরা প্রথম ধাপের প্রার্থী নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে ঘোষণা করব। আমরা এ প্রার্থী ঘোষণার মাধ্যমে এনসিপির সাংগঠনিক নির্বাচনী কার্যক্রম শুরু করব।"
ব্যারিস্টার মাজহারুল ইসলামের সভাপতিত্বে সমন্বয় সভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, সালাউদ্দিন জামিল সৌরভ এবং কুমিল্লা মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সিরাজুল ইসলাম।
নৌকার সমর্থকরা হতাশ হবেন না,ধানের শীষ আপনাদের পাশে আছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকছে না। তিনি বলেন, 'নৌকার যে মূল মাঝি, তিনি সবাইকে ফেলে দিয়ে পালিয়ে গেছেন, ইন্ডিয়া চলে গেছেন।' তবে তিনি নৌকার সমর্থক ও ভোটারদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষ তাদের পাশেই আছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়দ্বেশ্বরী মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌকার সমর্থক ও ভোটারদের আশ্বস্ত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "ধানের শীষ আপনাদের সঙ্গে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না।" তিনি বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচনে বিএনপির ধানের শীষ ও আওয়ামী লীগের নৌকা প্রতিদ্বন্দ্বিতা করেছে, কিন্তু এবার নৌকা নেই।
বিএনপি মহাসচিব আটটি সমমনা দলের কঠোর সমালোচনা করে বলেন, দেশের জনগণ পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি না বুঝলেও, তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ওই আট দল। তিনি অভিযোগ করেন, গণভোটকে কেন্দ্র করে নির্বাচন পেছাতে তারা ঝামেলা সৃষ্টি করছে।
তিনি বলেন, "আগে ভোটে জেতেন, তারপর পিআর বাস্তবায়ন কইরেন। জোর করে জনগণের ওপর চাপিয়ে দিলে সেটা আমরা মানবো না।"
পাঠকের মতামত:
- জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানা হবে না দায় বর্তাবে সরকারের ওপর হুঁশিয়ারি বিএনপির
- আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম করছে তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে: প্রেস সচিব
- ভয় পাচ্ছে জামায়াত ভোট হলে অস্তিত্ব থাকবে না সাফ জানালেন ফখরুল
- দুই দিন ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে এশা দেওলের স্পষ্ট বার্তা
- "জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসীরা চাঁদাবাজ হতে পারে না"
- স্টার্লিং-ক্যাডের জুটিতে দাপট আয়ারল্যান্ডের
- জুট স্পিনার্সের প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন
- জিবিবি পাওয়ারের Q1 ফলাফল প্রকাশ
- বাজুসের নতুন ঘোষণা: ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছালো স্বর্ণ
- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ সম্পন্ন
- দিনের শুরুতেই পুঁজিবাজারে প্রাণচাঞ্চল্য, বেড়েছে তিন সূচকই
- চীন–যুক্তরাষ্ট্র প্রতিযোগিতার ভেতরে লুকানো নতুন ভারসাম্য
- খালি পেটে খেজুর খাওয়ার ৭টি অসাধারণ উপকারিতা
- দুই পারমাণবিক কেন্দ্রে রুশ ড্রোন হামলা
- আজ বিশ্ব ব্যাচেলর দিবস: একাকীত্ব নয়, স্বাধীনতার উৎসব
- আজ রাজধানীতে রাজনৈতিক যেসব কর্মসূচি, কোথায় কী হচ্ছে জেনে নিন
- যুদ্ধবিরতির এক মাস পরও গাজায় ত্রাণে ইসরাইলের বাধা
- বাংলাদেশ সীমান্তে ভারতের সর্বোচ্চ সতর্কতা জারি
- আওয়ামী লীগারদের উদ্দেশ্যে নুরের বিস্ফোরক ফেসবুক স্ট্যাটাসে তোলপাড়
- রাজধানীর তিন এলাকায় আরও বাসে আগুন এক দিনে ছয় বাসে অগ্নিসংযোগ
- জুলাই সনদ জট রাজনৈতিক দলগুলো অটল অবস্থানে অনিশ্চয়তা কাটাতে সরকারের শেষ চেষ্টা
- ট্রাম্পের ঘোষণার পরই সরে দাঁড়াল স্থিতিশীলতা বাহিনী গাজার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- দিল্লিতে শক্তিশালী বিস্ফোরণ আতঙ্ক লালকেল্লা এলাকায় উচ্চ সতর্কতা জারি
- স্বর্ণের বাজারে অস্থিরতা চলতি বছরই ৭৪ বার দাম সমন্বয় করল বাজুস
- সাবেক মিত্র জামায়াত ও বিএনপি এবার পারিবারিক প্রতিদ্বন্দ্বী কুড়িগ্রামের ৪ আসনে মুখোমুখি দুই ভাই
- আওয়ামী লীগ, জাতীয় পার্টিকে বাইরে রাখলে আমি নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী
- ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে চলন্ত বাসে আগুন
- শীতের পোশাক: অ্যালার্জি এড়াতে জ্যাকেট, সোয়েটার পরিষ্কারের সঠিক পদ্ধতি
- তারেক রহমানের নেতৃত্বেই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব: মীর স্নিগ্ধের
- নব্য ফ্যাসিস্ট হতে চাইলে বসে থাকব না: বিএনপিকে জুলাই সনদ নিয়ে হুঁশিয়ারি এনসিপি নেতার
- জেনে নিন বৃহস্পতিবারের সদাকাহর গোপন রহমত
- ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, সূচক হারাল প্রায় ৪০ পয়েন্ট!
- ৬০ দিনে ফ্যাটি লিভার থেকে মুক্তি: জীবনযাত্রার চাপ কমাতে ৫টি বিশেষ খাবার
- এক কেজি আলুর দামে এখন পাওয়া যায় না এক আঁটি শাকও!
- আসন পুনর্বিন্যাস বাতিল: বাগেরহাটে ৪টি আসনই বহাল রাখার নির্দেশ হাইকোর্টের
- ভারতের আধিপত্য রুখতে হবে: নির্বাচনী লক্ষ্য নিয়ে হাসনাত আব্দুল্লাহর কড়া বার্তা
- কফি বিনের গোপন রহস্য: আপনার প্রিয় কাপেও কি লুকিয়ে আছে তেলাপোকার ক্ষুদ্র অংশ?
- ডিএমপি'তে রদবদল: পাঁচ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি
- তিন দিনের অভিযানে মিলল লাশ: পশুর নদে নিখোঁজ সাবেক নারী পাইলটের মরদেহ উদ্ধার
- কিশমিশের জাদু: কেন এটি প্রাকৃতিক ওষুধ? এক মাসেই শরীরে আসে ৬ পরিবর্তন
- সুষ্ঠু নির্বাচনের জন্য জিহাদ ঘোষণা করেছে ইসি
- নৌকার সমর্থকরা হতাশ হবেন না,ধানের শীষ আপনাদের পাশে আছে: মির্জা ফখরুল
- ফুটবল উন্মাদনা: ৬ মিনিটে সব টিকিট বিক্রি, তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যমে
- গোলের রাজা কে, মেসি না রোনালদো? সংখ্যার হিসাবে কে এগিয়ে, কে পিছিয়ে!
- ১০ নভেম্বর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
- ১০ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ লুজার তালিকা প্রকাশ
- ১০ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- সুদানে গণহত্যার প্রমাণ লুকানোর চেষ্টা: মরদেহ পুড়িয়ে ফেলছে আরএসএফ
- ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সভাপতি খুন: পুরান ঢাকায় দিনেদুপুরে গুলি করে হত্যা
- গবেষণা ভিত্তিক শিক্ষা: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এক নতুন দিগন্ত
- পানি ও খাদ্য নিরাপত্তা: ভবিষ্যতের সম্ভাব্য যুদ্ধের কারণ
- ৫ ও ৬ নভেম্বর বন্ধ থাকবে ২ বছরের সরকারি ট্রেজারি বন্ড
- ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে
- দেউলিয়া পাঁচটি ইসলামি ব্যাংক একীভূত
- রপ্তানি আয়ে বড় ধস; যুক্তরাষ্ট্রের শুল্কে চাপে পোশাক শিল্প
- বুক ধড়ফড়ের নেপথ্যে পানিশূন্যতা: হৃদস্পন্দন দ্রুত হলে যা করবেন, জানালেন বিশেষজ্ঞরা
- রেকর্ড ডেট ঘিরে দুই দিন লেনদেন বন্ধ থাকবে
- কালো মুরগি কেন এত দামি: জেনেটিক বিস্ময়, ঐতিহ্য ও বিলাসিতার এক অনন্য সংমিশ্রণ
- ঘরে বসেই বানান ডিজিটাল NID: সম্পূর্ণ প্রক্রিয়া জানুন ধাপে ধাপে
- ০৪ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- ০৫ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ লুজার তালিকা প্রকাশ
- পপুলার ওয়ান মিউচুয়াল ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আজকের নামাজের সময়সূচি: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য
- চেঙ্গিস খানের অজানা গল্প: এক গরীব বালক যেভাবে পৃথিবীর ৪০% মানুষের যমদূত হয়ে উঠেছিল!








