জাতীয় পরিচয়পত্র সংশোধনে আসছে যেসব বড় পরিবর্তন 

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১০ ১১:২২:০৪
জাতীয় পরিচয়পত্র সংশোধনে আসছে যেসব বড় পরিবর্তন 
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষেত্রে আরও কঠোর অবস্থানে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে বয়স সংশোধনের মতো সংবেদনশীল বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষমতা সীমিত করে এই প্রক্রিয়া এখন থেকে প্রধান কার্যালয় থেকে নিয়ন্ত্রণের প্রস্তুতি নিচ্ছে ইসি। সংশোধন প্রক্রিয়াকে আরও সুসংহত ও সুরক্ষিত করতে নতুনভাবে প্রস্তুত করা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, বয়স সংশোধনের বিষয়টি এখন থেকে জেলা বা উপজেলা নির্বাচন অফিসের পরিবর্তে সরাসরি ইসি সচিবালয়ে সম্পন্ন হবে। তিনি বলেন, “বয়স সংশোধন একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আমরা দেখেছি, কিছু ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যে বয়স পরিবর্তনের চেষ্টা করা হয়। ডাটাবেজের নিরাপত্তা বজায় রাখতে এখন এসব বিষয় কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে।”

তিনি আরও জানান, মাঠ পর্যায়ে কেবল কম সংবেদনশীল ফিল্ড সংশোধন যেমন নামের বানান, ঠিকানা বা পারিবারিক তথ্যের পরিবর্তন সংক্রান্ত আবেদনগুলো নিষ্পত্তি করা যাবে। কিন্তু বয়স, জাতীয়তা বা জন্মতারিখ সংশোধনের মতো গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য আবেদন এখন থেকে ইসি কার্যালয়ের অনুমোদনের মধ্য দিয়ে যাবে।

ডিজি হুমায়ুন কবীর বলেন, “আমরা দেখেছি, এনআইডি সংশোধনের আবেদন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অনেকেই দালালের মাধ্যমে বা অপরাধী উদ্দেশ্যে বয়স বা অন্যান্য তথ্য পরিবর্তনের চেষ্টা করছে। এটি ডাটাবেজের নিরাপত্তার জন্য হুমকি। তাই প্রক্রিয়াটি কঠোর ও নিয়ন্ত্রিত করা ছাড়া উপায় নেই।”

তিনি আরও যোগ করেন, এসওপি পুনর্গঠনের সময় শুধু বয়স নয়, অন্যান্য ক্ষেত্রেও নতুন নীতিমালা যুক্ত করা হবে। যেমন আবেদন নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ, প্রমাণপত্র দাখিলের প্রক্রিয়া সহজ করা, এবং দীর্ঘদিন আবেদন ঝুলে থাকা রোধে নিয়মিত মনিটরিং।

গতকাল রোববার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হয় জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটার তালিকা ও নির্বাচন ব্যবস্থাপনা তথ্যপ্রযুক্তি বিষয়ক কমিটির সভা। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সভায় এনআইডি সংশোধন প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যপরিধি ও দায়বদ্ধতা নির্ধারণে এসওপি সংশোধনের প্রস্তাব উত্থাপন করা হয়।

সভায় আরও আলোচনা হয় বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া, দেশে ভোটার তালিকা হালনাগাদ, ও তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনা উন্নত করার বিভিন্ন দিক নিয়ে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত পরিবর্তনগুলো এখন কমিশন পর্যায়ে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত হবে। অনুমোদন পেলে নতুন এসওপি ২০২৬ সালের শুরু থেকেই কার্যকর হতে পারে।

-শরিফুল


আগেভাগে জানুন আগামী বছরের ছুটির দিন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১০ ১১:০০:৩২
আগেভাগে জানুন আগামী বছরের ছুটির দিন
ছবি: সংগৃহীত

উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আগামী বছরের সাধারণ, নির্বাহী আদেশ ও ঐচ্ছিক ছুটির বিস্তারিত সময়সূচি ঘোষণা করে। নতুন তালিকা অনুযায়ী ২০২৬ সালে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে, যার মধ্যে ১১ দিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) হিসেবে পড়বে। ধর্মীয় ও জাতীয় উৎসবের ছুটি আগের বছরের মতোই প্রায় অপরিবর্তিত থাকছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। মোট ১৪ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এর মধ্যে সাধারণ ছুটির ৭ দিন এবং নির্বাহী আদেশের ৪ দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাবে।

সাধারণ ছুটির দিনগুলো হলো ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০ মার্চ জুমাতুল বিদা, ২১ মার্চ ঈদুল ফিতর, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১ মে মে দিবস ও বুদ্ধপূর্ণিমা (একই দিনে), ২৮ মে ঈদুল আজহা, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২১ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন।

নির্বাহী আদেশে ঘোষিত ছুটির মধ্যে রয়েছে ৪ ফেব্রুয়ারি শবে বরাত, ১৭ মার্চ শবে কদর, ঈদুল ফিতরের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ, মোট চার দিন, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত মোট পাঁচ দিন, ২৬ জুন আশুরা এবং ২০ অক্টোবর দুর্গাপূজার মহানবমী।

এ ছাড়া বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। মুসলমানদের জন্য ১৭ জানুয়ারি শবে মিরাজ, ২৪ মার্চ ঈদের পরের তৃতীয় দিন, ১ জুন ঈদুল আজহার পরের চতুর্থ দিন, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের জন্য রয়েছে ২৩ জানুয়ারি সরস্বতী পূজা, ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত, ৩ মার্চ দোলযাত্রা, ১৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ১০ অক্টোবর মহালয়া, ১৮ ও ১৯ অক্টোবর দুর্গাপূজার সপ্তমী ও অষ্টমী, ২৬ অক্টোবর লক্ষ্মীপূজা এবং ৮ নভেম্বর শ্যামাপূজা।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, ১৮ ফেব্রুয়ারি ভস্ম বুধবার, ২ থেকে ৫ এপ্রিল পর্যন্ত পূণ্য সপ্তাহ, ৫ এপ্রিল ইস্টার সানডে, এবং ২৪ ও ২৬ ডিসেম্বর বড়দিনের আগে ও পরের দিন ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারিত হয়েছে। বৌদ্ধ সম্প্রদায়ের জন্য ১ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি, ৩০ এপ্রিল ও ২ মে বুদ্ধপূর্ণিমা, ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ২৬ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ২৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা থাকবে। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর জন্য ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি উৎসব উপলক্ষে ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারীরা বছরে তাদের নিজ ধর্ম অনুযায়ী সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে, এবং প্রয়োজনে সাধারণ বা নির্বাহী ছুটির সঙ্গে যুক্ত করে এই ছুটি নেওয়া যাবে। তবে ব্যাংক, হাসপাতাল, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর মতো বিশেষ দপ্তরগুলো জনস্বার্থ বিবেচনায় নিজস্ব আইন অনুযায়ী ছুটি নির্ধারণ করবে।

-রফিক


১৭ জেলার তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামার পূর্বাভাস

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৯ ১৯:১৭:৫০
১৭ জেলার তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামার পূর্বাভাস
ফাইল ছবি

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউওটি জানিয়েছে, দেশের মোট ১৭টি জেলার কিছু কিছু স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। এই পরিবর্তন আগামী ১৪ বা ১৫ নভেম্বর রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রোববার ৯ নভেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি এই পূর্বাভাস দিয়েছে।

যেসব এলাকায় প্রভাব পড়বে

বিডব্লিউওটি-এর পূর্বাভাস অনুযায়ী, যেসব স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে, সেগুলো হলো:

পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর এবং জামালপুর।

এই সময়ে দেশের অধিকাংশ স্থানের রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সারা দেশেই ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বজায় থাকবে। এই কারণে দিনের বেলায় তেমন শীত অনুভব হবে না।

ঠান্ডাজনিত অসুস্থতার সতর্কতা

বিডব্লিউওটি সতর্ক করে জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রার এই বড় পার্থক্যের কারণে অনেকে ঠান্ডাজনিত অসুস্থতায় আক্রান্ত হতে পারেন। এজন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।


মাঠ থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার গুজব নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৯ ১৯:১২:০০
মাঠ থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার গুজব নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না। এ সংক্রান্ত তথ্য যা ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব এবং সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি।

রোববার ৯ নভেম্বর বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না; এ-সংক্রান্ত তথ্য যা ছড়িয়েছে, সেটা গুজব। এরকম কোনো সিদ্ধান্ত হয়নি।"

আওয়ামী লীগের কর্মসূচিতে সরকার শঙ্কিত কি না—জানতে চাইলে তিনি বলেন, সরকার তাদের লকডাউন বা শাটডাউনের যে কর্মসূচি রেখেছে, সেই বিষয়ে মোটেও শঙ্কিত নয়।


নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত জানালেন উপদেষ্টা আসিফ: দিলেন পদত্যাগের ইঙ্গিতও

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৯ ১৬:৪৬:৫৫
নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত জানালেন উপদেষ্টা আসিফ: দিলেন পদত্যাগের ইঙ্গিতও
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানিয়েছেন, আপাতত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার সিদ্ধান্ত রয়েছে, তবে কোনো দলে যোগ দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

রোববার (৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার আবেদনপ্রক্রিয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা নয়, ঢাকা-১০ এখন নতুন ঠিকানা

উপদেষ্টা আসিফ মাহমুদ নিশ্চিত করেন, "নির্বাচন করব নিশ্চিত।" তিনি বলেন, "এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার সিদ্ধান্ত রয়েছে।" কোনো দলে যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "কোনো দলে যোগ দেব কি না, তা নিয়ে এখনো কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি।"

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগে কুমিল্লা-৩ আসন (মুরাদনগর উপজেলা) এর ভোটার ছিলেন। ধানমন্ডি এলাকার ভোটার হওয়া নিয়ে তরুণ এই উপদেষ্টা বলেন, "দুবার যেহেতু ভোট দিতে পারিনি, আগামীতে ধানমন্ডিতেই থাকার ইচ্ছা। সে কারণেই ঢাকা-১০ এর ভোটার হওয়া।"

ঢাকা-১০ নির্বাচনী আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত।

পদত্যাগ ও রাজনৈতিক প্রেক্ষাপট

তবে সরকারের উপদেষ্টা পদ থেকে কবে পদত্যাগ করছেন, সে বিষয়েও পরিষ্কার করে কিছু জানাননি আসিফ মাহমুদ।

এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। তবে জামায়াতে ইসলামী ইতোমধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। সম্প্রতি গুঞ্জন তৈরি হয়েছিল, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক।


দল নিবন্ধনে অনড়: ইসি’র গেটে ১২৩ ঘণ্টা ধরে অনশনে তারেক রহমান

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৯ ১৪:৪৪:৪৭
দল নিবন্ধনে অনড়: ইসি’র গেটে ১২৩ ঘণ্টা ধরে অনশনে তারেক রহমান
ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের ইসি প্রধান ফটকের সামনে আম জনতার দলের সদস্যসচিব তারেক রহমানের আমরণ অনশন ১২৩ ঘণ্টা ধরে চলছে। তবে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্পষ্ট জানিয়েছেন, এই অনশন ৫২২ ঘণ্টা চললেও কমিশনের কিছু করার নেই।

রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব বলেন, "৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই। আপনি আমাকে বলেন... ক্যান ইলেকশন কমিশন গো বিয়ন্ড দ্য রুলস? সো... ইউ গট মাই আনসার।" অর্থাৎ, ইসি নিয়মের বাইরে যেতে পারে না, এবং এটাই তাঁর চূড়ান্ত জবাব।

শারীরিক অবস্থার অবনতি সত্ত্বেও অনড়

গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল গেটের সামনে সরেজমিন দেখা যায়, তারেক রহমানের হাতে স্যালাইন লাগানো অবস্থায় তিনি শুয়ে আছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি তেমন কথা বলছেন না।

তার আশপাশে সংহতি জানাতে এবং শুধু তাঁকে দেখতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। দুর্বল কণ্ঠে তারেক রহমান বলেন, "অবশ্যই আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। এটা চলবে, অবশ্যই চলবে।"

নিবন্ধনের শর্ত পূরণের বিষয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, "ওরা তিনটা উপজেলা কোথায় পেয়েছে? পরে সেটা ৩৩ কিভাবে হয়েছে? এটা আমি মানতে পারছি না।"

ইসি থেকে আর কেউ যোগাযোগ করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, "কেউ আর যোগাযোগ করেনি। সেদিন বৃহস্পতিবার যে একজন উপসচিব এসেছিলেন... তিনি যে গিয়েছেন আর কেউ এরপর আসেনি। কোনো চিঠি বা কিছুই দেয়নি।" শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, "শরীরে অনেক ব্যথা করছে। তবে এমন অবস্থাতেও আমি অনশন চালিয়ে যেতে চাই।"

নিবন্ধন না পাওয়ার প্রেক্ষাপট

গত মঙ্গলবার ৪ নভেম্বর চূড়ান্ত পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী, এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে সময়ই তারেক রহমানের 'আম জনতার দল' নিবন্ধনের তালিকা থেকে ছিটকে পড়ে। এই সিদ্ধান্তের প্রতিবাদে দুপুর থেকেই তিনি নির্বাচন ভবনের মূল ফটকে অনশনে বসে যান। এখন দাবি-আপত্তি চেয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে এবং এরপর চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।

সূত্র: কালের কণ্ঠ


সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিলেন হাইকোর্ট

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৯ ১৪:২৪:০৩
সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিলেন হাইকোর্ট
ডা. সেলিনা হায়াৎ আইভী। সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার ৯ নভেম্বর বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই জামিনের রায় দেন। এই আদেশের ফলে তাঁর কারামুক্তির পথ সুগম হলো।

সেলিনা হায়াৎ আইভীকে গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নিজ বাড়ি চুনকাকুটির থেকে গ্রেপ্তার করা হয়েছিল। সেসময় একটি হত্যা মামলায় আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর গত ২৭ মে আদালত মিনারুল হত্যা মামলায় আইভীকে দুই দিনের রিমান্ড শেষে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন।


ভোটার তালিকা ও এনআইডি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৯ ০৯:৫৯:৪৮
ভোটার তালিকা ও এনআইডি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা আজ রবিবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এই সভাটি অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে।

সভায় সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। ইতিমধ্যে এনআইডির পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সভার সময়সূচি ও আলোচ্যসূচি জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, সভায় জাতীয় পরিচয়পত্র সংশোধন, আবেদন দাখিল ও নিষ্পত্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে এনআইডি সংশোধনের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও দায়িত্ব নির্ধারণ সংক্রান্ত আদর্শ পরিচালনা পদ্ধতি (SOP) হালনাগাদের প্রস্তাব উত্থাপন করা হবে।

এছাড়া সভায় আরও আলোচিত হবে ভোটার নিবন্ধন ও এনআইডি প্রণয়ন প্রক্রিয়া, দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকাভুক্তি প্রক্রিয়া, এবং বিদেশে বসবাসরত নাগরিকদের ভোটার নিবন্ধন কার্যক্রমের উন্নয়ন পদ্ধতি।

নির্বাচন কমিশন সূত্র বলছে, সম্প্রতি এনআইডি সংশোধন, নাম-ঠিকানা পরিবর্তন এবং তথ্য বিভ্রাটের নানা অভিযোগ পাওয়ার পর এই সভার আয়োজন করা হয়েছে। কমিটি এনআইডি ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করার বিষয়ে বিশেষ আলোচনা করবে।

অধিকন্তু, সভায় এনআইডি ডেটাবেইস সুরক্ষা, সাইবার নিরাপত্তা, ডেটা শেয়ারিং নীতিমালা, এবং ভবিষ্যতে ভোটার তথ্যের ডিজিটাল যাচাইকরণ (Digital Verification System) প্রবর্তনের দিকেও দৃষ্টি দেওয়া হবে বলে জানা গেছে।

-রফিক


সারা দেশে নির্বাচনের জোয়ার বইছে: প্রেস সচিব

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৮ ১৪:০৮:৫৩
সারা দেশে নির্বাচনের জোয়ার বইছে: প্রেস সচিব
ছবিঃ সংগৃহীত

সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উচ্ছ্বাসের জোয়ার বইছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি নিশ্চিত করেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যেই প্রধান উপদেষ্টাসহ সরকারসংশ্লিষ্ট সবাই দিনরাত কাজ করছেন।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের আমেজ ও সংস্কার প্রক্রিয়া

প্রেস সচিব বলেন, "দেশজুড়ে এখন নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে।" তিনি জানান, ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, "আমরা একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য কাজ করছি।"

তিনি আরও বলেন, মানুষ সুশাসন চায়, কিন্তু এটি একদিনে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিভিন্ন দেশে সংস্কার কার্যক্রমে ১০ থেকে ১৫ বছর সময় লেগেছে (যেমন নেপালে ৯ বছর লেগেছে)। তাই নির্বাচনের পর সংলাপের মাধ্যমে ধীরে ধীরে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।

নারী ও শ্রমিকদের প্রতিনিধিত্ব নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকে বলেন জুলাই সনদে নারী বা শ্রমিকদের প্রতিনিধিত্ব নেই, কিন্তু বাস্তবে সব শ্রেণিপেশার প্রতিনিধিত্বই সেখানে রয়েছে।

কর্মসংস্থান ও রাজনৈতিক অবস্থান

প্রযুক্তি ও কর্মসংস্থান প্রসঙ্গে শফিকুল আলম বলেন, কর্মসংস্থান সৃষ্টি করা হবে পরবর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইতোমধ্যে শ্রমবাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে।

রেল খাতে বিনিয়োগ প্রসঙ্গে প্রেস সচিব জানান, দেশের যোগাযোগ অবকাঠামোকে আরও আধুনিক করতে রেল প্রকল্পে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সহিংসতা চালাতে চায়। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে দৃঢ় অবস্থান নিতে হবে।


১.৫৫ লাখ কোটি টাকার দুর্নীতি: বিশ্বব্যাংকের ঋণের প্রকল্পে লুটপাটের মহোৎসব

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৮ ১২:১২:৫৮
১.৫৫ লাখ কোটি টাকার দুর্নীতি: বিশ্বব্যাংকের ঋণের প্রকল্পে লুটপাটের মহোৎসব
প্রকল্পের আওতায় নির্মিত ৮০ ভাগ পাবলিক টয়লেট ইতোমধ্যেই অব্যবহৃত, পরিত্যক্ত।

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় নেওয়া 'গরিবের ল্যাট্রিন, গ্রামীণ পানি সরবরাহ ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ' নামের একটি প্রকল্পে নজিরবিহীন দুর্নীতির মহোৎসব চলেছে বলে অভিযোগ উঠেছে। ডিসেম্বরে এই প্রকল্পের পাঁচ বছর মেয়াদ শেষ হতে চললেও কাজের অগ্রগতি মাত্র ৪৭ শতাংশ। আর যে কাজগুলো হয়েছে, সেগুলোতেও স্পেসিফিকেশন মানা হয়নি, ফলে দুর্নীতির কারণে নির্মিত অবকাঠামো এখন ব্যবহারের অনুপযোগী।

সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদন এবং যুগান্তরের নিজস্ব অনুসন্ধানে প্রকল্পটিতে পুকুরচুরির বিস্তারিত তথ্য পাওয়া গেছে।

প্রকল্প পরিচালক ও দুর্নীতির অভিযোগ

অভিযোগ উঠেছে যে, ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে প্রকল্পের অর্থ লোপাট করে দেশে-বিদেশে অঢেল সম্পদ গড়ে তুলেছেন প্রকল্পটির একচ্ছত্র অধিপতি প্রকল্প পরিচালক (পিডি) মো. তবিবুর রহমান তালুকদার। যুগান্তরের অনুসন্ধানে জানা গেছে, বিল ও ঠিকাদারকে দেওয়া চেক তাঁর একক সইতেই পাশ হয়ে যেত। এতে নির্বাহী প্রকৌশলী, জেলা প্রকৌশলী ও উপজেলা সহকারী প্রকৌশলীদের কোনো করণীয় ছিল না। এই সুযোগে তিনি পছন্দের ঠিকাদারদের কাজ দিয়ে নজিরবিহীন লুটপাট করেছেন বলে অভিযোগ আছে।

তবিবুর রহমান অবৈধ টাকায় সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে মায়ের নামে ছয়তলা আলিশান বাড়ি করেছেন। এছাড়াও ধানমন্ডি ২৭-এ ৫ হাজার স্কয়ার ফুটের বাণিজ্যিক ফ্লোর, ধানমন্ডিতে দুটি ও ব্যাংককে একটি ফ্ল্যাট কিনেছেন। দেশে রয়েছে একাধিক গাড়ি।

'বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্য' তবিবুর রহমান ব্যক্তি জীবনে নারী কেলেঙ্কারি এবং একাধিক বিয়ে করে একাধিক স্ত্রীকে আলাদা বাড়িও করে দিয়েছেন। দুর্নীতি দমন কমিশন তার এসব দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করছে বলেও জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. তবিবুর রহমান তালুকদার মোবাইলে কোনো কথা বলতে রাজি হননি এবং পরে সাক্ষাতের সময়ও দেননি।

কাজের মান ও অব্যবহৃত টয়লেট

পরিদর্শনকৃত ৪৭টি পাবলিক টয়লেটের মধ্যে ৩৮টি (৮০ দশমিক ৮৫ শতাংশ) বর্তমানে ব্যবহার হচ্ছে না। কোনো কোনো টয়লেট বছরে মাত্র ২ থেকে ৩ দিন ব্যবহার হলেও অধিকাংশ সময় বন্ধ থাকে। নির্মাণকাজের ত্রুটির কারণে ল্যান্ডিং স্টেশন ভেঙে গেছে এবং কলাম বাঁকা হয়েছে। র‌্যাম্পের গাইড ওয়াল নির্মাণ না করায় পাবলিক টয়লেটগুলো বৃদ্ধ ও প্রতিবন্ধীবান্ধব হয়নি।

পরিদর্শনকৃত ১৯টি টয়লেটের মধ্যে ১৭টি (৮৯ দশমিক ৪৭ শতাংশ) ব্যবহারের অনুপযোগী অবস্থায় পাওয়া গেছে। এর কারণ হিসেবে পরিচ্ছন্নতার জন্য অর্থের জোগান না থাকা, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব এবং ফিটিংস চুরির ভয়কে চিহ্নিত করা হয়েছে।

পরিদর্শনকৃত ১২২টি ল্যাট্রিনই স্পেসিফিকেশন অনুযায়ী স্থাপন করা হয়নি। একইভাবে পানির ছোট ৪৭টি স্কিমের মধ্যে ৪৩টির কাজ স্পেসিফিকেশন অনুযায়ী হয়নি।

পরিবেশের ক্ষতি ও নতুন প্রকল্পে নিয়োগ

সমীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়েছে, পানির বড় স্কিমগুলো জলাশয়, পুকুর ও ডোবা ভরাট করে করা হয়েছে, কিন্তু পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ছাড়পত্র নেওয়া হয়নি, যা পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।

এই নজিরবিহীন দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও, মো. তবিবুর রহমান তালুকদারকেই নতুন করে শুরু হতে যাওয়া ১ হাজার ৮৮৯ কোটি টাকার স্যানিটেশন প্রকল্পের পিডি হিসেবে নিয়োগ করা হয়েছে। এই প্রকল্পটিও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়নের কথা।

পাঠকের মতামত:

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

রাষ্ট্রের ধারণাটি একসময় কেবল প্রশাসনিক ক্ষমতা, আইনের শাসন এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্রের ভূমিকা এখন... বিস্তারিত

মশলা কিনতে এসে দেশ দখল: যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাইভেট আর্মি!

মশলা কিনতে এসে দেশ দখল: যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাইভেট আর্মি!

কল্পনা করুন এমন একটি প্রাইভেট কোম্পানির কথা, যা এতটাই শক্তিশালী যে সে তার গ্রাহকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে, দেশ... বিস্তারিত

ক্যানসার চিকিৎসায় মহা সাফল্য: নতুন ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষায় শতভাগ কার্যকারিতা

ক্যানসার চিকিৎসায় মহা সাফল্য: নতুন ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষায় শতভাগ কার্যকারিতা

ক্যানসার চিকিৎসায় বিজ্ঞানীরা এক যুগান্তকারী অগ্রগতি অর্জন করেছেন। নতুন এক ধরনের ক্যানসার ভ্যাকসিনের প্রাথমিক মানবদেহে পরীক্ষায় শতভাগ সাড়া পাওয়ার দাবি... বিস্তারিত