শেখ হাসিনার আতঙ্ক কমার বদলে উল্টো বেড়েই চলেছে: গোলাম মাওলা রনি

সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি মন্তব্য করেছেন যে, বাংলাদেশের রাজনীতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আতঙ্ক কমার বদলে উল্টো বেড়েই চলেছে। তিনি বলেন, প্রতিদিন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গ্রেপ্তার হলেও সংগঠনটিকে দমন করা যাচ্ছে না এবং শেখ হাসিনাও তার কর্মকাণ্ডে বিন্দুমাত্র ভীত নন।
আজ সোমবার (৬ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে গোলাম মাওলা রনি এসব কথা বলেন।
রনি দাবি করেন, "বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার আতঙ্ক ক্রমে বেড়েই চলেছে এবং আওয়ামী লীগ সম্পর্কে মানুষের ভয়-আতঙ্কও সমান্তরালে বাড়ছে।" তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা এখন জেলে এবং প্রায় প্রতিদিনই কর্মীরা ধরা পড়ছেন, কিন্তু এরপরেও সংগঠনটির কার্যক্রম থামানো যাচ্ছে না।
শেখ হাসিনার বর্তমান কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, "শেখ হাসিনাকে দমন করা যাচ্ছে না। তার কর্মকাণ্ডকে বন্ধ করা যাচ্ছে না। তিনি ভারতে বসেই বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, অনলাইনে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এবং দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে সংগঠিত করছেন।"
গ্রেপ্তার অভিযানে দলের তেমন কোনো ক্ষতি হচ্ছে না উল্লেখ করে রনি বলেন, "আমরা যেভাবে গ্রেপ্তার করছি, এতে করে আওয়ামী লীগের কতটুকু ক্ষতি হচ্ছে বা শেখ হাসিনা কতটুকু ভয় পাচ্ছেন, তার কোনো নমুনা দেখা যাচ্ছে না। বরং দিন দিন তাদের কর্মকাণ্ড, অহংকার, দাপট এবং মিছিলের আকার বেড়েই যাচ্ছে।"
ভিডিওর শেষে রনি বলেন, "শেখ হাসিনা এই ৭৯ বছর বয়সে যে হুমকি-ধমকি দিচ্ছেন, তা আমাদের সবার মনোজগতে এক ধরনের আতঙ্ক তৈরি করে ফেলেছে।"
কোথায় আটকানো হবে, বলা কঠিন—শহিদুল আলম
ফিলিস্তিনের গাজায় রোববার পৌঁছানোর কথা থাকলেও, আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর ফ্রিডম ফ্লোটিলার যাত্রা আরও বিলম্বিত হবে বলে জানিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। তিনি জানান, কোথায় বা কখন ইসরায়েলি বাহিনী তাদের আটক করতে পারে, তা আগেভাগে বলা কঠিন।
রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
ধীরে যাত্রা ও বাধার আশঙ্কা
শহিদুল আলম ‘কনশানস’ নামের যে নৌযানে আছেন, সেই বহরের গতি কমানো হয়েছে। এর কারণ ব্যাখ্যা করে তিনি লেখেন:
“শান্ত সমুদ্র আর দারুণ রোদ। গতরাতটা খোলা ডেকে ঘুমিয়েছি আমি। আজ আমাদের গাজায় পৌঁছানোর কথা ছিল; কিন্তু ছোট নৌকাগুলোর কাছাকাছি থাকতে গতি কমিয়ে দেওয়ায় এখন আরও দেরি হবে। তবে বিপদের এলাকা তার অনেক আগেই শুরু হয়, আর কোথায় বা কখন আমাদের আটকানো হতে পারে, তা আগেভাগে বলা কঠিন।”
শহিদুল আলম জানান, কনশানস হলো আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এবং থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) নৌবহরের একটি জাহাজ। মানবিক ত্রাণ নিয়ে তারা গাজার উদ্দেশ্যে ছুটে চলেছেন।
প্রেমিকা নাকি ষড়যন্ত্র? আদনানের 'অন্ধকার জগৎ' নিয়ে স্ত্রীর পোস্টের পর নাটকীয় ইউ-টার্ন!
আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি তার স্ত্রী সাবিকুন্নাহার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন, যেখানে তিনি আদনানের বিরুদ্ধে কলেজ জীবনের পুরোনো প্রেমিকার সাথে পুনরায় সম্পর্ক স্থাপনের গুরুতর অভিযোগ তোলেন।
স্ত্রীর অভিযোগ অনুযায়ী, আদনান জেরিন জেবিন নামক একজন এয়ার হোস্টেসের সাথে নিয়মিত চ্যাট, ফোনালাপ এবং লং ড্রাইভে সময় কাটাচ্ছেন। শুধু তাই নয়, পোস্টে আরও অভিযোগ করা হয় যে, আদনানের পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কোর্সের আড়ালে নারী-পুরুষের অবাধ মেলামেশার সুযোগ করে দেওয়া হয়, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
এই অভিযোগের ঝড় ওঠার পরপরই আবু ত্বহা আদনান এক পোস্টে জানান যে তার মোবাইল ফোন চুরি হয়ে গেছে এবং সবাইকে বিভ্রান্তিমূলক তথ্য থেকে সতর্ক থাকতে বলেন।
তবে ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন তার স্ত্রী পরবর্তী একটি পোস্টে আগের অভিযোগগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি জানান, কিছু হিংসুক ও বিরোধী লোক তাকে বিভ্রান্ত করেছিল এবং তার স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি আদনানের প্রতি নিজের সমর্থনও ব্যক্ত করেন।
এই ধারাবাহিক নাটকীয়তা—প্রথমে গুরুতর অভিযোগ, এরপর মোবাইল চুরির দাবি এবং সবশেষে স্ত্রীর ক্ষমা প্রার্থনা—আদনানের অনুসারী এবং সমালোচকদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ও আলোচনার জন্ম দিয়েছে।
সাকিবের পোস্টের পর ইলিয়াস হোসাইনের পরামর্শ: ‘সম্পত্তি ক্রোক করেন’
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে কারও নাম উল্লেখ না করে লিখেছেন, “একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।” এই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। ব্যবহারকারীদের ধারণা, ক্রীড়া উপদেষ্টার ইঙ্গিতটা সাকিব আল হাসানের দিকে।
সাকিবের পোস্ট ও প্রতিক্রিয়া
ক্রীড়া উপদেষ্টার স্ট্যাটাসটি যে সাকিব আল হাসান বুঝতে পেরেছেন, তা স্পষ্ট হয়েছে তার পাল্টা স্ট্যাটাসে। বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটের দিকে সাকিব তার ফেসবুকে লিখেছেন:
“যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তাঁর জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।”
এই বিতর্কের সূত্রপাত হয় রাত ৯টার দিকে সাকিবের আরেকটি ফেসবুক পোস্ট থেকে। সেখানে তিনি গত বছর গণঅভ্যুত্থানের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে ইংরেজি অক্ষরে ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন, আপা।’
প্রবাসী সাংবাদিকের মন্তব্য
সাকিবের এই পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন এই বিতর্কে যোগ দিয়ে মন্তব্য করেন, “সাকিব আল হাসানের সম্পত্তি ক্রোক করেন, দেখেন সব সোজা হয়ে গেছে।” ইলিয়াস হোসাইনের এই পোস্টে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরাও নানা মন্তব্য করছেন।
‘আমাকে আলাদা করে তুলে ধরার চেষ্টা হয়নি’: ডা. তাসনিম জারা
জাতিসংঘে স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার সমালোচনা শুরু হলে এর ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. তাসনিম জারা। তিনি বলেছেন, তিনি কোনো সরকারি প্রোগ্রামে যোগ দেননি এবং তাকে আলাদা করে তুলে ধরার চেষ্টা করা হয়নি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ব্যাখ্যা দেন।
ভুয়া খবর ও সত্য ঘটনা
ডা. তাসনিম জারা বলেন, “গতকাল স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলছি এমন একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকে প্রশ্ন করছেন, সেখানে শুধু আমাকে কেন দেখা গেল, অন্য দলের রাজনীতিবিদরা নেই কেন।” তিনি বলেন, “অভিযোগ এসেছে, হয়তো আমাকে আলাদা করে তুলে ধরার চেষ্টা হচ্ছে। এটি পরিষ্কার করা জরুরি।”
তিনি বলেন, “সংশ্লিষ্ট মানুষের সঙ্গে পেশাগতভাবে পরিচিত হওয়ার জন্য প্রতি বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় নানা ধরনের সাইড ইভেন্ট হয়। আমি খুঁজছিলাম, আমার অবসর সময়গুলো কিভাবে সবচেয়ে কার্যকরভাবে কাজে লাগানো যায়।”
তিনি জানান, মেডট্রনিক ল্যাবস ও ব্র্যাক মিলে বাংলাদেশের প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে একটি আলোচনার আয়োজন করেছিল। এটি সরকারি কোনো অনুষ্ঠান ছিল না। যেহেতু এটি একটি ‘ইনভাইট-অনলি’ অনুষ্ঠান, তাই তিনি তার পূর্বপরিচিতদের সঙ্গে যোগাযোগ করে আমন্ত্রণ চান এবং সেই আমন্ত্রণেই অনুষ্ঠানে যান। তিনি বলেন, “সরকার থেকে আমাকে সেখানে পাঠানো হয়নি। হয়তো এই জন্যই দেখবেন, সরকারের প্রতিনিধিরা এক পাশে বসেছেন, আমাকে অন্য পাশে বসার জায়গা দেওয়া হয়েছে।”
সরাসরি মন্তব্য নয়, আলোচনায় অংশগ্রহণ
ডা. তাসনিম জারা আরও বলেন, “কিছু গণমাধ্যমে বলা হয়েছে, আমি সেখানে প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে ব্লুপ্রিন্ট দিয়েছি। এটি সঠিক নয়।” তিনি বলেন, সেশনটির টাইটেল ছিল ‘ব্লুপ্রিন্ট,’ যেখানে অন্যরা ‘কি নোট’ দিয়েছেন এবং তিনি শুধু মেডিকেল ডিভাইস, প্রযুক্তি ও ইনোভেশন নিয়ে একটি মন্তব্য করেছেন। এটিই একমাত্র অনুষ্ঠান নয়, যেখানে তিনি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ নিয়ে অংশ নিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা নিখোঁজ, দাবি হাসনাতের
উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ রয়েছেন।” তিনি বলেন, এই ঘটনা একই সঙ্গে চরম উদ্বেগজনক এবং ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে।
সরকার ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন
হাসনাত আব্দুল্লাহ বলেন, “যেখানে রাষ্ট্র ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে।”
তিনি আরও বলেন, “একই সঙ্গে, এমন সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নীরব ভূমিকায় আমি গভীরভাবে শঙ্কিত। এই নীরবতা নতুন করে রাজনীতিতে পুরনো ভয়ের সংস্কৃতি ও নিপীড়নের পরিবেশ ফিরিয়ে আনার আশঙ্কা সৃষ্টি করছে।”
৮০ শতাংশ ব্যবহারকারী বঞ্চিত, জেনে নিন ফেসবুক মনিটাইজেশন পাওয়ার উপায়
ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন বা ‘সোনার হরিণ’ সুবিধা পেতে এখনও অনেক ব্যবহারকারী সমস্যার মুখোমুখি হচ্ছেন। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ফেসবুক ব্যবহারকারীদের মাত্র ২০ শতাংশ এই সুবিধা পেয়েছেন, বাকি ৮০ শতাংশই এখনও পাচ্ছেন না। এর প্রধান কারণ হলো স্প্যাম এবং সেন্সিটিভ কনটেন্ট। ফেসবুকের নতুন আপডেটের ফলে এসব কনটেন্ট ব্যবহারকারী অনেক আইডি মনিটাইজেশন থেকে বঞ্চিত হচ্ছে।
মনিটাইজেশন পেতে যেসব পদক্ষেপ নেওয়া জরুরি
১. স্প্যাম থেকে বিরত থাকুন: ফেসবুকের মনিটাইজেশন পেতে হলে কপি-পেস্ট কমেন্ট করা বা অযথা ফলোয়ার বাড়ানোর জন্য মন্তব্য করা বন্ধ করতে হবে। এই ধরনের আচরণ মনিটাইজেশন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে।
২. সেন্সিটিভ কনটেন্ট সরান: আপনার ফেসবুক পেজে যেসব ভিডিও বা পোস্টে সেন্সিটিভ, সেক্সুয়াল বা ভুল তথ্য আছে, তা দ্রুত সরিয়ে ফেলুন। এই ধরনের কনটেন্ট থাকলে মনিটাইজেশন পাওয়া সম্ভব নয়।
৩. একাধিক ভিডিও ভাইরাল হওয়ার প্রয়োজন নেই: একটি ভিডিও যদি যথেষ্ট অ্যাঙ্গেজমেন্ট এবং ভিউ পায়, তবে তা মনিটাইজেশন পেতে যথেষ্ট। ভিডিওর ধরন রিলস, লং ভিডিও, ছবি বা টেক্সট হতে পারে।
৪. ফেসবুকের গাইডলাইন মেনে চলুন: মনিটাইজেশনের জন্য ফেসবুকের গাইডলাইনগুলো ১০০ শতাংশ মেনে চলা বাধ্যতামূলক। ভিডিও এবং পোস্টে যা কিছু আপলোড করবেন, তা অবশ্যই গাইডলাইন অনুযায়ী হতে হবে।
৫. অ্যাঙ্গেজমেন্ট বাড়ান: ভিডিওতে ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলোয়ার বৃদ্ধির মাধ্যমে অ্যাঙ্গেজমেন্ট নিশ্চিত করতে হবে। বেশি অ্যাঙ্গেজমেন্ট থাকলে মনিটাইজেশন সহজ হয়।
৬. পরিকল্পিত কনটেন্ট তৈরি করুন: ভিডিও, ছবি, লেখা এবং স্টোরির মাধ্যমে নিয়মিত কনটেন্ট আপলোড করুন। পরিকল্পিত অ্যাঙ্গেজমেন্ট মনিটাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
একটি সফল ফেসবুক আইডি হলো সেটি, যেখানে কোনো স্প্যাম বা সেন্সিটিভ কনটেন্ট নেই এবং নিয়মিত ভালো অ্যাঙ্গেজমেন্ট আসে। এই ধাপগুলো অনুসরণ করলে ফেসবুক ব্যবহারকারীরা সহজেই কন্টেন্ট মনিটাইজেশন সুবিধা পেতে পারেন।
‘দাওয়াত পেলেও যেতাম না’: প্রধান উপদেষ্টার সফর নিয়ে রনির কড়া মন্তব্য
প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে সঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের যাওয়াটা বিতর্কিত বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। তার দাবি, দাওয়াত পেলে এই সফরে তিনি যেতেন না। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন গোলাম মাওলা রনি।
‘রাষ্ট্রীয় প্রোগ্রামে রাজনীতির সম্পৃক্ততা ঠিক নয়’
উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে রনি বলেন, “বিষয়টি যদি সিরিয়াসলি বলি, তাহলে এটি বিতর্কিত। এই কাজটি উনাদের করা ঠিক হয়নি। কারণ জাতিসংঘের যে অধিবেশনটা এটা এবসলিউট রাষ্ট্রীয় প্রোগ্রাম। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই।”
এই সফরে দাওয়াত পেলে যেতেন না বলেও দাবি করেছেন গোলাম মাওলা রনি। তিনি বলেন, “আমাকে দাওয়াত দিলে আমি সেখানে যেতাম না। এখন অনেকে বলবেন তোমাকে তো দাওয়াতই দেয়নি। সেটা পরের ব্যাপার। বাস্টিং হলো যে আমি সেখানে যেতাম না।”
সফরসঙ্গী হওয়া রাজনৈতিক নেতারা
সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে গেছেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা।
এদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপি’র সদস্যসচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।
এটি দ্বিতীয় বিয়ে, আবদুল হান্নান মাসউদের আংটি বদল নিয়ে বিতর্ক
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) সাবেক সংগঠক শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে আংটি বদল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। দুজনের হাতে থাকা আংটির ছবি তারা নিজেরাই ফেসবুকে প্রকাশ করেছেন। তাদের এই পোস্টে অভিনন্দন জানিয়েছেন এনসিপি ও বাগছাসের একাধিক নেতা।
‘এটি তার দ্বিতীয় বিয়ে’
তবে আবদুল হান্নান মাসউদের এটি দ্বিতীয় বিয়ে বলে দাবি করেছেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। তিনি তার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, মাসউদের প্রথম স্ত্রী নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন এবং তাদের মধ্যে বিচ্ছেদও হয়ে গিয়েছিল।
নির্ঝর তার পোস্টে লেখেন, “বন্ধু মাসউদ বিয়ে করেছে! এইডাও নিউজ! প্রথম বিয়ে করে ডিভোর্সও হইছিল, সেসব নিয়ে নিউজ তো করেননি!” নেটিজেনদের উদ্দেশে তিনি মন্তব্য করেন, “আপনাদের তথ্যের সীমা খুব সীমিত বলে নতুন করে জানলেন কেউ কেউ।” তিনি আরও লেখেন, “মাসউদ আগেরবারের মতো ভুল যেন না হয়! দ্বিতীয় বিয়ের অভিনন্দন!”
জনগণের আস্থা পূরণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: রাশেদ খান
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং তাদের ওপর জনগণের অনাস্থা তৈরি হয়েছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
সরকারের প্রতি জনগণের অনাস্থা
রাশেদ খান বলেন, দেশের মানুষের মধ্যে একটি সংস্কারের আকাঙ্ক্ষা রয়েছে। কিন্তু সরকারের প্রতি জনগণের বিশ্বাস ও আস্থা কমে গেছে। গত এক বছরে এই সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। তিনি উদাহরণ দিয়ে বলেন, “যেমন রাস্তায় বের হয়ে আপনি সঠিক সময়ে আসতে পারবেন না। প্রতিদিন কোনো না কোনো ইস্যুতে কোথাও না কোথাও আন্দোলন হচ্ছে, রাস্তা অবরোধ হচ্ছে।” তিনি আরও বলেন, “সারা দেশের অবস্থা নিয়ন্ত্রণহীন। এখন আমার কাছে মাঝে মধ্যে মনে হয় আসলেই কি সরকার আছে নাকি নেই।”
‘রাজনৈতিক কর্মীরা দেশ চালিয়েছে’
গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, গত বছরের ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত তিন দিন দেশ খুব ভালোভাবে চলেছে। তিনি প্রশ্ন তোলেন, “সে সময় তো সরকার ছিল না, তাহলে কারা দেশ চালিয়েছে?” নিজেই এর উত্তর দিয়ে তিনি বলেন, “রাজনৈতিক কর্মীরা, রাজনীতিবিদরা দেশ চালিয়েছে।”
পাঠকের মতামত:
- শেখ হাসিনার আতঙ্ক কমার বদলে উল্টো বেড়েই চলেছে: গোলাম মাওলা রনি
- মাত্র ৬০ সেকেন্ডে ৭০ তলা! চীনের হুইজিয়াং ব্রিজে প্রযুক্তি ও রোমাঞ্চের অবিশ্বাস্য মেলবন্ধন
- ৫০ বছরের সম্পর্ক: সৌদি আরবে সাধারণ কর্মী নিয়োগে ঐতিহাসিক চুক্তি সই
- বিসিবি নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণা, পরিচালক পদে জয়ী যারা
- মেয়ে ও স্ত্রী রাজনীতিতে আসা নিয়ে কী ইঙ্গিত দিলেন তারেক রহমান?
- ঘুম থেকে উঠেই শরীর ব্যথা? হতে পারে ৫টি গুরুতর কারণ
- মানুষ হলে কোন ধর্ম বেছে নিত চ্যাটজিপিটি? কৃত্রিম বুদ্ধিমত্তার উত্তরে বিশ্বে তোলপাড়!
- ঘুম না হলে ওষুধ নয়, মিলতে পারে সহজ ব্যায়ামে সমাধান
- এনসিপি নেতার হুঁশিয়ারি: ‘শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে বিকল্প নেই’
- ভোট দিয়েছেন তামিম? ফল ঘোষণার আগে নিজের অবস্থান জানালেন
- এ সপ্তাহেই অনেক ঘটনা ঘটবে: গুম মামলা নিয়ে চিফ প্রসিকিউটরের ইঙ্গিত
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
- আদালতে দণ্ড থেকে রাষ্ট্রপ্রধান: তিন রাষ্ট্রের সাক্ষী ড. ইউনূসের অবিশ্বাস্য জীবনগাঁথা
- ডিএসইতে সোমবারের লেনদেনের সারসংক্ষেপ
- ডিএসইতে সোমবার লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে সোমবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- গাজায় ইসরায়েলি আগ্রাসনের ২ বছর: মানবিক বিপর্যয়ের ভয়াবহ চিত্র
- আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন
- হংকং ম্যাচের আগে দেশে পৌঁছে যা বললেন হামজা
- নির্বাচনী আয়োজনে নতুন পদক্ষেপ, ভোটারদের বিশেষ অধিকার ফিরিয়ে দিচ্ছে ইসি
- আওয়ামী লীগের বিচার: ‘এ বিষয়ে সবচেয়ে বড় বিচারক আমি মনে করি জনগণ’
- বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের প্রত্যাশা কী, জানালেন ভারতের পররাষ্ট্র সচিব
- চ্যাম্পিয়নের দুর্দিন: সেভিয়ার মাঠে ৪–১ গোলে হার বার্সেলোনার
- যুক্তরাষ্ট্র–রাশিয়া পরমাণু অস্ত্র চুক্তি: এক বছরের জন্য নবায়নের প্রস্তাবে ট্রাম্পের সম্মতি
- “যুদ্ধ চলতে পারে না আলোচনার সময়”— যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা ইসরায়েলকে
- আঞ্চলিক সহযোগিতায় নতুন দিগন্তে বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ক
- বিসিবি নির্বাচন আজ: নাটকীয় ঘটনাপ্রবাহে নিরবচ্ছিন্ন পদযাত্রা আমিনুল-বাহিনীর
- তারেক রহমানের ঘোষণা: “জনগণের নির্বাচনে আমি থাকব জনগণের মধ্যেই”
- নতুন পে স্কেলে বেতন কত বাড়তে পারে, জানাল কমিশন
- ৬ অক্টোবর, ২০২৫ (সোমবার) ঢাকা ও অন্যান্য বিভাগের নামাজের সময়সূচি
- ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে দ্বিতীয় দিনেও গাজায় হামলা অব্যাহত
- আধুনিক বিজ্ঞান ও কোরআনের আলোকে জিন: রহস্যময় অস্তিত্বের এক নতুন দিগন্ত!
- ‘শাপলা’ প্রতীক না দেওয়া নিয়ে নির্বাচন কমিশনকে সারজিস আলমের হুঁশিয়ারি
- প্রবাসী আয়ে বড় চমক: সেপ্টেম্বরের রেমিট্যান্স নিয়ে এল সুখবর
- ঐকমত্য থাকলেও সংকট: বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব সনদ বাস্তবায়নে বাধা?
- সূর্যও যেখানে বামন: মহাবিশ্বের দানব নক্ষত্রদের সামনে আমাদের অস্তিত্ব কতটুকু?
- থাইরয়েডের সঙ্গে হতাশা: মানসিক স্বাস্থ্যের এই গোপন সংযোগটি জানুন
- মুক্তা থেকে রিয়েল এস্টেট: যেভাবে ৫০ বছরে মরুভূমিকে সম্পদে পরিণত করলো দুবাই
- সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হতে পারে: সালাহউদ্দিন আহমদ
- ডেঙ্গু পরিস্থিতি চরম আকার ধারণ করল, একদিনের চিত্রে উদ্বেগ
- সভ্যতার সঙ্গমস্থল আফগানিস্তান: ইতিহাস, সংগ্রাম ও পুনর্জাগরণের এক দীর্ঘ যাত্রা
- রবার্ট ওপেনহাইমার: যে বিজ্ঞানীর হাতে তৈরি হয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বোমা!
- ব্রণ চেপে ফাটানো: হতে পারে যে ভয়াবহ রোগ, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- ‘পশুর মতো আচরণ’: ইসরায়েলে গ্রেটা থুনবার্গসহ কর্মীদের ভয়াবহ নির্যাতনের অভিযোগ
- আগামী ২৪ ঘণ্টায় ৩ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা
- মার্কিন প্রস্তাব নিয়ে উত্তাল তেল আবিব: জিম্মি মুক্তির দাবিতে হাজারো ইসরায়েলি, পাশে ট্রাম্প
- কোরআন অবমাননা: নর্থ সাউথ থেকে শিক্ষার্থী অপূর্ব পাল স্থায়ীভাবে বহিষ্কার
- আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য, আজ রাতে মাঠে নামছে বাংলাদেশ
- বিটকয়েন ইতিহাসে: মূল্য বাড়ার নতুন রেকর্ড গড়ল ক্রিপ্টোকারেন্সি
- সপ্তাহের প্রথম দিনে বাজারে প্রাণ ফিরছে ডিএসইতে
- বার্লিন সম্মেলন ১৮৮৪–৮৫: আফ্রিকা বিভাজনের রাজনীতি, অর্থনীতি ও উত্তরাধিকার
- রসুনের গোপন শক্তি: এক কোয়া কি সত্যিই শরীরকে বদলে দিতে পারে?
- সর্ব রোগের ঔষধ কালিজিরা’র আদ্যপ্রান্ত: ঐতিহ্য, বিজ্ঞান, ব্যবহার ও সতর্কতা
- ম্যালেরিয়া: কারণ, লক্ষণ, ঝুঁকি, প্রতিরোধ ও চিকিৎসা
- স্মার্টফোন থেকে ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার ৩টি সহজ উপায়
- মেথি কি সত্যিই ‘সুপারফুড’? বিজ্ঞান, উপকার, ঝুঁকি ও খাওয়ার সেরা সময়
- ডিএসইতে মঙ্গলবার লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- শ্বাসরুদ্ধকর জয়: শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ
- ডিএসইতে মঙ্গলবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- যে সাগরে কেউ ডুবে না, কেন সেখানে লুকিয়ে আছে এক অভিশপ্ত ইতিহাস?
- ল্যাপটপে পানি পড়লে কী করবেন? যে ৭টি কাজ ভুলেও করা উচিত নয়
- ঘৃতকুমারী বা অ্যালোভেরা: কাঁটাযুক্ত পাতার ভেতর লুকানো আরোগ্যের জেল
- টিসিবির তালিকায় যুক্ত হচ্ছে আরও ৫ পণ্য
- ডিএসইতে বিনিয়োগকারীদের আস্থা ফেরার ইঙ্গিত দিল মঙ্গলবারের লেনদেন
- রহস্যময় পাণ্ডুলিপি কোডেক্স জাইগাস: কেন এটি ‘শয়তানের বাইবেল’ নামে পরিচিত?