Banner

নারী বিশ্বকাপ: পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আজকের একাদশ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০২ ১৬:১৫:২২
নারী বিশ্বকাপ: পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আজকের একাদশ
ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের আশা নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল। টস ভাগ্যে হেরে প্রথমে ফিল্ডিং করছে নিগার সুলতানা জ্যোতিরা। পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

অধিনায়কদের বক্তব্য

টস জিতে পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা বলেন, “উইকেটটা বেশ ভালো দেখাচ্ছে। ব্যাটিং সহায়ক মনে হচ্ছে। বিশ্বকাপে সবগুলো দলই কঠিন। আমরা বাংলাদেশকে কোয়ালিফায়ারে খেলেছি, যদি নিজেদের খেলা খেলতে পারি, তবে যে কাউকেই হারানো সম্ভব।”

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, “আমরাও টস জিতলে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতাম। উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ মনে হচ্ছে। আমরা অনেক দিন ধরে কঠোর পরিশ্রম করছি। ফিটনেস ও স্কিলের জন্য বহু ক্যাম্প করেছি। শারীরিক ফিটনেস বজায় রাখার পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকার চেষ্টাও করছি।”

দুই দলের একাদশ

বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আখতার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক, উইকেটকিপার), স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিথা আক্তার।

পাকিস্তান একাদশ: মুনিবা আলি, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাটালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নাওয়াজ, রামিন শামিম, নাশরা সান্ধু, ডায়ানা বেগ ও সাদিয়া ইকবাল।


জানুয়ারি–জুন: ২০২৬ সালের ক্রীড়া সূচি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩১ ১৩:১৫:৪২
জানুয়ারি–জুন: ২০২৬ সালের ক্রীড়া সূচি
ছবি: সংগৃহীত

২০২৬ সালকে সামনে রেখে বিশ্ব ক্রীড়াঙ্গনের ব্যস্ত ও বহুমাত্রিক সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। ‘স্পোর্টস ক্যালেন্ডার ২০২৬’ শিরোনামে প্রকাশিত এই তালিকায় ক্রিকেট, ফুটবল, টেনিস, মোটরস্পোর্টস, অলিম্পিক ও অ্যাথলেটিক্সসহ প্রায় সব জনপ্রিয় খেলাধুলার বড় আসর ও আন্তর্জাতিক প্রতিযোগিতার সময়সূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশেষভাবে ক্রীড়াপ্রেমী দর্শক, বিশ্লেষক ও মিডিয়ার জন্য এই ক্যালেন্ডারকে পুরো বছরের খেলাধুলার একটি নির্ভরযোগ্য রোডম্যাপ হিসেবে দেখা হচ্ছে। প্রথম পর্বে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালের উল্লেখযোগ্য আয়োজনগুলো তুলে ধরা হয়েছে।

ক্রিকেটে বিশ্বমঞ্চের উত্তাপ

বছরের শুরুতেই ক্রিকেটপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ, যা ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। পাশাপাশি মার্চ থেকে মে মাসজুড়ে চলবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। এর বাইরে বিভিন্ন দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও সূচিতে জায়গা পেয়েছে।

ফুটবলে ইতিহাস গড়ার বছর

২০২৬ সাল ফুটবলের জন্য এক অনন্য বছর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ, যার পর্দা উঠবে ১১ জুন এবং চলবে ১৯ জুলাই পর্যন্ত। এর আগে ও পাশাপাশি চলবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের নকআউট পর্ব, সঙ্গে আফ্রিকান নেশন্স কাপের মতো বড় আন্তর্জাতিক আসর।

টেনিস ও মোটরস্পোর্টসের ব্যস্ত সূচি

টেনিস ক্যালেন্ডারে বছরের প্রথমার্ধে রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের মতো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। অন্যদিকে মোটরস্পোর্টসে ফর্মুলা ওয়ানের একাধিক গ্র্যান্ড প্রিক্স অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া, বাহরাইন, সৌদি আরব, কানাডা ও ইউরোপের বিভিন্ন ট্র্যাকে।

অলিম্পিক ও অন্যান্য বড় আয়োজন

২০২৬ সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে ইতালির মিলান শহরে, যা শীতকালীন ক্রীড়াবিশ্বের সবচেয়ে বড় ইভেন্ট। এ ছাড়া অ্যাথলেটিক্স ডায়মন্ড লিগ, গলফের ইউএস ওপেন ও দ্য মাস্টার্সের মতো ঐতিহ্যবাহী আসরও ক্রীড়াপঞ্জিকে আরও সমৃদ্ধ করেছে।

বিশেষজ্ঞদের মতে, আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৬ ফিফা বিশ্বকাপ এই বছরের সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী ক্রীড়া আয়োজন হিসেবে বিশ্ব ক্রীড়াঙ্গনে প্রাধান্য পাবে।

এএফপি জানিয়েছে, স্পোর্টস ক্যালেন্ডার ২০২৬–এর দ্বিতীয় পর্বে বছরের শেষ ছয় মাসের পূর্ণ সূচি শিগগিরই প্রকাশ করা হবে।

-রফিক


মাতৃতুল্য অভিভাবক: ক্রীড়াঙ্গনে খালেদা জিয়ার না বলা সব গল্প

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩১ ১১:৫১:০৯
মাতৃতুল্য অভিভাবক: ক্রীড়াঙ্গনে খালেদা জিয়ার না বলা সব গল্প
ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের উত্থানপর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান ও ব্যক্তিগত মমত্ববোধের গল্পগুলো আজ কিংবদন্তি ক্রিকেটারদের মুখে মুখে। ২০০৪ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতকে প্রথমবার ওয়ানডেতে হারানোর সেই অবিস্মরণীয় রাতের স্মৃতি রোমন্থন করতে গিয়ে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, সেই রাতে অনেক দেরি হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী তাঁদের জন্য মিষ্টি নিয়ে অপেক্ষা করছিলেন। কোচ ডেভ হোয়াটমোর ও বাশারকে তিনি নিজ হাতে মিষ্টি মুখ করিয়েছিলেন, যা একজন রাষ্ট্রপ্রধানের চেয়েও একজন মমতাময়ী মায়ের প্রতিচ্ছবি হিসেবে ধরা দিয়েছিল।

ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলের দৃষ্টিতে বেগম জিয়া ছিলেন খেলোয়াড়দের কাছে 'মাতৃতুল্য'। ১৯৯৪ সালে সার্ক ক্রিকেট টুর্নামেন্টে ভারতের কাছে হেরে যাওয়ার পরও যমুনায় ডেকে ক্রিকেটারদের সংবর্ধনা ও নৈশভোজ করিয়েছিলেন তিনি। বর্তমান মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামটি ক্রিকেটের জন্য বরাদ্দ দেওয়া এবং আধুনিকায়নে তাঁর ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর অক্লান্ত পরিশ্রমের পেছনে বেগম জিয়ার পূর্ণ সমর্থন ছিল। ক্রিকেটাররা মনে করেন, আজ বাংলাদেশের ক্রিকেট যে অবস্থানে দাঁড়িয়ে, তার ভিত্তিপ্রস্তর স্থাপনে এই রাজনৈতিক পরিবারের অবদান অনস্বীকার্য।

আইসিসি ট্রফিজয়ী অধিনায়ক আকরাম খান ও খালেদ মাসুদ পাইলটদের স্মৃতিতে বেগম জিয়া মানেই এক পরম আপনজন। ১৯৯৭ সালে বিরোধী দলে থেকেও মিন্টো রোডের বাসায় আইসিসি ট্রফিজয়ীদের বিশাল সংবর্ধনা দিয়েছিলেন তিনি। পাইলট জানান, উপহার হিসেবে দেওয়া সেই 'ডিনার সেট'টি তিনি এখনো আগলে রেখেছেন। অন্যদিকে, মোহাম্মদ রফিকের স্মৃতিতে ভাসছে ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের পর পূর্বাচলে লটারি ছাড়াই ক্রিকেটারদের প্লট বরাদ্দ দেওয়ার সেই মহানুভবতা।

সাবেক এই প্রধানমন্ত্রীর প্রয়াণে সাবেক ক্রিকেটাররা এক বাক্যে স্বীকার করেছেন যে, তিনি কখনো কৃতিত্ব নিজে নিতেন না, বরং সবসময় খেলোয়াড়দের কৃতিত্ব দিতেন। ক্রিকেটের প্রতি এমন নিখাদ ভালোবাসা এবং খেলোয়াড়দের সুখে-দুখে পাশে থাকার এই বিরল দৃষ্টান্ত দেশের ক্রীড়াঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। আপসহীন এই নেত্রীর বিদায়ে ক্রিকেটের এক সোনালি স্মৃতির ডায়েরিও যেন আজ স্তব্ধ হয়ে গেল।


টিভির পর্দায় আজকের সব খেলার সূচি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩১ ০৯:২৩:৪৩
টিভির পর্দায় আজকের সব খেলার সূচি
ছবি : সংগৃহীত

বছরের শেষ দিনে দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে বড় ধরণের চমক। আপনি যদি ভেবে থাকেন আজ বিপিএলে কোনো খেলা নেই, তবে আপনার জন্য রয়েছে ভিন্ন খবর। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা নিয়েছে বিসিবি। আজ দুপুর ৩টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াজিয়ার মৃত্যুতে শোক পালন ও জানাজার কারণে মঙ্গলবারের স্থগিত হওয়া ম্যাচগুলো আজ বুধবার (৩১ ডিসেম্বর) নতুন সূচিতে মাঠে নামানোর সিদ্ধান্তমে প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস। এরপর রাত ৮টায় দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স।

দেশের গণ্ডি ছাড়িয়ে আজ বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও রয়েছে টানটান উত্তেজনা। বিগ ব্যাশ লিগে দুপুর ২টা ১৫ মিনিটে মুখোমুখি হবে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও ব্রিসবেন হিট। এদিকে দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ 'এসএ ২০' তে আজ রয়েছে দুটি ম্যাচ। বিকেল ৫টায় সানরাইজার্স ইস্টার্ন কেপ লড়বে পার্ল রয়্যালসের বিপক্ষে। দিনের শেষ চমক হিসেবে রাত ৯টা ৩০ মিনিটে এমআই কেপ টাউনের মুখোমুখি হবে প্রিটোরিয়া ক্যাপিটালস।

বছরের শেষ দিনে ক্রিকেটের এই ঠাসা সূচি দর্শকদের জন্য বিনোদনের এক অনন্য সুযোগ করে দিয়েছে। স্টার স্পোর্টস ১ এবং ২ চ্যানেলে এসব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। তবে বিপিএলের সময়সূচিতে হঠাৎ পরিবর্তনের কারণে দর্শকদের মধ্যে কিছুটা ধন্দ তৈরি হলেও, বিসিবি নিশ্চিত করেছে যে মঙ্গলবারের টিকিট দিয়েই দর্শকরা আজকের খেলা উপভোগ করতে পারবেন।


প্রিয় নেত্রীর প্রয়াণে বিপিএল আজ নিশ্চুপ: পেছানো হলো আজকের সব ম্যাচ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১১:০২:২৩
প্রিয় নেত্রীর প্রয়াণে বিপিএল আজ নিশ্চুপ: পেছানো হলো আজকের সব ম্যাচ
ছবি : সংগৃহীত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে সারা দেশে নেমে আসা গভীর শোকের ছায়ায় শামিল হয়েছে দেশের ক্রিকেট অঙ্গন। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিপিএল টি-টোয়েন্টি আসরের নির্ধারিত ম্যাচগুলো স্থগিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক এই প্রধানমন্ত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং দেশের বর্তমান শোকাতুর পরিবেশ বিবেচনা করে বিসিবি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

উল্লেখ্য, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তাঁর এই আকস্মিক বিদায়ের খবর ছড়িয়ে পড়ার পরপরই বিসিবির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া দুটি ম্যাচই বাতিল করা হয়েছে। দিনের প্রথম ম্যাচে দুপুর ১টায় সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হওয়ার কথা ছিল এবং সন্ধ্যা ৬টায় হাইভোল্টেজ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মোকাবিলা করার কথা ছিল রংপুর রাইডার্সের।

বিসিবি তাদের বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করেছে যে, আজকের বাতিল হওয়া ম্যাচগুলো একেবারে বাতিল হয়ে যায়নি বরং এগুলো পরবর্তী সময়ে নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে। বিসিবির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে যে, পরিস্থিতির ওপর নজর রেখে খুব শীঘ্রই সংশোধিত এবং নতুন সময়সূচি ক্রিকেটপ্রেমীদের জন্য প্রকাশ করা হবে। সাবেক এই সরকার প্রধানের মৃত্যুতে কেবল রাজনৈতিক অঙ্গনই নয়, বরং ক্রীড়াঙ্গনেও এক বিশাল শোকের ছায়া বিরাজ করছে এবং ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা প্রকাশ করছেন।


টিভির পর্দায় আজকের সব খেলার সূচি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ০৯:২১:৩৬
টিভির পর্দায় আজকের সব খেলার সূচি
ছবি : সংগৃহীত

মঙ্গলবার বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের জন্য এক ব্যস্ততম দিন হতে যাচ্ছে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে দুপুর ১টায় মুখোমুখি হবে সিলেট এবং চট্টগ্রাম। পয়েন্ট টেবিলের লড়াইয়ে টিকে থাকতে দুই দলের জন্যই এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর সন্ধ্যা ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমানের অন্যতম শক্তিশালী দল রংপুর চ্যালেঞ্জ জানাবে ঢাকাকে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস এবং নাগরিক টিভি।

আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় আজ আরও বেশ কিছু আকর্ষণীয় ম্যাচ রয়েছে। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে দুপুর ২টা ১৫ মিনিটে থান্ডার মোকাবিলা করবে স্করচার্সের। এছাড়া এশিয়ান ক্রিকেটে নারী শক্তির লড়াই দেখা যাবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, যেখানে ৫ম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ক্রিকেট উন্মাদনা এখানেই শেষ নয়, রাত ৯টা ৩০ মিনিটে দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগে লড়বে ডারবান ও জোবার্গ। এই ম্যাচগুলো স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি উপভোগ করা যাবে।

ফুটবল প্রেমীদের জন্য আজ রাতটি হতে যাচ্ছে এক দীর্ঘ প্রতীক্ষার অবসান। ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ আজ গভীর রাতে অনুষ্ঠিত হবে। রাত ১টা ৩০ মিনিটে একই সাথে তিনটি বড় লড়াই শুরু হবে। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি মোকাবিলা করবে বোর্নমাউথকে। একই সময়ে গানার ভক্তদের চোখ থাকবে আর্সেনাল বনাম অ্যাস্টন ভিলা ম্যাচের ওপর। এছাড়া নটিংহাম ফরেস্ট লড়বে এভারটনের বিপক্ষে। দিনের শেষ চমক হিসেবে রাত ২টা ১৫ মিনিটে উলভারহ্যাম্পটনের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। সব মিলিয়ে রাতভর ফুটবল আর দিনের ক্রিকেটে বুদ হয়ে থাকার সব আয়োজন আজ প্রস্তুত।


এক নজরে টিভিতে আজকের খেলা: ২৯ ডিসেম্বর ২০২৫

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৯ ০৯:০৬:৫৩
এক নজরে টিভিতে আজকের খেলা: ২৯ ডিসেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত

ক্রিকেট ও ফুটবলের এক মহাব্যস্ত দিন পার করতে যাচ্ছে ক্রীড়াবিশ্ব। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। দুপুর ১টায় প্রথম লড়াইয়ে মুখোমুখি হবে রংপুর ও চট্টগ্রাম। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় রাজশাহীর প্রতিপক্ষ নোয়াখালী। দুটি ম্যাচই সরাসরি দেখা যাবে টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে। এছাড়া অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দুপুর ২টা ১৫ মিনিটে হোবার্ট হারিকেনস লড়বে মেলবোর্ন স্টারসের বিপক্ষে। আর রাতে দক্ষিণ আফ্রিকার এসএ ২০ লিগে মুখোমুখি হবে ইস্টার্ন কেপ ও প্রিটোরিয়া।

ফুটবল ভক্তদের জন্য আজকের মূল আকর্ষণ আফ্রিকা কাপ অব নেশন্স। রাত ১০টায় শক্তিশালী মিসর মাঠে নামবে অ্যাঙ্গোলার বিপক্ষে। অন্যদিকে রাত ১টায় মরক্কোর মুখোমুখি হবে জাম্বিয়া। ফুটবল ম্যাচগুলো সরাসরি উপভোগ করা যাবে ফ্যানকোড অ্যাপ ও ওয়েবসাইটে। আজকের এই ঠাসা সূচিতে একদিকে যেমন বিপিএলের পয়েন্ট টেবিলের লড়াই জমবে, অন্যদিকে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে আফ্রিকার সেরা দেশগুলো।


একই দলে রোনালদো ও মেসি: অবিশ্বাস্য খবরের আসল রহস্য ফাঁস

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৮ ২১:৩৬:৫২
একই দলে রোনালদো ও মেসি: অবিশ্বাস্য খবরের আসল রহস্য ফাঁস
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন—লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো কি কোনোদিন একই দলের হয়ে মাঠে নামবেন? এই স্বপ্নকে উসকে দিয়ে সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, সিআর সেভেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী মেসির সঙ্গে খেলতে ইন্টার মায়ামিতে যোগ দিতে আগ্রহী এবং এজন্য তিনি নিজের বিশাল পারিশ্রমিকও কমিয়ে দিতে রাজি। মায়ামির চমৎকার আবহাওয়া এবং ডেভিড বেকহ্যামের সঙ্গে সুসম্পর্কের দোহাই দিয়ে খবরটি মুহূর্তেই বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছিল, রোনালদো নাকি মনে করছেন সৌদি আরবের চেয়ে যুক্তরাষ্ট্রের ফুটবল পরিবেশ তাঁর জন্য বেশি আরামদায়ক হবে। এমনকি মেসির অ্যাসিস্ট থেকে গোল করার যে রোমাঞ্চ, সেটিও নাকি তাঁকে প্রলুব্ধ করছে। কিন্তু এই খবরের গভীরে যেতেই বেরিয়ে আসে এক মজার সত্য। আসলে ২৮ ডিসেম্বর স্পেনে পালিত হয় ‘দিও দে লোস সান্তোস ইনোসেন্তেস’, যা মূলত স্প্যানিশ সংস্কৃতির এপ্রিল ফুলস ডে। ভক্তদের কৌতুক করে বোকা বানাতেই মুন্দো দেপোর্তিভো এই কাল্পনিক খবরটি সাজিয়েছিল।

এই প্রতিবেদনের অবিশ্বাস্য হওয়ার সবচেয়ে বড় প্রমাণ ছিল এর লেখকের নাম—রিকাডো টাবস। যারা হলিউড টিভি সিরিজ ‘মায়ামি ভাইস’ দেখেছেন, তারা সহজেই ধরতে পেরেছেন যে এটি একটি কাল্পনিক চরিত্রের নাম। বাস্তব চিত্র হলো, লিওনেল মেসি ইতোমধ্যেই ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। অন্যদিকে, ক্রিশ্চিয়ানো রোনালদো আল-নাসরের হয়ে সৌদি প্রো লিগে গোল বন্যা বইয়ে দিচ্ছেন এবং আসন্ন আল-ইত্তিফাক ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ, এই মহাতারকা জুটিকে এক জার্সিতে দেখার ইচ্ছাটি আপাতত একটি সুন্দর ও স্মরণীয় ‘প্রাঙ্ক’ হিসেবেই ফুটবল ইতিহাসে জায়গা করে নিল।


এক নজরে টিভিতে আজকের খেলা: ২৮ ডিসেম্বর ২০২৫

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৮ ০৯:৪৫:৫৭
এক নজরে টিভিতে আজকের খেলা: ২৮ ডিসেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত

ক্রীড়াপ্রেমীদের জন্য আজ রোববার (২৮ ডিসেম্বর) থাকছে টানটান উত্তেজনার এক গুচ্ছ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে বিগ ব্যাশ লিগ—প্রতিটি ক্ষেত্রেই রয়েছে বড় বড় দলের লড়াই। আজ ফুটবল বিশ্বের নজর থাকবে প্রিমিয়ার লিগের টটেনহাম ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচের দিকে। সেলহার্স্ট পার্কে রাত সাড়ে ১০টায় প্যালেসের মুখোমুখি হবে স্পার্সরা। দিনের অন্য ম্যাচে রাত ৮টায় সান্ডারল্যান্ড আতিথ্য দেবে লিডস ইউনাইটেডকে। ইতালিয়ান সিরি আ-তে রাত ১টা ৪৫ মিনিটে এক হেভিওয়েট ম্যাচে মুখোমুখি হবে আতালান্তা ও ইন্টার মিলান।

ক্রিকেট মাঠেও আজ ব্যস্ততা কম নয়। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দুপুর ২টা ১৫ মিনিটে স্টারস লড়বে থান্ডারের বিপক্ষে। সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার এসএ ২০ লিগে ডারবান সুপার জায়ান্টস ও এমআই কেপটাউনের মধ্যে লড়াই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। একই সময়ে নারী ক্রিকেটে ভারত ও শ্রীলঙ্কার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুবাইয়ের আইএল টি-টোয়েন্টিতে রাত সাড়ে ৮টায় গালফ জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে আবুধাবি নাইট রাইডার্স।

আজকের খেলার পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):

ফুটবল (ইংলিশ প্রিমিয়ার লিগ ও সিরি আ):

সান্ডারল্যান্ড বনাম লিডস: রাত ৮টা (স্টার স্পোর্টস সিলেক্ট ১)

ক্রিস্টাল প্যালেস বনাম টটেনহাম: রাত ১০:৩০ মিনিট (স্টার স্পোর্টস সিলেক্ট ১)

আতালান্তা বনাম ইন্টার মিলান: রাত ১:৪৫ মিনিট (ডিএজেডএন)

ক্রিকেট (লিগ ও আন্তর্জাতিক):

বিগ ব্যাশ (স্টারস-থান্ডার): দুপুর ২:১৫ মিনিট (স্টার স্পোর্টস ২)

ভারত বনাম শ্রীলঙ্কা (৪র্থ নারী টি-২০): সন্ধ্যা ৭:৩০ মিনিট (স্টার স্পোর্টস ১)

এসএ ২০ (ডারবান-কেপটাউন): সন্ধ্যা ৭:৩০ মিনিট (স্টার স্পোর্টস ২)

আইএল টি-২০ (জায়ান্টস-নাইট রাইডার্স): রাত ৮:৩০ মিনিট (টি স্পোর্টস)

ছুটির এই দিনে বাড়িতে বসেই টিভির পর্দায় বিশ্বের জনপ্রিয় সব লিগ উপভোগ করতে পারবেন দর্শকরা। ফুটবল ভক্তদের জন্য রাতের ইন্টার মিলান বনাম আতালান্তা ম্যাচটি বিশেষ উপভোগ্য হবে বলে আশা করা হচ্ছে।


৯ কোটির মুস্তাফিজকে নিয়ে বিপাকে শাহরুখের দল: উত্তপ্ত মধ্যপ্রদেশ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৭ ২২:০৪:৪৭
৯ কোটির মুস্তাফিজকে নিয়ে বিপাকে শাহরুখের দল: উত্তপ্ত মধ্যপ্রদেশ
ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপির রেকর্ড মূল্যে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশি এই ‘কাটার মাস্টারকে’ নিয়ে এখন ভারতের মধ্যপ্রদেশে তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, কেকেআর যদি মুস্তাফিজকে মাঠে নামায়, তবে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। সম্প্রতি বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর কথিত সহিংসতার ওজুহাত তুলে এই হুমকি দেওয়া হয়েছে।

উজ্জয়িনীর এই ধর্মীয় নেতা দাবি করেছেন যে, কেকেআর কর্তৃপক্ষ বাংলাদেশি খেলোয়াড় খেলানোর সিদ্ধান্ত থেকে সরে না দাঁড়ালে তাঁদের ‘তপস্বী যোদ্ধারা’ মাঠে ঢুকে ম্যাচ বন্ধ করে দেবে এবং ব্যাপক ভাঙচুর চালাবে। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কলকাতা নাইট রাইডার্স দলকে বয়কট করার একটি সুসংগঠিত প্রচারণাও শুরু হয়েছে। এই উগ্রপন্থী হুমকির ফলে আইপিএলের নিরাপত্তা ও মুস্তাফিজের অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে গভীর শঙ্কা।

অন্য দিকে মুস্তাফিজের আইপিএল খেলার সময়কাল নিয়েও কিছুটা জটিলতা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন যে, জাতীয় দলের সিরিজের গুরুত্ব বিবেচনা করে ক্রিকেট অপারেশনস বিভাগ সিদ্ধান্ত নেবে। কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের মতে, আগামী এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সীমিত ওভারের সিরিজ রয়েছে। সেই সিরিজ শেষ করার পরেই কেবল মুস্তাফিজকে আইপিএল খেলার জন্য অনাপত্তিপত্র বা এনওসি দেওয়া হবে।

ভারতের অভ্যন্তরে রাজনৈতিক ও ধর্মীয় কারণে মুস্তাফিজকে নিয়ে তৈরি হওয়া এই উত্তেজনা কেকেআর শিবিরের জন্য বড় ধরনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিসিবি ও আইপিএল কর্তৃপক্ষ এই স্পর্শকাতর পরিস্থিতি কীভাবে মোকাবিলা করে, তা এখন দেখার বিষয়। ফিজের ভক্তরা আশা করছেন, মাঠের বাইরে যে বিতর্কই থাকুক না কেন, শেষ পর্যন্ত ক্রিকেটের জয় হবে এবং বাংলাদেশি এই তারকা পেসার আইপিএলে দাপটের সঙ্গেই ফিরবেন।

সূত্র: সোস্যাল নিউজ এক্সওয়াইজেড

পাঠকের মতামত:

ব্যক্তিগত দায় বনাম প্রাতিষ্ঠানিক দায়: দায়মুক্তির এক রাজনৈতিক সংস্কৃতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ঘটনা কাগজে পড়লে প্রথমে মনে হয় এটা যেন কোনো যুদ্ধের খবর। এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে হাত–পা প্রায়... বিস্তারিত