কেউ একজন বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে: ক্রীড়া উপদেষ্টা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০২ ১৫:৩৮:৫০
কেউ একজন বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে: ক্রীড়া উপদেষ্টা
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেছেন, তামিম ইকবালসহ সরে দাঁড়ানো পক্ষটি নির্বাচনকে ‘ফিক্স’ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। একইসঙ্গে, তিনি অভিযোগ করেছেন যে বিসিবির নির্বাচন সংক্রান্ত ঘটনা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি পর্যন্ত গড়িয়েছে।

‘ইলেকশন ফিক্স’ করার ব্যর্থ চেষ্টা

বুধবার (১ অক্টোবর) যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,

“ফিক্সিংটা তামিম ভাইয়েরা করার চেষ্টা করেছেন, করে ব্যর্থ হয়েছেন। সভাপতি, সেক্রেটারিদের ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে তাকে কাউন্সিলর দিতে হবে। ডিসিদের ধমক দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে। সেগুলো নাই বলি। ফিক্সিংটা করতে ওনারা, মানে ইলেকশনটা ফিক্স করতে ওনারা ব্যর্থ হয়েছেন।”

তিনি আরও বলেন, “আমাদের কাছে কিছু কল রেকর্ড ও ডকুমেন্টসও রয়েছে। সেখানে বলা হচ্ছে, যদি নির্বাচন করেন, ৬ মাস পরে পরিণতি ভোগ করতে হবে। ইঙ্গিতটা জাতীয় নির্বাচন পরবর্তীতে কাউকে হুমকি দেওয়ার মতো।”

কোহলি পর্যন্ত গড়িয়েছে অভিযোগ

উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন, “কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে। বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীরসহ অন্যদের সঙ্গে শেয়ার করেছে।” তিনি আক্ষেপ করে বলেন, “এমন কোথাও অভিযোগ দেওয়া উচিত না যেটা আমার দেশের জন্য লজ্জাজনক।”

তার বিরুদ্ধে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণ করার অভিযোগের জবাবে তিনি বলেন, “পাপন ভাইয়ের সময় ডিস্ট্রিক্ট-ডিভিশন থেকে কারা আসতো কাউন্সিলর? আওয়ামী লীগের সভাপতি আসতো, আওয়ামী লীগের সদস্য আসতো বা বড় কোনো নেতা কিংবা নেতার ছেলেরা আসতো। যার আসলে ক্রীড়া সংস্থার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে পাপন ভাইয়ের ছকে আপনি কীভাবে বলছেন?”

নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা

উল্লেখ্য, ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্রীড়া উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করেছেন যে, নির্বাচন ভণ্ডুল করতে একটি পক্ষ শেষ পর্যন্ত চেষ্টা করবে। তবে, তিনি জানান, নির্বাচনের স্বার্থে যেকোনো পক্ষের সঙ্গে বসতেও প্রস্তুত রয়েছেন।


হাসারাঙ্গাকে ছেড়ে রিশাদের দিকে নজর? আইপিএল নিলামে টাইগারদের চাহিদা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৬ ১৮:৫৩:২৩
হাসারাঙ্গাকে ছেড়ে রিশাদের দিকে নজর? আইপিএল নিলামে টাইগারদের চাহিদা
ছবিঃ সংগৃহীত

ক্রিকেট বিশ্বের অন্যতম জাঁকজমকপূর্ণ আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সব সময়ই ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসে। ২০২৬ সালের আসরও এর ব্যতিক্রম নয়। ডিসেম্বরে অনুষ্ঠিতব্য মিনি নিলামের আগেই দলগুলো এমন সব সাহসী সিদ্ধান্ত নিয়েছে, যা অনেককে অবাক করেছে। এমনকি আন্দ্রে রাসেলের কলকাতা ছাড়া বা রবীন্দ্র জাদেজার হলুদ জার্সি বদলের মতো বড় পরিবর্তনের আভাসও পাওয়া যাচ্ছে। তবে এবারের নিলামে সবচেয়ে বড় আলোচনার বিষয় হতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের ঘিরে বিভিন্ন দলের আগ্রহ।

এবারের মিনি নিলামের আগে বেশিরভাগ দলই তাদের বিদেশি খেলোয়াড়ের কোটা প্রায় ফাঁকা করে ফেলেছে। সাধারণত মেগা নিলামের পরের বছর দলগুলো খুব বেশি খেলোয়াড় ছেড়ে দেয় না, কিন্তু এইবার ঠিক তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। কলকাতা নাইট রাইডার্স সর্বোচ্চ ছয়জন বিদেশি ক্রিকেটার কেনার সুযোগ পাবে, অন্যদিকে দিল্লির স্লট ফাঁকা আছে পাঁচজনের। এছাড়া লখনৌ, গুজরাট এবং চেন্নাই চারটি করে বিদেশি খেলোয়াড় নিতে পারবে।

দলগুলো পর্যালোচনা করলে দেখা যায়, সবচেয়ে বেশি ছাড়া হয়েছে বিদেশি ব্যাটার এবং পেসারদের। ১০টি দল মিলে মোট ১১ জন বিদেশি ব্যাটার এবং সমান সংখ্যক (১১ জন) পেসারকে ছেড়ে দিয়েছে। পেসার এবং স্পিনারের এই ঘাটতি পূরণের জন্যই বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

'কাটার মাস্টার' মুস্তাফিজুর রহমানের দল পাওয়ার সম্ভাবনা এবার সবচেয়ে উজ্জ্বল। বিশেষ করে চেন্নাই সুপার কিংস মাথিশা পাথিরানাকে ছেড়ে দেওয়ায় তাদের স্কোয়াডে বর্তমানে একমাত্র বিদেশি পেসার হিসেবে আছেন নাথান এলিস। চেন্নাই তাদের ঘরের মাঠের কন্ডিশনের কথা মাথায় রেখে আবারও মুস্তাফিজুর রহমানের জন্য নিলামে অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুও নতুন বলে বল করতে পারেন এমন পেসার খুঁজবে, যা মুস্তাফিজের সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে।

এবারের নিলামে সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হতে পারেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। দলগুলো মুজিব উর রহমান, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মাহিশ থিকশানার মতো বড় নামের স্পিনারদেরও এবার ছেড়ে দিয়েছে। একটি উল্লেখযোগ্য ঘটনা হলো, রাজস্থান রয়্যালস রবীন্দ্র জাদেজাকে দলে পেলেও, তারা একই সাথে তিনজন স্পিনারকে ছেড়ে দিয়েছে। অনেকেই মনে করছেন, হাসারাঙ্গার যোগ্য বিকল্প হিসেবে রাজস্থান রিশাদ হোসেনকে দলে নেওয়ার কথা ভাবতে পারে। সানরাইজার্স হায়দ্রাবাদের অবস্থাও একই; তারা অ্যাডাম জাম্পাকে ছেড়ে দেওয়ায় একজন দক্ষ লেগ স্পিনারের খোঁজ করছে।

আইপিএলে দীর্ঘ সময় খেলার অভিজ্ঞতা থাকায় সাকিব আল হাসানও দলগুলোর বিবেচনায় থাকতে পারেন। এছাড়া, রিশাদ হোসেন যদি আসন্ন বিগ ব্যাশে নজরকাড়া পারফরম্যান্স করতে পারেন, তবে তার আইপিএল অভিষেক প্রায় নিশ্চিত হয়ে যেতে পারে। আইপিএল নিলামের ঠিক আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে। এই সিরিজে তাসকিন আহমেদ বা শরিফুল ইসলামরা যদি ভালো খেলতে পারেন, তাহলে তাদের জন্যও আইপিএলের দরজা খুলে যেতে পারে।

এবারের আইপিএল নিলামটি নামে 'মিনি' হলেও, বিদেশি ক্রিকেটারদের চাহিদা যে তুঙ্গে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। সারা বছর ধরে দুর্দান্ত পারফর্ম করা মুস্তাফিজ এবং সাম্প্রতিক সময়ে আলো ছড়ানো রিশাদকে ঘিরে দলগুলোর আগ্রহ এখন দেখার বিষয়। সব মিলিয়ে, আইপিএলের আগামী আসরে আবারও কলকাতার জার্সিতে কিংবা অন্য কোনো দলে বাংলাদেশি ক্রিকেটারদের ঝলক দেখার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা।


আমার প্রতি এত রাগ বা হিংসা কেন? সব অভিযোগ খণ্ডন করলেন নিগার সুলতানা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৬ ১৭:২১:৩১
আমার প্রতি এত রাগ বা হিংসা কেন? সব অভিযোগ খণ্ডন করলেন নিগার সুলতানা
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তার বিরুদ্ধে ওঠা সাম্প্রতিক সব গুরুতর অভিযোগ জোরালোভাবে খণ্ডন করেছেন। জাহানারা আলম ও রুমানা আহমেদের মতো সিনিয়র ক্রিকেটারদের দল থেকে বাদ দেওয়া, ড্রেসিংরুমে 'একনায়কতন্ত্র' চালানো এবং জুনিয়র খেলোয়াড়দের ওপর শারীরিক-মানসিক নির্যাতন চালানোর মতো অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট 'ক্রিকবাজ'কে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যোতি দাবি করেন, যখন সিনিয়র খেলোয়াড়দের বাদ দেওয়া হয়, তখন তিনি নির্বাচক প্যানেলের অংশই ছিলেন না। তিনি জানান, উল্টো সেই সময়ে টিম ম্যানেজমেন্ট তাকে একজন 'অপরিণত' অধিনায়ক হিসেবে দেখত।

নারী ক্রিকেটাঙ্গনে চলমান অস্থিরতার মধ্যে জ্যোতিই ছিলেন আলোচনার মূল কেন্দ্রে। তার বিরুদ্ধে ওঠা 'সিন্ডিকেট' বিতর্ক নিয়ে তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন। সিনিয়রদের বাদ দেওয়ার প্রসঙ্গে জ্যোতি বলেন, "আমি এই কথা অনেকদিন ধরে শুনছি। আচ্ছা, সিন্ডিকেটটা কী? আমি কাকে সরাবো? আমি কি নির্বাচক?"

তিনি আরও বলেন, "আমি ২০২১ সালে অধিনায়ক হওয়ার পর ২০২৩ সালের অস্ট্রেলিয়া সিরিজের আগে নির্বাচক প্যানেলেই যুক্ত ছিলাম না। রুমানা আপু, জাহানারা আপু, সালমা আপুরা যখন বাদ পড়েন, তখন নির্বাচক প্যানেলের বৈঠকে রাখা হতো না আমাকে। তাহলে তারা কেন আমাকে দোষারোপ করছে? আমার প্রতি এত রাগ বা হিংসা কেন?"

জ্যোতি সেই সময়ের একটি ঘটনা উল্লেখ করে বলেন, "একবার নিউজিল্যান্ডে কোচ হাসান তিলকরত্নে যখন রুমানা আপু, সালমা আপুদের বিশ্রামে রাখলেন, সালমা আপু আমাকে বললেন, ‘তুই আমাদের বসিয়ে দিয়েছিস’। আমি বললাম, ‘সালমা আপু, বিশ্বাস করুন, আমি কিছুই জানি না।’"

অধিনায়ক জানান, তখন সালমা খাতুন তাকে বলেছিলেন, "তাহলে তুই কি শুধু টস করার জন্য অধিনায়ক? আমাকে এমন কথাও শুনতে হয়েছে।"

জুনিয়র ক্রিকেটার মুর্শিদাকে চড় মারার যে অভিযোগ উঠেছে, সেটিকেও 'ভিত্তিহীন' এবং 'ভুল অভিযোগ' বলে উড়িয়ে দিয়েছেন জ্যোতি। তিনি বলেন, "২০২২ সালের এনসিএলে আমি তো ওর দলেই খেলিনি, আমরা ভিন্ন দলে ছিলাম। আমি তার সঙ্গে খুব বেশি কথাও বলিনি। কে দেখেছে আমি তাকে চড় মেরেছি? তার কাছে কী প্রমাণ আছে?"

মাঠে আরেক ক্রিকেটার মারুফা আক্তারকে ধমক দিয়ে কাঁদানোর অভিযোগের বিষয়েও অধিনায়ক ব্যাখ্যা দিয়েছেন। জ্যোতি জানান, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওই ম্যাচে মারুফা একটি গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছেড়ে দেন। তখন মারুফার বোলিং কোটাও শেষ হয়ে গিয়েছিল।

জ্যোতি বলেন, "আমি চিন্তায় ছিলাম তার বোলিংয়ের হাতটি (ডান হাত) আবার ক্যাচ ধরতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয় কিনা। তাই আমি কিপিং পজিশন থেকে চিৎকার করে বলি, ‘এই মারুফা, তুই বের হয়ে যা।’ আমার ওই চিৎকার হয়তো তাকে কষ্ট দিয়েছিল।"

তবে জ্যোতির দাবি, মারুফা সেই চিৎকারের কারণে কাঁদেননি। তিনি বলেন, "খেলা শেষে আমি আমার ছোট বোনের মতো ওকে জড়িয়ে ধরি। সে আমাকে বলে, ‘আপু, আমি ওই কারণে কাঁদছি না। আমি কাঁদছি কারণ আমি বারবার ক্যাচ মিস করছি।’ আমি তাকে বলেছিলাম, আমি তার ওপর বিশ্বাস হারাইনি।"

মাঠে খেলোয়াড়দের গালিগালাজ করার অভিযোগের জবাবে অধিনায়ক বলেন, "আমি কি মানসিকভাবে অসুস্থ? আমি এমন পরিবার থেকে আসিনি। স্টাম্প মাইকের কাছে থাকায় আমার গলা বেশি শোনা যায়। বড়জোর একটা মিসফিল্ডের পর বলতে পারি ‘কী করছিস’, কিন্তু গালিগালাজ করি না।"


এনসিএলে আজ চার ম্যাচ: ঘরোয়া ক্রিকেটে উত্তাপ বাড়ছে

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৬ ০৯:৪০:২১
এনসিএলে আজ চার ম্যাচ: ঘরোয়া ক্রিকেটে উত্তাপ বাড়ছে
ছবি: সংগৃহীত

রবিবার ১৬ নভেম্বর ক্রীড়াঙ্গণ ভরপুর থাকছে একাধিক আন্তর্জাতিক ও ঘরোয়া ইভেন্টে। ক্রিকেট থেকে শুরু করে ফুটবল, টেনিস—দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা সম্প্রচারিত হবে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে। দর্শকদের জন্য দিনটি রোমাঞ্চ ও উত্তেজনায় ভরপুর হতে যাচ্ছে।

দিনের শুরুতেই ক্রিকেটপ্রেমীদের জন্য আয়োজন থাকছে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ নিয়ে। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই ম্যাচটি মাঠে গড়াবে সকাল ৭টায়, সরাসরি দেখানো হবে টি স্পোর্টসে। ঘরের মাঠে সিরিজটি আয়োজন করায় নিউজিল্যান্ডকে এগিয়ে রাখলেও ওয়েস্ট ইন্ডিজও জয়ের লক্ষ্যে আক্রমণাত্মক পরিকল্পনা নিয়ে নামবে।

একই সঙ্গে শুরু হবে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী প্রতিযোগিতা জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সকাল ৯টা ৩০ মিনিট থেকে ইউটিউব ও বিসিবি লাইভে দেখা যাবে চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ—সিলেট বনাম খুলনা, ময়মনসিংহ বনাম চট্টগ্রাম, ঢাকা বনাম রাজশাহী এবং রংপুর বনাম বরিশাল। ঘরোয়া ক্রিকেটারদের দক্ষতা যাচাই ও জাতীয় দলে জায়গা পাওয়ার লড়াইয়ে এনসিএল বরাবরই ছিল গুরুত্বপূর্ণ।

অপরদিকে, কলকাতায় চলছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট ম্যাচ। তৃতীয় দিনের খেলা শুরু হবে সকাল ১০টায়, সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। প্রথম দুই দিনের লড়াইয়ে উত্তেজনা বাড়িয়ে তোলায় আজকের খেলা দর্শকদের কাছে ব্যাপক আগ্রহের।

দুপুরে শুরু হবে আরেকটি বড় ক্রিকেট লড়াই—পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ওয়ানডে। বেলা ৩টা ৩০ মিনিট থেকে ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টস, এ স্পোর্টস ও পিটিভি স্পোর্টস–এ। সিরিজ নির্ধারণী এই ম্যাচে দুই দলই সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে বলে প্রত্যাশা।

সন্ধ্যার পর রয়েছে রাইজিং স্টারস এশিয়া কাপের উত্তেজনাপূর্ণ ম্যাচ। ভারত ‘এ’ বনাম পাকিস্তান ‘এ’ মোকাবিলা শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে। এশিয়ার উদীয়মান তারকাদের এই লড়াই দেখা যাবে টি স্পোর্টসে।

রাতে ফুটবলপ্রেমীদের জন্য রয়েছে ইউরোপ ও আফ্রিকার বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো। প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামবে পর্তুগাল ও আর্মেনিয়া; রাত ১১টায় মুখোমুখি হবে আলবেনিয়া ও ইংল্যান্ড। আর রাত ১টা ৪৫ মিনিটে খেলবে ইতালি ও নরওয়ে। সবগুলো ম্যাচই সম্প্রচার করবে সনি স্পোর্টস ২। আফ্রিকার বিশ্বকাপ বাছাইয়ে রাত ১টায় নাইজেরিয়া ও কঙ্গো ডিআর-এর লড়াই দেখা যাবে ফিফা প্লাসে।

দিনের শেষ বড় ইভেন্ট হিসেবে টেনিস কোর্টে বসবে বছরের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এটিপি ফাইনালসের একক ফাইনাল। রাত ১১টায় শুরু হওয়া এই ম্যাচটি সম্প্রচার করবে সনি স্পোর্টস ৫। বিশ্বের সেরা টেনিস তারকারা এই উপলক্ষে শিরোপা জয়ের লড়াইয়ে নামবেন।

-রাফসান


এক লাল কার্ডে জটিল সমীকরণ: রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন কি ভাঙবে?

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৫ ১১:৩৭:৩১
এক লাল কার্ডে জটিল সমীকরণ: রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন কি ভাঙবে?
ছবিঃ সংগৃহীত

২০০৬ সালের বিশ্বকাপে জিনেদিন জিদানের সেই বিখ্যাত লাল কার্ড যেমন ফ্রান্সের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে দিয়েছিল, প্রায় ২০ বছর পর ফুটবল বিশ্ব তেমনই একটি ঘটনার সাক্ষী হলো। কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো তার আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখলেন এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে, যা তার বিশ্বকাপ খেলার স্বপ্নকেই এক জটিল হিসাবের সামনে দাঁড় করিয়ে দিয়েছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ক্রিশ্চিয়ানো রোনালদো ভালো আচরণের কথা বললেও মাঠের পরিস্থিতি ছিল ভিন্ন। তার ২৫০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচের ক্যারিয়ারে যা আগে কখনো ঘটেনি, এদিন তাই ঘটলো। একটি অযাচিত আচরণের জন্য তাকে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।

রোনালদোর মাঠ ছাড়ার দিনে পর্তুগালও বড়সড় ধাক্কা খেয়েছে। তারা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের কাছে দুই-শূন্য গোলে হেরে গেছে। এই হারের ফলে পর্তুগালের বিশ্বকাপ বাছাইপর্বের পথ অনেক কঠিন হয়ে উঠলো।

২০২৬ বিশ্বকাপের জন্য ইউরোপ থেকে বাছাইপর্বে মোট ১২টি গ্রুপের সেরা দলগুলো সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। প্রতিটি গ্রুপের রানার্সআপ দলগুলোকে প্লেঅফ খেলে যোগ্যতা অর্জন করতে হবে। পর্তুগাল বর্তমানে 'এফ' গ্রুপের শীর্ষে থাকলেও, আয়ারল্যান্ডের কাছে হেরে যাওয়ায় তারা বিপদে পড়েছে। দ্বিতীয় স্থানে থাকা হাঙ্গেরির সাথে তাদের পয়েন্টের পার্থক্য এখন মাত্র দুই। এমনকি এই জয়ের ফলে আয়ারল্যান্ডের সামনেও সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

গ্রুপের শেষ ম্যাচে পর্তুগালকে আর্মেনিয়ার বিপক্ষে খেলতে হবে, এবং সেই ম্যাচে তারা রোনালদোকে পাবে না। একই সময়ে, হাঙ্গেরি মুখোমুখি হবে আয়ারল্যান্ডের।

পর্তুগালের জন্য সরাসরি বিশ্বকাপে যেতে হিসাবটি খুব সহজ। যদি তারা আর্মেনিয়াকে হারিয়ে দেয়, তবে অন্য কোনো ম্যাচের দিকে তাকাতে হবে না, তারা সরাসরি বিশ্বকাপে চলে যাবে।

কিন্তু পর্তুগাল যদি আর্মেনিয়ার সাথে ড্র করে বা হেরে যায়, তখনই শুরু হবে জটিল হিসাব। সেক্ষেত্রে তাদের হাঙ্গেরি-আয়ারল্যান্ড ম্যাচের ফলের জন্য অপেক্ষা করতে হবে। যদি ওই ম্যাচে আয়ারল্যান্ড হাঙ্গেরিকে চার গোলের কম ব্যবধানে হারায় অথবা ম্যাচটি ড্র হয়, তবে পর্তুগাল গোল ব্যবধানে এগিয়ে থেকে সরাসরি কোয়ালিফাই করবে।

পর্তুগালের জন্য সবচেয়ে বড় বিপদের আশঙ্কাও রয়েছে। যদি শেষ ম্যাচে পর্তুগাল আর্মেনিয়ার কাছে হেরে যায় এবং অন্য ম্যাচে হাঙ্গেরি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয়, তবে পর্তুগাল গ্রুপে দ্বিতীয় হয়ে যাবে। সেক্ষেত্রে তাদের প্লেঅফ খেলতে হবে, যা তাদের মূল বিশ্বকাপে অংশগ্রহণকেই বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দেবে।

জানা গেছে, আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়া এই লাল কার্ডের কারণে রোনালদোকে তিন ম্যাচ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে। অনেকেই ধারণা করছেন এটিই হতে পারে রোনালদোর শেষ বিশ্বকাপ। কিন্তু তার সেই স্বপ্ন এখন একটি লাল কার্ডের কারণে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়লো। পর্তুগালের বিশ্বকাপ ভাগ্য এখন পুরোপুরি পয়েন্ট টেবিলের জটিল এক হিসাবের ওপর নির্ভর করছে।


একাই টানছেন দেশ ও ক্লাব: হালান্ড কি মেসি-রোনালদোর আসল উত্তরসূরি? পরিসংখ্যান কী বলছে?

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৫ ১১:১৯:২৮
একাই টানছেন দেশ ও ক্লাব: হালান্ড কি মেসি-রোনালদোর আসল উত্তরসূরি? পরিসংখ্যান কী বলছে?
ছবিঃ সংগৃহীত

ফুটবল বিশ্বে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর যুগের পর কে হবেন পরবর্তী 'আইকনিক সুপারস্টার'? কিলিয়ান এমবাপ্পে বা লামিন ইয়ামালের নাম প্রায়ই শোনা গেলেও, পরিসংখ্যান এবং বাস্তবতা ভিন্ন কিছুর দিকেই ইঙ্গিত করছে। মাত্র ২৫ বছর বয়সেই আর্লিং হালান্ড যেভাবে একটি দেশ এবং ক্লাবের প্রধান ভরসা হয়ে উঠেছেন, তাতে অনেকেই তার মধ্যে মেসি ও রোনালদোর সেই অদম্য রেকর্ডের ছায়া দেখতে পাচ্ছেন।

লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোর মহত্ত্ব কেবল তাদের ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ নয়, বরং দলকে জয় এনে দেওয়ার অবিশ্বাস্য ক্ষমতার ওপর নির্ভরশীল। ভক্তরা প্রায়ই ভাবেন, মেসিকে ছাড়া আর্জেন্টিনা কি ২০২২ সালের বিশ্বকাপ জিততে পারতো? অথবা, রোনালদোর মতো সুপার হিরো না থাকলে পর্তুগাল কি ২০১৬ সালের ইউরো জিততে পারতো? দলের বড় অর্জনে একজন খেলোয়াড়ের এই বিশেষ প্রভাবই তাকে কিংবদন্তির আসনে বসায়।

ঠিক একই ধরনের একটি দায়িত্ব যেন একাই পালন করে চলেছেন ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হালান্ড। তিনি শুধু ইউরোপের অন্যতম সেরা ক্লাবের হয়ে খেলেই সন্তুষ্ট থাকতে চাননি, নিজের দেশ নরওয়েকেও বিশেষ কিছু উপহার দেওয়ার চেষ্টা করছেন।

আর্লিং হালান্ডের জাদুকরী পারফরম্যান্সের ওপর ভর করে নরওয়ে এবার প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে খেলার খুব কাছাকাছি পৌঁছে গেছে। ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে হালান্ড যা করেছেন, তা এককথায় অবিশ্বাস্য। পরিসংখ্যান বলছে, তিনি সাতটি ম্যাচে একাই ১৪টি গোল করেছেন। এর মধ্যে মলদোভার বিপক্ষে ১১-১ গোলের বিশাল জয়ে একাই পাঁচটি গোল ছিল তার। এছাড়া ইসরায়েলের বিপক্ষেও তিনি হ্যাটট্রিক করেছেন।

এই ১৪টি গোল তাকে ইউরোপীয় বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে নিয়ে গেছে। তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডসের মেমফিস ডিপাইয়ের গোল সংখ্যা মাত্র সাতটি।

নরওয়ে শেষবার বিশ্বকাপ খেলেছিল ১৯৯৮ সালে, যা ছিল হালান্ডের জন্মের দুই বছর আগে। এত দীর্ঘ সময় পর এই নরওয়েজিয়ান তারকাই একাই তার দেশকে ফুটবলের বড় মঞ্চে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছেন এবং তা পূরণের পথে এগিয়ে চলেছেন।

মাত্র ২৫ বছর বয়সেই হালান্ড যেভাবে তার সমবয়সীদের পেছনে ফেলে 'একমাত্র বৈশ্বিক ফুটবল আইকন' হওয়ার পথে এগোচ্ছেন, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে তিন বছর আগেই তার ক্যারিয়ারে ৩২৪ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেছিলেন। এখন তার বিশ্ব ফুটবলকে নিজের রঙে রাঙিয়ে দেওয়ার পালা।

ব্যক্তিগত রেকর্ডের বাইরে গিয়ে একটি দলকে একাই টেনে নেওয়ার যে বিরল ক্ষমতা মেসি ও রোনালদো দেখিয়েছেন, সেই একই ক্ষমতার প্রতিফলন আর্লিং হালান্ডের মধ্যেও দেখা যাচ্ছে। একারণেই, ভবিষ্যতের 'গোলের রাজা' হিসেবে অনেকেই এখন তার ওপরই ভরসা রাখছেন।

/আশিক


নেপালের বিপক্ষে দুর্দান্ত হামজা জোড়া গোলে ম্যাচ ঘুরিয়ে দিল বাংলাদেশ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৩ ২১:২৩:৩০
নেপালের বিপক্ষে দুর্দান্ত হামজা জোড়া গোলে ম্যাচ ঘুরিয়ে দিল বাংলাদেশ

নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর দুর্দান্তভাবে খেলায় ফিরে এসেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই হামজা চৌধুরী বাইসাইকেল কিক থেকে সমতাসূচক গোল করেন এবং এরপর পেনাল্টি থেকে আরও একটি গোল করে দলকে লিড এনে দেন।

বৃহস্পতিবার ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচটি ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি হিসেবে গণ্য করা হচ্ছে।

প্রথমার্ধে পিছিয়ে ছিল বাংলাদেশ

ম্যাচের শুরু থেকেই দুদল কিছুটা খাপছাড়া ফুটবল খেলতে থাকে। ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ, তবে অধিনায়ক জামাল ভূঁইয়ার নেওয়া সেই কর্নার কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। অন্যদিকে নেপাল বেশ কিছু আক্রমণ করলেও তা অ্যাটাকিং থার্ডে আটকে যায়।

নেপালের গোল

ম্যাচের ২৯ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। নেপাল আচমকা বল নিয়ে বাংলাদেশের রক্ষণে ঢুকে পড়ে। কাট ব্যাক থেকে বল পেয়ে নিচু শটে বল জালে জড়িয়ে নেপালকে ১-০ গোলে লিড এনে দেন রোহিত চাঁদ।

বাংলাদেশের প্রচেষ্টা

গোল শোধের লক্ষ্যে ৪৪ মিনিটে ক্রস থেকে পাওয়া বলে হেড নিয়েছিলেন ফাহিম, কিন্তু সেটি সরাসরি গোলকিপারের হাতে চলে যায়। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে হামজা ম্যাজিক

বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে দারুণভাবে লিড নেয় বাংলাদেশ। এই অর্ধে দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হন হামজা চৌধুরী।

দুর্দান্ত এক বাইসাইকেল গোলে দলকে সমতা এনে দেন হামজা চৌধুরী।

এরপর পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে দলকে ২-১ গোলে লিড এনে দেন এই হামজা।

বর্তমানে খেলা চলছে এবং বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে রয়েছে।


বাংলাদেশ নেপাল ম্যাচের আগে জেনে নিন হেড টু হেড পরিসংখ্যানে কারা চালকের আসনে

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৩ ১৯:২৪:২২
বাংলাদেশ নেপাল ম্যাচের আগে জেনে নিন হেড টু হেড পরিসংখ্যানে কারা চালকের আসনে
ছবিঃ সংগৃহীত

আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর, ২০২৫) নেপালের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচটি কোচ হাভিয়ের কাবরেরার জন্য কৌশল যাচাই এবং সেরা একাদশকে পরীক্ষা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

হেড-টু-হেড পরিসংখ্যান বাংলাদেশ এগিয়ে

বাংলাদেশ এবং নেপালের মধ্যে ফুটবলের ইতিহাসে ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সামগ্রিক পরিসংখ্যানে বাংলাদেশ কিছুটা এগিয়ে আছে, যা দলের আত্মবিশ্বাস বাড়াবে:

মোট ম্যাচ: ২৮টি

বাংলাদেশের জয়: ১৪টি

নেপালের জয়: ৮টি

ড্র: ৬টি

যদিও ঐতিহাসিক পরিসংখ্যানে বাংলাদেশ এগিয়ে, তবে সাম্প্রতিক বছরগুলোতে নেপালের কাছে বাংলাদেশ ভালো ফল করতে পারেনি। গত পাঁচটি ম্যাচে বাংলাদেশ নেপালের বিপক্ষে কোনো জয় পায়নি। এই সময়ে তিনটি ম্যাচ ড্র হয়েছে এবং দুটি ম্যাচে নেপাল জয়লাভ করেছে।

ফিফা র‍্যাঙ্কিংয়ের হিসাব অনুযায়ী, নেপাল কিছুটা এগিয়ে আছে:

নেপাল: ১৮০তম

বাংলাদেশ: ১৮৪তম

নেপাল র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও, হোম-অ্যাওয়ে ম্যাচের পরিসংখ্যান দেখায় যে উভয় দলই তুলনামূলক কম গোল করার প্রবণতা দেখিয়েছে।সাম্প্রতিক ফর্ম বিবেচনায় উভয় দলই জয়ের চেষ্টা করছে

কাবরেরার কৌশল ও নবাগত খেলোয়াড়

বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা এই ম্যাচকে ভারতের বিপক্ষে জয়ের কৌশল চূড়ান্ত করার মঞ্চ হিসেবে দেখছেন। তিনি জানিয়েছেন, দলের সেরা একাদশের সঙ্গে বেঞ্চের খেলোয়াড়সহ মোট ১৭ জনকে এই ম্যাচে যথেষ্ট সময় দেওয়া হবে।

"ভারত ম্যাচের জন্যই আমরা প্রস্তুত হচ্ছি।...ভারতের বিপক্ষে জিততে খুবই ভালোভাবে প্রস্তুতি নেওয়ার দিকে আমরা মনোযোগ দিতে চাই।"

সদ্য দলে যোগ দেওয়া হামজা চৌধুরী এবং শোমিত শোমকে এই ম্যাচে পরীক্ষা করে দেখা হবে যেন তাঁরা ভারতের বিপক্ষে সেরা অবস্থায় খেলতে পারেন।আজকের এই প্রীতি ম্যাচটি বাংলাদেশের জন্য কেবল জয়-পরাজয়ের হিসাব নয়, বরং ১৮ নভেম্বরের কঠিন পরীক্ষার আগে নিজেদের দলীয় বোঝাপড়া এবং জয়খরা কাটানোর একটি বড় সুযোগ।


ভারত ম্যাচের আগে পরীক্ষা-নিরীক্ষা নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে একাদশে কারা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৩ ১৮:২৫:৪৩
ভারত ম্যাচের আগে পরীক্ষা-নিরীক্ষা নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে একাদশে কারা
ছবিঃ সংগৃহীত

১৮ নভেম্বর ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রস্তুতি এবং পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে আজ নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কোচ হাভিয়ের কাবরেরা নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে শুরুর একাদশে লিস্টার সিটি তারকা হামজা চৌধুরীকে রেখেছেন। তবে লম্বা ভ্রমণ করে এসে দলের সঙ্গে মাত্র এক সেশন অনুশীলন করায় কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোমের জায়গা হয়নি শুরুর একাদশে।

পরীক্ষা-নিরীক্ষা ও একাদশ

জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচটি আজ রাত ৮টায় শুরু হবে। ভারত লড়াইয়ের আগে আজ পরীক্ষা-নিরীক্ষা চালাবেন কাবরেরা। তাই একাদশের বাইরে বদলি হিসেবে আরও ছয়জনকে খেলানোর কথা আগেই জানিয়েছেন তিনি।

বাংলাদেশের শুরুর একাদশ:

গোলরক্ষক মিতুল মারমা।

রক্ষণভাগ তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন।

মধ্যমাঠ হামজা চৌধুরী, সোহেল রানা, জামাল ভূঁইয়া ও সোহেল রানা জুনিয়র।

আক্রমণভাগ রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।


সিলেট টেস্টের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে জয়ের মহাকাব্যিক ইনিংসে এগিয়ে স্বাগতিকরা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৩ ১২:৩৮:৩০
সিলেট টেস্টের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে জয়ের মহাকাব্যিক ইনিংসে এগিয়ে স্বাগতিকরা
ছবিঃ সংগৃহীত

দারুণ এক সকালে আধিপত্যের গল্পটা হয়তো লেখা হতো মাহমুদুল হাসান জয়ের দ্বিশতকে, তবে তা হয়নি। ১৭১ রানের মহাকাব্যিক ইনিংসে জয় থামলেও, বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকল ম্যাচ—এমনটাই জানিয়ে গেল সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন। আয়ারল্যান্ডের বোলাররা তিনটি উইকেট তুললেও লাঞ্চ পর্যন্ত বাংলাদেশ এগিয়ে ১৬১ রানে, হাতে এখনো ছয় উইকেট।

মাহমুদুল হাসান জয় ও শান্তর আক্রমণ

জয়ের ব্যাটিং দিনের শুরুটা ছিল বাংলাদেশের তরুণ ওপেনার জয়ের শেষ অধ্যায় দিয়ে। আগের দিন ১৫৪ রান থেকে ২৪৬ বলের ইনিংসে ১৭১ রানে সমাপ্তি টেনেছেন জয়। তার ইনিংসে ছিল ১৪টি চার ও ৪টি ছক্কার সাজানো এক ধৈর্যের প্রতিমূর্তি।

মুমিনুলের বিদায় ওভারনাইট পার্টনার মুমিনুল হকও খেলেছেন দায়িত্বশীল এক ইনিংস, ৮২ রানে বিদায় নিয়েছেন ব্যারি ম্যাককার্থির বলে।

শান্তর গতি দলের রানের ধারা থামেনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নামতেই বদলে যায় গতি। তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে মাত্র ৬৯ বলে ৬১ রানে অপরাজিত আছেন।

অন্যান্য ব্যাটার মুশফিকুর রহিম ৯৯তম টেস্টে ২৩ রানে আউট হয়ে যান। এরপর লিটন দাস নেমে দ্রুত ছন্দে ফিরেছেন, ২৪ বলে ১৯ রানে লাঞ্চে পৌঁছে দেন দলকে।

ম্যাচের চিত্র

১১১ ওভার শেষে বাংলাদেশের স্কোর এখন ৪৪৭/৪—রানের গতি চার এর ওপরে। উইকেটে স্পিনারদের জন্য কিছুটা সহায়তা দেখা যাচ্ছে, কিন্তু এই লিডই ইতিমধ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে যথেষ্ট হতে পারে।

আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে ম্যাককার্থি ও ম্যাথিউ হামফ্রিজ নিয়েছেন দুটি করে উইকেট। তবে বাকি সবাই ছিলেন ব্যর্থ। বাংলাদেশ এখন চাইবে এই ইনিংসকে আরও বড় করা। বিশেষ করে মিরাজ, শান্ত, লিটনদের ব্যাটে যদি লিড ৩০০ ছাড়ায়, তাহলে সিলেটেই লেখা হতে পারে জয়ের আরেক ইতিহাস।

পাঠকের মতামত:

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

রাষ্ট্রের ধারণাটি একসময় কেবল প্রশাসনিক ক্ষমতা, আইনের শাসন এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্রের ভূমিকা এখন... বিস্তারিত