ড. ইউনূসের নেতৃত্বে রোহিঙ্গা সম্মেলন: মূল এজেন্ডা স্বেচ্ছায় প্রত্যাবাসন

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতিবিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশের প্রতিনিধিদল। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে (বাংলাদেশ সময় রাত ৮টা) শুরু হওয়া এই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বক্তব্য দেবেন।
জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনে কমপক্ষে ৭৫টি দেশ ও সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ নিশ্চিত করেছেন। সম্মেলনের মূল লক্ষ্য হলো রোহিঙ্গা সংকট নিয়ে রাজনৈতিক সমর্থন জোগাড় করা, আন্তর্জাতিক দৃষ্টি ধরে রাখা এবং সংকটের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা।
সম্মেলনে বাংলাদেশের অগ্রাধিকার
সম্মেলনে মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি মূল অগ্রাধিকার হিসেবে উঠে আসবে। অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ, উদ্ভাবনী, বাস্তবমুখী ও সময়-নির্ধারিত পরিকল্পনা প্রণয়নের প্রস্তাব দেবেন।
এর আগে সোমবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি, জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের সঙ্গে পৃথক বৈঠক করেন।
বৈঠকগুলোতে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গার জন্য মানবিক কার্যক্রমে তীব্র অর্থ সংকটের বিষয় নিয়ে আলোচনা হয়। তহবিল হ্রাসের ফলে শরণার্থী শিশুদের শিক্ষাসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টিও আলোচনায় ছিল।
দুই দল পেল নির্বাচন কমিশনের নিবন্ধন, অংশ নিতে পারবে আগামী নির্বাচনে
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন (ইসি)-এর নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য মোট ১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠ পর্যায়ে পর্যালোচনা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কারণ, তারা নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পেরেছে।
এর ফলে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ তাদের দলীয় প্রতীক নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।
বিদেশ থেকে চলছে ভোট প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র: শফিকুল আলম
আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সরকার এ ব্যাপারে সম্পূর্ণ অবগত এবং সর্বোচ্চ সতর্ক রয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে স্থানীয় সময় সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেস সচিব এই কথা বলেন।
ষড়যন্ত্রের নেপথ্যে কারা?
শফিকুল আলম বলেন, দেশকে অস্থিতিশীল করে ভোট প্রক্রিয়া ব্যাহত করার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে। তার অভিমত, যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন এবং দেশ ত্যাগ করেছেন, তারাই বিদেশ থেকে এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন।
তিনি বলেন, “পতিত স্বৈরাচার, তাদের দোসর ও আন্তর্জাতিক মিত্ররা মিলে আগামী নির্বাচনের পথ বন্ধ করতে কৌশল গ্রহণ করেছে, যাতে ভোট প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়।” প্রেস সচিব আরও জানান, বাংলাদেশের বিরুদ্ধে এখন ভুয়া খবর প্রচারণা চালানো হচ্ছে। এই বিষয়টি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক নেতাদের অবহিত করছেন।
গণতান্ত্রিক উত্তরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
শফিকুল আলম জোর দিয়ে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
যে কোনো সময় সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম: ড. ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি কিংবা তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি। তবে তাদের রাজনৈতিক কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে ড. ইউনূস এসব কথা বলেন। সাক্ষাৎকারটি ২৯ সেপ্টেম্বর প্রকাশিত হয়।
কার্যক্রম স্থগিত, দল বৈধ
প্রধান উপদেষ্টা বলেন, “কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ। কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে।”
আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনই ব্যাখ্যা দিতে পারবে, কারণ তারাই নির্বাচন অনুষ্ঠান করছে।
সমর্থকদের ভোট ও প্রতীকের অনুপস্থিতি
আওয়ামী লীগের সমর্থকদের প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে—এটা আমি মানি না। তবে তাদের সমর্থক আছে। তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে। তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না।”
আওয়ামী লীগকে নিয়ে কঠোর মন্তব্য
ড. ইউনূস তার সাক্ষাৎকারে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন:
“আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে। এমনকি তারা যা করেছে তার কোনো দায় পর্যন্ত তারা নেয়নি। শুধু তাই নয়, তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সব সময় অন্যকে দোষারোপ করেছে।”
১৮ মাস লাগছে কেন? সমালোচনার জবাবে ড. ইউনূসের ব্যাখ্যা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের কিছু মানুষ মনে করে নির্বাচনের কোনো দরকার নেই, বরং তিনি আরও দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকুন। নির্বাচন অনুষ্ঠান নিয়ে সমালোচকদের প্রশ্নের জবাবে তিনি এই ভিন্ন মতের কথা তুলে ধরেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদমাধ্যম জেটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসান প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেছিলেন—নেপালের অন্তর্বর্তীকালীন সরকার যেখানে ছয় মাসের মধ্যে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছে, সেখানে বাংলাদেশে কেন ১৮ মাস সময় লাগছে?
‘সুশাসন চায় বলেই মানুষ থাকতে বলছে’
প্রধান উপদেষ্টা বলেন, “নিশ্চয়ই! আপনি জানিয়েছেন, মানুষ বলছে কেন এত সময় লাগছে। আবার এমন মানুষও আছে যারা বলেন, ‘পাঁচ বছর থাকুন, ১০ বছর থাকুন, ৫০ বছর থাকুন। সুতরাং, মানুষ সব ধরনের কথাই বলছে।’ তারা বলে, ‘নির্বাচনের দরকার কী? কার নির্বাচন দরকার?’”
ড. ইউনূস যুক্তি দেন, যারা তাকে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকার কথা বলছেন, তারা গণতন্ত্র নিয়ে নয়, বরং সুশাসন নিয়ে কথা বলছেন। তিনি বলেন, “তারা দুর্নীতিমুক্ত শাসন দেখতে চায়। সে জন্যই তারা বলে, আপনি থাকুন! কারণ নির্বাচনের পর আমরা বিশৃঙ্খলার মধ্যে পড়তে চাই না।”
সংস্কারই মূল লক্ষ্য
নির্বাচন পর্যন্ত পৌঁছাতে এত সময় লাগার কারণ ব্যাখ্যা করে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা অন্তর্বর্তী সরকার। আমরা কতদিন থাকব তা কেউ নির্ধারণ করে দেয়নি। তবে আমাদের তিনটি কাজ করতে হবে। একটি হলো সংস্কার, একটি বিচার এবং শেষটি নির্বাচন।”
তিনি বলেন, “আমরা সংস্কারের এজেন্ডা নিয়ে কাজ করছি। এটি একটি বিরাট এজেন্ডা। আপনি যদি শুধু নির্বাচন করেন, তবে সেই পুরোনো বিষয় আবার ঘটবে...। তাই ছাত্রদের নেতৃত্বে জনগণের একটি দাবি হলো সংস্কার করা।” তিনি বলেন, আগে নিশ্চিত করতে হবে যে, ফ্যাসিবাদের সব শিকড় উপড়ে ফেলা হয়েছে, যাতে আগের মতো সরকার আর ফিরে না আসতে পারে।
অন্যান্য প্রসঙ্গে ড. ইউনূস
ড. ইউনূস বর্তমানে ভারতে ভুয়া খবর ছড়ানোর প্রবণতার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর কোনো সহিংসতা হচ্ছে না, সহিংসতার অভিযোগ ভিত্তিহীন। তিনি আরও জানান, তিনি প্রথমে দায়িত্ব নিতে চাননি, কিন্তু আন্দোলনকারীদের ত্যাগ দেখে মত বদলান। তার ভাষায়, “আপনারা এত কিছু ত্যাগ করেছেন, তাই আমি আমার সিদ্ধান্ত বদলাচ্ছি।”
আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, রাজনীতিতে জড়াইনি
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্রিকেটার সাকিব আল হাসানকে ইঙ্গিত করে একটি বিস্ফোরক ফেসবুক পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, "খুনিদের এন্ডোর্স (সমর্থন) করা" এবং "শেয়ারবাজার কেলেঙ্কারি"তে জড়িত কাউকে শুধু ভালো ক্রিকেটার হওয়ার কারণে পুনর্বাসন করা যায় না।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় দেওয়া পোস্টে তিনি কারও নাম উল্লেখ না করলেও, নেটিজেনরা ধারণা করছেন, তার ইঙ্গিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের দিকে।
সজীব ভূঁইয়ার বক্তব্য
সজীব ভূঁইয়া পোস্টে লিখেছেন, “ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। You know who. যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না।”
ক্রীড়া উপদেষ্টা আরও লিখেছেন, “বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এন্ডোর্স করা ছাড়াও শেয়ার বাজার কেলেকাংরি, মানি লন্ডারিং, ফাইনানশিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, Face it.”
সজীব ভূঁইয়ার এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং নানামুখী আলোচনা শুরু হয়েছে।
৪৮তম বিশেষ বিসিএস-এর ২১ চিকিৎসকের মনোনয়ন স্থগিত
চিকিৎসক নিয়োগের ৪৮তম বিশেষ বিসিএসে ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এদের মধ্যে ১৯ জন সহকারী সার্জন ও দুজন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন। এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকায় আরও দুই জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে তিন হাজার ১২০ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়। ঠিক তার আগেই ২১ জনের সুপারিশ স্থগিত এবং দুজনের সুপারিশ বাতিল করলো পিএসসি।
স্থগিত ও বাতিলের কারণ
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর মূল সনদ না থাকায় ২১ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত প্রার্থীদের বিষয়ে কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অতিসত্ত্বর জানিয়ে দেওয়া হবে।
এছাড়া, সহকারী সার্জন পদে সাময়িকভাবে মনোনয়ন পাওয়া দুই জন প্রার্থীর (রেজিস্ট্রেশন নম্বর: ৪৮১০৯৩৩২ এবং ৪৮১৩১০৪৩) এমবিবিএস সনদ না থাকায় তাদের প্রাথিতা বাতিল করা হয়েছে।
পরীক্ষার তথ্য
গত ১৮ জুলাই ঢাকার ২৭টি কেন্দ্রে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ২০ জুলাই, যেখানে ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হয়েছিলেন।
সাবেক আইনমন্ত্রীর পিএস-এর ১১৪ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে ৬ শত ৫৩ কোটি ৩৬ লাখ টাকার অবৈধ লেনদেন হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।
অবৈধ লেনদেন ও ফ্রিজের কারণ
আদালত সূত্র জানায়, অভিযুক্ত তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্মের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। উপার্জিত অর্থ দিয়ে তিনি ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করাসহ বিদেশে অর্থপাচার করে মানিলন্ডারিংয়ের অপরাধ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেওয়া হয়।
আদালতের নথি অনুযায়ী, এসব অ্যাকাউন্টে মোট ৬ শত ৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা জমা এবং ৫ শত ৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা উত্তোলন হয়েছে। হিসাবগুলোতে বর্তমানে ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা স্থিতি রয়েছে।
আদালত মনে করে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এবং অর্থ অন্যত্র হস্তান্তর রোধ করতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪(১) ধারা মোতাবেক ব্যাংক হিসাবগুলো স্থায়ীভাবে অবরুদ্ধকরণ (ফ্রিজ) করা একান্ত প্রয়োজন।
খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
খাগড়াছড়ির সাম্প্রতিক অস্থিরতার পেছনে প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদকে সহযোগিতা করা দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “একটি মহল শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা না হয়, সেই চেষ্টা চালাচ্ছে। এই মহলই খাগড়াছড়িতে এসব করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে।”
অস্ত্রের উৎস বিদেশ থেকে, চাইলেন সহযোগিতা
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
তিনি বলেন, কিছু সন্ত্রাসী পাহাড় থেকে গুলি চালিয়েছে। এসব অস্ত্র দেশের বাইরের উৎস থেকে আসছে। এই সন্ত্রাস মোকাবিলায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সহযোগিতা প্রয়োজন।
স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করে এবং রাস্তা-ঘাট অবরোধ করে বন্ধ না করে, সেই আহ্বান জানান। তিনি বলেন, দুর্গাপূজা যেন নির্বিঘ্নে উদযাপন করা যায়, সেজন্য সবার সহযোগিতা দরকার।
পাহাড়ে আটকে পড়া পর্যটকদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, পরিস্থিতির অবনতির কারণে কিছু পর্যটক আটকে পড়েছিলেন। তবে তাদের অধিকাংশকেই নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যুক্তরাজ্য সহায়তা দেবে: ব্রিটিশ হাইকমিশনার
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। তবে এই সহায়তা শুধু শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
যেসব ক্ষেত্রে সহায়তা
সারাহ কুক বলেন, “বাংলাদেশের নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু রাখতে সহায়তা দিতে আমরা আগ্রহী। পাশাপাশি পোলিং স্টাফদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষণ কার্যক্রমেও আমরা সহায়তা করতে পারি।”
নির্বাচন কমিশন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করছে। এই লক্ষ্য অর্জনে কমিশন নিয়মিতভাবে বিভিন্ন স্টেকহোল্ডার এবং বিভিন্ন দেশের দূতদের সঙ্গে মতবিনিময় করছে।
পাঠকের মতামত:
- ড. ইউনূসের নেতৃত্বে রোহিঙ্গা সম্মেলন: মূল এজেন্ডা স্বেচ্ছায় প্রত্যাবাসন
- গাজার উপকূলে ত্রাণবাহী নৌবহর: ২০০ নটিক্যাল মাইলের ভেতরে প্রবেশ করল
- ফাঁদ নাকি মুক্তি? ট্রাম্পের শান্তি প্রস্তাবে ফিলিস্তিন কি মুক্তি পাবে?
- ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি: সেপ্টেম্বরে সর্বোচ্চ মৃত্যু
- জিন চিকিৎসা’র নামে প্রতারণা: জয়পুরহাটে রমরমা ব্যবসা
- যে সাগরে কেউ ডুবে না, কেন সেখানে লুকিয়ে আছে এক অভিশপ্ত ইতিহাস?
- দিনে তিনি কানাডায় সাধারণ মালি, রাতে আফ্রিকার এক গোত্রের রাজা!
- দুই দল পেল নির্বাচন কমিশনের নিবন্ধন, অংশ নিতে পারবে আগামী নির্বাচনে
- রহস্যময় পাণ্ডুলিপি কোডেক্স জাইগাস: কেন এটি ‘শয়তানের বাইবেল’ নামে পরিচিত?
- রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে রপ্ত করুন এই একটি অভ্যাস
- ফাইনালে খেলতে না পারাটা ছিল ভীষণ কষ্টের: চোট নিয়ে লিখলেন লিটন দাস
- বিদেশ থেকে চলছে ভোট প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র: শফিকুল আলম
- ক্রিকেট বিশ্বে সৌদির আলোড়ন: আইএল টি-টোয়েন্টির সঙ্গে কৌশলগত জোট
- ড. ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হতে পারেন: রাশেদ খান
- মুখের যে জায়গার ব্রণ ভুলেও ফাটাবেন না
- বর্ষায় কাপড় শুকানোর ৫টি জরুরি কৌশল, দূর হবে স্যাঁতসেঁতে গন্ধ
- পিআর পদ্ধতির বিপক্ষে দেশের মানুষ: সালাহউদ্দিন আহমদ
- পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, অভিযোগ ভারতের দিকে
- গাজা শান্তি পরিকল্পনা: ট্রাম্পের ২১-দফা প্রস্তাবে ভারত ও ইসরায়েল
- আপনার ব্যক্তিত্ব কেমন? বলে দেবে হাতের আঙুলের দৈর্ঘ্য
- যে কোনো সময় সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম: ড. ইউনূস
- ভূতের সঙ্গে যোগাযোগ: ভিক্টোরিয়ান যুগে ব্যবহৃত ৪টি রহস্যময় সরঞ্জাম
- বিস্কুটের টিন দিয়ে তৈরি টিভি, প্রথম যে মানুষটিকে দেখা গিয়েছিল পর্দায়
- রক্তনালী পরিষ্কার করবে যে ৫ খাবার
- ডিএসইতে বিনিয়োগকারীদের আস্থা ফেরার ইঙ্গিত দিল মঙ্গলবারের লেনদেন
- ডিএসইতে মঙ্গলবার লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে মঙ্গলবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- ডায়েট বা জিম নয়, এই ৭ অভ্যাসেই কমবে পেটের চর্বি
- ১৮ মাস লাগছে কেন? সমালোচনার জবাবে ড. ইউনূসের ব্যাখ্যা
- বাংলাদেশকে কারও উপনিবেশ বানাতে দেওয়া হবে না: রিজভী
- ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া অর্থ ফেরত: অর্থ উপদেষ্টার
- এডিবি’র প্রতিবেদনে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস
- গাজায় শান্তির নকশা না নতুন জটিলতা? ট্রাম্প–নেতানিয়াহুর ২০ দফা পরিকল্পনা
- রাজধানীসহ বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অফিসের আগামী ৪ দিনের পূর্বাভাস
- রহস্যময় চিকুনগুনিয়া: হঠাৎ জ্বর-ব্যথায় কাঁপছে দেশ
- ইসলামী ব্যাংকিংয়ের লভ্যাংশ হালাল নাকি সুদ? জানুন প্রকৃত সত্য
- যোগ্যতা যাচাই পরীক্ষা ঘিরে ইসলামী ব্যাংকে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই ও ওএসডি
- ২২ বছর জামায়াত বিএনপির ছায়াতলে থেকেছে: ব্যারিস্টার খোকন
- এশিয়া কাপ শেষে গৌতম গম্ভীর: বাংলাদেশের শক্তি-দুর্বলতা নিয়ে স্পষ্ট মতামত
- ঘুম ভাঙলেই অসহ্য মাথা ব্যথা? হতে পারে ৫টি গুরুতর কারণ
- পাকিস্তানে টিটিপি’র হয়ে যুদ্ধে নিহত বাংলাদেশি তরুণ, জানতেন না পরিবারও
- সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরের খোঁজ নিলেন তারেক রহমান
- জুলাই আন্দোলন দমনে পুলিশ সারাদেশে ৩ লাখের বেশি গুলি ছুড়েছিল
- ফাঁস হলো ট্রাম্পের শান্তি পরিকল্পনা: চুক্তি হলে হামাস নেতাদের নিরাপদ প্রস্থান!
- ভারত শুধু বড় দাদা না হয়ে বন্ধু হোক: মির্জা ফখরুল
- চট্টগ্রামে যানজট নিরসনে মনোরেল প্রকল্প, ফিল্ড সার্ভে শুরু
- ‘দুর্নীতিবাজ’ হারুনের বিরুদ্ধে রাজশাহীতে ঠিকাদারদের মানববন্ধন
- আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, রাজনীতিতে জড়াইনি
- ৪৮তম বিশেষ বিসিএস-এর ২১ চিকিৎসকের মনোনয়ন স্থগিত
- রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য এডিবি’র ৮৬.৭ মিলিয়ন ডলার সহায়তা
- ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- ‘আমাকে আলাদা করে তুলে ধরার চেষ্টা হয়নি’: ডা. তাসনিম জারা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কমে যায় কেন? সমাধান জেনে নিন
- খাগড়াছড়ি-গুইমারায় সহিংসতা: সেনাবাহিনীর বিস্তারিত বিবৃতি প্রকাশ
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- ডিএসইতে রবিবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- গাজায় ‘গণহত্যা’ ঠেকাতে ইসরায়েলের বিরুদ্ধে স্পেনের ‘বড় পদক্ষেপ’
- ফার্মগেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক অর্ধশত আওয়ামী লীগ নেতাকর্মী
- ডিএসইতে সোমবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- সৌদি–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি: দক্ষিণ এশিয়া ও উপসাগরের ভূরাজনীতিতে নতুন অক্ষ
- বিয়ে করতে গিয়ে বিপত্তি: ‘প্রথম স্ত্রীর’ হাতে আটক ছাত্রলীগ নেতা
- ডিএসইতে সোমবার লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- বাংলাদেশের সামনে ১৬৯ রানের লক্ষ্য দিল ভারত
- অঘোষিত সেমিফাইনাল: টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
- প্রিমিয়ার গ্রুপের প্রতিবাদ: ২৮৭ কোটি টাকা উত্তোলনের অভিযোগ ভিত্তিহীন