৫২ হাজার ৫০০ টন গম নিয়ে রাশিয়ার জাহাজ চট্টগ্রামে

রাশিয়া থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গমবাহী জাহাজ এমভি পার্থ (MV PERTH) চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙরে নোঙর করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের ৭ জুলাই সম্পাদিত নগদ ক্রয় চুক্তির (প্যাকেজ-০১) আওতায় এই গম আমদানি করা হয়েছে। দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, জাহাজে থাকা মোট ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গমের মধ্যে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
দুই দিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় লাফ অস্থির বাজুস বাজার নিয়ন্ত্রণে নেই
দেশের বাজারে আবারও বড় লাফ দিয়ে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে এবার ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এই মূল্যবৃদ্ধি দেশের ইতিহাসে স্বর্ণের দামে নতুন রেকর্ড তৈরি করল।
বৃহস্পতিবার ১৩ নভেম্বর রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এই তথ্য জানিয়েছে। শুক্রবার ১৪ নভেম্বর থেকেই স্বর্ণের নতুন এই দাম কার্যকর হবে।
দাম বৃদ্ধির কারণ ও নতুন মূল্য তালিকা
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ড মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের মূল্য নিম্নরূপ হবে:
২২ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা
২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৩ টাকা
১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা
সনাতন পদ্ধতি প্রতি ভরি ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা
ভ্যাট মজুরি ও রুপার দাম
বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি কম-বেশি হতে পারে।
এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।
২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়।
২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।
পূর্বের দাম সমন্বয়
এর আগে সবশেষ গত ১১ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন ভরিতে ৪ হাজার ১৮৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছিল। পূর্বের সেই দাম ১২ নভেম্বর থেকে কার্যকর হয়েছিল।
মেয়াদি মিউচুয়াল ফান্ডের অনুমোদন বন্ধ: ‘মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫’ কার্যকর
বাংলাদেশে নতুন কোনো মেয়াদি মিউচুয়াল ফান্ডের অনুমোদন আর দেবে না বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১২ নভেম্বর) প্রকাশিত সরকারি গেজেটের অতিরিক্ত সংখ্যায় কমিশন নতুন ‘মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। বৃহস্পতিবার বিএসইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই বিধিমালা প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।
বিধিমালা অনুযায়ী, ভবিষ্যতে নতুন কোনো মেয়াদি মিউচুয়াল ফান্ড স্কিমের অনুমোদন দেওয়া হবে না। কেবলমাত্র বেমেয়াদি (ওপেন-এন্ড) মিউচুয়াল ফান্ডের অনুমতি দেওয়া হবে। তবে বর্তমানে কার্যরত মেয়াদি ফান্ডগুলোর জন্য বিশেষ বিধান রাখা হয়েছে, যাতে ইউনিটহোল্ডারদের স্বার্থ সুরক্ষিত থাকে।
নতুন বিধিমালার একটি গুরুত্বপূর্ণ দিক হলো, গেজেট প্রকাশের ছয় মাসের মধ্যে কোনো স্কিমের ইউনিটপ্রতি গড় লেনদেন মূল্য যদি স্কিমটির ক্রয়মূল্য বা ঘোষিত নিট সম্পদমূল্যের (NAV) তুলনায় ২৫ শতাংশের বেশি কমে যায়, তাহলে ট্রাস্টি ইউনিটহোল্ডারদের স্বার্থে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করতে পারবে। ইজিএমে উপস্থিত ভোটদাতাদের তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠ ভোট এবং বিএসইসির অনুমোদনের মাধ্যমে ফান্ডটি বেমেয়াদি ফান্ডে রূপান্তর করা বা অবসায়নের সিদ্ধান্ত নেওয়া যাবে।
বিনিয়োগ কাঠামোতেও এসেছে বড় পরিবর্তন। নতুন বিধিমালায় বলা হয়েছে, মিউচুয়াল ফান্ড বা এর স্কিমের অর্থ কেবল স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে। পাশাপাশি আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব), আরপিও (পুনরায় গণপ্রস্তাব), রাইট শেয়ার এবং সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের সুযোগ থাকবে। তবে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি), এসএমই প্ল্যাটফর্ম বা মূল বোর্ড থেকে তালিকাচ্যুত সিকিউরিটিজে বিনিয়োগ নিষিদ্ধ থাকবে। যদি কোনো সিকিউরিটিজ পরবর্তীতে মূল বোর্ড থেকে তালিকাচ্যুত হয় বা এটিবি/এসএমই বোর্ডে স্থানান্তরিত হয়, তাহলে ছয় মাসের মধ্যে সেই বিনিয়োগ প্রত্যাহার করতে হবে।
বিধিমালায় আরও উল্লেখ করা হয়েছে যে, ‘এ’ ক্যাটাগরির নিচের ক্রেডিট রেটিংসম্পন্ন বন্ড, ডেট সিকিউরিটিজ এবং ইসলামী শরিয়াভিত্তিক সিকিউরিটিজে বিনিয়োগের অনুমতি থাকবে না। এর ফলে বিনিয়োগ ঝুঁকি হ্রাস এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার লক্ষ্যে একটি শক্তিশালী কাঠামো গড়ে উঠবে বলে মনে করছেন বাজারবিশ্লেষকেরা।
বিশ্লেষকদের মতে, মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫ দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ সংস্কৃতি গড়ে তুলবে, যা ভবিষ্যতে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা রাখবে।
এক লাফে বেড়ে গেল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর নতুন মূল্য
দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির প্রভাবে স্বর্ণের দামে নতুন করে সমন্বয় আনা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম বেড়েছে ৪ হাজার ১৮৮ টাকা, যা আজ বুধবার (১২ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে।
নতুন ঘোষণায় ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)। একইভাবে ২১ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৭০ হাজার ৫৬৩ টাকায়, এবং সনাতন পদ্ধতির স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা প্রতি ভরি।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সমন্বয় করা হয়েছে। স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলেও উল্লেখ করেছে সংগঠনটি।
এদিকে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৩,৪৭৬ টাকা, এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২,৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে চলতি বছরে বাংলাদেশের বাজারে ৭৫তমবারের মতো স্বর্ণের দাম সমন্বয় করা হলো। যার মধ্যে ৫২ বার বেড়েছে, আর কমেছে মাত্র ২৩ বার। ক্রমাগত এই মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করলেও বিনিয়োগকারীদের জন্য এটি বাজারে নতুন আগ্রহ সৃষ্টি করছে।
-রাফসান
টানাপোড়েনের মধ্যেও সুখবর নভেম্বরের শুরুতে রেমিট্যান্সে বড় উল্লম্ফন
চলতি অর্থবছরের নভেম্বর মাসের প্রথম দশ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ বা প্রবাসী আয় আগের বছরের একই সময়ের তুলনায় রেকর্ড পরিমাণ ৩৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ে প্রবাসীরা দেশে ১ হাজার ১০৯ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময় দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ৮২০ মিলিয়ন মার্কিন ডলার।
অর্থবছরের মোট রেমিট্যান্স পরিস্থিতি
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের শুরু অর্থাৎ ১ জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স প্রবাহের শক্তিশালী ধারা অব্যাহত রয়েছে:
মোট রেমিট্যান্স: ১ জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ১১ হাজার ২৫৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
পূর্ববর্তী বছরের চিত্র: আগের অর্থবছরের একই সময়ে এই রেমিট্যান্সের পরিমাণ ছিল ৯ হাজার ৭৫৮ মিলিয়ন ডলার।
এই পরিসংখ্যান দেশে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়াতে রেমিট্যান্সের স্থিতিশীল ভূমিকার ইঙ্গিত দিচ্ছে।
বাজুসের নতুন ঘোষণা: ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছালো স্বর্ণ
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির প্রভাবে দেশেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এতে করে ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম বেড়েছে ২ হাজার ৫০৭ টাকা, যা আজ মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে।
নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একইসঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি নির্ধারিত হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।” সংগঠনটি আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে, সর্বশেষ গত ১ নভেম্বর বাজুস ভরিপ্রতি ১,৬৮০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা, যা ২ নভেম্বর থেকে কার্যকর হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে আবারও দাম সমন্বয় হওয়ায় বাজারে স্বর্ণের মূল্য বেড়ে পৌঁছেছে এক নতুন রেকর্ডে।
বাজুসের তথ্যমতে, ২০২৫ সালে এ পর্যন্ত মোট ৭৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে যার মধ্যে ৫১ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমেছে। অন্যদিকে, ২০২৪ সালে দাম সমন্বয় করা হয়েছিল ৬২ বার, যেখানে ৩৫ বার দাম বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছিল।
-রাফসান
স্বর্ণের বাজারে অস্থিরতা চলতি বছরই ৭৪ বার দাম সমন্বয় করল বাজুস
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। এবার প্রতি ভরিতে ২ হাজার ৫০৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
সোমবার ১০ নভেম্বর রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার ১১ নভেম্বর থেকেই স্বর্ণের নতুন এই দাম কার্যকর হবে।
দাম বৃদ্ধির কারণ ও নতুন মূল্য তালিকা
বিজ্ঞপ্তিতে বাজুস উল্লেখ করেছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ড মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের দাম নিম্নরূপ হবে:
২২ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা
২১ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা
১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা
সনাতন পদ্ধতি প্রতি ভরি ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা
ভ্যাট ও মজুরি সংক্রান্ত নির্দেশনা
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
পূর্বের দাম সমন্বয়
এর আগে সবশেষ গত ১ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
ওই সময় অন্য ক্যারেটের স্বর্ণের দাম ছিল:
২১ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা
১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা
সনাতন পদ্ধতি প্রতি ভরি ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা
এই পূর্বের দাম ২ নভেম্বর থেকে কার্যকর হয়েছিল।
চলতি বছর দাম সমন্বয়ের চিত্র
বাজুসের তথ্য অনুযায়ী, এই নিয়ে চলতি বছর মোট ৭৪ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৫১ বার এবং কমেছে মাত্র ২৩ বার।
এছাড়া ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেই বছর ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।
এক কেজি আলুর দামে এখন পাওয়া যায় না এক আঁটি শাকও!
দেশের বাজারে আলুর দাম পড়ে গেছে এমন পর্যায়ে যে আধা লিটার বোতলজাত পানির দামে এখন এক কেজি আলু পাওয়া যাচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে আধা লিটারের বোতলজাত পানির দাম যেখানে ২০ টাকা, সেখানে খুচরা পর্যায়ে এক কেজি আলু বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকায়। অর্থাৎ আধা লিটার পানির দামে এক কেজি আলু এমন বাস্তবতা এখন কৃষকদের জন্য চরম হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সাধারণত ‘পানির দামে বিক্রি’ বলতে অতি সস্তা দাম বোঝানো হয়, কিন্তু এখন সেটি যেন আক্ষরিক অর্থেই সত্যি হয়েছে। আলুচাষিদের অভিযোগ, এত কম দামে আলু বিক্রি করে তারা উৎপাদন খরচও তুলতে পারছেন না। ফলে কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী, এমনকি হিমাগার মালিকরাও লোকসানের মুখে পড়েছেন।
বর্তমানে বাজারে অন্য যেসব সবজি পাওয়া যাচ্ছে, তার কোনোটির দামই আলুর মতো কম নয়। উদাহরণস্বরূপ, পেঁপে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায় এবং এক আঁটি শাক ১৫ থেকে ২০ টাকায়। অথচ গত বছর একই সময়ে প্রতি কেজি আলুর দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে আলুর দাম তিন ভাগের এক ভাগে নেমে এসেছে। উৎপাদন এলাকাগুলোতে খুচরা দরে প্রতি কেজি আলু ১৪ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে।
দেশে আলুর বার্ষিক চাহিদা প্রায় ৯০ লাখ টন, কিন্তু চলতি অর্থবছরে উৎপাদিত হয়েছে ১ কোটি ২৯ লাখ টন। অতিরিক্ত উৎপাদনই মূলত দাম কমার প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে মুন্সিগঞ্জ, বগুড়া, রংপুর, রাজশাহী, নওগাঁ ও জয়পুরহাটের কৃষকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। মুন্সিগঞ্জে এক কেজি আলু উৎপাদন ও হিমাগারে সংরক্ষণে খরচ হয়েছে ২৬ থেকে ২৮ টাকা, অথচ বিক্রি করে কৃষকের হাতে থাকছে মাত্র ৫০ থেকে ৬০ পয়সা।
মুন্সিগঞ্জের কৃষক আহসান উল্লাহ সরকার জানান, “এই মৌসুমে আলু বিক্রি করে লাখ টাকারও বেশি লোকসান গুনতে হয়েছে। আগামী মৌসুমে আলুর আবাদ কমিয়ে অন্য ফসল চাষের চিন্তা করছি।” একই অবস্থার কথা জানিয়েছেন এলাকার আরও অনেক কৃষক।
দামের পতনে হিমাগারগুলোতেও সংকট দেখা দিয়েছে। কৃষকেরা আলু তুলতে না আসায় নভেম্বরের মধ্যে সব আলু খালাস না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মুন্সিগঞ্জের নিপ্পন কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, “যারা হিমাগারে আলু রেখেছেন, তাদের অনেকে পুঁজিহীন হয়ে পড়েছেন। ৩০ নভেম্বরের মধ্যে আলু না তুললে হিমাগারের মালিকরা নিজেরাই বিক্রি করে খরচ তোলার চেষ্টা করবেন, কিন্তু বাজারে এমন দাম থাকলে সেটিও কঠিন হবে।”
আলুর দাম স্থিতিশীল রাখতে গত আগস্টে কৃষি মন্ত্রণালয় হিমাগার থেকে ২২ টাকা কেজি দরে ৫০ হাজার টন আলু কেনার ঘোষণা দিয়েছিল। টিসিবির মাধ্যমে এই আলু কেনার কথা থাকলেও প্রক্রিয়াটি এখনো সম্পূর্ণ হয়নি। টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন জানিয়েছেন, “আলু কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে এবং তা শেষ পর্যায়ে রয়েছে।”
-রফিক
দেশে আবারও স্বর্ণের দাম বাড়ল
বিশ্ববাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি অব্যাহত থাকায় দেশের বাজারেও তার প্রভাব পড়েছে। সর্বশেষ ১ নভেম্বর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৮০ টাকা বৃদ্ধি করে নতুন দর নির্ধারণ করেছে। এই দাম আজ সোমবার (১০ নভেম্বর) দেশজুড়ে কার্যকর রয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনার পর ২ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়।
নতুন নির্ধারিত দামে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা, এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।
অন্যদিকে, স্বর্ণের দাম বৃদ্ধি পেলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা, এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।
-রাফসান
ইসলামী ব্যাংক লুটপাট: ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বৃহত্তম মামলা দায়ের
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ মোট ৬৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির সহকারী পরিচালক জনসংযোগ মো. তানজির আহমেদ জানান, রোববার ৯ নভেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে এই মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, এটিই দুদকের ইতিহাসে দায়ের হওয়া সর্ববৃহৎ দুর্নীতির মামলা।
ঋণ জালিয়াতি ও পাচার পদ্ধতি
দুদকের তদন্তে উঠে এসেছে, এস আলম গ্রুপের তিনটি প্রতিষ্ঠান—এস আলম রিফাইনড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম স্টিলস লিমিটেড এবং এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেডের নামে ইসলামী ব্যাংক থেকে ঋণ হিসেবে নেওয়া হয় ৯ হাজার ২৮৩ দশমিক ৯৩ কোটি টাকা, যা বর্তমানে লভ্যাংশসহ দাঁড়িয়েছে ১০ হাজার ৪৭৯ দশমিক ৬২ কোটি টাকায়।
মামলার অভিযোগ অনুযায়ী, ঋণের নামে নেওয়া এই বিপুল অর্থ জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আত্মসাৎ করা হয় এবং পরে সেই অর্থ সিঙ্গাপুরে পাচার করা হয়।
তদন্তে আরও জানা যায়, ইসলামী ব্যাংকের আইটি সফটওয়্যার ম্যানিপুলেশন করে অনুমোদনবিহীনভাবে ঋণসীমা বৃদ্ধি ও মেয়াদ পরিবর্তন করা হয়। সাবেক উপমহাব্যবস্থাপক তাহের আহমেদ চৌধুরীর নেতৃত্বে এসব লেনদেনের মাধ্যমে প্রায় ৫ হাজার ৯০০ কোটি টাকা স্থানান্তর করা হয়। এসব অর্থ আহসান এন্টারপ্রাইজ, দুলারী এন্টারপ্রাইজ, ইউনাইটেড সুপার ট্রেডার্স ইত্যাদির মতো নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন, এস এস পাওয়ার, এস আলম স্টিলস, এস আলম সিমেন্ট ও সোনালী ট্রেডার্সের হিসাবে স্থানান্তর করা হয়।
দুদকের নথিতে বলা হয়েছে, ২০২৩ সালের ৫ ডিসেম্বর রূপালী ব্যাংকের দিলকুশা শাখা থেকে ২৯০ কোটি টাকার সমপরিমাণ ২৩ দশমিক ৫৮ মিলিয়ন মার্কিন ডলার সিঙ্গাপুরের ব্যাংক অব চায়না শাখায় এস এস পাওয়ার-১ লিমিটেডের অফশোর অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।
৬৭ জন আসামির তালিকা
এইসব অনিয়মে জড়িত থাকার অভিযোগে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পরিচালনা পর্ষদের সাবেক সদস্য, বিনিয়োগ কমিটির সদস্যসহ মোট ৬৭ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তাঁর ভাই রাশেদুল আলম, সহিদুল আলম, স্ত্রী ফারজানা পারভীন, ছেলে আহসানুল আলম এবং মেয়ে মায়মুনা খানম। এছাড়াও ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব উল আলম, মোহাম্মদ মনিরুল মাওলা, সাবেক চেয়ারম্যান মো. নাজমুল হাসান পিএইচডি, সাবেক পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও বিনিয়োগ কমিটির সদস্যসহ আরও অনেকে।
দুদক বলছে, তদন্তের পরিপ্রেক্ষিতে এই মামলায় আরও নতুন নাম যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামী ব্যাংকের অর্থনৈতিক অনিয়মের এই ঘটনা এখন দেশের সবচেয়ে আলোচিত দুর্নীতির কেলেঙ্কারি হয়ে দাঁড়িয়েছে।
পাঠকের মতামত:
- শীতে শুষ্ক ঠোঁট নরম থাকবে ঘরোয়া উপায় ও ঐতিহ্যবাহী পদ্ধতির কার্যকারিতায়
- দুই দিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় লাফ অস্থির বাজুস বাজার নিয়ন্ত্রণে নেই
- নেপালের বিপক্ষে দুর্দান্ত হামজা জোড়া গোলে ম্যাচ ঘুরিয়ে দিল বাংলাদেশ
- এনসিপি, জামায়াত ও বিএনপির ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা কুমিল্লা-৪ আসনে ভোটের হিসাব জটিল
- জন্মদিনের দিনেই মনোনয়ন ফরম তুললেন এনসিপি সংগঠক হাসনাত আবদুল্লাহ
- সংকট সমাধানে দায় এড়াচ্ছেন প্রধান উপদেষ্টা: সামান্তা শারমিন
- বাংলাদেশ নেপাল ম্যাচের আগে জেনে নিন হেড টু হেড পরিসংখ্যানে কারা চালকের আসনে
- উড়ন্ত সরীসৃপের খাদ্যাভ্যাস নিয়ে ধারণা বদল ৩২০টি ফাইটোলিথ পেলেন গবেষকরা
- আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ: জুলাই সনদ বাস্তবায়নে নতুন সমীকরণ?
- অনুপস্থিত থাকলেও খালাস পাবেন হাসিনার আইনজীবী আশাবাদী
- অধ্যাপক আলী রীয়াজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপদেষ্টার পদমর্যাদা পেলেন
- জুলাই সনদের গণভোট: ‘হ্যাঁ’ জিতলে কী হবে? জেনে নিন ৪টি পরিবর্তনের অঙ্গীকার
- ভারত ম্যাচের আগে পরীক্ষা-নিরীক্ষা নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে একাদশে কারা
- জামায়াতের বিস্ফোরক প্রতিক্রিয়া: গণভোটের আগে কি আসছে নতুন সংকট?
- রাজনৈতিক অস্থিরতার মাঝেই বিএনপির জরুরি সভা: কোন সিদ্ধান্ত আসছে আজ রাতে?
- প্রধান উপদেষ্টার ভাষণের উপর সালাহউদ্দিন আহমদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া
- বাজারমন্দার মধ্যেও কারা লাভ করল? ডিএসইর টপ গেইনারে চিত্র
- জুলাই সনদ বাস্তবায়ন ও গনভোট প্রশ্নে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ
- ১৩ ঘণ্টার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু
- নির্বাচনের দিনই গণভোট: গণভোটের প্রশ্নে যা থাকছে
- ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় ধরনের পতন: ৩৮৪ কোম্পানির মধ্যে মাত্র ১৫টি বেড়েছে
- মেয়াদি মিউচুয়াল ফান্ডের অনুমোদন বন্ধ: ‘মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫’ কার্যকর
- জাতি গঠনে ‘নতুন কুঁড়ি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ড. ইউনূস
- জুলাই অভ্যুত্থান মামলা শেখ হাসিনাসহ ৩ আসামির রায়ের তারিখ ঘোষণা
- সিলেট টেস্টের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে জয়ের মহাকাব্যিক ইনিংসে এগিয়ে স্বাগতিকরা
- রাজধানীসহ ৫ জায়গায় অগ্নিসংযোগ লেগুনা-পাজেরোসহ একাধিক যানবাহনে আগুন
- মামলার রেশ না কাটতেই তিশার বিরুদ্ধে প্রাণনাশের অভিযোগ
- ট্রাম্পের চিঠি, নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান
- সিইসি’র হুঁশিয়ারি সহযোগিতা না পেলে নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে
- রাশিফল: আজকের দিনে আপনার জীবনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা
- বুকে জ্বালাপোড়া সামান্য নয়, কখন বুঝবেন এটি প্রাণঘাতী সমস্যার সংকেত?
- বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় চাঞ্চল্য
- শেখ হাসিনার মামলার রায় ঘিরে ঢাকা জুড়ে সতর্কতা
- শীতকালে কমলা খাওয়ার ৫ উপকারিতা যা আপনার জানা নেই
- পদ্মা সেতুর সামনে অবরোধ: ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণে যান চলাচল বন্ধ
- ফিলিস্তিন ভূখণ্ডে জার্মানির নিরস্ত্র পুলিশ কর্মকর্তা মোতায়েন
- মনোনয়ন ফরম সংগ্রহ: এনসিপি আহ্বায়ক কোন ‘গুরুত্বপূর্ণ’ আসন থেকে লড়বেন
- দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীত অনুভূত হচ্ছে
- জেনেভা ক্যাম্প এখন ককটেল তৈরির কেন্দ্র ২২ কারিগরের হাতেই যাচ্ছে প্রাণঘাতী স্প্লিন্টার
- আজ জারি হচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড ইউনূস
- রোনালদোর শেষ খেলার পরিকল্পনা নিয়ে বড় ঘোষণা
- ফরিদপুরে বোমা কারখানা ফাঁস: চক্রের প্রধান মুরাদ নিক্সনের সাবেক গানম্যান
- গাজায় ইসরাইলি যুদ্ধযন্ত্রে টাটার জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- আজকের খেলাধুলা সূচি
- কি আছে ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’-এ? সম্পূর্ন ভিডিও সহ দেখুন
- ঢাবি ক্যাম্পাসে আতঙ্কের রাত: দুই বিস্ফোরণ ঘিরে নানা গুঞ্জন
- আওয়ামী লীগ কর্মী যারা অন্যায় করেনি, তাদের রাজনীতি করার অধিকার আছে: নুরুল হক নুর
- বিএনপির এক বছরের সফলতা চাঁদাবাজি এবং মামলাবাজি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- প্রি-ডায়াবেটিস নিয়ন্ত্রণে ২১ দিনের কৌশল: যে ৪ অভ্যাস মুক্তি দিতে পারে
- ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত তলব: হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে চূড়ান্ত উদ্বেগ
- সিলেট টেস্টে আয়ারল্যান্ড অলআউট ২৮৬ রানে, দুর্দান্ত সূচনায় বাংলাদেশ
- গোলের রাজা কে, মেসি না রোনালদো? সংখ্যার হিসাবে কে এগিয়ে, কে পিছিয়ে!
- সাদমানের পর মুমিনুলকে নিয়ে জয়ী রথ বাংলাদেশের ওপেনিংয়ে রেকর্ড জুটি
- কোরিয়ান ড্রামায় মুগ্ধ বিশ্ব: মিস্ট্রি থ্রিলার থেকে টাইম ট্রাভেল, দেখুন সেরা ১০ সিরিজ!
- মামলার রেশ না কাটতেই তিশার বিরুদ্ধে প্রাণনাশের অভিযোগ
- ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে
- আজ বিশ্ব ব্যাচেলর দিবস: একাকীত্ব নয়, স্বাধীনতার উৎসব
- ঘরে বসেই বানান ডিজিটাল NID: সম্পূর্ণ প্রক্রিয়া জানুন ধাপে ধাপে
- কালো মুরগি কেন এত দামি: জেনেটিক বিস্ময়, ঐতিহ্য ও বিলাসিতার এক অনন্য সংমিশ্রণ
- ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় ধরনের পতন: ৩৮৪ কোম্পানির মধ্যে মাত্র ১৫টি বেড়েছে
- জয়–হাসিনা সাক্ষাৎ: দিল্লির নীলনকশার প্রথম ধাপ?
- ইসলামী শরিয়াহ অনুযায়ী ছেলে না থাকলে সম্পত্তি বণ্টনের পূর্ণাঙ্গ ব্যাখ্যা
- আজ রাজধানীতে রাজনৈতিক যেসব কর্মসূচি, কোথায় কী হচ্ছে জেনে নিন
- বাংলাদেশ–ভারত ফুটবল ম্যাচের টিকিটের দাম প্রকাশ
- রবিবার ঢাকায় বন্ধ থাকবে যেসব মার্কেট ও এলাকা








