নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যুক্তরাজ্য সহায়তা দেবে: ব্রিটিশ হাইকমিশনার

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৩:৫৯:৩৯
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যুক্তরাজ্য সহায়তা দেবে: ব্রিটিশ হাইকমিশনার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। তবে এই সহায়তা শুধু শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

যেসব ক্ষেত্রে সহায়তা

সারাহ কুক বলেন, “বাংলাদেশের নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু রাখতে সহায়তা দিতে আমরা আগ্রহী। পাশাপাশি পোলিং স্টাফদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষণ কার্যক্রমেও আমরা সহায়তা করতে পারি।”

নির্বাচন কমিশন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করছে। এই লক্ষ্য অর্জনে কমিশন নিয়মিতভাবে বিভিন্ন স্টেকহোল্ডার এবং বিভিন্ন দেশের দূতদের সঙ্গে মতবিনিময় করছে।


সাবেক আইনমন্ত্রীর পিএস-এর ১১৪ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৬:২৫:৩২
সাবেক আইনমন্ত্রীর পিএস-এর ১১৪ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ
ছবি: সংগৃহীত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে ৬ শত ৫৩ কোটি ৩৬ লাখ টাকার অবৈধ লেনদেন হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

অবৈধ লেনদেন ও ফ্রিজের কারণ

আদালত সূত্র জানায়, অভিযুক্ত তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্মের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। উপার্জিত অর্থ দিয়ে তিনি ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করাসহ বিদেশে অর্থপাচার করে মানিলন্ডারিংয়ের অপরাধ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেওয়া হয়।

আদালতের নথি অনুযায়ী, এসব অ্যাকাউন্টে মোট ৬ শত ৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা জমা এবং ৫ শত ৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা উত্তোলন হয়েছে। হিসাবগুলোতে বর্তমানে ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা স্থিতি রয়েছে।

আদালত মনে করে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এবং অর্থ অন্যত্র হস্তান্তর রোধ করতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪(১) ধারা মোতাবেক ব্যাংক হিসাবগুলো স্থায়ীভাবে অবরুদ্ধকরণ (ফ্রিজ) করা একান্ত প্রয়োজন।


খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৪:০২:৫৫
খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির সাম্প্রতিক অস্থিরতার পেছনে প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদকে সহযোগিতা করা দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “একটি মহল শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা না হয়, সেই চেষ্টা চালাচ্ছে। এই মহলই খাগড়াছড়িতে এসব করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে।”

অস্ত্রের উৎস বিদেশ থেকে, চাইলেন সহযোগিতা

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

তিনি বলেন, কিছু সন্ত্রাসী পাহাড় থেকে গুলি চালিয়েছে। এসব অস্ত্র দেশের বাইরের উৎস থেকে আসছে। এই সন্ত্রাস মোকাবিলায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সহযোগিতা প্রয়োজন।

স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করে এবং রাস্তা-ঘাট অবরোধ করে বন্ধ না করে, সেই আহ্বান জানান। তিনি বলেন, দুর্গাপূজা যেন নির্বিঘ্নে উদযাপন করা যায়, সেজন্য সবার সহযোগিতা দরকার।

পাহাড়ে আটকে পড়া পর্যটকদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, পরিস্থিতির অবনতির কারণে কিছু পর্যটক আটকে পড়েছিলেন। তবে তাদের অধিকাংশকেই নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।


কারাগার থেকে হাসপাতালে, পরদিনই মৃত্যু—শেষ হলো নুরুল মজিদ হুমায়ুনের অধ্যায়

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৯ ১১:২১:৪৮
কারাগার থেকে হাসপাতালে, পরদিনই মৃত্যু—শেষ হলো নুরুল মজিদ হুমায়ুনের অধ্যায়
ছবিঃ সংগৃহীত

সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল ৭টায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সম্প্রতি নরসিংদীতে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড, হামলা ও ভাঙচুরের একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নরসিংদী কারাগার থেকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই সোমবার সকালে তিনি মারা যান।

দীর্ঘ রাজনৈতিক জীবনে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসন থেকে সংসদ সদস্য হিসেবে প্রথম নির্বাচিত হন তিনি। পরবর্তীতে ২০০৮, ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেন। ২০১৯ সালে তিনি প্রথমবারের মতো শিল্পমন্ত্রীর দায়িত্ব পান এবং ২০২৪ সালের নির্বাচনের পর আবারও শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, নরসিংদীর উন্নয়ন এবং শিল্প খাতে অবদানের জন্য তিনি এলাকাবাসীর কাছে জনপ্রিয় ছিলেন।

-নাজমুল হাসান


খাগড়াছড়ি-গুইমারায় সহিংসতা: সেনাবাহিনীর বিস্তারিত বিবৃতি প্রকাশ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৯ ১০:১৪:২৫
খাগড়াছড়ি-গুইমারায় সহিংসতা: সেনাবাহিনীর বিস্তারিত বিবৃতি প্রকাশ
ছবিঃ বি এস এস

চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় সাম্প্রতিক সহিংসতা ও সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে সেনাবাহিনী আজ এক বিস্তৃত ও বিস্তারিত বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ খাগড়াছড়িতে মোটরসাইকেল আরোহী মামুন হত্যার ঘটনাকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও এর সহযোগী সংগঠনগুলো দিঘিনালা ও রাঙামাটিতে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালায়। এর ফলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

বিবৃতিতে জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ রাতে সিঙ্গিনাল্লা এলাকায় এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ তদন্ত করে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন ইউপিডিএফ (মূল) কর্মী শয়ন শীলকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন পুলিশ রিমান্ডে নেয়। কিন্তু এই গ্রেপ্তারের পরও ইউপিডিএফ সহযোগী সংগঠন পিসিপি-র নেতা উখ্যানু মারমা ২৪ সেপ্টেম্বর প্রতিবাদ কর্মসূচি এবং ২৫ সেপ্টেম্বর অর্ধদিবস হরতালের ডাক দেন। একই সময়ে দেশ-বিদেশ থেকে সামাজিক মাধ্যমে উসকানিমূলক বক্তব্য ও বাঙালি সম্প্রদায়কে লক্ষ্য করে অপপ্রচার চালানো হয়।

২৬ সেপ্টেম্বর খাগড়াছড়িতে উত্তেজনা চরমে পৌঁছে। ইউপিডিএফের নেতৃত্বে ডাকা অবরোধ চলাকালে স্থানীয়রা সেনা টহল দলের ওপর হামলা চালায়, যাতে তিনজন সেনা সদস্য আহত হন। সেনাবাহিনী ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে। কিন্তু পরদিন ২৭ সেপ্টেম্বর ইউপিডিএফ পুনরায় সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করে—এবার তারা সাধারণ মানুষ, বিশেষ করে বাঙালি সম্প্রদায়কে লক্ষ্য করে গুলি চালায়, অ্যাম্বুলেন্সে হামলা করে, সম্পত্তি ভাঙচুর করে এবং সড়ক অবরোধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে ঠেলে দেয়। পরিস্থিতি সামাল দিতে খাগড়াছড়ি পৌর এলাকা ও গুইমারায় ১৪৪ ধারা জারি করা হয়। সেনা, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী সারারাত কঠোর পরিশ্রম করে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা এড়াতে সক্ষম হয়।

তবে সহিংসতার চেষ্টা থেমে থাকেনি। ২৮ সেপ্টেম্বর সকালে গুইমারার রামসু বাজার এলাকায় ইউপিডিএফ ১৪৪ ধারা ভঙ্গ করে সড়ক অবরোধ করে এবং জনতাকে উসকে দেয়। সকাল ১০টা ৩০ মিনিটে ইউপিডিএফ কর্মী ও স্থানীয় বাঙালিদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপর একযোগে কাঁচা অস্ত্র, ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়, যাতে তিন সেনা কর্মকর্তা সহ ১০ জন সদস্য আহত হন। একই সময়ে বিজিবি গাড়ি ভাঙচুর এবং বিজিবি সদস্যদের আহত করার ঘটনাও ঘটে।

১১টা ৩০ মিনিটে ইউপিডিএফ (মূল) সশস্ত্র গ্রুপ পাহাড়ের ওপর থেকে স্বয়ংক্রিয় অস্ত্রে ৪-৫ দফায় প্রায় ১০০–১৫০ রাউন্ড গুলি চালায়, যা পাহাড়ি ও বাঙালি উভয় জনগোষ্ঠীসহ সেনাদের লক্ষ্য করে ছোড়া হয়। ফলে বহু সাধারণ মানুষ গুলিবিদ্ধ হন। সেনাবাহিনী তাৎক্ষণিক অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সশস্ত্র দল এলাকা ত্যাগ করে। এ সময় ইউপিডিএফ কর্মীরা রামসু বাজারে কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে এবং স্থানীয় বাঙালিদের সঙ্গে আরও সংঘর্ষে জড়ায়। অতিরিক্ত সেনা মোতায়েনের পর বিকেল সাড়ে ৪টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, ইউপিডিএফ ইচ্ছাকৃতভাবে স্থানীয় নারী ও স্কুলপড়ুয়া শিশুদের জোরপূর্বক এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করছে। একই সঙ্গে তারা বাইরের অঞ্চল থেকে অস্ত্রধারী লোকজন এনে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত করার চেষ্টা করছে। আজ দুপুরে কাপ্তাই ব্যাটালিয়নের বিজিবি একটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে, যা ইউপিডিএফ-সংক্রান্ত বলে জানানো হয়।

সেনাবাহিনী বলেছে, ১৯ থেকে ২৮ সেপ্টেম্বরের ধারাবাহিক ঘটনাবলি প্রমাণ করে যে এগুলো বিচ্ছিন্ন সহিংসতা নয়, বরং পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি ও সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। সেনাবাহিনী রাজনৈতিক দলগুলোর নেতা ও সব জাতিগোষ্ঠীর মানুষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহযোগিতা চেয়েছে। একই সঙ্গে তারা পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও পার্বত্য অঞ্চলে বসবাসরত সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

-নাজমুল হাসান


অমর একুশে বইমেলা স্থগিত ঘোষণা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ২০:৫০:১৫
অমর একুশে বইমেলা স্থগিত ঘোষণা
ছবি: সংগৃহীত

বাংলা একাডেমি আসন্ন অমর একুশে বইমেলা স্থগিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে নির্বাচন পরবর্তী সময়ে এই বইমেলা অনুষ্ঠিত হবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের একটি সিদ্ধান্ত অনুযায়ী, “অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।” এই প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এবং সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে ২০২৬ সালের অমর একুশে বইমেলার নির্ধারিত তারিখ স্থগিত করা হলো।

এর আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলার তারিখ এ বছরের ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল। প্রকাশক ও অন্যান্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে।


গ্যালারিতে বসে দেখার দিন শেষ; আমরা এখন নিজে খেলব: ড. ইউনূস

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৯:১৪:১৭
গ্যালারিতে বসে দেখার দিন শেষ; আমরা এখন নিজে খেলব: ড. ইউনূস
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় সহযোগিতা ও অবদান রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের ফলে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি, তা এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিরা তাদের নিজ নিজ সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে স্থানীয় সময় ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বাসস এই খবর নিশ্চিত করেছে।

‘গ্যালারিতে বসে দেখার দিন শেষ’

ড. ইউনূস প্রবাসীদের উদ্দেশে বলেন, “দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখব—এমন হবে না। গ্যালারিতে বসে দেখার দিন শেষ; আমরা এখন নিজে খেলব।” তিনি বলেন, “আমরা সর্বদা আপনাদের সম্পৃক্ততা নিশ্চিত করার উপায় খুঁজে বের করার পরিকল্পনা করছি।”

প্রধান উপদেষ্টা বলেন, তার এই সফরে রাজনৈতিক নেতারা যোগ দিতে সম্মত হওয়ায় তার আস্থা অনেক বেড়ে গেছে।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জুলাই গণঅভ্যুত্থানের পর ১৫ মাসে দেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন। রেমিট্যান্স প্রবাহে ২১ শতাংশের বেশি প্রবৃদ্ধিতে অবদান রাখায় তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজনৈতিক মতবিনিময় ও নতুন অ্যাপ

এই আয়োজনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে বক্তব্য দেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সঞ্চালনা করেন ‘শেপিং টুমোরো: দ্য ফিউচার অব বাংলাদেশ’ শীর্ষক আরেকটি প্যানেল আলোচনা।

অনুষ্ঠানে সরকারপ্রধান প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা, নির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ প্রদানের জন্য নির্মিত ‘শুভেচ্ছা’ মোবাইল অ্যাপ উদ্বোধন করেন।


বিএনপি-জামায়াত প্রশাসনকে ভাগাভাগি করে নিয়েছে:  মাহফুজ আলম

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৯:০৪:৩০
বিএনপি-জামায়াত প্রশাসনকে ভাগাভাগি করে নিয়েছে:  মাহফুজ আলম
ছবি: সংগৃহীত

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করেছেন যে, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াতে ইসলামী প্রশাসনকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। একই সঙ্গে তিনি বলেন, দেশের গণমাধ্যমগুলো এখনো ব্যবসায়ী মহলের স্বার্থ রক্ষার ক্ষেত্রেই বেশি মনোযোগী।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলমের মতে, গণমাধ্যমকে সব গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তবে এর জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও ঐকমত্য জরুরি। তিনি বলেন, “সিভিল-মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্টমুক্ত না করলে মিডিয়াকেও ফ্যাসিস্টমুক্ত করা সম্ভব নয়।” এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে মতপ্রকাশের স্বাধীনতায় কোনো প্রকার বাধা না দেওয়ার আহ্বান জানান।

গণমাধ্যমের চরিত্র বদল

আলোচনায় অংশ নেওয়া অন্য বক্তারা মন্তব্য করেন, আগের সরকারের আমলে গণমাধ্যমে যে অনিয়ম ছিল, তা থেকে মুক্ত করার সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার সেই সুযোগ কাজে লাগায়নি। কেউ কেউ মন্তব্য করেন, সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু গণমাধ্যমের চরিত্রও বদলে যায়।


যেকোনো কেন্দ্রে কারচুপি হলে পুরো আসনের ভোট স্থগিত: সিইসি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৯:০০:৪৮
যেকোনো কেন্দ্রে কারচুপি হলে পুরো আসনের ভোট স্থগিত: সিইসি
ছবি: সংগৃহীত

নির্বাচনী আসনের যেকোনো কেন্দ্রে কারচুপির অভিযোগ বা বিশৃঙ্খলা হলে, সেই আসনের ভোট স্থগিত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এই ঘোষণা দেন।

সিইসি মন্তব্য করেন, নির্বাচন ঘিরে আয়োজিত এই সংলাপ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং সুষ্ঠু নির্বাচন আয়োজনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভোটাধিকার ও সংস্কার

প্রধান নির্বাচন কমিশনার জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচন কমিশন (ইসি) বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে। এর অংশ হিসেবে আরপিও সংশোধনসহ ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে।

তিনি বলেন, পূর্বে নির্বাচনে সংশ্লিষ্টরা (কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইত্যাদি) ভোট দিতে পারতেন না। তবে এবার নির্বাচনের সঙ্গে জড়িত প্রায় ১০ লাখ মানুষের ভোটাধিকার নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, আইনে পোস্টাল ব্যালটের কথা থাকলেও এর প্রয়োগ ছিল না। বর্তমান কমিশন এ নিয়ে কাজ করেছে।

অন্যদিকে, সংলাপে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী বলেন, জনগণের প্রত্যাশা পূরণই এখন নির্বাচন কমিশনের মূল চ্যালেঞ্জ। ইসি আশা করছে, এক থেকে দেড় মাসের মধ্যে বিভিন্ন মহলের সঙ্গে এই সংলাপ শেষ হবে।


হজ ২০২৬: তিনটি প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়াও কমল

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৮:২৭:৪৬
হজ ২০২৬: তিনটি প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়াও কমল
ছবি: সংগৃহীত

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৮ সেপ্টেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন মন্ত্রণালয়ের সভা কক্ষে এই প্যাকেজগুলো ঘোষণা করেন।

এবারের হজ পালনের খরচ সামান্য কমেছে। সর্বনিম্ন প্যাকেজ ৩-এর মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। প্যাকেজ ২-এর মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা, এবং সর্বোচ্চ প্যাকেজ ১-এর মূল্য ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্যাকেজ ও বিমান ভাড়ার বিবরণ

ধর্ম উপদেষ্টা জানান, এ বছর হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়াও কমানো হয়েছে। গত বছর ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্যাকেজ ১: হজ পালনকারীরা পবিত্র মসজিদুল হারাম থেকে ৭০০ মিটারের মধ্যে থাকবেন।

প্যাকেজ ২: হজ পালনকারীরা মসজিদুল হারামের ১.৭ কিলোমিটারের মধ্যে থাকবেন।

প্যাকেজ ৩: হজ পালনকারীরা আজিজিয়া এলাকার মধ্যে থাকবেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে ৫০ বছরের নিচে একজনকে সঙ্গে নিতে হবে। এছাড়া, সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজ পালন করতে যেতে পারবেন না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে, ২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। হজ নিবন্ধন ২৭ জুলাই শুরু হয়েছে এবং চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

পাঠকের মতামত: