মোস্তাফিজের রেকর্ডের সামনে: ভারতের কোচ কেন এত প্রশংসা করলেন?

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ১১:৫৬:৪১
মোস্তাফিজের রেকর্ডের সামনে: ভারতের কোচ কেন এত প্রশংসা করলেন?
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মোস্তাফিজুর রহমান। সেজন্য তার দরকার আর মাত্র একটি উইকেট। বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১৭ ম্যাচে ১৪৯ উইকেট নিয়েছেন তিনি, যা সাকিব আল হাসানের সমান। আর একটি উইকেট পেলেই তিনি সাকিবকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ইতিহাসের সেরা তিন বোলারের মধ্যে চলে আসবেন।

এই তালিকায় শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান (১৭৩ উইকেট)। এরপর আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪) এবং ইশ সোধি (১৫০)।

মোস্তাফিজকে প্রশংসায় ভাসালেন ভারতীয় কোচ

এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আজ ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে, তার আগের দিন সংবাদ সম্মেলনে মোস্তাফিজকে প্রশংসায় ভাসালেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট। তিনি বলেন, “মোস্তাফিজ একজন চ্যাম্পিয়ন। সে অনেক দিন ধরে খেলছে, খুব দক্ষ একজন বোলার। আমরা অবশ্যই জানি সে কী ধরনের দক্ষতা নিয়ে আসে। আমি মনে করি, কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে এত দীর্ঘ সময় ধরে এত ভালো করে এবং এরপর আইপিএলে গিয়েও খুব ভালো পারফর্ম করে, সেটা অবশ্যই প্রশংসনীয়।”

বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে ভারত

বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে থাকার কথা বলেছেন ভারতীয় এই কোচ। তিনি বলেন, “আমরা বাংলাদেশকে সম্মান করি, আমি মনে করি ওরা এখন উন্নতির পথে আছে। ওরা টি-টোয়েন্টির নতুন ধাঁচে মানিয়ে নিয়েছে। সামনে আক্রমণাত্মক খেলোয়াড় রেখে খেলে। আমরা কালকের চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করছি।”


সাইফের এক ইনিংসই কি ভারতের হিসাব পাল্টে দেবে?

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ১১:২২:২০
সাইফের এক ইনিংসই কি ভারতের হিসাব পাল্টে দেবে?
শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাটিংয়ের পর সাইফ হাসানকে নিয়ে এখন সব প্রতিপক্ষকেই ভাবতে হবেএএফপি

‘সাইফ যেভাবে ব্যাট করল, আমরা আলোচনা করছিলাম, এশিয়া কাপের চূড়ান্ত রাউন্ডে তার (অতীত) যোগ্যতা কোনোভাবেই টি-টোয়েন্টিতে শীর্ষ সারির ওপেনার হওয়ার মতো না। কিন্তু সে যেভাবে হাজির হলো, মনের মধ্যে কোনো দ্বিধা ছিল না। নিজেকে নিয়ে সন্দেহে ভোগেনি...আমার মনে হয় সে খুব খুব ভালো ছিল।’

এশিয়া কাপে গত শনিবার সুপার ফোরে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারানোর পর বাংলাদেশের ওপেনার সাইফ হাসানকে নিয়ে কথাগুলো বলেন ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তার এই মন্তব্যে বোঝা যায়, সাইফের এক ইনিংসই প্রতিপক্ষ দলগুলোর সব হিসাব পাল্টে দিয়েছে।

লিটননির্ভরতা থেকে সাইফ-বিস্ময়

টুর্নামেন্ট শুরুর আগে ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে বাংলাদেশ দলের ব্যাটিংকে ‘লিটননির্ভর’ বলে মন্তব্য করেছিলেন। তাদের সেই ধারণা যে ভুল ছিল, তা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে প্রমাণ করেছেন সাইফ। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে হৃদয়ের ফিফটির আগে জয়ের ভিত গড়ে দেওয়া সাইফের ৪৫ বলে ৬১ রানের ইনিংসটি দেখে ভারতের টিম ম্যানেজমেন্টও বিস্মিত।

‘আসা যাওয়ার মাঝে’ থেকে মূল চরিত্র

এশিয়া কাপের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাইফের ক্যারিয়ার ছিল ‘আসা যাওয়ার মাঝে’। চার বছরে মাত্র আটটি ম্যাচ খেলেছিলেন তিনি। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে তিনি দলের রান তাড়ায় নেতৃত্ব দেন, যা ছিল এক অপ্রত্যাশিত ঘটনা। ওই ম্যাচে ৩৪ বলের জুটিতে লিটন দাস ২৫ বল পর্যন্ত বাউন্ডারি মারেননি, বরং প্রান্ত বদলে সাইফকে স্ট্রাইক দিয়েছেন। এতে মূল চরিত্রের ভূমিকায় চলে আসেন সাইফ।

সাইফের নতুন কৌশল ও ভারতের পরিকল্পনা

নেদারল্যান্ডস সিরিজের আগে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে সাইফ তার ব্যাটিংয়ে পরিবর্তন এনেছিলেন, যার প্রমাণ শ্রীলঙ্কা ম্যাচে দেখা গেছে। বাঁহাতি স্পিনারকে এগিয়ে এসে ছক্কা মারা থেকে শুরু করে পুল এবং চোখজুড়ানো ফ্লিক শট খেলেন তিনি। সাইফকে নিয়ে ভারতের গেম-প্ল্যানিংয়ে এই বিষয়গুলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাইফ এই লড়াইয়ে সফল হোক বা না হোক, বড় বিষয় হলো তার একটি ইনিংসই প্রতিপক্ষের সব হিসাব পাল্টে দিয়েছে, যা দলের অন্য ব্যাটসম্যানদের জন্য ভালো খেলার সুযোগ তৈরি করবে।


ফাইনালের পথে এগোতে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ১০:০৭:০৫
ফাইনালের পথে এগোতে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে জয় পেলে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে টাইগাররা।

হংকং ও আফগানিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপ রানার্সআপ হিসেবে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। এরপর সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে লিটন দাসের দল।

ভারতের দুর্দান্ত ফর্ম নিয়ে চিন্তিত নন বাংলাদেশ কোচ

এই টুর্নামেন্টে ভারত তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দুবারসহ মোট চারটি ম্যাচে জিতেছে। তবে ভারতের দুর্দান্ত ফর্ম নিয়ে চিন্তিত নন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে, যেকোনো দলের কাছেই হারতে পারে ভারত।

সিমন্স বলেন, “প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। ভারত আগে কী করেছে, সেটি নিয়ে চিন্তিত নই। এটি নতুন ম্যাচ। এ ম্যাচ নিয়ে আমরা ভাবছি। সাড়ে তিন ঘণ্টার ম্যাচে যতটা সম্ভব নিজেদের সেরাটা খেলব এবং ভারতের পরিকল্পনা নষ্ট করে দিয়ে ম্যাচ জয়ের চেষ্টা করব।”

লিটন দাসের ইনজুরি, তারপরও খেলবেন

ভারতের বিপক্ষে ম্যাচের আগে অধিনায়ক লিটন দাস ইনজুরিতে পড়লেও তার খেলা নিয়ে কোনো সংশয় নেই। এই টুর্নামেন্টে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন লিটন। চার ইনিংসে তিনি ১১৯ রান করেছেন।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত ও বাংলাদেশ ১৭ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ মাত্র একবার জয় পেয়েছে। এশিয়া কাপে দুই দলের ১৫ বারের মুখোমুখিতে বাংলাদেশ জিতেছে মাত্র দুবার।


বিসিবি নির্বাচনে চমক: খসড়া ভোটার তালিকা ঘিরে চলছে নানা জল্পনা!

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৩ ২১:০২:৩০
বিসিবি নির্বাচনে চমক: খসড়া ভোটার তালিকা ঘিরে চলছে নানা জল্পনা!
ছবি: সংগৃহীত

আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার একাধিক চমক রেখে ঘোষণা করা হয়েছে নির্বাচনের খসড়া ভোটার তালিকা।

বর্তমান সভাপতি ও তামিমের অবস্থান

বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর করা হয়েছে। বিসিবির সভাপতি পদে নির্বাচন করতে চান বুলবুল। বিসিবি সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দেওয়া তামিম ইকবাল কাউন্সিলর হয়েছেন ঢাকার প্রথম বিভাগের ক্লাব ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে।

চমক ১: ছয় জেলা থেকে বাদ

প্রকাশিত তালিকায় প্রথম চমক ১৭৭ জন ভোটারের মধ্যে ছয়টি জেলা ক্রীড়া সংস্থা থেকে কারো মনোনয়ন চূড়ান্ত করা হয়নি। অর্থাৎ খসড়া তালিকা অনুযায়ী, ১৭১ জন নির্বাচনে ভোট দিতে পারবেন।

চমক ২: সাবেক সভাপতি ফারুক আহমেদ ও আসিফ আকবরের অন্তর্ভুক্তি

দ্বিতীয় চমক হলো, শেষ সময়ে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলরশিপ অনুমোদন করা হয়েছে। তিনি তৃতীয় বিভাগ ক্রিকেট শাখায় রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে বিসিবির কাউন্সিলরশিপ পেয়েছেন।

এছাড়া গায়ক আসিফ আকবরকে কাউন্সিলর করা হয়েছে। তিনি কুমিল্লা জেলা সংস্থা থেকে বিসিবির কাউন্সিলর মনোনীত হয়েছেন। টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনীত হয়েছেন ক্রীড়া সাংবাদিক এবং বিসিবি সভাপতির উপদেষ্টা আবিদ হোসেন সামিকে।

আপত্তি ও চূড়ান্ত তালিকা

বিসিবির প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আপত্তি গ্রহণ করা হবে। কোন কাউন্সিলর নিয়ে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন করতে চাওয়া প্রার্থী আপত্তি জানাতে পারবেন। ২৫ সেপ্টেম্বর আপত্তির ওপর শুনানি হবে এবং ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।


বিসিবির কোষাগারে ১৩৯৮ কোটি টাকা রেখে দায়িত্ব ছাড়ছে বিদায়ী পর্ষদ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৩ ১৪:৫১:০৮
বিসিবির কোষাগারে ১৩৯৮ কোটি টাকা রেখে দায়িত্ব ছাড়ছে বিদায়ী পর্ষদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোষাগারে কত টাকা আছে তা নিয়ে বিভিন্ন সময় নানা অঙ্কের কথা শোনা গেলেও এবার আনুষ্ঠানিকভাবে জানা গেল সেই সংখ্যা। বিদায়ী পরিচালনা পর্ষদ দায়িত্ব ছাড়ছে ১৩৯৮ কোটি টাকা রেখে। এছাড়া আরও প্রায় ৪০ কোটি টাকা পাওনা রয়েছে বিভিন্ন পক্ষের কাছে।

তিন সভাপতির নেতৃত্বে বিদায়ী পর্ষদ

২০২১ সালের নির্বাচনে দায়িত্ব পাওয়া এই বোর্ড তিনজন সভাপতির নেতৃত্বে কাজ করেছে। প্রথমে ছিলেন নাজমুল হাসান, যিনি টানা তিন মেয়াদে সভাপতি ছিলেন। তবে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দায়িত্ব হারান। এরপর ফারুক আহমেদ মাত্র ৯ মাস সভাপতির দায়িত্বে ছিলেন। সর্বশেষ প্রায় চার মাস ধরে বিসিবির সভাপতি ছিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

তার সভাপতিত্বেই সোমবার অনুষ্ঠিত হয় বিদায়ী বোর্ডের শেষ সভা। নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর রাত ৯টায় সভা শুরু হয়ে শেষ পর্যন্ত মধ্যরাত পর্যন্ত চলে। সভা দীর্ঘ হওয়ার মূল কারণ ছিল বিসিবি নির্বাচনের কাউন্সিলর অনুমোদনকে ঘিরে জটিলতা। দেশের ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়ও এটিই।

আর্থিক অবস্থার হালনাগাদ ও বিপিএল নিয়ে আলোচনা

সভা শেষে মধ্যরাতে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার রহমান আর্থিক অবস্থার হালনাগাদ তথ্য জানান। তিনি বলেন, “১৩৯৮ কোটি টাকা আমরা রেখে যাচ্ছি। এফডিআর, হাতে থাকা নগদ অর্থ, ব্যাংক ব্যালেন্স—সব মিলিয়েই এই প্রায় ১৪০০ কোটি টাকা রাখা হচ্ছে।”

তিনি আরও জানান, প্রায় ৪০ কোটি টাকা অনাদায়ী অর্থ বিভিন্ন পক্ষের কাছে রয়েছে। বিপিএলের প্রথম আসর থেকে সর্বশেষ আসর পর্যন্ত ১৮টি পক্ষের কাছে তাদের অর্থ পাওনা আছে। এ নিয়ে আরবিট্রেশন চলছে।

সভায় বিপিএল নিয়েও আলোচনা হয়। ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল হওয়ার কথা থাকলেও বিসিবি নির্বাচনের ব্যস্ততায় প্রক্রিয়া আটকে আছে। এখনো চূড়ান্ত হয়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। সামনে জাতীয় নির্বাচন ঘিরেও পরিস্থিতি অনিশ্চিত।

ইফতেখার রহমান বলেন, “আমরা টার্গেট করছি, ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল হবে। তবে দায়িত্বটা পরবর্তী বোর্ডের। আমরা কিছু কাজ এগিয়ে রেখে যাচ্ছি। পরের বোর্ড এসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”


সিরি আ’তে টানা চতুর্থ জয়ে শীর্ষে নাপোলি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৩ ১২:২৭:০৫
সিরি আ’তে টানা চতুর্থ জয়ে শীর্ষে নাপোলি
ছবিঃ সংগৃহীত

ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলি সিরি আ’তে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছে। সোমবার রাতে নিজেদের মাঠে নবাগত পিসাকে ৩-২ গোলে হারিয়ে লিগে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে অ্যান্টোনিও কন্তের দল। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে নাপোলি।

স্টাডিও দিয়েগো আরমান্দো মারাদোনায় ম্যাচটি ছিল রোমাঞ্চকর। ৮২ মিনিটে লরেঞ্জো লুক্কার শক্তিশালী শটই নাপোলির জয় নিশ্চিত করে। এই জয় তাদের দুই পয়েন্ট এগিয়ে দিয়েছে দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের চেয়ে, যারা গত শনিবার ভেরোনার মাঠে ড্র করেছিল। রোমা ও এসি মিলান তিন পয়েন্ট পিছিয়ে থেকে টেবিলের শীর্ষ চারে আছে।

ম্যাচের শুরুতে নাপোলির হয়ে পেশাদার ক্লাব ফুটবলে বিলি গিলমোরের প্রথম গোলটি আসে ৩৯ মিনিটে। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৬০ মিনিটে) পেনাল্টি থেকে এম’বালা এনজোলা স্কোর সমতা আনেন। তবে ৭৩ মিনিটে লিওনার্দো স্পিনাজ্জোলার দুর্দান্ত দূরপাল্লার শটে আবারও এগিয়ে যায় নাপোলি। শেষ দিকে ম্যাচে নাটকীয়তা যোগ হয়—লুক্কার গোলের পর ৯০ মিনিটে পিসার হয়ে লোরান একটি গোল শোধ করলেও সমতা ফেরাতে পারেনি অতিথিরা।

ম্যাচ শেষে কন্তে বলেন, “টানা চার জয় আমাদের জন্য দারুণ প্রেরণা। এখানে অন্তত ছয়-সাতটি দল খুব শক্তিশালী অবস্থায় আছে। আমাদের অনেক নতুন খেলোয়াড় এসেছে, যারা গত মৌসুমের স্কুদেত্তো নিয়ে খেলছে, আর সেটা বাড়তি চাপ তৈরি করে।”

গত বৃহস্পতিবার ম্যানচেস্টার সিটির কাছে চ্যাম্পিয়নস লিগে ২-০ গোলের পরাজয়ের পর নাপোলির পারফরম্যান্স কিছুটা চাপের মধ্যে ছিল। কন্তে বলেন, “যেসব দল নিয়মিত ইউরোপীয় প্রতিযোগিতায় খেলে, তারা এ ধরনের ছন্দে অভ্যস্ত। আমরা এখনও শিখছি। তিন দিনে একবার খেলতে হলে শারীরিক ও মানসিক চাপ তৈরি হয়। তাই ধৈর্য ধরে এগোতে হবে।”

অন্যদিকে, এই ম্যাচে জিওভান্নি দি লরেঞ্জোর বড় ভুলেই পিসা শেষ মুহূর্তে গোল পায়। এটি দি লরেঞ্জোর জন্য খারাপ এক সপ্তাহ ছিল—ম্যানচেস্টার সিটির বিপক্ষে এরলিং হালান্ডকে ফাউল করে লাল কার্ড দেখেছিলেন তিনি। পিসা, যাদের কোচ প্রাক্তন ইতালিয়ান স্ট্রাইকার আলবার্তো জিলার্দিনো, এখনও লিগ টেবিলে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে মাত্র এক পয়েন্ট নিয়ে।

আগামী সপ্তাহান্তে নাপোলি সান সিরোতে মুখোমুখি হবে এসি মিলানের। মিলান মঙ্গলবার ইতালিয়ান কাপের ম্যাচ খেলবে লেচ্চের বিপক্ষে। ফলে সপ্তাহান্তের ম্যাচে শীর্ষে থাকার লড়াই আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে।

-আলমগীর হোসেন


‘ভারত নাকি অস্ট্রেলিয়া, ওভাবে চিন্তা করছি না’: প্রতিপক্ষ নিয়ে নির্ভার মাহেদী

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৩ ১০:৪৬:৪৯
‘ভারত নাকি অস্ট্রেলিয়া, ওভাবে চিন্তা করছি না’: প্রতিপক্ষ নিয়ে নির্ভার মাহেদী
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আর তাতে সমর্থকদের প্রত্যাশাও বেড়েছে, ফাইনাল খেলবে টাইগাররা এমনটাই চাওয়া তাদের। তবে তার আগে বাংলাদেশের রয়েছে আরও দুটো ম্যাচ, যেখানে অন্তত একটি ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। স্পিনার শেখ মাহেদী জানান, প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ।

ভারত-ম্যাচকে ‘আলাদাভাবে’ দেখছে না বাংলাদেশ

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের অনুরোধে কথা বলেন মাহেদী হাসান। মাত্র চার মিনিটের সেই আলাপে তিনি জানান, সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচটাকে আলাদাভাবে দেখছেন না তারা।

প্রতিপক্ষ কে এসব নিয়ে না ভেবে বাংলাদেশ সামনের ম্যাচটিকে বাকি অন্যসব ম্যাচের হিসেবেই দেখছে বলে জানান মাহেদী। তিনি বলেন, “বেশি কিছু চিন্তা করছি না। শুধু একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য যেভাবে থাকতে হয়, সেভাবেই আছি। প্রতিপক্ষ ভারত নাকি অস্ট্রেলিয়া—ওভাবে চিন্তা করছি না।”

ক্রিকেটারদের বাড়তি উত্তেজনা নেই

ভারত-বাংলাদেশ ম্যাচ হলে একটা বাড়তি উত্তেজনা দেখা যায় দর্শকদের মধ্যে। তবে ক্রিকেটারদের মধ্যে এমন বাড়তি কোনো উত্তেজনা নেই বলেও জানান টাইগার স্পিনার। বলেন, “এসব নিয়ে চিন্তা করছি না। এটা তো (হাইপ) আপনারা তৈরি করছেন বা দর্শকদের মধ্যে আছে। আমরা যেভাবে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ খেলে এসেছি, ওভাবেই খেলব।”

উল্লেখ্য, সুপার ফোরের ম্যাচে ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এর পরদিনই শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।


মাকে পাশে নিয়ে ব্যালন ডি’অর হাতে নিলেন উসমান ডেম্বেলে

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৩ ১০:৩৮:৩০
মাকে পাশে নিয়ে ব্যালন ডি’অর হাতে নিলেন উসমান ডেম্বেলে
ছবি: সংগৃহীত

মায়ের চেয়ে এ জগতে আপন কেউ হয় না। সেই মাকে পাশে নিয়েই ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হাতে নিলেন উসমান ডেম্বেলে। মঞ্চে উঠে ব্যালন ডি’অর ট্রফিটা হাতে নিয়ে সবার আগে অতিথিদের মাঝে বসা মাকে বললেন, “আমরা একসঙ্গে এটা করেছি।”

আবেগঘন মুহূর্তে ডেম্বেলের কৃতজ্ঞতা

এরপর আর আবেগ সামলে রাখতে পারেননি ডেম্বেলে, কেঁদে ফেলেন। সঞ্চালক কেট স্কট মঞ্চে ডাকেন তার মাকে। এরপর নিজেকে সামলে নিয়ে ডেম্বেলে বললেন, “আমার ক্যারিয়ারে অন্যতম সেরা অর্জন। পিএসজিকে ধন্যবাদ জানাতে চাই ২০২৩ সালে আমাকে সই করানোর জন্য। সতীর্থরা গত বছরের মতো এ বছরও অসাধারণ। এটা ব্যক্তিগত ট্রফি নয়, আমাদের সবার অর্জন।”

পিএসজিতে নতুন জীবন, বার্সেলোনার প্রতি কৃতজ্ঞতা

বার্সেলোনায় ছয় বছর ছিলেন। তবে সেখানে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। খেলার চেয়ে ডেম্বেলের চোট নিয়েই আলোচনা হয়েছে বেশি। হতাশায় ডুবতে বসেছিলেন। পিএসজিতে এসে সেই হতাশ ছেলেটিই হয়ে গেলেন বিশ্বতারকা।

তবে প্রাণের ক্লাব বার্সেলোনাসহ সাবেক যত ক্লাবে খেলেছেন, সবার প্রতিই কৃতজ্ঞতা প্রকাশ করলেন ডেম্বেলে। বললেন, “যত ক্লাবে খেলেছি সবাইকে ধন্যবাদ: রেঁনে, বরুসিয়া ডর্টমুন্ড এবং সব সময় যে ক্লাবে খেলার স্বপ্ন দেখেছি, বার্সেলোনা। সেখানে অনেক কিছু শিখেছি। মেসি ও ইনিয়েস্তার মতো খেলোয়াড়দের সঙ্গে খেলেছি। খুব ভালো লাগছে।”


বিসিবি নির্বাচন ঘিরে উত্তাপ: তামিম-আসিফ মাহমুদের পাল্টাপাল্টি মন্তব্য

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২২ ১৪:৫৮:২৯
বিসিবি নির্বাচন ঘিরে উত্তাপ: তামিম-আসিফ মাহমুদের পাল্টাপাল্টি মন্তব্য
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে সভাপতি পদের প্রার্থী ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বর্তমান সরকার ও বিসিবি সভাপতির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন। সেই অভিযোগের জবাবে দুটি পথ বাতলে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তামিম অভিযোগ করে জানান, বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে জেতানোর জন্য সরকার কাজ করছে। তিনি বলেন, “সরকার কোনো হস্তক্ষেপ করছে না। বরং রুটিন কাজ করছে।”

সরকারের রুটিন কাজের প্রসঙ্গটি টেনে তামিমকে দুটি অপশন দেখিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “সরকারের রুটিন কার্যক্রমকে যদি হস্তক্ষেপ বলেন, তাহলে...এখানে বুঝতে হবে সরকারের কতটুকু এখতিয়ার আছে। এখতিয়ারের বাইরে যদি কিছু করে তাহলে বলতে পারেন যে অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে। সেটা হলে প্রয়োজনে আপনি আইনি ব্যবস্থা নিতে পারেন, প্রয়োজনে আইসিসিকে বলতে পারেন।”

স্বচ্ছ নির্বাচনের দাবি

স্বচ্ছ নির্বাচনের দাবি জানিয়ে তামিম বলেছিলেন, “আমি শুধু স্বচ্ছ একটি নির্বাচন চাই, ফলাফল যাই হোক এতে আমার কোনো সমস্যা নেই। স্বচ্ছ নির্বাচন আমার চাওয়া, জিতি বা হারি তা পরের ব্যাপার।”


লা লিগায় বার্সার দাপট, আতলেতিকোর জয়হীন দুর্দশা চলছেই

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২২ ১২:২৯:৪৮
লা লিগায় বার্সার দাপট, আতলেতিকোর জয়হীন দুর্দশা চলছেই
ছবিঃ সংগৃহীত

চ্যাম্পিয়ন বার্সেলোনা লা লিগায় দারুণ ছন্দে ফিরেছে। রবিবার তারা গেটাফেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে। দলের নায়ক ফেরান তোরেস জোড়া গোল করে জয়ের নায়ক হন, আরেকটি গোল করেন দানি অলমো। এই জয়ের ফলে তারা শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পেছনে মাত্র দুই পয়েন্ট ব্যবধানে থাকল। একদিন আগেই জাবি আলোনসোর মাদ্রিদ এস্পানিওলকে হারিয়ে টানা জয়ের ধারা ধরে রেখেছিল।

বার্সেলোনা এখনো নিজেদের ঐতিহাসিক ক্যাম্প ন্যু স্টেডিয়ামে ফিরতে পারেনি। তাই দলের প্রশিক্ষণ মাঠের পাশে ৬ হাজার দর্শক ধারণক্ষমতার ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে খেলতে হচ্ছে। তবে ছোট স্টেডিয়ামেও খেলার ধারা পাল্টায়নি—হানসি ফ্লিকের দল শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। গেটাফে বরাবরের মতোই শারীরিক ফুটবল খেলতে থাকে এবং একাধিক ফাউল করে বার্সা খেলোয়াড়দের উত্তেজিত করে তোলে।

দলের কিশোর প্রতিভা লামিনে ইয়ামাল চোটের কারণে অনুপস্থিত থাকায় তাঁর জায়গায় সুযোগ পান ফেরান তোরেস। আর সেই সুযোগ কাজে লাগাতে বিন্দুমাত্র ভুল করেননি তিনি। প্রথম গোলটি আসে এক দারুণ দলীয় আক্রমণ থেকে—দানি অলমোর ব্যাকহিল পাস ধরে জোরালো শটে জালের ঠিকানা খুঁজে নেন তোরেস। দ্বিতীয় গোলটি ছিল আরও সুন্দর—রাফিনহার থ্রু পাস ধরে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে বল জড়িয়ে দেন জালে। প্রথমার্ধেই হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন তোরেস, তবে তাঁর একটি শট বারে লেগে ফিরে আসে।

ম্যাচে রাফিনহার আচরণ কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠায় ফ্লিক তাঁকে বিরতির পর তুলে নেন এবং বদলি হিসেবে নামান মার্কাস র‍্যাশফোর্ডকে। র‍্যাশফোর্ড খেলায় নেমে দ্রুত প্রভাব ফেলেন। ডান দিক দিয়ে দারুণ গতিতে ঢুকে তিনি অলমোকে বল বাড়িয়ে দেন, যেখান থেকে তৃতীয় গোলটি করেন অলমো। র‍্যাশফোর্ডের নিজেও দুটি শট সেভ করেন গেটাফে গোলরক্ষক ডেভিড সোরিয়া।

ম্যাচের একমাত্র খারাপ খবর ছিল শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় ফার্মিন লোপেজের চোট পেয়ে মাঠ ছাড়তে হওয়া।

আতলেতিকোর হতাশা

এর আগে আতলেতিকো মাদ্রিদের দুর্দশা চলছেই। মায়োর্কার মাঠে ১-১ গোলে ড্র করে মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় পেল তারা। প্রথমার্ধে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পেলেও হুলিয়ান আলভারেজ তা মিস করেন। পরে আলেক্সান্ডার সরলোথ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আতলেতিকো। তারপরও তারা কনার গ্যালাঘারের গোলে এগিয়ে যায়, কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে ভেদাত মুরিকির হেডে সমতা ফেরায় মায়োর্কা।

আতলেতিকো অধিনায়ক কোক বলেন, “আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করছিলাম কিন্তু শেষ মুহূর্তে এক খেলোয়াড় বেশি পেয়ে তারা চাপ বাড়ায় এবং গোল পেয়ে যায়। গোলই সব কিছু নির্ধারণ করে।”

এই ড্রয়ের ফলে আতলেতিকো শীর্ষস্থান থেকে এখন ৯ পয়েন্ট পিছিয়ে, আর বার্সেলোনা থেকে পিছিয়ে ৭ পয়েন্টে। কোচ দিয়েগো সিমেওনে বলেন, “আমরা এখনো দল গঠনের পথে আছি। উন্নতি করতে হবে, তবে আমি মনে করি আমরা সঠিক পথে আছি।”

- খালিদ আহামেদ

পাঠকের মতামত: