মতপ্রকাশের স্বাধীনতায় হুমকি: অ্যাঞ্জেলিনা জোলির খোলামেলা মন্তব্য

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২২ ১২:২১:০৬
মতপ্রকাশের স্বাধীনতায় হুমকি: অ্যাঞ্জেলিনা জোলির খোলামেলা মন্তব্য
ছবিঃ সংগৃহীত

মার্কিন জনপ্রিয় অভিনেত্রী ও মানবাধিকারকর্মী অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, তিনি এখন আর নিজের দেশকে চিনতে পারছেন না। যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতার ওপর যে চাপ বাড়ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। রবিবার স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে নিজের নতুন ছবি Couture প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

জোলি বলেন, “আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু এখন মনে হয় এটি আর আগের মতো নেই।” তিনি মনে করেন, যেকোনো কিছু যা মানুষকে বিভক্ত করে বা স্বাধীনভাবে কথা বলার সুযোগ কমিয়ে দেয়—তা খুবই বিপজ্জনক। “আমরা সবাই এখন কঠিন সময়ের মধ্যে আছি,” বলেন তিনি।

যুক্তরাষ্ট্রে মুক্ত মতপ্রকাশ নিয়ে সাম্প্রতিক বিতর্ক আরও তীব্র হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনামূলক গণমাধ্যমের ওপর কঠোর পদক্ষেপ এবং কনজারভেটিভ ইনফ্লুয়েন্সার চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করার পর জনপ্রিয় উপস্থাপক জিমি কিমেলের অনুষ্ঠান স্থগিত হওয়াকে ঘিরে।

Couture ছবিতে জোলি অভিনয় করেছেন এক চলচ্চিত্র নির্মাতার চরিত্রে, যিনি বিবাহবিচ্ছেদ, গুরুতর অসুস্থতা এবং প্যারিস ফ্যাশন উইকের ব্যস্ততার মধ্যে নতুন সম্পর্কে জড়ান। ছবিটি সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন শেল’-এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।

জোলি বলেন, এই চরিত্রটির সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে নিজেকে মেলাতে পেরেছেন। ২০১৩ সালে ক্যানসারের ঝুঁকি কমাতে তিনি প্রতিরোধমূলক অস্ত্রোপচারের মাধ্যমে ডাবল মাসটেকটমি করান এবং পরে ডিম্বাশয় ও ফ্যালোপিয়ান টিউব অপসারণ করেন। ক্যানসার তাঁর মা ও নানীর জীবন কেড়ে নিয়েছিল। আবেগাপ্লুত জোলি বলেন, “ছবির কাজ করতে গিয়ে মায়ের কথা অনেক মনে পড়েছে। চাইতাম তিনি যেন আমার মতো খোলামেলা বলতে পারতেন এবং মানুষের কাছ থেকে সমর্থন পেতেন, যেন একা না লাগত।”

নারীদের ক্যানসার নিয়ে সচেতনতার গুরুত্বও তুলে ধরেন জোলি। তিনি বলেন, এই রোগ নারীদের মানসিক জগৎ এবং নিজেদের নিয়ে ধারণার ওপর গভীর প্রভাব ফেলে।

-শারমিন সুলতানা


বিসিবি পরিচালক রুবাবা দৌলাকে নিয়ে 'বেফাঁস’ মন্তব্যে' তোপের মুখে ইরফান সাজ্জাদ

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৬ ১১:১৩:৩৯
বিসিবি পরিচালক রুবাবা দৌলাকে নিয়ে 'বেফাঁস’ মন্তব্যে' তোপের মুখে ইরফান সাজ্জাদ
ইরফান সাজ্জাদ ও রুবাবা দৌলা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলার দায়িত্ব গ্রহণকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের জোয়ার চলার সময়, ঠিক তখনই একটি 'বেফাঁস' মন্তব্য করে বিতর্কের জন্ম দিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ। নেটিজেনদের তীব্র তোপের মুখে শেষ পর্যন্ত তাঁকে সেই পোস্ট মুছে ফেলতে বাধ্য হতে হয়েছে।

গত ৩ নভেম্বর প্রথমবারের মতো বিসিবির বোর্ড মিটিংয়ে যোগ দেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক মনোনীত নতুন পরিচালক রুবাবা দৌলা। এই দিন তার একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ইরফান সাজ্জাদ লিখেছিলেন, "এর পরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নেই।"

অভিনেতার এই মন্তব্যকে যদিও অনেকে নিছক রসিকতা হিসেবে দেখেছিলেন, কিন্তু নেটিজেনদের একটি বড় অংশ এটিকে 'অশালীন' ও 'নারীবিদ্বেষী' হিসেবে আখ্যায়িত করেন। তাদের মতে, একজন নারী ক্রীড়া সংগঠকের পেশাদারি দক্ষতা ও অর্জনকে ছাপিয়ে তার বাহ্যিক সৌন্দর্যকে ইঙ্গিত করে এমন মন্তব্য কুরুচিপূর্ণ।

ফেসবুক ব্যবহারকারী তুনাজ্জিনা সিকদার তুনা ইরফানের পোস্টের স্ক্রিনশট শেয়ার করে কড়া ভাষায় মন্তব্য করেন। তিনি লেখেন, "জনাব ইরফান সাজ্জাদ, দয়া করে আপনার সংবাদ উপস্থাপিকা স্ত্রী বা বোন (যদি থাকে) তাদের জিজ্ঞেস করুন, কর্মক্ষেত্রে কি তারা এমন মন্তব্য শুনে স্বাচ্ছন্দ্যবোধ করবেন? রসিকতা এবং অশালীনতার মধ্যে পার্থক্য আছে। আপনার মন্তব্যটি রসিকতা নয়, এটি অশালীন আচরণ, যা নারীদের জন্য অনিরাপদ পরিবেশ সৃষ্টি করে।" তিনি অভিনেতা ইরফান সাজ্জাদকে জনসমক্ষে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান।

সমালোচনার মুখে অভিনেতা ইরফান সাজ্জাদ প্রথমে তার মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। তিনি লেখেন, তিনি একজন সাধারণ মানুষ এবং বাংলাদেশের ক্রিকেটের ভক্ত। তাঁর পোস্টটি ব্যঙ্গাত্মক ছিল। তিনি রুবাবা দৌলাকে 'ক্রাশ' হিসেবে উল্লেখ করে তাকে স্বাগত জানাচ্ছিলেন। তিনি মূলত বলতে চেয়েছিলেন যে এত সুন্দর ও মেধাবী একজন ব্যক্তি বিসিবিতে যোগ দিয়েছেন, এর পরও যদি খেলোয়াড়রা অনুপ্রাণিত না হন, তবে কখনোই হবে না।

তবে বিতর্কের তীব্রতা না থামায় শেষ পর্যন্ত পোস্টটি সরিয়ে নেন ইরফান সাজ্জাদ। পরবর্তীতে তিনি জানান, "অনেকেই ভুল বুঝেছে, তাই পোস্টটি ডিলিট করছি। এখন তো কিছু পোস্ট করলেই মানুষ উল্টাপাল্টা মন্তব্য করে।"


গ্রেফতার হতে পারেন অভিনেত্রী তানজিন তিশা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৫ ১৮:৩৪:২২
গ্রেফতার হতে পারেন অভিনেত্রী তানজিন তিশা
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার নামে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ‘অ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন ফ্যাশন পেজের কর্ণধার নারী উদ্যোক্তা বলছেন, তিশা ২৮,৮০০ টাকার একটি শাড়ি প্রমোশন করার কথা বললেও তার মূল্য পরিশোধ করেননি এবং এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন।

এই বিষয়ে তিশা তার ফেসবুক পেজে দাবি করেছিলেন, ওই শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। তবে ‘অ্যাপোনিয়া’ পক্ষের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম ক্ষতিপূরণ ও ক্ষমা চেয়ে আইনি নোটিশ পাঠান। নোটিশটি পাঠানোর দায়িত্ব সামলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।

নোটিশ ২২ অক্টোবর তিশার বাসায় ডাকযোগে এবং হোয়াটসঅ্যাপে পৌঁছে দেওয়া হয়। এতে এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া এবং সোশ্যাল মিডিয়ায় ওই উদ্যোক্তার বিরুদ্ধে মিথ্যাচার করার জন্য ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও তিশা কোনো প্রতিক্রিয়া দেননি।

এরপর ৫ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে মো. আমিনুল ইসলাম দায়ী হয়ে দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় মামলা দায়ের করেন। মামলাটি নথিভুক্ত হয় ৯৬২/২০২৫ নম্বর হিসেবে। আদালতে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করা হয়।

ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত মামলাটি গ্রহণ করে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি)কে তদন্তের নির্দেশ দেন। মামলার প্রক্রিয়ার পর খুব শিগগিরই তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে।

অ্যাপোনিয়া পেজের কর্ণধার মো. আমিনুল ইসলাম বলেন, “আমাদের পণ্যের জন্য প্রমোশন নেওয়া হয়েছিল, কিন্তু মূল্য পরিশোধ হয়নি। তিশা দাবী করেছেন যে এটি উপহার হিসেবে দেওয়া হয়েছে, তবে আমাদের নথিতে আর্থিক লেনদেনের কোনো প্রমাণ নেই। তাই আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প ছিল না।”

-রাফসান


সিনেমার পর ক্রিকেট সাম্রাজ্য: বিপিএল-এর নতুন আসরে শাকিব খানের দলের দীর্ঘমেয়াদি চুক্তি

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৫ ১৬:৫৭:০০
সিনেমার পর ক্রিকেট সাম্রাজ্য: বিপিএল-এর নতুন আসরে শাকিব খানের দলের দীর্ঘমেয়াদি চুক্তি
শাকিব খান /ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরগুলোতেও ঢাকা ক্যাপিটালস দলের মালিকানায় থাকছেন ঢাকাই সিনেমার 'কিং খান' শাকিব খান। প্রথমবার দলের মালিকানা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি করার পর, এবার সব ধোঁয়াশা কাটিয়ে জানা গেল, আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকবে তার কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস।

আগামী ১৯ ডিসেম্বর থেকে বিপিএল-এর ১২তম আসর শুরু হতে চলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে আসন্ন আসরের ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা ঘোষণা করেছে। এর মধ্য দিয়েই নিশ্চিত হলো, 'হট ফেভারিট' ঢাকা ক্যাপিটালস দলের মালিকানায় থাকছেন শাকিব খান।

দীর্ঘমেয়াদি মালিকানা ও দলের সংখ্যা হ্রাস

প্রথমবার বিপিএলে দলের মালিকানা নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পর শাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামীতে তার দল আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত থাকবে। একাধিক দায়িত্বশীল সূত্র বুধবার বিকেলে খবরটি নিশ্চিত করেছে। পাশাপাশি বিসিবি সূত্র থেকে জানা যায়, আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান।

গেল আসরে মোট সাতটি দল অংশ নিলেও, এবার দুটি দল কমিয়ে পাঁচটি দল অংশগ্রহণ করছে। বাদ পড়া দুটি দল হলো খুলনা এবং বরিশাল। অংশগ্রহণকারী দলগুলো হলো: ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট।

ফ্র্যাঞ্চাইজি ও টুর্নামেন্টের সূচি

ঢাকা: চ্যাম্পিয়ন স্পোর্টস (শাকিব খান)

রংপুর: টগি স্পোর্টস

চট্টগ্রাম: ট্রায়াঙ্গেল সার্ভিসেস

রাজশাহী: নাবিল গ্রুপ

সিলেট: ক্রিকেট উইথ সামি

টুর্নামেন্টের আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর। বিপিএল-এর ১২তম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।


অর্জুন কাপুরের পরে মালাইকার নতুন প্রেম, ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৩ ১১:৩৪:২৩
অর্জুন কাপুরের পরে মালাইকার নতুন প্রেম, ভাইরাল ভিডিও
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা তার ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। বহু বছর ধরে বলিউডের আলোচিত দম্পতি হিসেবে পরিচিত ছিলেন তিনি এবং অভিনেতা আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন। এর পরে, মালাইকা অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছর দীর্ঘ একটি সম্পর্ক রাখেন, যা গত বছর দূরত্বের কারণে শেষ হয়ে যায়।

এরপর, তার জীবনে নতুন করে বন্ধুত্বের সূত্রপাত হয় এক ধনাঢ্য ব্যবসায়ীর সঙ্গে। এই বন্ধুত্ব ক্রমেই ঘনিষ্ঠ সম্পর্কের পর্যায়ে পৌঁছে এবং বর্তমানে তারা নিয়মিত একে অপরকে ডেট করছেন। গত বছরের জুলাই মাসে স্পেনে ছুটি কাটানোর সময়ও তাদের একসাথে দেখা গিয়েছিল, যা তখনই গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।

সম্প্রতি, স্পেনের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এনরিক ইগলেসিয়াসের ‘হাইভোল্টেজ’ কনসার্ট থেকে কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে মালাইকা সাদা শার্ট ও ডেনিম প্যান্টে উপস্থিত, গান তালের সঙ্গে নাচছেন এবং তার পাশে একজন যুবক দাঁড়িয়ে আছেন, যার সঙ্গে তার চোখে চোখে কথাবার্তা দেখা যায়। নেটিজেনরা যুবকের বয়স প্রায় ৩০-এর ঘরে অনুমান করেছেন।

প্রচলিত জল্পনার অবশেষে জানা যায়, এই রহস্যময় যুবকের নাম হর্ষ মেহেতা। তিনি একজন হীরা ব্যবসায়ী এবং বেলজিয়ামে তাঁর ব্যবসা রয়েছে বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, গত কয়েক মাস ধরে মালাইকা এবং হর্ষ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছেন।

মালাইকা-হর্ষ জুটির ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে শেয়ার হওয়ার পর ভক্তদের মধ্যে উষ্ণ প্রতিক্রিয়ার ঢেউ দেখা দেয়। অনেকে তাদের chemistry প্রশংসা করেছেন এবং বলেছেন, তাদের একসঙ্গে দেখলে প্রায়শই উষ্ণতা ও রসায়ন অনুভূত হয়। তবে, বিপরীত মতও প্রকাশিত হয়েছে; কিছু নেটিজেন বলেছেন, কেবল একসঙ্গে দেখা মানেই প্রেমিক হওয়ার নিশ্চয়তা দেয় না, এবং এটি হতে পারে হর্ষের মালাইকার ছেলের বন্ধু হওয়ার সম্ভাবনাও।

এছাড়াও উল্লেখযোগ্য, অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদ হলেও মালাইকা তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ রেখেছেন। সম্প্রতি মালাইকার জন্মদিনে অর্জুন তাকে শুভেচ্ছা জানান, যা তাদের পারস্পরিক সখ্যতা রক্ষা করছে।

-রাফসান


‘নতুন কুঁড়ি’-তে ফিরলেন আসিফ আকবর

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৩ ০৯:০৯:৪২
‘নতুন কুঁড়ি’-তে ফিরলেন আসিফ আকবর
ছবি: সংগৃহীত

বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চ্যানেলে হাজির হয়েছেন। তবে এবার তিনি গান গাইতে নয়, শিশু ও কিশোরদের প্রতিভা আবিষ্কারের জন্য অনুষ্ঠিত জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’-তে বিচারকের দায়িত্ব পালন করেছেন।

২০০৮ সালের পর থেকে আসিফ আকবর সরকারি মিডিয়া প্রতিষ্ঠান বাংলাদেশ বেতার ও বিটিভির ‘কালো তালিকায়’ ছিলেন। সেই সময় থেকে তাকে এই সরকারি মাধ্যমগুলোতে কোনও অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়নি। সরকারের পরিবর্তনের পর তাকে নতুন করে আমন্ত্রণ জানানো হলেও, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি বিনয়ের সঙ্গে সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন।

এক বছরের দীর্ঘ বিরতির পর এবার ‘নতুন কুঁড়ি’-র আয়োজন আসিফ আকবরকে বিটিভিতে আসা থেকে বিরত রাখতে পারেনি। বিষয়টি প্রথম প্রকাশ করেন বাংলা গায়ক সোহেল মেহেদী। তিনি ফেসবুকে আসিফ আকবরের সঙ্গে তোলা কিছু ছবি শেয়ার করে লিখেন, “দীর্ঘ সময় পর আজ আসিফ ভাই বিটিভিতে উপস্থিত হলেন। সেই বিখ্যাত ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানসহ অসংখ্য জনপ্রিয় গান প্রথম প্রচারিত হয়েছিল এই চ্যানেলে।”

সোহেল মেহেদী আরও লিখেছেন, “আসিফ আকবরকে দেড় যুগেরও বেশি সময় বিটিভিতে গান গাইতে দেওয়া হয়নি। আমাকেও সেই সময় সুযোগ দেয়নি। তবে সরকারের পরিবর্তনের পর আমি কিছু অনুষ্ঠানে গান করেছি। আজ আসিফ ভাই বিটিভিতে প্রথমবার উপস্থিত হলেন। যদি ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানটি না হতো, হয়তো তিনি এতদিনে আসতেন না। বিটিভির জিএমের আন্তরিক অনুরোধও তিনি ফিরিয়ে দিতে পারেননি।”

প্রতিযোগী ও দর্শকদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকা বিটিভির কর্মীরা জানাচ্ছেন, আসিফ আকবরকে পেয়ে অনুষ্ঠানকক্ষ আনন্দে ভরে উঠেছিল। শিশু প্রতিযোগী, অভিভাবক ও কর্মীরা সবাই উচ্ছ্বাসে ভরপুর ছিলেন। এমনকি অনুষ্ঠান পরিচালনা ও বিচারকের উপস্থিতিতে বিটিভির কর্মীদের মধ্যে এক নতুন প্রাণবন্ততা সৃষ্টি হয়েছিল।

এই দীর্ঘ প্রতীক্ষিত অনুষ্ঠানের মাধ্যমে দেখা গেল, দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আবারও সরকারি টেলিভিশনে উপস্থিত হতে পেরেছেন, যা দর্শক ও শিল্পী উভয়ের জন্যই এক আনন্দঘন মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

-শরিফুল


"অপুর সঙ্গে কাজের বিরতি, কিন্তু সম্পর্ক এখনো বন্ধুত্বপূর্ণ"

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০২ ১২:৫৭:২৯
"অপুর সঙ্গে কাজের বিরতি, কিন্তু সম্পর্ক এখনো বন্ধুত্বপূর্ণ"
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিনোদন জগতে জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা দীর্ঘদিন ধরে ফ্যাশন ও বিনোদন শিল্পে তার দক্ষতা প্রদর্শন করে আসছেন। তিনি সিনেমা, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে মডেল ও অভিনেতাদের পোশাক, মেকআপ এবং ভঙ্গিমা উপস্থাপনার কাজ করেন। ফ্যাশন হাউসগুলোর সঙ্গে কাজের পাশাপাশি তিনি নানান তারকার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। তার কাজের তালিকায় রয়েছে অভিনেত্রী অপু বিশ্বাস, শবনম বুবলী, দীঘি, বারিশ, মিমসহ আরও অনেক প্রথম সারির তারকা।

দীর্ঘ সময় ধরে গৌতম সাহা এবং অপু বিশ্বাস একসঙ্গে কাজ করেছেন, তবে বর্তমানে তাদের পেশাগত সম্পর্ক অস্থায়ীভাবে স্থগিত রয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশগ্রহণকালে গৌতম সাহা তার বর্তমান কাজ এবং অপু বিশ্বাস প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

তিনি বলেন, “অপুর সঙ্গে বর্তমানে আমার কাজ নেই। এর প্রধান কারণ হলো আমি অপু বিশ্বাসকে বাদ দিয়েছি। অনেকে মনে করছেন, অপু আমাকে কাজ থেকে বাদ দিয়েছে, কিন্তু বাস্তবতা তার উল্টো। এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের সাক্ষী আমার কাছে রয়েছে।”

গৌতম আরও বলেন, “আমাদের সম্পর্ক ভাইবোনের মতো। তাই কখনো কখনো মনোমালিন্য হওয়া স্বাভাবিক। তবে এই মনোমালিন্যের কারণ আমি প্রকাশ করব না; বিষয়টি শুধু আমরা দুজনই জানি। মনোমালিন্যের কারণে আমরা এখন একসঙ্গে কাজ করছি না। তবে এটি কোন ঝগড়া বা তিক্ততা নির্দেশ করে না। বিশেষ দিনগুলোতে আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই এবং সম্পর্ক এখনও সুন্দরভাবে বজায় রয়েছে।”

তিনি জানিয়েছেন, “অনেকে মনে করেন আমি শুধুমাত্র অপু বিশ্বাস, শবনম বুবলী বা প্রথম সারির অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করি। এটি সত্য নয়। আমি সকলের সঙ্গে কাজ করি। যদি কোনো ক্লায়েন্ট আমাকে নির্দিষ্ট কোনো শিল্পীর সঙ্গে কাজ করতে বলেন, আমি সেটি করি। অন্যদিকে, যদি ক্লায়েন্ট আমাকে স্বাধীনভাবে পছন্দের শিল্পী বেছে নিতে বলেন, তবে কাজের সুবিধার জন্য আমি যাকে উপযুক্ত মনে করি, তাকে নিয়েই কাজ করি।”

গৌতম সাহা অপু বিশ্বাসের সঙ্গে ভবিষ্যতে কাজের সম্ভাবনা নিয়েও মন্তব্য করেছেন। তিনি বলেন, “এখন পর্যন্ত রাগের কারণে আমি অপুকে কোনো প্রজেক্টে নিইনি। কোনো কাজের প্রস্তাবও আমি মোবাইলে তাকে পাঠাইনি। ভবিষ্যতে কি হবে, তা সময়ই দেখাবে। হয়তো আমরা আবার একসঙ্গে কাজ করব, আবার নাও করতে পারি।”

-রফিক


শাহরুখের জন্মদিনে পরিবার, বন্ধু ও নতুন ছবি

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০২ ১০:২৮:৫২
শাহরুখের জন্মদিনে পরিবার, বন্ধু ও নতুন ছবি
ছবি: সংগৃহীত

বলিউডের অবিস্মরণীয় ‘বাদশাহ’ শাহরুখ খান আজ ২ নভেম্বর ৬০ বছরে পা রাখলেন। জন্মদিনের এই বিশেষ মুহূর্তে তিনি আলিবাগের নিজের ভিলায় পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে উদযাপন করবেন। তবে এই জন্মদিনকে আরও স্মরণীয় করে তুলেছে তার আসন্ন ছবি ‘কিং’, যার বিস্তারিত ঘোষণা আজই প্রকাশ করা হবে।

ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এতে অভিনয় করছেন শাহরুখের কন্যা সুহানা খান, যা চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক বিরল এবং আকর্ষণীয় মুহূর্ত। এটি শাহরুখ ও সুহানার প্রথম সহঅভিনয়, যা ভক্তদের মধ্যে কৌতূহল এবং উত্তেজনা তৈরি করেছে। ‘কিং’-এর মাধ্যমে শাহরুখ খান দুই বছরের বিরতির পর আবার বড় পর্দায় ফিরছেন। উল্লেখযোগ্য, ২০২৩ সালে তিনি ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডাঙ্কি’ ছবির মাধ্যমে দর্শকের হৃদয় জয় করেছিলেন, যা তার ব্যতিক্রমী প্রভাব এবং জনপ্রিয়তা আরও শক্তিশালী করেছে।

সূত্র জানায়, শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারকে ইতিমধ্যেই আলিবাগের জন্মদিন উদযাপনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথিরা ১ নভেম্বর থেকে পৌঁছে জন্মদিন উদযাপনের প্রস্তুতি শুরু করেছেন। যদিও সাধারণত শাহরুখ জন্মদিন উদযাপন করেন মুম্বাইয়ের মান্নতে, যেখানে ভক্তরা তাকে শুভেচ্ছা জানাতে পারেন, তবে বর্তমানে তার ব্যান্ড্রার ঐতিহ্যবাহী বাড়ি সংস্কারের কারণে পুরো পরিবার আলিবাগে স্থানান্তরিত হয়েছে।

৬০ বছরে পদার্পণ করলেও শাহরুখ খান এখনও বলিউডের বাদশাহ হিসেবে অটল অবস্থান বজায় রেখেছেন। জন্মদিনের এই অনুষ্ঠান শুধুমাত্র ব্যক্তিগত উদযাপন নয়, বরং ভক্ত ও প্রিয়জনদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ এবং তার নতুন সিনেমার ‘কিং’-এর চমক দেখার প্রত্যাশার এক রোমাঞ্চকর পরিবেশও তৈরি করেছে।

শাহরুখের জন্মদিন উদযাপন এবং ‘কিং’ ছবির আগমন বলিউড ও বিশ্ব চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক বিশেষ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে, যা চলচ্চিত্র, পরিবার এবং ভক্তদের সম্পর্কের সংযোগকে আরও ঘনিষ্ঠ করছে।

-রাফসান


অভিনয় ছেড়ে শরীর নিয়েই বেশি চর্চা হয় কেন সিডনি সুইনি মুখ খুললেন নগ্ন দৃশ্য বিতর্কে

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০১ ১২:৪৩:০৬
অভিনয় ছেড়ে শরীর নিয়েই বেশি চর্চা হয় কেন সিডনি সুইনি মুখ খুললেন নগ্ন দৃশ্য বিতর্কে
সিডনি সুইনি/ছবিঃ সংগৃহীত

হলিউড অভিনেত্রী সিডনি সুইনি মানেই যেন আলোচনার কেন্দ্রবিন্দু। কখনো তাঁর অভিনীত নগ্ন দৃশ্য নিয়ে বিস্তর চর্চা হয়, কখনো আবার বিতর্কিত জিনস-এর বিজ্ঞাপন নিয়ে সমালোচিত হন। নতুন সিনেমা 'ক্রিস্টি'-এর প্রচার উপলক্ষে চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে ২৫ বছর বয়সী এই অভিনেত্রী নিজের ক্যারিয়ার, সমালোচনা এবং জীবন সম্পর্কে নতুন উপলব্ধির কথা জানিয়েছেন।

আলোচনায় 'ইউফোরিয়া' এবং উপলব্ধি

প্রায় এক যুগের ক্যারিয়ার হলেও এইচবিওর জনপ্রিয় সিরিজ 'ইউফোরিয়া' সিডনি সুইনির পরিচিতি রাতারাতি বাড়িয়ে দেয়। যদিও এর পর থেকে সিরিজে অভিনীত চরিত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবি নিয়ে তিনি বরাবরই সমালোচনা ও বিদ্রূপের শিকার হয়েছেন।

ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে সিডনি জানান, বিনোদন দুনিয়া নিয়ে এখন তাঁর ধারণা আগের চেয়ে অনেক পরিষ্কার। তিনি বলেন, "আমি নিজের শক্তির জায়গা খুঁজে পেয়েছি। প্রতিদিন যা করি, তা থেকে শেখার চেষ্টা করি... এভাবে নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে।" সিডনি মনে করেন, 'জ্ঞানই আসল শক্তি'। এই বোধ তাঁকে স্বাধীন ও আত্মবিশ্বাসী করেছে এবং এর জন্য তিনি 'ইউফোরিয়া'র চরিত্রটিকে কৃতিত্ব দেন।

শুরুতে অনেকে মনে করতেন, কেবল গ্ল্যামারাস ও আবেদনময় চরিত্রেই তিনি মানানসই। কিন্তু গত মে মাসে মুক্তি পাওয়া ক্রাইম ড্রামা ঘরানার সিনেমা 'রিয়েলিটি'-তে একেবারে গ্ল্যামারহীন চরিত্রে অভিনয় করে তিনি সমালোচকদের ধারণাকে ভুল প্রমাণ করেন। তবে খ্যাতি নিয়ে ভাবেন না সিডনি। তিনি এখনো নিজেকে বড় অভিনেত্রী মনে করেন না এবং নিজের অভিনয় দক্ষতা বাড়িয়ে ক্যারিয়ারকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চান।

নগ্ন দৃশ্য ও শরীরসর্বস্ব সমালোচনা

'ইউফোরিয়া' ও 'দ্য হোয়াইট লোটাস' সিরিজে সুইনির নগ্ন দৃশ্য নিয়ে সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা হয়েছে। তবে ডেডলাইনকে দেওয়া আরেক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, সমালোচনাই হোক বা না হোক, চরিত্রের প্রয়োজনে তিনি নগ্ন দৃশ্যে অভিনয় বন্ধ করবেন না। তিনি বলেন, "এটা তো অদ্ভুত একটা কথা। আমি একজন অভিনয়শিল্পী, যাকে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে হয়।"

সিডনি জানেন, তিনি যতই ভালো অভিনয় করুন না কেন, মানুষ কেবল তাঁর শরীর নিয়েই কথা বলে। এই কারণে কৈশোর থেকেই তিনি চেষ্টা করেছেন এমন কিছু করতে, যাতে মানুষ তাঁর কাজ নিয়ে কথা বলে। তিনি বলেন, "আমি স্কুলে যত বেশি সম্ভব খেলায় অংশ নিতাম, পড়াশোনায় মনোযোগ দিতাম, যাতে মানুষ ভাবতে না পারে যে আমি শরীরসর্বস্ব।"

বিতর্কিত বিজ্ঞাপন ও 'ক্রিস্টি' চরিত্র

চলতি বছর আমেরিকান ইগল পোশাক ব্র্যান্ডের একটি বিজ্ঞাপনে 'জিনস' (Genes/Jeans) শব্দটির ব্যবহার নিয়ে সিডনি তুমুল বিতর্কের মুখে পড়েন। স্লোগান ছিল—'সিডনি সুইনি হ্যাজ গ্রেট জিনস।' সোনালি চুল ও নীল চোখের অভিনেত্রীকে নিয়ে এই শব্দখেলা বর্ণ ও সৌন্দর্যের মানদণ্ড টেনে সমালোচিত হয়েছিল।

এদিকে, সিডনিকে নিয়ে মানুষের তৈরি হওয়া ধারণা ভুল প্রমাণিত হয়েছে পরিচালক ডেভিড মিচোডের কাছেও। প্রথমে তিনি বক্সিং কিংবদন্তি 'ক্রিস্টি মার্টিন'-এর কঠিন চরিত্রের জন্য সিডনিকে বিবেচনা করেননি। তবে 'রিয়েলিটি' সিনেমাটি দেখার পর নির্মাতা বুঝতে পারেন, সিডনি আবেদনময়ী চরিত্রের বাইরেও কঠিন অভিনয়ের জন্য উপযুক্ত। চরিত্রের প্রয়োজনে সিডনি ৩০ পাউন্ড পেশি বাড়িয়েছেন। সিডনি মনে করেন, ক্রিস্টি মার্টিনের জন্য রিং ছিল তাঁর 'মুক্তির জায়গা'। সিনেমাটি আগামী ৭ নভেম্বর মুক্তি পাবে।

ক্যারিয়ারের শুরুর দিনগুলো স্মরণ করে সিডনি বলেন, "এমন সময় গেছে যখন সপ্তাহে ৫ থেকে ১০টি অডিশন দিতাম, একটা থেকেও ডাক পেতাম না। তবে আপনার যদি বিকল্প পরিকল্পনা তৈরি থাকে, ব্যর্থতায় ভয় পাবেন না।"

সার্জারি ও গুজব

প্লাস্টিক সার্জারি করানোর বহুল চর্চিত গুজব প্রসঙ্গে সিডনি সুইনি ভ্যারাইটিকে স্পষ্ট জানিয়েছেন, "আমি ইনজেকশন, ট্যাটু—কিছুই করি না। আমাকে যা দেখায় সেটাই আমি। বয়স বাড়লে যেমন দেখাবে, সেটা নিয়েই আমি খুশি থাকব।" নতুন 'বন্ড গার্ল' হওয়ার গুজব প্রসঙ্গে তিনি বলেন, এটি এখনো গুজব, তবে এমন কিছু হলে 'দারুণ হবে'।


চঞ্চল চৌধুরীর সঙ্গে আবারও পর্দায় পূজা চেরি

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০১ ১২:০০:১৫
চঞ্চল চৌধুরীর সঙ্গে আবারও পর্দায় পূজা চেরি
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি খানিকটা বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন নতুন চলচ্চিত্র ‘দম’-এর মাধ্যমে। রেদওয়ান রনির পরিচালনায় নির্মিত এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও পূজা চেরিকে। ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী।

সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ছবিটির জমকালো শুভ মহরত, যেখানে উপস্থিত ছিলেন সিনেমার পুরো কলাকুশলী দল। মহরতের পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে পূজা চেরি জানান, ‘দম’ তার জন্য শুধুই একটি নতুন সিনেমা নয়, বরং এটি তার অভিনয়জীবনের এক বিশেষ অধ্যায়।

তিনি বলেন, “এই সিনেমাটি আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, এই প্রজেক্টে যুক্ত হতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি সহজে এই সুযোগ পাইনি—অনেক অডিশন ও প্রস্তুতির মধ্য দিয়েই নির্বাচিত হয়েছি।” তার কথায় বোঝা যায়, সিনেমাটির গল্প ও চরিত্র দুটোই তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে এবং এটি তার ক্যারিয়ারের এক মোড় পরিবর্তনের কাজ হতে পারে।

সহ-অভিনেতা আফরান নিশোর সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন পূজা চেরি। তিনি বলেন, “নিশো ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। তিনি অসাধারণ একজন অভিনেতা, যার অভিনয়শৈলী সব সময়ই অনুপ্রেরণাদায়ক। অনেক আগে থেকেই তার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। অবশেষে সেই সুযোগটা পেলাম।”

অভিনেত্রী আরও জানান, সিনেমাটিতে চঞ্চল চৌধুরীর উপস্থিতিও তার জন্য বাড়তি প্রেরণা হিসেবে কাজ করছে। “চঞ্চল ভাইয়ের সঙ্গে ছোটবেলায় একটি প্রজেক্টে কাজ করেছিলাম। আবারও একই পর্দায় আসতে পারছি, সেটি আমার জন্য আনন্দের,” বলেন পূজা।

ব্যক্তিগত জীবন নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাবে খোলামেলা মত প্রকাশ করেন পূজা চেরি। তার ভাষায়, “এখনই বিয়ে নিয়ে ভাবছি না। বিয়ে মানে আমার কাছে জীবনের এক অধ্যায় শেষ করে আরেক অধ্যায়ে প্রবেশ করা। কিন্তু আমি এখনো আমার ক্যারিয়ারের যাত্রাপথে অনেকটা পথ বাকি বলে মনে করি। আমি এখন কাজ করতে চাই, নিজেকে আরও প্রতিষ্ঠিত করতে চাই।”

নায়িকার মতে, এখনই সংসার জীবনে প্রবেশ করলে নিজের পেশাগত বিকাশ ব্যাহত হতে পারে। “আমার মনে হয়, এখনই বিয়ে করলে আমি মাঝপথেই থেমে যাব। আমি চাই, আমার ক্যারিয়ারে আরও অনেক কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে,” যোগ করেন তিনি।

বর্তমানে পূজা চেরি ব্যস্ত ‘দম’ সিনেমার শুটিং প্রস্তুতিতে। নির্মাতা রেদওয়ান রনি জানিয়েছেন, ছবিটি হবে একটি সমসাময়িক গল্পনির্ভর থ্রিলার, যেখানে সামাজিক সম্পর্ক, ভালোবাসা ও আত্মত্যাগের বিষয়গুলো ভিন্ন আঙ্গিকে ফুটে উঠবে।

দীর্ঘদিন পর নতুন সিনেমায় ফেরায় দর্শক ও ভক্তদের মধ্যে বাড়ছে কৌতূহল। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ‘দম’ হতে পারে পূজা চেরির ক্যারিয়ারের পরবর্তী বড় মাইলফলক যেখানে তার অভিনয়শৈলী ও পরিপক্বতা নতুনভাবে আলোচনায় আসবে।

-শরিফুল

পাঠকের মতামত:

গবেষণা ভিত্তিক শিক্ষা: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এক নতুন দিগন্ত

গবেষণা ভিত্তিক শিক্ষা: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এক নতুন দিগন্ত

বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থা, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠদান, দীর্ঘদিন ধরে পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা ও পরীক্ষাকেন্দ্রিক মূল্যায়নের মধ্যেই সীমাবদ্ধ। এই ব্যবস্থায় শিক্ষার্থীদের... বিস্তারিত

হাউসকা দুর্গের ভূগর্ভ আর ‘শয়তানের বাইবেল’ কোডেক্স গিগাস: কিংবদন্তি, ইতিহাস ও ভয়ের মনস্তত্ত্ব

হাউসকা দুর্গের ভূগর্ভ আর ‘শয়তানের বাইবেল’ কোডেক্স গিগাস: কিংবদন্তি, ইতিহাস ও ভয়ের মনস্তত্ত্ব

বোহেমিয়ার অরণ্যমালায় একটি দুর্গ, হাউসকা ক্যাসেল, আর তার কয়েক মাইল দূরে এক সন্ন্যাসীর লেখা বিশাল এক পুঁথি, কোডেক্স গিগাস। শতাব্দীজুড়ে... বিস্তারিত

ক্যানসার চিকিৎসায় মহা সাফল্য: নতুন ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষায় শতভাগ কার্যকারিতা

ক্যানসার চিকিৎসায় মহা সাফল্য: নতুন ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষায় শতভাগ কার্যকারিতা

ক্যানসার চিকিৎসায় বিজ্ঞানীরা এক যুগান্তকারী অগ্রগতি অর্জন করেছেন। নতুন এক ধরনের ক্যানসার ভ্যাকসিনের প্রাথমিক মানবদেহে পরীক্ষায় শতভাগ সাড়া পাওয়ার দাবি... বিস্তারিত