আগামীকাল জানাজার ঘোষণা দিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম

দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি বেশি পরিচিত হিরো আলম নামে, আগামীকাল বুধবার নিজ বাসায় জানাজার আয়োজনের কথা ঘোষণা করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) নিজের ফেসবুক পেজে তিনি এই ঘোষণা দেন।
কয়েক মাস ধরে তার স্ত্রী রিয়া মনিকে কেন্দ্র করে নানা ঘটনা ও আলোচনা চলছিল। সম্প্রতি হিরো আলম এক নতুন অভিযোগ এনেছেন যে, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে সময় কাটাচ্ছেন।
তার প্রথম পোস্টে হিরো আলম লিখেছেন, “আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল—আমি এটা মেনে নিতে পারলাম না। আমি রিয়াল (সত্যি) ছিলাম। রিয়া মনিকে কত ভালোবাসি সেটা বুঝিয়ে দিতে আজকে নিজেকে শেষ করে দেখাবো। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।”
পরবর্তী পোস্টে তিনি জানান, “আমার তিন বাচ্চা এতিম হলে তার দায় রিয়া মনির। সে আমার জীবনটা শেষ করে দিয়েছে। বারবার মানসিক যন্ত্রণা দিয়ে আজ আমার জীবনটা শেষ করে দিলো।”
হিরো আলমের এই আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। তার ভক্তরা তাকে সমর্থন জানাচ্ছেন এবং তার জন্য দোয়া করছেন।
/আশিক
গোপনে সাত পাকে বাঁধা পড়ছেন সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো
হলিউড সুপারস্টার সেলেনা গোমেজ এবং গায়ক বেনি ব্লাঙ্কো আজ (২৭ সেপ্টেম্বর) বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কাউন্টির মন্টেসিটোতে তাদের বিয়ের জমকালো প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অত্যন্ত অন্তরঙ্গ পরিবেশে আয়োজিত এই তারকা যুগলের বিশেষ দিনে উপস্থিত থাকবেন প্রায় ১৭০ জন অতিথি, যার মধ্যে রয়েছেন একাধিক এ-লিস্ট তারকা।
জমকালো আয়োজন ও কঠোর গোপনীয়তা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বিয়ের ভেন্যু ঘিরে সাজানো হয়েছে সাদা লাক্সারি টেন্ট, যার চারপাশে রয়েছে তালগাছ ও আউটডোর লাউঞ্জ। থাকবে ককটেল কর্নার এবং বিভিন্ন ধরনের বিশেষ খাবারের আয়োজন। পুরো বিয়ের পরিকল্পনা করছেন হলিউডের জনপ্রিয় ওয়েডিং প্ল্যানার মিন্ডি ওয়েইস।
অতিথিদের জন্য মন্টেসিটোর বিখ্যাত ‘এল এনকান্টো’ হোটেল বুক করা হয়েছে, যেখানে এক রাতের জন্য একটি কক্ষের ভাড়া প্রায় ৩,৫০০ ডলার।
বিয়ের ভেন্যুর নাম রাখা হয়েছে গোপন। অতিথিদের সঠিক লোকেশন জানানো হয়নি, বরং হোটেল থেকে শাটল বাসে তাদের অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, “এটি হবে সম্পূর্ণ ব্যক্তিগত কিন্তু অত্যন্ত গ্ল্যামারাস একটি আয়োজন। বিয়ের প্রতিটি পর্যায়েই সিকিউরিটি ও গোপনীয়তা নিশ্চিত করা হয়েছে।”
অতিথি তালিকায় যারা
এন্টারটেইনমেন্ট টুনাইট-এর এক প্রতিবেদন অনুযায়ী, সেলেনার সবচেয়ে কাছের বন্ধু টেলর সুইফট, মিডিয়া পারসোনালিটি প্যারিস হিলটন, ‘Only Murders in the Building’ সিরিজের সহ-অভিনেতা মার্টিন শর্ট এবং অ্যাশলি পার্ক বিয়েতে উপস্থিত থাকছেন। এছাড়া সেলেনার দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু এবং হলিউডের আরও বেশ কিছু তারকা মুখও অতিথি তালিকায় রয়েছেন।
বিয়ের একদিন আগে, ২৬ সেপ্টেম্বর, সেলেনা ও বেনি ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে রিহার্সাল ডিনার সম্পন্ন করেছেন।
অস্কারে বাংলাদেশ থেকে যাচ্ছে লিসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’
৯৮তম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে যাচ্ছে চলচ্চিত্র পরিচালক লিসা গাজীর ছবি ‘বাড়ির নাম শাহানা’। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি এই ছবিটিকে চূড়ান্ত করেছে।
আজ (শনিবার) সকালে ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
বাছাই প্রক্রিয়া ও অন্যান্য ছবি
সেরা আন্তর্জাতিক ভাষার সিনেমা বিভাগে পাঠানোর জন্য এই মাসের শুরুতে ছবি আহ্বান করেছিল বাংলাদেশের অস্কার কমিটি। নির্ধারিত সময় ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল। জমা পড়া অন্য সিনেমাগুলো হলো—‘সাবা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’। এর মধ্যে গত ১৯ সেপ্টেম্বর মুক্তি পায় ‘বাড়ির নাম শাহানা’।
২৪ ও ২৫ সেপ্টেম্বর জমা পড়া চলচ্চিত্রগুলোর স্ক্রিনিংয়ে অস্কার কমিটির সদস্যরা যাচাই-বাছাই ও পর্যালোচনা করেন।
বাড়ির নাম শাহানা’র পরিচিতি
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত ‘বাড়ির নাম শাহানা’য় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নী-সহ আরও অনেকে।
আগে তথ্যচিত্র নির্মাণ করলেও লিসা গাজীর এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি নিজের গল্প থেকে আনান সিদ্দিকার সঙ্গে যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন।
গান ছাড়লেন তাহসান, ফাটল কি মিথিলা-সৃজিতের সংসারেও?
জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান এবং অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার ব্যক্তিগত জীবন আবারও আলোচনার কেন্দ্রে। দীর্ঘ এগারো বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০১৭ সালে তারা আলাদা হন। মিথিলা পরে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন এবং সেখানেই আবাস গড়েন। অন্যদিকে, তাহসান চলতি বছরের শুরুতে আমেরিকা প্রবাসী রূপসজ্জাকর রোজাকে বিয়ে করেন।
তাহসানের গান ছাড়ার কারণ
অভিনয় ছাড়ার পর চলতি সপ্তাহে তাহসান ঘোষণা করেছেন, অস্ট্রেলিয়ায় তার কনসার্টটিই হবে শেষ কনসার্ট। অর্থাৎ গানকেও তিনি এবার বিদায় জানাচ্ছেন। এই আকস্মিক সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ‘মেয়ের বড় হওয়া’। তাহসানের এই সিদ্ধান্ত নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখন দৃশ্যপটে হাজির হন মিথিলা।
মিথিলার হঠাৎ মন্তব্য ও গুঞ্জন
মিথিলা সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেছেন, সাবেক স্বামী তাহসানের দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্তকেও তিনি স্বাগত জানিয়েছিলেন। এত দিন পর মিথিলার এমন মন্তব্যের পর গুঞ্জন শুরু হয়েছে যে, সৃজিতের সঙ্গে তার সংসারে বাটন ধরেছে। এই গুঞ্জন আরও জোরদার হয়েছে কারণ, মিথিলা তাদের মেয়েকে কলকাতা থেকে ঢাকায় এনে একটি স্কুলে ভর্তি করিয়েছেন। এর ফলে অনেকেই মনে করছেন, তিনি হয়তো কলকাতা ছাড়ছেন এবং সৃজিতও তার জীবন থেকে অতীত হতে চলেছেন। কেউ কেউ মনে করছেন, পুরোনো স্মৃতি হাতড়ে মিথিলা নিজের মনকে সান্ত্বনা দিতে চাইছেন এবং তাহসানের প্রতিই তার টান বাড়ছে।
এদিকে, সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন মিথিলা। ডক্টর উপাধি সঙ্গে নিয়ে তিনি আজ রাত ৯টায় মাছরাঙা টিভিতে পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৯ম পর্বে অতিথি হিসেবে হাজির হবেন। নারী ও শিশু অধিকার বিষয়ে বরাবরই সক্রিয় মিথিলা বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালে কাজ করছেন।
‘৭১ এ হারাইছি, আজকেও হারাবো’: চমক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক পাকিস্তান ম্যাচ নিয়ে নিজের প্রত্যাশা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ম্যাচ নিয়ে তিনি সরব হয়েছেন। আজ এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচে টাইগাররা পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
নিজের ফেসবুক পোস্টে চমক লিখেছেন, “৭১ এ হারাইছি, আজকেও হারাবো।” এরপর তিনি উল্লেখ করে দেন, বাংলাদেশ বনাম পাকিস্তান। অর্থাৎ আজকের ম্যাচ নিয়েই তিনি এমন ভবিষ্যৎবাণী করলেন।
অনুরাগীদের প্রতিক্রিয়া
চমকের পোস্টে অসংখ্য অনুরাগী মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “আজ জিতবে ইনশাআল্লাহ।” কারো মন্তব্য, “বাঁচা-মরার লড়াইয়ে লিটন দাসকে মাঠে দেখার অপেক্ষায়। পাকিস্তানকে আজকে হারাতেই হবে। পাকিস্তানকে হারিয়ে আমরা ফাইনাল খেলব।” কেউ আবার পাল্টা খোঁচা দিয়ে লিখেছেন, “বাংলাদেশ আর পাকিস্তান এখন একই, আলাদা কিছু নেই।”
ম্যাচের সমীকরণ
আজ এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি দুই দলের জন্যই একটি অলিখিত ফাইনাল। আজ জিতলেই বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করবে। অন্যদিকে, পাকিস্তান জিতলে তারাই যাবে ফাইনালে। প্রথম দল হিসেবে ইতোমধ্যেই ভারত পৌঁছে গেছে ফাইনালে।
ভিকি-ক্যাটরিনার সুখবর: সালমানের নামে ভাইরাল হলো ভুয়া পোস্ট
বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের প্রথম সন্তানের আগমনের সুখবর ঘোষণার পর থেকেই তাদের ভক্তদের মধ্যে আনন্দের বন্যা বইছে। এই আনন্দের মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পোস্ট, যেখানে দাবি করা হচ্ছে যে বলিউড সুপারস্টার সালমান খান নাকি এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ভিকি-ক্যাটরিনার খবর ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, সালমানের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে তাদের ছবি শেয়ার করে অভিনন্দন জানানো হয়েছে। এই পোস্টটি দেখে নেটিজেনদের মধ্যে নানা রসিকতা ও আলোচনার ঝড় ওঠে। কেউ কেউ লিখেছেন, “ভাই পোস্ট করে মুছে ফেলেছেন।” আবার কেউ মন্তব্য করেছেন, “ভাইজান ভিকির জায়গায় থাকলে ভালো হতো।”
অনেক নেটিজেন সালমানের অ্যাকাউন্ট চেক করে দেখেছেন, কিন্তু পোস্টটির কোনো অস্তিত্ব নেই। তবুও এই ঘটনা ঘিরে বলিউডপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বড়সড় কৌতূহল এবং সোশ্যাল মিডিয়ায় তুমুল শোরগোল চলছে।
ফ্যাশনপ্রেমীদের আলোচনায় দিশা পাটানির নতুন লুক
বলিউড অভিনেত্রী দিশা পাটানি আবারও ইন্টারনেটে ঝড় তুলেছেন। সাদা লেসের আকর্ষণীয় পোশাকে তাঁর সাম্প্রতিক ফটোশুট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইনস্টাগ্রামে পোস্ট করা একগুচ্ছ ছবিতে দিশা ধরা দিয়েছেন একেবারে ভিন্ন ও মোহনীয় রূপে।
ছবিগুলোতে দিশাকে দেখা গেছে সাদা লেসের ফিগার-হাগিং পোশাকে, যা তাঁর ফিটনেস ও টোনড ফিগারকে আরও উজ্জ্বল করে তুলেছে। পোশাকটির সঙ্গে মানানসই নিউড হিল জুতো তাঁর লুককে করেছে সম্পূর্ণ। হালকা, উজ্জ্বল মেকআপ, লাল ঠোঁট এবং খোলা চুলের সাইড ব্যাং তাঁর সাজে এনেছে পরিশীলিত আবেদন।
দিশার এই ফটোশুট যেন সপ্তাহান্তের শুরুতে ভক্তদের জন্য বিশেষ উপহার। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো পোস্ট হওয়ার পর থেকেই নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন অভিনেত্রীকে। ভক্তরা মন্তব্য করছেন, দিশা যেন ফ্যাশন ও গ্ল্যামারের মানদণ্ডকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।
বলিউডের অন্যতম ফ্যাশন আইকন হিসেবে দিশা পাটানি নিয়মিতই নিজের স্টাইল ও সাহসী ফটোশুট দিয়ে আলোচনায় থাকেন। এই ফটোশুটও তার ব্যতিক্রম নয়—তিনি আবারও প্রমাণ করলেন কেন তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় ও স্টাইলিশ তারকা।
-শারমিন সুলতানা
লিওনার্দো ডিক্যাপ্রিওর নতুন অ্যাকশন-থ্রিলার, মুক্তি পাচ্ছে একই দিনে বাংলাদেশেও
‘টাইটানিক’ তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও আবারও ফিরছেন নতুন ছবি নিয়ে। এক মহাকাব্যিক অ্যাকশন-থ্রিলার সিনেমায় তাকে দেখা যাবে, যা মুক্তির আগেই দর্শক ও সমালোচকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। লিওনার্দো ডিক্যাপ্রিও ছাড়াও ছবিতে অভিনয় করেছেন শন পেন, বেনিসিও দেল তোরো, রেজিনা হল, টেয়ানা টেলর ও চেজ ইনফিনিটি।
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ নামের এই সিনেমাটি ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে। একই দিনে বাংলাদেশের সিনেমাপ্রেমীরা স্টার সিনেপ্লেক্সে ছবিটি উপভোগ করতে পারবেন।
সিনেমাটি পরিচালনা করেছেন পল টমাস অ্যান্ডারসন। তিনি ৯০ দশকের টমাস পিঞ্চনের উপন্যাস ‘ভিনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে ২০ বছর ধরে এই প্রজেক্টে কাজ করেছেন। লিওনার্দো ডিক্যাপ্রিও বলেছেন, “এই সিনেমা আমাদের সমাজের বিভাজন এবং চরমপন্থার প্রভাবকে তুলে ধরে। যদিও রাজনৈতিক বার্তা সরাসরি নেই, তবে বিনোদনের মধ্যে তা পরোক্ষভাবে ফুটে উঠেছে।”
সমালোচকরাও সিনেমার মিশ্র ধাঁচ, রাজনৈতিক ব্যঙ্গ, অ্যাকশন ও কমেডির প্রশংসা করেছেন।
সিনেমাটির গল্পে সাবেক বিপ্লবীদের একটি দলের মেয়েকে উদ্ধারের জন্য ১৬ বছর পর কিছু যোদ্ধা আবার একত্রিত হয়। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য ডিক্যাপ্রিও ২০ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক পেয়েছেন। ১৭৫ মিলিয়ন ডলারের বাজেটে নির্মিত এই সিনেমাকে পরিচালক অ্যান্ডারসনের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প বলা হচ্ছে।
‘স্পাইডার-ম্যান’-এর সেটে দুর্ঘটনা, হাসপাতালে টম হল্যান্ড
হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হল্যান্ড তার নতুন ছবি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর সেটে স্টান্ট করার সময় মাথায় আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পরপরই তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালে ইংল্যান্ডের ওয়াটফোর্ডে লিভসডেন স্টুডিওতে শুটিং চলাকালে এই ঘটনা ঘটে। ইস্টার্ন অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, সকাল ১০টা ৩০ মিনিটে তাদের কাছে ফোন আসে এবং আহত অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
টমের মাথায় আঘাত গুরুতর না হলেও হালকা কনকাশন হয়েছে বলে জানা গেছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে একটি দাতব্য অনুষ্ঠানে দেখা যায়। কিন্তু অসুস্থ বোধ করায় তিনি দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। টমের বাবা ডমিনিক হল্যান্ড জানান, সুস্থ হতে কিছুদিন শুটিং থেকে বিরতি নেবেন টম।
তবে ভ্যারাইটি ম্যাগাজিন বলছে, এই আঘাত তেমন গুরুতর নয় এবং সতর্কতা হিসেবেই তাকে বিরতি দেওয়া হয়েছে। খুব দ্রুতই তিনি সেটে ফিরবেন।
গত আগস্ট থেকে স্কটল্যান্ডের গ্লাসগোতে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার শুটিং শুরু হয়েছে। টম হল্যান্ডের পাশাপাশি তার বাগদত্তা জেন্ডায়া এবং জ্যাকব ব্যাটেলনকেও তাদের পুরোনো চরিত্রে দেখা যাবে। শোনা যাচ্ছে, এই পর্বে কম্পিউটার গ্রাফিক্সের পরিবর্তে সত্যিকারের স্টান্ট ব্যবহার করে স্পাইডার-ম্যানের অ্যাকশন দৃশ্যগুলো ধারণ করা হবে।
৩৩ বছরের অপেক্ষার অবসান! অবশেষে কিং খানের ঘরে সেই কাঙ্ক্ষিত সম্মান
‘দিওয়ানা’ থেকে ‘ডানকি’-তিন দশকের বেশি বলিউডের প্রতিনিধিত্ব করে আসছেন শাহরুখ খান। যুগের পর যুগ বক্স অফিসে রাজত্ব করে পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা। অথচ তার ঝুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল না। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দেখা পেলেন বলিউড বাদশাহ।
‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা
মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন শাহরুখ খান। তার হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের সুবাদে তার ঘরে উঠল জাতীয় পুরস্কার।
ছোট পর্দা থেকে বলিউড বাদশাহ
বলিউডে রাজত্ব করার অনেক আগে শাহরুখের প্রথম পরিচিতি আসে ছোট পর্দায়। ১৯৮৯ সালে ‘ফৌজি’ ধারাবাহিকে লেফটেন্যান্ট অভিমন্যু রাইয়ের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক। এরপর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’, ‘রইস’, ‘পাঠান’–এর মতো ছবির মধ্য দিয়ে প্রমাণ করেছেন-তিনি কেবল তারকা নন, এক পরিণত অভিনেতা।
সমালোচকদের মতে, শাহরুখ খানের অভিনয়ে থাকে আবেগ, আন্তরিকতা, বুদ্ধিমত্তা ও নিজস্ব ক্যারিশমা। দর্শকের সঙ্গে তার সংযোগ কেবল চরিত্র দিয়ে নয়—তিনি হয়ে উঠেছেন এক অনুভব, এক অভ্যাস। ৩৩ বছরের এই দীর্ঘ যাত্রা শেষে জাতীয় স্বীকৃতি যেন তাঁর প্রতি সময়ের ঋণশোধ।
পাঠকের মতামত:
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কমে যায় কেন? সমাধান জেনে নিন
- নিষেধাজ্ঞার মুখেও ইরান-রাশিয়া পারমাণবিক চুক্তি
- বিসিবি নির্বাচন: তামিম-বুলবুল সমঝোতায় জটিলতা, আলোচনায় ফাটল
- ভারত বনাম বাংলাদেশ ফাইনাল: টাইব্রেকারে থামল বাংলাদেশের স্বপ্ন
- আওয়ামী লীগ তাদের পাচার করা অর্থ দিয়ে টোকাই দিয়ে মিছিল করাচ্ছে: সারজিস
- ঝাড়ু হাতে রাস্তায় নামলেন সিলেটের জেলা প্রশাসক
- যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের ডেকে পাঠাল ইরান
- গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে: তারেক রহমান
- সেন্টমার্টিনকে রক্ষা করতে পারলেই পর্যটন টিকে থাকবে: রিজওয়ানা হাসান
- ফ্যাসিবাদী দালাল মিডিয়ার প্রয়োজন নেই: রিজভী
- ‘৬-০’ কটাক্ষের জেরে হারিস রউফকে জরিমানা করল আইসিসি
- গোপনে সাত পাকে বাঁধা পড়ছেন সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো
- গাজা পরিস্থিতিতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াচ্ছে স্পেন
- পটুয়াখালীতে বিরল কালো পোয়া মাছ ধরা পড়ায় বাজারে ভিড়
- অসহায় বৃদ্ধের চুল-দাড়ি জোর করে কেটে দেওয়ায় মামলা
- পর্যটন দিবসে কক্সবাজার: উৎসবে আমেজ, সেন্টমার্টিন নিয়ে অনিশ্চয়তা
- মেটা আনছে নতুন চমক: সামাজিক মাধ্যমে থাকার জন্য এবার কি অর্থ দিতে হবে?
- ‘বেআইনি নির্দেশনা দেব না, কোনো দলের পক্ষেও কাজ নয়’: সিইসি
- চলতি মাসে তৃতীয়বার: দেশে ফের ভূমিকম্প
- অন্তর্বর্তী সরকার ‘ছেঁড়া জুতো পায়ে হাঁটছে’: সাইফুল হক
- রাশেদ খান: ‘পিআর হলে সকাল-বিকাল এমপি বেচাকেনা হবে’
- খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
- বিসিবি নির্বাচনে লড়ছেন আসিফ আকবর
- অস্কারে বাংলাদেশ থেকে যাচ্ছে লিসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’
- আর কখনো পচা নির্বাচন হবে না: ইসি সানাউল্লাহ
- ‘ক্ষমতায় গেলে জনগণকে আর রাস্তায় নামতে হবে না’: ডা. শফিকুর রহমান
- “ট্রাম্পের আদেশ মানবেন না”—বিতর্কে কলম্বিয়ার প্রেসিডেন্ট
- “আমরা আপনার পাশে আছি”—নিউইয়র্কে বিশ্বনেতাদের বার্তা প্রধান উপদেষ্টাকে
- রেকর্ড গড়ে বায়ার্নের শততম গোল করলেন হ্যারি কেন
- শিরোপা ধরে রাখতে ভারতের মুখোমুখি বাংলাদেশ তরুণরা
- প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘মাই প্রফেসর’ বললেন ভুটানের প্রধানমন্ত্রী
- আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- গান ছাড়লেন তাহসান, ফাটল কি মিথিলা-সৃজিতের সংসারেও?
- ‘স্মার্টফোন মারণাস্ত্র’: মেধাহীনতা ও আত্মহত্যার ঝুঁকিতে শিশু-কিশোররা
- আজ দুপুর পর্যন্ত দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
- ট্রাম্পের ১০০% শুল্কে ধাক্কা খেল ভারতীয় ওষুধ খাত
- ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ
- ‘নেতারা প্রকাশ্যে নিন্দা করলেও গোপনে প্রশংসা করেন’: জাতিসংঘে নেতানিয়াহু
- ‘আমরা চোর-ডাকাতদের আর ক্ষমতায় দেখতে চাই না’: মুফতি ফয়জুল করীম
- ড. ইউনূসের আহ্বান: পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠা হোক মধ্যপ্রাচ্য-দক্ষিণ এশিয়ায়
- নির্বাচন নিয়ে আর সংশয় নেই: মির্জা ফখরুল
- নির্বাচনী পদ্ধতি নিয়ে ভিন্ন কৌশলে বিএনপি-জামায়াত
- বিসিবি নির্বাচন: সমঝোতা প্রস্তাব ঘিরে তামিমের বাসায় রাতের বৈঠক
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ঘিরে তীব্র বিতর্ক, বিক্ষোভ ও বর্জন
- ডঃ ইউনূসের জাতিসংঘ ভাষণ: নির্বাচন, সংস্কার ও বৈশ্বিক সংকটে বাংলাদেশের বার্তা
- ‘নিখোঁজ’ মামুনুর রশিদকে দ্রুত ফেরত চান জামায়াত আমির
- সারজিস আলম: ‘খুনি হাসিনার বিচারের আগে নির্বাচন জনগণ মেনে নেবে না’
- পাকিস্তানকে হারানোর মিশনে দারুণ শুরু বাংলাদেশের, চাপে পাকিস্তান
- ‘আর জীবনে ইন্টারনেট দেব না’: ইনু-শেখ হাসিনার কথোপকথন
- সিলেটে ডিসি অফিস ঘেরাও, নগরভবনে ইটপাটকেল: রিকশাচালকদের তাণ্ডব
- ডিএসইতে রবিবারের লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- ডিএসইতে সোমবারের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- যে কারণে পুরুষের টেস্টোস্টেরন কমে: না জানলে বিপদ
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- দিল্লি হাই কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে জ্যাকুলিন ফের্নান্দেজের আপিল
- তামিম ইকবালের অভিযোগ: বিসিবি নির্বাচনে ‘স্বেচ্ছাচারিতা’ চলছে
- বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে: ড. খন্দকার মোশাররফ হোসেন
- ডিএসইতে সোমবারের লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- ভারত-পাকিস্তান লড়াই আর রইল না! সূর্যকুমারের স্পষ্ট ঘোষণা, একতরফা ম্যাচে বিধ্বস্ত পাকিস্তান
- তাহসান খানের আবেগঘন ঘোষণা: সংগীত ও অভিনয় থেকে অবসর
- ২১ সেপ্টেম্বরের শেয়ারবাজার বিশ্লেষণ প্রতিবেদন
- রানের বন্যা বইয়ে দিল অস্ট্রেলিয়া: ভারতকে পিটিয়ে ৭৮১ রানে বিশ্বরেকর্ড!