নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারীর কড়া মন্তব্য

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ঘোষিত সময়ে নির্বাচন সম্ভব নয়। মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে; কিন্তু বাস্তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি এই সময়ে নির্বাচন হয়, তবে আমার শহীদ ভাইদের রক্তের প্রতি অশ্রদ্ধা করা হবে। যারা সংস্কারের জন্য জীবন দিয়েছে, তাদের লাশ ফেরত দিতে হবে এই সরকারকে।” তিনি আরও বলেন, “আমার ভাইয়ের হাত যে চলে গিয়েছিল, যদি সংস্কারের কাজ শেষ না করে নির্বাচন করা হয়, তাহলে সরকারকে তার হাত ও মায়ের বুক খালি করা সন্তান ফিরিয়ে দিতে হবে।”
এই যুব সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বিএনপি এবং অন্যান্য বিরোধী দলগুলো ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। জামায়াতও এই সময়সীমায় নির্বাচন আয়োজনে আপত্তি করেনি। তবে এনসিপি বরাবরই নির্বাচন অনুষ্ঠানের আগে সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারের গুরুত্ব তুলে ধরেছে। এ কথা এবার নাসীরুদ্দীন পাটওয়ারী জোর দিয়ে বলেন, “একই সংস্কৃতির ডামাডোলে, একই ফ্যাসিবাসি সংবিধানে, একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষের মৃত্যু এবং আহত হওয়ার প্রয়োজন ছিল কি?”
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং জাতীয় যুবশক্তির সদস্য সচিব জাহেদুল ইসলাম।
/আশিক
‘জনগণের মন জয় করতে পারলেই সফলতা’ — মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দলটির করণীয় নিয়ে বিস্তারিত বক্তব্য রেখেছেন। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ জোরপূর্বক ক্ষমতা দখল করেছিল। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “আমাদের দিকে কেউ আঙুল তুলে বলতে পারবে না যে আমরা আওয়ামী লীগের মতো জোর করে ক্ষমতা নিয়েছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।”
তিনি বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব বিএনপিকেই নিতে হবে। এজন্য ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলকে নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করার নির্দেশ দেন তিনি।
মির্জা ফখরুল দাবি করেন, দেশে যেকোনো সমস্যার জন্য বিএনপিকেই দোষারোপ করা হয়, কারণ দলটিকে ভবিষ্যতের সম্ভাব্য নেতৃত্ব হিসেবে দেখা হয়। তার ভাষ্য, বিএনপিকে দুর্বল করতে নানা ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, “আমরা এই দুঃখ-কষ্ট কাটিয়ে একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি, যেখানে ভাই, বোন, মা হাসিমুখে থাকবে। মা যখন জিজ্ঞাসা করবে, ‘বাবা কি হলো?’ তখন আমি তার কাছে লজ্জাহীনভাবে দাঁড়াতে চাই।”
তিনি আরও বলেন, আহত ও অন্ধত্ব নিয়ে জীবনযাপন করা তরুণেরা যখন ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করবে, তখন শুধু সরকারের দিকে আঙুল তোলা যথেষ্ট নয়, বিএনপিকেও প্রস্তুত হতে হবে। তার মতে, জনগণের মন জয় করতে পারলেই দলটি সফল হবে।
বিএনপি মহাসচিব বলেন, “যদি মানুষকে বোঝাতে পারি যে আমাদের রাজনৈতিক লক্ষ্য দেশের কল্যাণ, তাহলে আমরা এগিয়ে যেতে পারব।”
যুবকদের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশের তরুণ সমাজের সক্ষমতা অনেক। সেই শক্তি সর্বোচ্চ ব্যবহারে আনতে হবে, অহংকার ছাড়া কাজ করতে হবে। কখনো ভাববে না যে আমরা সেরা, বরং নিজের যোগ্যতার মাধ্যমে প্রমাণ করতে হবে।”
/আশিক
ড. ইউনূস সরকার চালাচ্ছেন শেখ হাসিনার পরামর্শে: রাশেদ খাঁন
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, দেশের চলমান সংস্কার, বিচার ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে, ড. ইউনূসের সরকার শেখ হাসিনার পরামর্শে দেশ পরিচালনা করছেন। এভাবে চলতে থাকলে দেশের মুজিববাদ ও ফ্যাসিবাদের বিলুপ্তি হবে না। তিনি বলেন, ‘চুনোপুটিদের নয়, খুনি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, কামাল ও শামীম ওসমানদের ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। জাতি এ বিষয়ে কোন টালবাহানা মেনে নেবে না। প্রয়োজন হলে আরো ১০টি ট্রাইব্যুনাল বসাতে হবে। যদি টাকা না থাকে, তাহলে জনগণই টাকা দেবে।’
মঙ্গলবার (১২ আগস্ট) ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে ‘কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৪ সালের রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং সফল গণঅভ্যুত্থানের পরবর্তী রাষ্ট্র সংস্কারে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেন সভাপতিত্ব করেন। এছাড়া সাবেক সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, যুব অধিকারের সভাপতি রাকিবুল হাসান রকিব, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
তিনি এনসিপি দলকে সমালোচনা করে বলেন, এই দলটি সরকার থেকে পৃষ্ঠপোষকতা পাচ্ছে। এটি তাঁর ব্যক্তিগত মন্তব্য নয়, টিআইবির প্রধানও তাদের ‘কিংস পার্টি’ বলেছেন। এনসিপি সমর্থিত দুই উপদেষ্টা পদে বসে দেশের কাজ চালাচ্ছে। তবে হাসিনাত-আব্দুল্লাহরা এখনো ড. ইউনূস সরকারের সমালোচনা করছেন, যা ভুল। তিনি প্রশ্ন তুলেন, যারা হাসিনার মতো স্বৈরশাসককে পরাজিত করেছে, তারা আজ কলঙ্কিত হচ্ছে, চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে এবং মানুষের কাছে হেয় হচ্ছেন। ছাত্রদের কলঙ্কিত করার দায় কার?
রাশেদ খাঁন আরও বলেন, প্রত্যেক উপদেষ্টা দুর্নীতিতে লিপ্ত। তারা নিজেরাই আখের গোছাতে ব্যস্ত। ডিসি নিয়োগসহ সব জায়গায় দুর্নীতির ছোঁয়া আছে। তিনি অভিযোগ করেন, ১৬ বছর আগে বিএনপি-জামায়াত তকমা পাওয়া আমলারা এখনো নির্যাতিত ও পদবঞ্চিত।
জুলাই সনদ নিয়ে প্রশ্ন তুলেন তিনি, যে সরকার শহীদদের তালিকা সঠিকভাবে তৈরি করতে পারেনি, তার থেকে জাতি কী আশা করবে? জাতিসংঘের তদন্তে নিহতের সংখ্যা ১৪০০ হলেও জুলাই সনদে তা এক হাজার দেখানো হয়েছে, কেন ও কীভাবে তা হয়েছে জানতে চেয়েছেন।
তিনি গণঅভ্যুত্থানের শক্তিকে মাঠে থাকার আহ্বান জানিয়ে বলেন, মাঠে না থাকলে আওয়ামী লীগ অরাজকতা সৃষ্টি করবে। তারা ইতিমধ্যে ষড়যন্ত্র করছে। তাই সবাইকে নানা কর্মসূচি নিয়ে রাজপথে থাকতে হবে। তিনি ১৪ দল ও জাতীয় পার্টির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করার কথা উল্লেখ করেন এবং ১৪, ১৯ ও ২৪ সালে নির্বাচনে দায়িত্ব পালনকারী ডিসি, এসপি ও ইউএনওদের বিচার দাবি করেন।
/আশিক
গোপন চুক্তিতে ২২শ কোটি টাকার নজরদারি প্রযুক্তি কিনেছিল আ.লীগ সরকার
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ ১৬০টিরও বেশি উন্নত নজরদারি প্রযুক্তি ও স্পাইওয়্যার সিস্টেম আমদানি ও মোতায়েন করেছে, যার জন্য ব্যয় হয়েছে প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৪০ কোটি টাকা। টেকনোগ্লোবাল ইনস্টিটিউটের সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, প্রকৃত সংখ্যা ও প্রযুক্তির পরিমাণ আরও বেশি হতে পারে। প্রতিবেদনে বলা হয়, এসব প্রযুক্তি আনার ক্ষেত্রে অনেক সময় অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে এবং বেশ কিছু প্রযুক্তি তৃতীয় দেশের মধ্যস্থতায় ‘গোপনে’ দেশে প্রবেশ করেছে। বিশেষভাবে ইসরাইলি উৎস থেকে আসা প্রযুক্তিগুলো সাইপ্রাস, সিঙ্গাপুর ও হাঙ্গেরির মতো দেশের মাধ্যমে আনা হয়েছে, যদিও বাংলাদেশের সঙ্গে ইসরাইলের আনুষ্ঠানিক সম্পর্ক নেই।
৭০ পৃষ্ঠার এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে গত এক দশকে বাংলাদেশের নজরদারি ব্যবস্থা ঔপনিবেশিক আমলের পুলিশিং মডেল থেকে আধুনিক সাইবারভিত্তিক নেটওয়ার্কে রূপান্তরিত হয়েছে। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের ৯/১১ হামলা এবং ২০১৬ সালে ঢাকার হলি আর্টিজান হামলার পর সন্ত্রাস দমনের নামে নজরদারি ব্যবস্থার ব্যাপক সম্প্রসারণ ঘটে। কিন্তু অনুসন্ধান দেখিয়েছে, এই প্রযুক্তিগুলো রাজনৈতিক বিরোধী, সাংবাদিক, কর্মী এবং সাধারণ নাগরিকদের লক্ষ্য করে ব্যবহার করা হয়েছে, বিশেষত নির্বাচন এবং গণবিক্ষোভের সময়।
আমদানিকৃত প্রযুক্তির মধ্যে রয়েছে আইএমএসআই ক্যাচার, ওয়াই-ফাই ইন্টারসেপ্টর, সেলেব্রাইট, ফিনফিশার ও প্রিডেটরের মতো স্পাইওয়্যার, যা ওয়ারেন্ট ছাড়াই নজরদারি চালাতে সক্ষম। সেলেব্রাইট ইউএফইডি মোবাইল ফোন, ট্যাবলেট, জিপিএস ইউনিটসহ বিভিন্ন ডিভাইস থেকে তথ্য আহরণ, এনক্রিপশন বাইপাস, মুছে ফেলা কনটেন্ট পুনরুদ্ধার এবং বিস্তারিত ফরেনসিক রিপোর্ট তৈরির ক্ষমতা রাখে।
প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার (এনটিএমসি) নজরদারি প্রযুক্তির সবচেয়ে বড় ক্রেতা, যা মোট ব্যয়ের ৫৮ শতাংশ অর্থাৎ প্রায় ১০০ মিলিয়ন ডলার খরচ করেছে। ২০২২ সালে প্রতিষ্ঠানটি ফরাসি প্রতিষ্ঠান ইন্টারসেক থেকে ১৬.৭ মিলিয়ন ডলারের নেটওয়ার্ক ইন্টেলিজেন্স সিস্টেম এবং মার্কিন প্রতিষ্ঠান ইয়ান্না টেকনোলজিস থেকে ৫১.৭ মিলিয়ন ডলারের ইন্টিগ্রেটেড ল’ফুল ইন্টারসেপশন সিস্টেম ক্রয় করে। র্যাব ও পুলিশ ওয়াই-ফাই ও মোবাইল নেটওয়ার্ক ইন্টারসেপশন, সিগন্যাল জ্যামিং এবং বিক্ষোভ নিয়ন্ত্রণ প্রযুক্তি সংগ্রহ করেছে। ডিজিএফআই ২০১৫ সালে সিটিজেন ল্যাব থেকে ফিনফিশার স্পাইওয়্যার সংগ্রহ করে, যা ডিভাইসে ম্যালওয়্যার ইনস্টল করে তথ্য চুরি করতে পারে। অপরদিকে BGD e-GOV CIRT সামাজিক মাধ্যম ও ওয়েব কনটেন্ট পর্যবেক্ষণের জন্য অক্সিজেন ফরেনসিক ডিটেকটিভ ও বেলকাসফটএক্স ব্যবহার করেছে।
ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের পাশাপাশি ইসরাইলি প্রতিষ্ঠান সেলেব্রাইট, এনএসএ গ্রুপ (পেগাসাস), ইনটেলেক্সা, কোরালকো টেক ও ইউটিএক্স টেকনোলজিসও বাংলাদেশের কাছে প্রযুক্তি সরবরাহ করেছে। তুরস্কের বিলগি টেকনোলজি টাসারিমও নজরদারি সরঞ্জাম বিক্রি করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুরনো টেলিযোগাযোগ, টেলিগ্রাফ ও ওয়্যারলেস আইন ব্যবহার করে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ব্যাপক নজরদারির ক্ষমতা দেওয়া হয়েছে, অথচ এ কার্যক্রমে সংসদীয় তদারকি, বিচারিক সম্পৃক্ততা বা কার্যকর জবাবদিহির কোনো ব্যবস্থা নেই।
-রাফসান
আরাফাত রহমান কোকো ‘গণতান্ত্রিক আন্দোলনের শহীদ’ দাবি রিজভীর
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর আরেকটি গণতন্ত্রবিরোধী শক্তি জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, আমরা বারবার দেখেছি, নানা কারণে ও অজুহাতে আওয়ামী ফ্যাসিবাদকে শক্তিশালী করার চেষ্টা হয়েছে। ১৯৮৬ সাল থেকে শুরু করে ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৬ এবং সর্বশেষ গত বছরের ৫ আগস্টের পর বিভিন্ন বক্তব্য ও বিবৃতিতে বোঝা গেছে—জাতীয়তাবাদী শক্তিই তাদের টার্গেট। তারা ধর্মের নামে কৌশল অবলম্বন করে এবং আসন্ন নির্বাচনকে বিতর্কিত করতে ষড়যন্ত্রে লিপ্ত আছে।
তিনি অভিযোগ করেন, পরাজিত ফ্যাসিবাদের সহযোগীরা দেশে নেই, তবে পার্শ্ববর্তী দেশ থেকে কালো টাকা ও অবৈধ অস্ত্রের মাধ্যমে নানা কর্মকাণ্ড চালাচ্ছে। গণতান্ত্রিক শক্তি কর্মসূচি দিলেই তারা অন্ধকার থেকে বেরিয়ে এসে ষড়যন্ত্রে জড়াচ্ছে। চট্টগ্রামে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনাও এর অংশ।
রিজভী বলেন, জাতি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় আছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সময় ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করবে। কিন্তু অনেকেই এ নির্বাচনকে ঘিরে কূটকৌশল ও ষড়যন্ত্রে জড়াচ্ছে বলে আমাদের ধারণা।
তিনি আরও বলেন, আমরা একটি আদর্শের জন্য সংগ্রাম করেছি। বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপসহীন লড়াই করেছেন, নেতাকর্মীদের আত্মদানে উদ্বুদ্ধ করেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছেন। কিন্তু এখন আবার ফ্যাসিবাদ টিকিয়ে রাখার চেষ্টা চলছে।
রিজভী দাবি করেন, আরাফাত রহমান কোকোর মৃত্যু স্বাভাবিক ছিল না; তিনি গণতান্ত্রিক আন্দোলনের শহীদ। শেখ হাসিনা সরকারের অত্যাচারের কারণেই তার মৃত্যু হয়েছে।
অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এবং মহানগর উত্তর বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
/আশিক
সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড নিয়ে সামাজিকমাধ্যমে রাজনৈতিক অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন করা হয়েছে। গাজীপুর মহানগর বিএনপির বাসন থানা শাখার সভাপতি তানভীর সিরাজ মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–২-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলার আবেদন জমা দেন। আদালত আবেদনটি গ্রহণ করবেন কি না, তা প্রাথমিক শুনানি শেষে নির্ধারণ করবেন বলে জানা গেছে।
আবেদনে তানভীর সিরাজ উল্লেখ করেন, সাংবাদিক তুহিনকে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র হত্যা করে, কারণ তিনি তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও ধারণ করেছিলেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি বা কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। অথচ সারজিস আলম প্রকৃত ঘটনা উপেক্ষা করে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিএনপিকে দায়ী করে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট দেন। এতে দলের ভাবমূর্তি ও রাজনৈতিক সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনমনে তুহিন হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে।
তানভীর সিরাজ আরও দাবি করেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে তদন্তে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। তবুও সারজিস আলম উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়েছেন, যা তার ব্যক্তিগত ও দলের সুনামের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এজন্য তিনি আদালতে সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
-শরিফুল
দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে ঘরে ফিরলেন জামায়াত প্রধান
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হার্টের চিকিৎসার জন্য টানা ১০ দিন ভর্তি থাকার পর বাসায় ফিরেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতাল থেকে বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তার গাড়িবহর এবং রাস্তার দুই পাশে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান।
গত ২ আগস্ট বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে তার হৃদপিণ্ডের চারটি ব্লকের সফল বাইপাস সার্জারি সম্পন্ন হয়। অপারেশনের পর থেকে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।
হাসপাতাল ছাড়ার আগে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আলহামদুলিল্লাহ, জামায়াত আমির সুস্থ আছেন এবং বাসায় ফিরছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী দুই সপ্তাহ তিনি বিশ্রামে থাকবেন। তবে এই সময়ে তিনি পরামর্শ দিতে পারবেন এবং আশা করছি তিন সপ্তাহ পর তিনি আবার দেশ ও জাতির জন্য সক্রিয়ভাবে কাজ করবেন।”
তিনি আরও জানান, হাসপাতালে অবস্থানকালে অসংখ্য ব্যক্তি তাকে দেখতে চাইলেও সবার সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়নি। দলের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হয়।
প্রেস ব্রিফিংয়ে ইউনাইটেড হাসপাতালের ডা. শহীদ আহমেদ চৌধুরী, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা‘ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলালম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দলের পক্ষ থেকে জানানো হয়, সার্জারি ও চিকিৎসা চলাকালে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন, যা ডা. শফিকুর রহমান এবং তার পরিবারের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। নেতারা আশা প্রকাশ করেন, তিনি শিগগিরই সুস্থ হয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবেন এবং নেতৃত্বের দায়িত্বে পুনরায় সক্রিয় হবেন।
-রফিক
দ্বি-বার্ষিক সম্মেলনে নওগাঁ বিএনপির শীর্ষে নতুন নেতৃত্ব
দীর্ঘ আট বছরের বেশি সময় পর নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবু বক্কর সিদ্দীক নান্নু এবং সাধারণ সম্পাদক পদে মামুনুর রহমান রিপন বিজয়ী হয়েছেন। সোমবার (১১ আগস্ট) রাত ১টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট শেষ হওয়ার পর শুরু হয় গণনা, যা রাত সাড়ে ১২টা পর্যন্ত অব্যাহত থাকে। নির্বাচনের প্রধান সমন্বয়ক ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এবং নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) এস.এম রেজাউল ইসলাম রেজু।
সভাপতি, সাধারণ সম্পাদক এবং তিনটি সাংগঠনিক সম্পাদক পদে ভোট হয়। সভাপতি পদে ৮ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং সাংগঠনিক সম্পাদকের তিনটি পদের জন্য ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলার ১১ উপজেলা ও ৩ পৌরসভার মোট ভোটার ছিলেন ১ হাজার ৪১৪ জন।
সভাপতি পদে ৬৪৭ ভোট পেয়ে বিজয়ী হন আবু বক্কর সিদ্দীক নান্নু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজমুল হক পান ৪০০ ভোট। সাধারণ সম্পাদক পদে মামুনুর রহমান রিপন ৬৯২ ভোটে জয়ী হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী বায়েজিদ হোসেন পলাশের প্রাপ্ত ভোট ছিল ৬৭১।
সম্মেলনের প্রথম অধিবেশনে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান বক্তা ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং উদ্বোধন করেন আব্দুস সালাম।
সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) এস.এম রেজাউল ইসলাম রেজু। সভায় বক্তব্য দেন রাজশাহী বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, এ.এইচ.এম ওবায়দুর রহমান চন্দন, সাবেক জেলা সভাপতি সামসুজ্জোহা খান ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা প্রমুখ।
নওগাঁ জেলা বিএনপির ইতিহাসে এই সম্মেলনকে একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সর্বশেষ ২০১০ সালে কাউন্সিলরদের ভোটে সভাপতি হন সামসুজ্জোহা খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এবং সাংগঠনিক সম্পাদক ছিলেন মামুনুর রহমান রিপন। ২০১৫ সালে সেই কমিটি বিলুপ্ত হওয়ার পর নতুন পূর্ণাঙ্গ কমিটি আর গঠন হয়নি। ২০২২ সালে আহ্বায়ক কমিটি গঠিত হয়, যেখানে আহ্বায়ক ছিলেন আবু বক্কর সিদ্দীক নান্নু এবং সদস্য সচিব ছিলেন বায়েজিদ হোসেন পলাশ।
-রাফসান
সাদা পাথর লুটের অভিযোগে কোম্পানীগঞ্জ বিএনপি সভাপতির পদ স্থগিত
সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথর লুট এবং সরকারি জমি দখলের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাব উদ্দিনকে তার পদ থেকে স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। সোমবার (১১ আগস্ট) রাতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে সাহাব উদ্দিনের সব দলীয় পদ স্থগিত করা হয়েছে। উপজেলা বিএনপির সহসভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দেশের বৃহত্তম ভোলাগঞ্জ পাথর কোয়ারির পাশেই সরকারের প্রায় ২৭৫ একর উন্মুক্ত জমি রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০১ সালের দিকে এলাকায় প্রভাবশালী কিছু ব্যক্তি এসব জমি দখলে নেন। অভিযোগ রয়েছে, এর অর্ধেকেরও বেশি জমি দখলে যায় সাহাব উদ্দিনের হাতে। জমিগুলো কোয়ারির কাছাকাছি হওয়ায় পাথর ভাঙার মেশিন মালিকদের কাছে ভাড়া দিয়ে উল্লেখযোগ্য অর্থ উপার্জন করা হতো।
বিগত সরকার আমলেও তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সমঝোতায় থেকে জমি দখল করে রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। যদিও শেষের দিকে প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে ওই জমি দখলমুক্ত করে। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তিনি আবারও ভোলাগঞ্জের ১০ নম্বর সাইট এলাকায় প্রায় ১৫০ একর সরকারি জমি দখলে নেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে এই জমি থেকে তিনি লাখ লাখ টাকা ভাড়া নিচ্ছেন বলে জানা গেছে।
বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে তৎপরতা দেখা দেয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, “অভিযোগ যাচাই করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং সাহাব উদ্দিনকে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তদন্তের ফলাফলের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”
ঘটনা নিয়ে সাহাব উদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
-রফিক
দলের অনিয়ম ও নীতি-নৈতিকতার অভাবে এনসিপি নেতা পদত্যাগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর সমন্বয় কমিটির সদস্য মো. রুবেল মিয়া (হৃদয়) দলীয় কর্মকাণ্ডে অনিয়ম এবং ‘জুলাই বিপ্লবের নীতি–নৈতিকতার পরিপন্থী’ আচরণের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন। রোববার (১০ আগস্ট) রাতে তিনি জেলা আহ্বায়ক কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলার কাছে তার পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে রুবেল মিয়া উল্লেখ করেন, দলের সাম্প্রতিক কার্যক্রম, সিদ্ধান্ত ও অবস্থান তার ব্যক্তিগত আদর্শের সঙ্গে মিল না থাকার কারণে তিনি হতাশ ও বিচলিত। তাই তিনি দলের সব পদ ও কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছেন।
এর আগে ৫ জুন ফরিদপুর এনসিপির ২৩ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি গঠিত হয়, যেখানে সৈয়দা নীলিমা দোলা প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পান।
রুবেলের পদত্যাগ বিষয়ে নীলিমা দোলা বলেন, নতুন দল গঠনের সময় নানা ধরনের টানাপোড়েন ও সীমাবদ্ধতা স্বাভাবিক। অনেকের প্রত্যাশা তাৎক্ষণিক পূরণ না হওয়ায় হতাশা তৈরি হয়, হয়তো রুবেল সেই পরিস্থিতির শিকার হয়েছেন।
/আশিক
পাঠকের মতামত:
- ‘জনগণের মন জয় করতে পারলেই সফলতা’ — মির্জা ফখরুল
- নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ভিপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা
- ব্যক্তিগত আক্রমণ নিয়ে মুখ খুললেন দেব, রাজ-রুক্মিণীর কাছে ক্ষমা চাইলেন
- খাদের কিনারা থেকে এইচডিইউ: অর্থনীতির বর্তমান অবস্থা জানালেন উপদেষ্টা
- আন্দোলনের ভাষণ শেষে ‘জয় বাংলা’ স্লোগান, তারপর যা ঘটল…
- কিশোরগঞ্জের নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের সংঘর্ষ
- কুষ্টিয়ায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানদারের কান কামড়ে ছিঁড়ে দিলো যুবক
- মাত্র ৭ বছরে ৮৮ দিনে কোরআন হিফজ করলো নবীনগরের ফাহিম
- আদালতে আবেগঘন কান্নায় ভেঙে পড়লেন ছাগলকাণ্ডের মতিউর
- বাণিজ্য উপদেষ্টার আশা যুক্তরাষ্ট্রের শুল্ক কমবে দ্রুতই
- খুলনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
- মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রধান উপদেষ্টার আহ্বান
- গাজায় তুরস্কের সর্বাত্মক সহায়তার ঘোষণা দিয়েছেন এরদোগান
- সম্মতি ছাড়া ৫ মিনিট ধরে চুমু, শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েন রেখা
- তরুণরা হবে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের পথপ্রদর্শক: আসিফ মাহমুদ
- ড. ইউনূস সরকার চালাচ্ছেন শেখ হাসিনার পরামর্শে: রাশেদ খাঁন
- গোপন চুক্তিতে ২২শ কোটি টাকার নজরদারি প্রযুক্তি কিনেছিল আ.লীগ সরকার
- "Black Skin, White Masks": উপনিবেশবাদ, বর্ণবাদ ও মানসিক মুক্তির গভীর পাঠ
- যে শর্ত না মানলে কেটে যাবে গ্যাস-বিদ্যুৎ সংযোগ
- মাইলস্টোনে কোচিং বন্ধ ও বিধ্বস্ত দিনের সিসি ফুটেজ দেখার দাবিতে মানববন্ধন
- পেঁয়াজ আমদানিতে সরকারের নতুন সিদ্ধান্ত
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন: বাজারের সামগ্রিক বিশ্লেষণ
- আজকের শেয়ারদামে দরপতন হওয়া ১০টি কোম্পানির তালিকা বিশ্লেষণ
- আজকের শেয়ারদামে এগিয়ে ১০টি কোম্পানির তালিকা বিশ্লেষণ
- যুক্তরাষ্ট্র থেকে আসছে বাংলাদেশ শিপিং করপোরেশনের নতুন জাহাজ
- আরাফাত রহমান কোকো ‘গণতান্ত্রিক আন্দোলনের শহীদ’ দাবি রিজভীর
- ‘ট্রেন ছাড়ার পর ওঠা সম্ভব নয়’—শেখ হাসিনা মামলা প্রসঙ্গে ট্রাইব্যুনাল
- খায়রুল হকের ফাঁসির দাবিতে ঢাকায় আইনজীবীদের মিছিল
- সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা
- ৫০% শুল্কে বিপর্যস্ত ভারতীয় চিংড়ি শিল্প
- ভারতের ওপর ৫০% শুল্ক, মস্কোর জন্য ‘বড় আঘাত’ যেভাবে
- দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে ঘরে ফিরলেন জামায়াত প্রধান
- প্রথমবার বাংলাদেশে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
- আমির খানের বিরুদ্ধে ভাই ফয়সালের বিস্ফোরক অভিযোগ
- ৪৬ বছরের পুরনো বিরোধে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বড় জয়
- চিটাগং কিংস মালিকের বিরুদ্ধে বিসিবির লিগ্যাল নোটিশ
- দ্বি-বার্ষিক সম্মেলনে নওগাঁ বিএনপির শীর্ষে নতুন নেতৃত্ব
- ড. ইউনূস–আনোয়ার বৈঠকে বাংলাদেশ-মালয়েশিয়া নতুন চুক্তি
- সাদা পাথর লুটের অভিযোগে কোম্পানীগঞ্জ বিএনপি সভাপতির পদ স্থগিত
- অনলাইনে কলেজে আবেদন: জানুন কলেজ চয়েজ পরিবর্তনের ধাপ
- মূত্রের রঙের আড়ালে লুকিয়ে থাকা কিডনি সমস্যার ইঙ্গিত
- ১২০ বার পেছালো সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার শুনানি
- দলের অনিয়ম ও নীতি-নৈতিকতার অভাবে এনসিপি নেতা পদত্যাগ
- অবাধ লুটপাটে পাথরশূন্য হয়ে যাচ্ছে সিলেটের সাদাপাথর
- মালয়েশিয়ায় ড. ইউনূসকে লাল গালিচা ও গার্ড অব অনারে সংবর্ধনা
- ‘ভাই’ ডাকার জেরে এমন ঘটনা, দেখে অবাক নেটিজেনরা
- ফেনীর সীমান্ত থেকে বাংলাদেশি বৃদ্ধকে আটক করে নিয়ে গেল বিএসএফ
- রোনালদোর পর মেসির দেশের প্রেয়সী পেলেন স্পেনের ইয়ামাল!
- বিএনপি নেতা ফজলুর রহমানকে তুলোধুনো করলেন সারজিস
- মার্কিন পণ্যের বিরুদ্ধে ভারতজুড়ে বয়কট আন্দোলন
- শেখ হাসিনার পতনের পর কূটনীতি ও নিরাপত্তার কঠিন প্রশ্নগুলো
- জামায়াতের ‘পিআর’ কৌশলে নির্বাচন বিলম্বের অভিযোগ হাফিজ উদ্দিনের
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ধ্বংসের ছায়া থেকে নতুন বিশ্বব্যবস্থার উত্থান
- ভারতের ওপর ২৫% শুল্ক বৃদ্ধিতে মার্কিন বাজারে বাংলাদেশের জন্য নতুন সুযোগ
- "Black Skin, White Masks": উপনিবেশবাদ, বর্ণবাদ ও মানসিক মুক্তির গভীর পাঠ
- পলাতক হারুন, বিপ্লবসহ ৪০ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
- চীনের অর্থনৈতিক নীরব বিপ্লব: পশ্চিমা একপক্ষীয় বিশ্বনীতির অবসানের সংকেত
- ১২০ বার পেছালো সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার শুনানি
- শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মাথায় হাত!
- ভারতের পণ্যে উচ্চ শুল্ক: যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানির জন্য সুবর্ণ সুযোগ নাকি সীমিত সম্ভাবনা?
- কলাপাড়ার ইলিশ মোকামে ফের গর্জন, ঘাটে জমে উঠল ক্রেতার ভিড়
- ড. মইন খান: ২০২৪ সালের বিপ্লব লুটেরাদের জন্য নয়
- যশোরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী নির্যাতনের অভিযোগ
- ৪৭২ কোটি আয়ের ‘সাইয়ারা’ সিনেমার নায়ক-নায়িকার পারিশ্রমিক যত
- হযরত ওমর ইবনে খাত্তাব (রা.): ন্যায়, প্রজ্ঞা ও বিশ্বনেতৃত্বের এক স্বর্ণযুগ