কানাডায় কপিল শর্মার রেস্তোরাঁয় ফের গুলিবর্ষণ

ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার মালিকানাধীন কানাডার রেস্তোরাঁ ক্যাপ’স ক্যাফে এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো সশস্ত্র হামলার শিকার হয়েছে। বৃহস্পতিবার ভোরের আগে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত এই রেস্তোরাঁয় দুর্বৃত্তরা প্রায় ২৫ রাউন্ড গুলি চালায়। কপিল গত জুলাই মাসে ক্যাফেটির উদ্বোধন করেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, হামলার দায় স্বীকার করেছে গুরপিত সিং ওরফে গোল্ডি ধিলন ও লরেন্স বিষ্ণোই নেতৃত্বাধীন দুটি কুখ্যাত গ্যাং। তারা হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, “আমরা টার্গেটের (কপিল শর্মা) সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। সতর্কবার্তা না বুঝলে পরবর্তী হামলা হবে মুম্বাইয়ে।”
এর আগে ১০ জুলাই একই রেস্তোরাঁয় রাতের বেলায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। সে সময় খালিস্তানপন্থী বিদ্রোহী সংগঠনের সঙ্গে যুক্ত হরজিৎ সিং লাড্ডি এ হামলার দায় স্বীকার করেছিলেন।
ঘটনার পর স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, উদ্বোধনের অল্প সময়ের মধ্যেই কপিল শর্মার রেস্তোরাঁটি একাধিক উগ্রবাদী গোষ্ঠীর টার্গেটে পড়েছে। দ্বিতীয়বারের মতো হামলা এ ঘটনাকে পরিকল্পিত ও ধারাবাহিক আক্রমণ হিসেবে ইঙ্গিত করছে। মুম্বাইয়ে হামলার প্রকাশ্য হুমকি কপিলের ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।
-রাফসান
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, প্রাণ সংকটে কপিল শর্মা
বলিউডের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা এখন বিপদের মুখে। কানাডায় তার ক্যাফেতে একের পর এক গুলিবর্ষণের ঘটনা ঘটে, যা বিনোদন জগতকে চাঞ্চল্যের কেন্দ্রে এনে দাঁড়িয়েছে। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা কপিলকে প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে, যা এ সময়ের অন্যতম গম্ভীর সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই কারণে মুম্বাই পুলিশ তার বাড়ি ও কানাডার ক্যাফেতে নিরাপত্তা জোরদার করেছে এবং সিসি ক্যামেরার ফুটেজ তদন্ত করছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গ্যাংস্টার গোল্ডি ধিঁলো সম্প্রতি এক অডিও বার্তায় হামলার দায় স্বীকার করেছেন। তিনি জানান, বলিউড তারকা সালমান খান ও কপিলের ঘনিষ্ঠতার কারণে কপিলের ক্যাফেতে গুলি চালানো হয়েছে। পাশাপাশি পরবর্তীতে ‘সোজা বুকে গুলি’ করার হুমকিও দেন। এদিকে, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই এই হুমকি-ধমকির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তাদের নিরাপত্তা চেয়ে ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ইতোমধ্যেই বড় পদক্ষেপ নিয়েছে।
সাংগঠনিক পক্ষ থেকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে বিশেষ আবেদন জানানো হয়েছে, যাতে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিদেশে ভারতীয় তারকাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। কারণ, এই ঘটনার ফলে ফিল্ম ইন্ডাস্ট্রির হাজার হাজার কর্মীর জীবিকা ঝুঁকির মধ্যে পড়েছে।
কপিল শর্মা কানাডায় একটি ক্যাফে ব্যবসার জন্য চালু করেছিলেন, কিন্তু উদ্বোধনের মাত্র এক সপ্তাহের মধ্যে হুমকি শুরু হয়। গত ৯ জুলাই রাত ১টার দিকে প্রথমবার গুলি চালানো হয়, আর এর পর গত বৃহস্পতিবার আবারও ক্যাফেতে গুলিবর্ষণ হয়। ভারতীয় গণমাধ্যমের দাবি, সেই রাতে অন্তত ২৫ রাউন্ড গুলি ছোড়া হয়, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় কপিল শর্মা ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্টরা এখন গভীরভাবে উদ্বিগ্ন। পাশাপাশি, বলিউডের অন্যান্য তারকারাও এই হুমকি নিয়ে সতর্ক রয়েছেন।
/আশিক
বড় কিছু নিয়ে ফিরছেন শাকিব খান, ভক্তদের জন্য বিশেষ বার্তা দিলেন
ঢাকার শীর্ষ অভিনেতা শাকিব খান প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার যাওয়ার দুই সপ্তাহ পর, ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে দেশটিতে গিয়েছিলেন অভিনেত্রী শবনম বুবলী। শাকিব খান যে সেখানে শুধুমাত্র ঘুরে বেড়াচ্ছেন না, তা তার সাম্প্রতিক ইনস্টাগ্রাম ও ফেসবুক স্টোরি দেখে পরিষ্কার হয়।
গত শুক্রবার ফেসবুকে দেওয়া এক স্টোরিতে শাকিব খান লিখেছেন, “বড় পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছুটোছুটি চলছে। এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং এটি এমন একটি মুহূর্ত যা চুপচাপ রয়েছে বড় কিছু ঘটার অপেক্ষায়।” তিনি আরও জানান, “খুব শিগগিরই এমন কিছু নিয়ে ফিরে আসছি, যা থাকবে সাহসী, স্মরণীয় এবং আইকনিক।”
এই পোস্ট থেকে ধারণা করা যায়, শাকিব খান খুব শিগগিরই নতুন কোনো প্রোজেক্টের কাজ শুরু করতে যাচ্ছেন, যা তার ভক্তদের জন্য বিশেষ কিছু হতে চলেছে। সূত্রের খবর, চলতি মাসের শেষদিকে তিনি দেশে ফেরার পরিকল্পনা করেছেন। সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত একটি সিনেমার শুটিং শুরু করবেন শাকিব, যেটি সম্ভবত ডিসেম্বরে মুক্তি পাবে।
শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’। এটি রায়হান রাফি পরিচালিত একটি অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি, যা গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এবং সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছিল।
/আশিক
ভক্তদের উদ্দেশ্যে রহস্যময় বার্তা শাকিব খানের
প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। গত জুলাইয়ের শেষ দিকে তিনি আমেরিকায় পাড়ি জমান, আর তার প্রায় দুই সপ্তাহ পর অভিনেত্রী শবনম বুবলী তাদের পুত্র শেহজাদ খান বীরকে সঙ্গে নিয়ে একই গন্তব্যে যান।
শাকিবের এই সফর যে কেবল ঘোরাঘুরি বা অবকাশযাপনের জন্য নয়, তা স্পষ্ট হয়েছে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে তার ইনস্টাগ্রাম ও ফেসবুক স্টোরিতে দেওয়া বার্তায়। ভক্তদের উদ্দেশে শাকিব লিখেছেন, তার প্রতিদিনের সময় কাটছে কাজ, ভ্রমণ এবং বড়পর্দা ঘিরে নতুন স্বপ্নের ঘূর্ণিপাকে। এর আড়ালে চলছে নিরলস প্রচেষ্টা নতুন সিনেমার পরিকল্পনা ও সাহসী উদ্যোগ গ্রহণের প্রস্তুতি।
তিনি আরও জানান, “এটা শুধু নীরবতা নয়; অনেকটা আসন্ন ঝড়ের আগে সুনসান মুহূর্তের মতো। খুব শিগগিরই ফিরছি নতুন কিছু নিয়ে, যা হবে আগের চেয়ে আরও সাহসী, স্মরণীয় ও আইকনিক।” পাশাপাশি তিনি সবার জন্য ভালোবাসা ও শুভেচ্ছা জানান।
চলতি মাসের শেষের দিকে শাকিবের দেশে ফেরার কথা রয়েছে। ফিরেই সেপ্টেম্বর মাসে তিনি বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদের পরিচালনায় নতুন একটি চলচ্চিত্রের শুটিং শুরু করবেন, যা মুক্তি পাবে ডিসেম্বরেই। এরপর তিনি আবু হায়াত মাহমুদের পরিচালনায় আরেকটি ছবির কাজ করবেন, যার মুক্তির লক্ষ্য আসন্ন ঈদুল ফিতর।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর শাকিব খান ধারাবাহিকভাবে একাধিক বড় বাজেটের ও আলোচিত প্রজেক্টে যুক্ত হতে যাচ্ছেন, যা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
-রাফসান
বয়স থেমে গেছে ৪০-এ! আর মাধবনের ২১ দিনের তারুণ্যের গোপন রহস্য
বলিউডের জনপ্রিয় নায়ক আর মাধবন, যিনি রং দে বাসন্তি, থ্রি ইডিয়টস ও তনু ওয়েডস মনু-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন, বয়সে এখন ৫৫ হলেও দেখতে এখনও যেন চল্লিশের কোটায় আটকে আছেন। বরং সময়ের সাথে তার চেহারায় আরও বেড়েছে তারুণ্যের আভা ও ত্বকের উজ্জ্বলতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কোনো ধরনের ওষুধ, সার্জারি বা জিমে না গিয়েই মাত্র ২১ দিনে এই পরিবর্তন এনেছেন তিনি।
মাধবনের সৌন্দর্যচর্চার শুরু চুলের যত্ন থেকে। ছোটবেলার পারিবারিক অভ্যাস ফিরিয়ে এনে সপ্তাহে তিন থেকে চার দিন চুলে তিলের তেল বা নারকেল তেল ম্যাসাজ করে গোসল করেন তিনি। এতে চুল যেমন মজবুত হয়, তেমনই চেহারায় আসে প্রাকৃতিক সতেজতা।
শরীর ঠিক রাখতে তিনি প্রতিদিন সকালে হাঁটা এবং সূর্যের আলো গ্রহণকে অভ্যাসে পরিণত করেছেন। তার মতে, সকালের রোদ ত্বককে টানটান রাখে এবং বলিরেখা পড়া রোধ করে।
খাবারের ক্ষেত্রেও রয়েছে শৃঙ্খলা। ফ্রিজে রাখা বা প্যাকেটজাত খাবার একেবারেই এড়িয়ে চলেন তিনি। শৈশব থেকেই টাটকা খাবার খাওয়ার অভ্যাস থাকার কারণে নিজের সঙ্গে একজন রাঁধুনিকে রাখেন, যিনি প্রতিদিন তাকে সাদামাটা ডাল-ভাত-তরকারি রান্না করে দেন। ওজন কমালেও তিনি ভাত খাওয়া বন্ধ করেননি, কারণ তার বিশ্বাস—ভাত স্বাস্থ্যকে ক্ষতি করে না, বরং তার দাদা-দাদি ভাত খেয়েই দীর্ঘায়ু পেয়েছিলেন।
খাওয়ার সময় তিনি প্রতিটি খাবার অন্তত ৪৫-৬০ বার চিবিয়ে খান, দুপুর তিনটার পর আর কিছু খান না এবং রাতের খাবার সন্ধ্যা সাতটার মধ্যেই শেষ করেন। মাঝে মাঝে ১৪ ঘণ্টার ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন এবং সারাদিন প্রচুর পানি পান করে শরীরকে হাইড্রেটেড রাখেন। সবুজ শাকসবজি ও সহজপাচ্য খাবার তার খাদ্যতালিকায় থাকে নিয়মিত।
‘সাইয়ারা’কে ছাড়িয়ে অ্যানিমেটেড সিনেমা ‘মহাবতার নরসিংহ’র বক্স অফিস ঝড়
কিছুদিন ধরেই দর্শকপ্রিয় ‘সাইয়ারা’ সিনেমার জয়জয়কার শোনা যাচ্ছিল। সেই সময়ে ‘সন অফ সর্দার ২’ ও ‘ধড়ক ২’ সিনেমাগুলোও ব্যাপক আলোচনায় ছিল। তবে এর মাঝেই এক অ্যানিমেটেড সিনেমা ‘মহাবতার নরসিংহ’ দর্শকদের মন জয় করেছে এবং আয়েও অন্যদের পেছনে ফেলে দিচ্ছে।
‘মহাবতার নরসিংহ’ ২৫ জুলাই ২০২৫ মুক্তি পেয়ে মাত্র ১৩ দিনে ‘সাইয়ারা’ ছাড়িয়ে গেছে। ৬ আগস্টের তথ্যে জানা গেছে, এই সিনেমার একদিনের আয় ৬ কোটি রুপি ছুঁয়েছে। একই সঙ্গে মোট আয় এখন পর্যন্ত প্রায় ১১২.৮০ কোটি রুপি। এর তুলনায় ‘সাইয়ারা’ ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর ৬ আগস্ট মাত্র ২ কোটি রুপি আয় করেছে।
‘মহাবতার নরসিংহ’ হলো ভগবান নরসিংহ, হিরণ্যকশিপু ও প্রহ্লাদের গল্পের ওপর নির্মিত ভক্তিমূলক পৌরাণিক অ্যানিমেটেড সিনেমা। পরিচালক অশ্বিন কুমার এই সিনেমার মাধ্যমে দর্শকদের মনে শক্ত অবস্থান গড়ে তুলেছেন।
বিনোদন বাণিজ্যের তথ্যভান্ডার ‘স্যাকনিল্ক’র রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই ‘মহাবতার নরসিংহ’ আয় করেছিল ১.৭৫ কোটি রুপি। দ্বিতীয় দিন আয় বেড়ে দাঁড়ায় ৪.৬ কোটি রুপি। তৃতীয় দিন আয় ৯.৫ কোটি রুপি ছাড়ায়। এরপর ক্রমান্বয়ে এটির আয় ছিল যথাক্রমে: চতুর্থ দিন ৬ কোটি, পঞ্চম দিন ৭.৭ কোটি, ষষ্ঠ ও অষ্টম দিন ৭.৭ কোটি, সপ্তম দিন ৭.৫ কোটি, নবম দিন ১৫.৫ কোটি, দশম দিন ২৩.১ কোটি, একাদশ দিন ৭.৩৫ কোটি, দ্বাদশ দিন ৮.৫ কোটি এবং ত্রয়োদশ দিনে প্রায় ৬ কোটি রুপি।
৬ আগস্ট ‘সন অফ সর্দার ২’ ও ‘ধড়ক ২’ যথাক্রমে ১.৬৪ কোটি ও ১ কোটি রুপি আয় করে, যা ‘মহাবতার নরসিংহ’র তুলনায় অনেক কম। এই তথ্য থেকেই স্পষ্ট, বর্তমানে ভারতীয় বক্স অফিসে ‘মহাবতার নরসিংহ’ সবচেয়ে লাভজনক সিনেমার মধ্যে অন্যতম।
আগামী দিনগুলোতেও সিনেমাটির আয় বাড়বে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
সাইফ-কারিনার বিচ্ছেদের গুঞ্জন ঘিরে বলিউডে জল্পনা
বলিউডের আলোচিত দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। পাকিস্তানি সাংবাদিক মুবাসের লুকম্যান দাবি করেছেন, এই তারকা জুটির বৈবাহিক জীবনে নাকি চরম টানাপোড়েন চলছে এবং বিচ্ছেদ খুব একটা দূরে নয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মুবাসের লুকম্যান দাবি করেন, সাইফ-কারিনার সম্পর্ক দিন দিন জটিল হয়ে উঠছে। তিনি এমন তথ্য পেয়েছেন এক ভারতীয় সূত্র থেকে। তবে কে এই সূত্র, তা তিনি খোলাসা করেননি, এমনকি কোনো ধরনের প্রমাণও হাজির করেননি।
পাকিস্তানি এই সাংবাদিকের বক্তব্য ঘিরে বলিউডে শুরু হয়েছে আলোচনা ও নানা জল্পনা। মুবাসেরের আরেক বিস্ফোরক দাবি, কারিনা নাকি সাইফকে হাতেনাতে ধরেছেন এক নারীর সঙ্গে। এ থেকেই সম্পর্কে ফাটল ধরে।
তিনি আরও বলেন, সাইফ এখন কাতারে স্থায়ীভাবে বসবাস করতে চাইছেন, কিন্তু কারিনা তাতে রাজি নন। দেশ ছেড়ে বিদেশে গিয়ে বসবাস করা নিয়ে তাদের মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে বলেও দাবি মুবাসেরের।
সবচেয়ে বিতর্কিত অংশটি হলো তার এই বক্তব্য—সাইফের ওপর একসময় যে হামলা হয়েছিল, সেই ঘটনার নেপথ্যে নাকি কারিনার হাত থাকতে পারে!
তবে বলিউডের একাংশ মনে করছে, এসব বক্তব্য পুরোপুরি ভিত্তিহীন এবং গুজবমাত্র। এখন পর্যন্ত সাইফ বা কারিনার পক্ষ থেকে এসব নিয়ে কোনো মন্তব্য আসেনি।
প্রসঙ্গত, ২০১২ সালে কারিনাকে বিয়ে করেন সাইফ। বিয়ের আগে তিনি অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহিত ছিলেন এবং বিচ্ছেদের পর কারিনার সঙ্গে দীর্ঘদিন প্রেম করেন। বিয়ের পর তাদের দুই সন্তান—তৈমুর ও জেহ—জন্ম নেয়।
কারিনা ক্যারিয়ার ও সংসার একসঙ্গে সামলে নিচ্ছেন বহুদিন ধরে। তবে সম্প্রতি এই জুটির বিচ্ছেদের গুঞ্জন নতুন করে শিরোনামে এসেছে—তা-ও আবার একটি অপ্রমাণিত সূত্রের ভিত্তিতে।
/আশিক
প্রেমিকের সঙ্গে হোটেলে রিয়া মনি,ভিডিও শেয়ার করে নতুন অভিযোগ হিরো আলমের
কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনিকে ঘিরে সম্পর্কের টানাপড়েন নতুন কিছু নয়। কখনো ঝগড়া, বিচ্ছেদ আর মামলার খবর—আবার কখনো কাছাকাছি আসার গল্প। তবে এবার আলোচনার কেন্দ্রে এসেছে একটি নতুন অভিযোগ।
হিরো আলম দাবি করেছেন, তার স্ত্রী রিয়া মনি বর্তমানে কক্সবাজারে রয়েছেন এক ব্যক্তির সঙ্গে, যার নাম ম্যাক্স অভি। বৃহস্পতিবার (৭ আগস্ট) মধ্যরাতে একাধিক ফেসবুক পোস্টে হিরো আলম এই অভিযোগ তুলে ধরেন।
তার ভাষ্য অনুযায়ী, রিয়া মনি ও অভি কক্সবাজারের একটি হোটেলে রাত কাটাচ্ছেন। নিজের পোস্টে হোটেল কক্ষে তোলা একটি ভিডিও এবং দুজনের একটি ছবিও শেয়ার করেন তিনি।
এক পোস্টে হিরো আলম লিখেছেন, ‘রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। কক্সবাজার আজকে ধরা পড়েছে হোটেলে অভির সঙ্গে।’
তবে এসব অভিযোগের বিষয়ে রিয়া মনির কোনো প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি।
এর আগেও এই দম্পতির সম্পর্ক নিয়ে নানা টানাপড়েনের খবর সামনে এসেছে। হিরো আলমের বাবার মৃত্যুর পর দাম্পত্য কলহ তীব্র আকার নেয়। একপর্যায়ে হিরো আলম থানায় অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে রিয়া মনিকে গ্রেপ্তার করা হয়। পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পান।
এমন পরিস্থিতিতে একবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন হিরো আলম, দাবি করেন তিনি নিজেই। সে সময় পাশে এসে দাঁড়ান রিয়া মনি, তার সেবাযত্নে স্বাভাবিক জীবনে ফেরেন হিরো আলম। তখন মনে হয়েছিল সব কিছু হয়তো স্বাভাবিকের দিকে যাচ্ছে।
কিন্তু সর্বশেষ অভিযোগ নতুন করে বিতর্ককে সামনে আনলো। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ঘিরে ব্যাপক আলোচনা চলছে।
/আশিক
‘অন্ধেরা’য় ফিরছেন সুরভীন: আতঙ্ক আর রহস্যে মোড়ানো নতুন ওয়েব সিরিজ
ভারতের জনপ্রিয় অভিনেত্রী সুরভীন চাওলা, যিনি ‘সেক্রেড গেমস’ ও ‘ক্রিমিনাল জাস্টিস’-এর মতো আলোচিত ওয়েব সিরিজে তাঁর অভিনয়গুণে দর্শকদের মন জয় করেছিলেন, এবার ফিরছেন নতুন এক রূপে। আগামী ১৪ আগস্ট অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত নতুন সুপারন্যাচারাল হরর সিরিজ ‘অন্ধেরা’। এই সিরিজটি এক ভিন্নধর্মী গল্পকে কেন্দ্র করে তৈরি, যেখানে অজানা ও অদৃশ্য আতঙ্কের মধ্য দিয়ে এক নারীর লড়াই ফুটে উঠবে বাস্তব ও অতিপ্রাকৃতের সীমারেখায়।
সুরভীন চাওলা এখানে এক জটিল চরিত্রে অভিনয় করেছেন, যিনি এক অন্ধকার গ্রামে পা রাখার পর থেকে একের পর এক ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনার মুখোমুখি হন। ‘অন্ধেরা’ শুধু একটি ভূতের গল্প নয়; বরং এতে সামাজিক বাস্তবতা, মানসিক টানাপড়েন ও অতীতের গোপন রহস্য মিলেমিশে তৈরি হয়েছে এক গভীর আবহ। সিরিজটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা অনিরুদ্ধ সেন, যিনি দর্শকদের চমক ও সাসপেন্সে বুঁদ করে রাখার জন্য পরিচিত।
সুরভীন এই চরিত্রটিকে নিজের অন্যতম চ্যালেঞ্জিং কাজ বলে উল্লেখ করেছেন, যেখানে তাঁকে মানসিকভাবে রূপান্তরের মধ্য দিয়ে যেতে হয়েছে। তাঁর মতে, ‘অন্ধেরা’ শুধু ভয় নয়, বরং এক অভ্যন্তরীণ জার্নি, যা আত্মার অন্ধকারকে স্পর্শ করে।
অ্যামাজন প্রাইম ভিডিও ‘অন্ধেরা’র ট্রেলার ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে অনলাইনে। ভিজ্যুয়াল ও সাউন্ড ডিজাইনে রয়েছে উচ্চমানের প্রোডাকশন ভ্যালু, যা এই সিরিজকে আন্তর্জাতিক মানের করে তুলেছে।
-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক
স্পেনে ‘স্প্যানিশ সামার’-এ কিম শর্মার লাল ঝলক
বলিউড অভিনেত্রী কিম শর্মা বয়স যেন কেবল একটি সংখ্যা—তা আরও একবার প্রমাণ করলেন স্পেনে ছুটি কাটানোর কিছু ঝলমলে মুহূর্ত শেয়ার করে। ৪৫ বছর বয়সেও তার আত্মবিশ্বাসী সৌন্দর্য ও ফিটনেস মুগ্ধ করেছে নেটিজেনদের। লাল রঙের সাহসী বিকিনিতে নিজের ঘন গ্রীষ্মের ছুটির ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে কিম অনুরাগীদের মন জয় করে নিয়েছেন। ‘স্প্যানিশ সামার’ হ্যাশট্যাগে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, রোদে স্নান করা এক আত্মবিশ্বাসী নারীর দীপ্ত উপস্থিতি—যিনি সময়কে হার মানাতে জানেন।
ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তদের প্রশংসার বন্যা বইতে শুরু করে। কেউ লিখেছেন, “আপনার গ্লো আগের চেয়েও বেশি,” আবার কেউ বলেন, “এটাই হল বোল্ড এবং বিউটিফুলের আসল সংজ্ঞা।” কিমের গাঢ় লাল বিকিনি, নিখুঁত ফিগার ও ক্যারিশমা যেন স্পেনের সৈকতের উজ্জ্বলতা আরও বাড়িয়ে দিয়েছে।
২০০০ সালে শাহরুখ খান ও আমিতাভ বচ্চন অভিনীত সুপারহিট ছবি মহব্বতেন–এর মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন কিম। সময়ের সঙ্গে তার সিনেমার পর্দায় উপস্থিতি কমে এলেও, ব্যক্তিগত জীবন ও স্টাইল স্টেটমেন্টের জন্য প্রায়শই সংবাদের শিরোনামে উঠে আসেন তিনি। ইনস্টাগ্রামে তার সক্রিয় উপস্থিতি এবং ফিটনেস-প্রতিশ্রুতিমূলক জীবনযাপন তরুণ প্রজন্মের কাছেও অনুপ্রেরণা হিসেবে বিবেচিত।
বর্তমানে স্পেনের একটি রিসোর্ট শহরে ছুটি কাটাচ্ছেন কিম। প্রকৃতি ও আভিজাত্যের সঙ্গে তার ছবি যেন জীবনের প্রতি ইতিবাচকতার প্রকাশ—যেখানে বয়স নয়, আত্মবিশ্বাসই আসল সৌন্দর্য।
-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক
পাঠকের মতামত:
- ড. মইন খান: ২০২৪ সালের বিপ্লব লুটেরাদের জন্য নয়
- নাটোরে উপদেষ্টা আসিফ মাহমুদের অনুষ্ঠান বয়কট করলো জেলা বিএনপি
- পার্বত্য এলাকায় দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সালাহউদ্দিন আহমদের সতর্কবার্তা
- দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীন আটক হল যেভাবে
- ছাত্রলীগমুক্ত হল - শিক্ষার্থীদের বিজয়ের রাতের গল্প
- ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন নিশ্চিত করা হবে: তারেক রহমান
- লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, প্রাণ সংকটে কপিল শর্মা
- যারা নির্বাচনে ভয় পায়, তারাই পিআর পদ্ধতি চান: শামসুজ্জামান দুদু
- তারেক রহমানই দেশের আগামী প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল
- গাজায় তীব্র খাদ্য সংকটের কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে
- মাসিক আয় থেকে সঞ্চয় করার সহজ ছয়টি উপায়
- অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার দুর্নীতির তথ্য প্রমাণ আছে:সাবেক সচিব সাত্তার
- রাজশাহীতে ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা সজীব ভূঁইয়া
- ফেসবুক প্রেমে ফাঁদ, ৯ কোটি রুপি হারালেন বৃদ্ধ
- গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় সাতজন গ্রেফতার
- বড় কিছু নিয়ে ফিরছেন শাকিব খান, ভক্তদের জন্য বিশেষ বার্তা দিলেন
- নাসির উদ্দিন: মানুষের আস্থা হারিয়েছে নির্বাচন ব্যবস্থা
- আওয়ামী লীগ ও ভারতের স্বার্থে বাংলাদেশে দাঙ্গা দরকার: গয়েশ্বর চন্দ্র রায়
- ছবিতে প্রথমে যা দেখলেন, সেটাই বলে দেবে আপনার চরিত্র
- সিন্ডিকেটের দৌরাত্ম্যে সরকারের নির্ধারিত ২৭ টাকার সার বিক্রি হচ্ছে ৬০ টাকায়
- উপেক্ষার জবাব হ্যাটট্রিকের মাধ্যমে দিলেন রোনালদো
- আলাস্কায় পুতিন-ট্রাম্প সাক্ষাৎ: কূটনৈতিক ইতিহাসের নতুন অধ্যায়
- দুই কারণ সামনে রেখে গাজীপুরে সাংবাদিক হত্যা ঘটনায় তদন্ত
- চীনে প্রথমবার হিউম্যানয়েড রোবট পিএইচডিতে ভর্তি
- হাইপোথাইরয়েডিজম নিয়ন্ত্রণ করে জীবনে ফিরুন প্রাণবন্ততা
- ইসরায়েলি দখল পরিকল্পনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিল ইরাক
- বেতন বৈষম্য দূরীকরণে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের ঘোষণা
- নির্বাচন প্রক্রিয়ায় কমিশনের সম্পৃক্ততা নেই: আলী রীয়াজ
- ছয় বছর পর ড্যাবের ভোটযুদ্ধ আজ, চিকিৎসক মহলে উত্তেজনা
- ১৮ হল কমিটি গঠনের পর বিক্ষোভ, ঢাবি উপাচার্যের কড়া বার্তা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ধ্বংসের ছায়া থেকে নতুন বিশ্বব্যবস্থার উত্থান
- মোদিকে গোপন পরামর্শ দেবেন নেতানিয়াহু
- খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপকারী পেলেন ছাত্রদলের পদ
- আসন্ন নির্বাচনে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ার অঙ্গীকার তারেক রহমানের
- জামায়াতের ‘পিআর’ কৌশলে নির্বাচন বিলম্বের অভিযোগ হাফিজ উদ্দিনের
- সুরা আল-বাকারার উল্লেখযোগ্য ঘটনা ও বিষয়বস্তু বিস্তারিত জানুন
- কিশমিশের পানির বহুমুখী উপকারিতা: স্বাদের সঙ্গে স্বাস্থ্যের সঙ্গী
- ভক্তদের উদ্দেশ্যে রহস্যময় বার্তা শাকিব খানের
- ক্রিকেটের তীর্থক্ষেত্রের স্মৃতি ঘরে তোলার বিরল সুযোগ
- চীনের রোবোটিক অঙ্গ পেলেন জুলাই বিপ্লবের আহতরা
- কানাডায় কপিল শর্মার রেস্তোরাঁয় ফের গুলিবর্ষণ
- যানবাহন পানিতে পড়লে বাঁচার উপায়: বিশেষজ্ঞের জরুরি পরামর্শ
- গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের আপডেট
- বয়স থেমে গেছে ৪০-এ! আর মাধবনের ২১ দিনের তারুণ্যের গোপন রহস্য
- নিজের আয়ের হিসাব দিলেন এনসিপি নেতা হান্নান মাসউদ
- শেখ হাসিনার প্রেতাত্মা এখনো সক্রিয়: জয়নুল আবদিন ফারুক
- ট্রাম্প বলেন, “খুব হতাশ”
- কলকাতায় গোপন কার্যালয়ে আওয়ামী লীগের কার্যক্রম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাংগঠনিক পুনর্গঠন
- ভারতের পণ্যে উচ্চ শুল্ক: যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানির জন্য সুবর্ণ সুযোগ নাকি সীমিত সম্ভাবনা?
- শেখ হাসিনার পতনের পর কূটনীতি ও নিরাপত্তার কঠিন প্রশ্নগুলো
- গণঅভ্যুত্থানের এক বছর: মুক্তির স্বপ্ন ও গণতান্ত্রিক উত্তরণের চ্যালেঞ্জ
- ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মনোবিশ্লেষণমূলক পাঠ: একটি প্রজন্মের অবচেতনের বিস্ফোরণ
- জামায়াতের ‘পিআর’ কৌশলে নির্বাচন বিলম্বের অভিযোগ হাফিজ উদ্দিনের
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ধ্বংসের ছায়া থেকে নতুন বিশ্বব্যবস্থার উত্থান
- ভারতের ওপর ২৫% শুল্ক বৃদ্ধিতে মার্কিন বাজারে বাংলাদেশের জন্য নতুন সুযোগ
- ৫ আগস্ট ছুটি ঘোষণা: কোন কোন সেবা পাবেন, কোনগুলো বন্ধ থাকবে
- হুয়াংহে নদীর তীরে এক মহাজাতির উত্থান: চীনা সভ্যতার আদিগন্ত ইতিহাস
- প্রধান উপদেষ্টা: "জুলাই শহীদদের স্বপ্নই হবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের ভিত্তি"
- যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর সময় কাটানো নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস
- চীনের অর্থনৈতিক নীরব বিপ্লব: পশ্চিমা একপক্ষীয় বিশ্বনীতির অবসানের সংকেত
- তালেবানের আফগানিস্তান: ধ্বংসস্তূপ থেকে অর্থনৈতিক পুনর্জাগরণ
- বৃষ্টিকে উপেক্ষা করে ‘জুলাই জাগরণ’-এ জনতার ঢল
- শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মাথায় হাত!
- কলাপাড়ার ইলিশ মোকামে ফের গর্জন, ঘাটে জমে উঠল ক্রেতার ভিড়